নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

"যেই দেশ জ্ঞানী-গুনীদের কদর দিতে জানে না সেই দেশে নাকি জ্ঞানী-গুনী মানুষ জন্ম নেয় না।"

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০



একটা নোবেল পুরষ্কারের জন্য একটা বিশ্ববিদ্যালয় কতটুকু গর্ববোধ করতে পরে? নোবেল পুরষ্কার প্রাপ্ত বৈজ্ঞানিককে কি পরিমাণ সম্মানিত করতে পারে? কতটুকু উদযাপন করতে পারে? দেশের প্রধানমন্ত্রী ও বিজ্ঞান মন্ত্রী যখন গর্ব সহকারে সেই উদযাপনে যোগ দেয়; নোবেল পুরষ্কার বিতরণের দিনে সেই দেশের গণমাধ্যমও সেই উদযাপনে যোগ দেয় তা ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের আ্যালমনাই হওয়ার সুবাদে প্রত্যক্ষ করার সুযোগ হলও গত ২ মাস ও আজকে।



অভিনন্দন ডোনা স্ট্রিকল্যান্ড, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, আমেরিকার রচেষ্টার বিশ্ববিদ্যালয় (যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় আবিষ্কারটি করেছেন)। ডোনা তার বর্তমান কর্মস্হল ওয়াটারলু বিশ্ববিদ্যালয় ও রচেষ্টার বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কৃতজ্ঞতা স্বরুপ নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে নিয়ে গিয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে। নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক বৈজ্ঞানিক ১৭ জন অতিথিকে (পরিবারের সদস্য সহ) অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য সঙ্গে নিয়ে যেতে পারে।


A proud day of UWaterloo alumni University of Waterloo family.


ডোনা স্ট্রিকল্যান্ডকে নিয়ে লেখা আমার পূর্বের ব্লগ:

১১৮ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় মহিলা বৈজ্ঞানিকের পদার্থ বিজ্ঞান বিষয়ে নোবেল পুরষ্কার অর্জন





















মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনি এই বিশ্ব বিদ্যালয়ে পড়েন, আপনিও নোবেল পাবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নোবেল পুরষ্কার পাওয়ার আশায় অনার্স পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে পড়েছিলাম চাঁদগাজি ভাই। পদার্থ বিজ্ঞানে থাকলে আপনার মন্তব্য শুনে আপনা মুখে ফুলচন্দ পড়ুক এই মন্তব্য করতাম যা আর করতে পারতেছি না। নোবেলের আশা বিসর্জন দিয়েছিল দেশের মানুষকে ঘুর্নিঝড়ের কবল থেকে রক্ষা করার জন্য আবহাওয়া পদার্থবিদ্যা নিয়ে এখনকার পড়ালেখা।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ!!!
ভালো তো।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
হ্যা, পুরাই রাজকীয় সম্বর্ধনা। পুরষ্কারটা অবশ্য সুইডেনের রাজাই দিয়ে থাকেন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ!!!
ভালো তো।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

আলমগীর কাইজার বলেছেন: সুন্দর।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

ঢাবিয়ান বলেছেন: @ চাঁদগাজী, এত দারুন পরামর্শটা আপনার নেত্রীকে তাড়াতারি পাঠিয়ে দিন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

পলাশবাবা বলেছেন: নোবেল প্রাইজ নিয়ে আওয়ামীদের একটু চুলকানি আছে। অনেক লবিং করেও একটা বাগাইতে পারে নাই। শেষে নিজে নিজে একটা তকমা লাগায় নিয়েছে.। মাদার তেরেসা স্টাইলে মাদার অব হিউমেনিটি। খিক খিক ।। যাই হোক বিশিষ্ট মুক্তিযোদ্ধা [গুজবও হতে পারে।] চাঁদগাজী আংকেলের জ্বালা দেখে বিনোদিত হলাম।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মোস্তাফা কামাল পলাশ - জনাব, আপনার এই চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ ।

কিছু ব্লগার তো এই ব্লগকে নূরানী ফোরকানিয়া মাদ্রাসা বানাতে চায় ।

আর চাঁদ গাজীর কোন কমেন্টকে গুরুত্ব দিবেন না । ভীমরতিপ্রাপ্ত বৃদ্ধের প্রলাপ মনে করবেন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি আবহাওয়া পদার্থবিদ্যা নিয়ে পড়ছেন-
আপনি দেশের জন্য কাজ করলে, আমরা অনেক উপকৃত হবো,,,
আপনার জন্য শুভকামনা রইলো
আপনার সাফল্যের প্রত্যাশায়...।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

মাহবুবুর রহমান টুনু বলেছেন: খুব সুন্দর পোস্ট। শুভকামনা আপনার জন্য।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

টারজান০০০০৭ বলেছেন: নোবেলের শান্তি পুরস্কারই নোবেলের ইয়ে মারিয়া দিতেছে ! বাকিগুলো যথাযথই মনে হয় ! হিটলার , সুচির মতন পিশাচ , মালালার মতন ছেমরিরে নোবেল দিলে নরাধম মোদিও একদিন নোবেল পাইবে আশা করা যায় ! আমাগো গুলান কইলাম না !!! (হিটলার নো-বেল না পাইলেও মনোনয়ন পাইয়াছিল !)

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৬

অনল চৌধুরী বলেছেন: কোন পুরস্কার দিয়ে কাজের মূল্যায়ন হয় না কারণ সব দেশের সব পুরস্কারই রাজণীতিক বিবেচনায় দেয়া হয়।
টলষ্টয়,গোর্কি,দস্তয়ভস্কি,নজরুলের মতো মহান সাহিত্যিকরা নোবেল দেয়া হয়নি।তাাতে কি তাদের কোন ক্ষতি হয়েছে?
অার নগিব মাহফুজ,নাদিম গর্ডিমার,গাও সিনজিয়াং-সহ অখ্যাত যেসব ব্যাক্তি নোবেল পেয়েছে,তাদের রচনা কয়জন পড়েছে?
শুধু সাহিত্য না,সব ক্ষেত্রেই একথা প্রযোজ্য।
নোবেল শান্তি বিজয়ী অাইসাক রবিন,সুকি,ওবামা-এর প্রত্যেকেই একেকটা হিংস্র খুনী ,সেটা সারা পৃথিবীর মানুষ জানে।বাংলাদেশের ইউনুস পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর।
সুতরাং পুরস্কারের মোহের উর্ধে উঠে ভালো কিছু সৃষ্টির মানসিকতা থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.