নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ভোটের অধিকার থাকলে পৃথিবীর শ্রেষ্ঠতম নগর পিতাও (সিটি মেয়র) নাগরিকদের দাবির কাছে মাথা নত করে: উদাহরণ কানাডার ক্যালগারির শহরের মেয়র নাহিদ ন্যান্সি

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬



ভোটের অধিকার থাকলে পৃথিবীর শ্রেষ্ঠতম নগর পিতাও (সিটি মেয়র) নাগরিকদের দাবির কাছে মাথা নত করে: উদাহরণ কানাডার ক্যালগারির শহরের মেয়র নাহিদ ন্যান্সি

অনেক পূর্বে একবার লিখেছিলাম যে কানাডার ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি পৃথিবীর শ্রেষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছিল। একবার দুইবার না পর-পর ৩ বার ক্যালগারি শহরের মেয়র নির্বাচিত হয়েছে তাও আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে এমন এক শহরে যে শহরটি হলও কনজারভেটিভ পার্টির দুর্গ বলে পরিচিত প্রভিন্সে। মূল প্রসঙ্গে আসি। আমরা সকলেই জানি যে পৃথিবীর অধিকাংশ দেশ মুখিয়ে থাকে অলিম্পিক গেম কিংবা বিশ্বকাপ ফুটবল এর মতো বড় খেলা-ধুলার আসর গুলো আয়োজনের জন্য। কানাডার কানাডার ক্যালগারি শহর ও প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছিল ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজনের জন্য। এই গেম আয়োজনের জন্য খরচ হবে প্রায় ৪ বিলিয়ন ডলার যার মধ্যে মাত্র ৩৯০ মিলিয়ন ডলার খরচ করতে হবে ক্যালগারি শহরকে অবশিষ্ট অর্থের যোগান দিবে কানাডার ফেডারেল সরকার ও আ্যালবার্ট্রা প্রভিন্সিয়াল সরকার। শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজন উপলক্ষে ফেডারেল সরকার ও আ্যালবার্ট্রা প্রভিন্সিয়াল সরকারের কাছ থেকে প্রাপ্ত প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে ক্যালগারি শহরের রাস্তা-ঘাট ও খেলা-ধুলার জন্য স্থাপনার নির্মাণ করা যাবে ও অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে এই গেম দুইটা আয়োজন করলে আ্যালবার্ট্রা প্রভিন্সের পর্যটন শিল্প ব্যাপক ভাবে লাভবান হবে। ভোটের পূর্বে পত্রিকায় নিবন্ধ লিখে ব্যাখ্যা করেছে এই গেম আয়োজন করে ক্যালগারি শহর কিভাবে উপকৃত হবে।

ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি ইচ্ছে করলেই তার কাউন্সিলরদের মিটিং ডেকে ৩৯০ মিলিয়ন ডলার খরচ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। কিন্তু এই টাকাটা যেহেতু ক্যালগারি শহরের নাগরিকদের ট্যাক্সের টাকা তাই নাহিদ ন্যান্সি সিদ্ধান্ত নেন এই টাকা খরচ করে অলিম্পিক গেম আয়োজন করা নিয়ে নাগরিকরা কি ভাবছেন তা যাচাই করার জন্য। ফলে নাগরিকদের জন্য হ্যাঁ/না গণভোটের আয়োজন করেন। ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ৫৩ % নাগরিক অলিম্পিক গেম আয়োজন না করার পক্ষে ও ৪৭% নাগরিক অলিম্পিক গেম আয়োজন করার পক্ষে মতামত দিয়েছেন। এই ভোটের ফলাফল মান্য করার কোন বাধ্যবাধকতা ছিলও না ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সির কারণ মোট ভোটারের ৩ ভাগের ১ ভাগ ভোটে অংশগ্রহণ করেছিল। এর পরেও সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক কমিটিকে।

তথ্য সংশোধন: নাহিদ ন্যান্সি ইসমাইলি মুসলিম ধর্মের অনুসারী। ভারত উপমহাদেশে ইসমাইলি মুসলিম ধর্মের অনুসারীদের মূল ইসলাম ধর্মের অনুসারী হিসাবে গন্য করে না অনেকে। নাহিদ ন্যান্সির এর পিতা আফ্রিকার দেশ তানজানিয়া থেকে কানাডায় এসেছিলেন ১৯৭২ সালে। তানজানিয়ায় উনি ভারত থেকে নাকি পাকিস্তান থেকে গিয়েছিলেন তার নির্ভযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে নাই তাই পোষ্টের তথ্য সংশোধন করে দেওয়া হলো।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


কানাডা বাংলাদেশের কোন জেলায়?

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার প্রশ্নের উত্তর দেখুন ২ নম্বর মন্তব্যে

২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

খাঁজা বাবা বলেছেন: কানাডা উগান্ডাতে @চাঁদগাজী ভাই

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি =p~

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
পইড়া আমারে ধন্য করেছেন ভাইডি; আসেন গলা :-B মিলা-মিলি করি

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ১ এবং ২ নং মন্তব্যকারীকে বলতে চাই- আমি উগান্ডা নিয়ে একটা পোষ্ট দিব। মাল-মশলা সব রেডি আছে।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নুর ভাই, দুষ্টলোকেরা কয় যে আপনার শশুর বাড়ি নাকি উগান্ডায় =p~

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

বিবেকবান জড় বলেছেন: ক্যালগারি আমাদের পাশের গ্রামের নাম

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

মোস্তফা সোহেল বলেছেন: আহা আমাদের দেশের সরকার যদি এই ভাবে জনগনের মতামত মেনে নিত।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাসান রাজু বলেছেন: জনাব চাঁদগাজী সাহেব যা পারেন তা কেউ পারে না। সত্যিই মজার মানুষ।
*********************************************************************
আসলে নাগরিকদের দাবির কাছে মাথা নত করেন নি মেয়র নাহিদ ন্যান্সি। বরং নাগরিকদের মতামতকে সম্মান দেখিয়ে নিজের মাথা আরও উপরে উঠিয়েছেন তিনি।

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

বলেছেন: পাকিরা দেশের বাইরে গেলে খুব ভালো করে। লন্ডনে ভারতীয়দের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে তারা। আমেরিকাতেও মুসলিম কমিউনিটিতে তাদের ভালো প্রভাব আছে। কিন্তু নিজের দেশে তারা একেবারেই ব্যাকফুটে।

৯| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

জগতারন বলেছেন:
পাকি' না বলে পাপী' বললে হয় না!!

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

এস এম ইসমাঈল বলেছেন: শ্রদ্ধেয় চাঁদ গাযী ভাইয়ের মত আমারও সেই একই প্রশ্ন, কানাডা নামের একটা গ্রাম আছে বলে শুনেছিলাম, কিন্তু জেলার নামটা বেমালুম ভুলে গেছি, ভাইয়া।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের মতো অপচয়ের সামর্থ কানাডার নাই | একমাত্র বাংলাদেশই পারে হাজার হাজার কোটি টাকা আকাশে উড়িয়ে দিতে | ;)

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

পদ্মপুকুর বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের মতো অপচয়ের সামর্থ কানাডার নাই | একমাত্র বাংলাদেশই পারে হাজার হাজার কোটি টাকা আকাশে উড়িয়ে দিতে | ;)

আমরা এখন উন্নয়নের মহাসড়কে তরতর করে এগিয়ে যাচ্ছি, আমরা ও রকম কিছু টাকা উড়াতেই পারি। আপ্নের লাগে ক্যা? :#)

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



সবার কিন্তু মানসিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ আর জনগনের প্রতি ভালবাসা এক না ।

তিনি আলাদা ভাবে নিজেকে উপস্থাপন করেছেন । জনগন তাকে যেভাবে দরকার সেভাবে পেয়েছে ।

একজন মানুষের আর কি দরকার ।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
নুর ভাই, দুষ্টলোকেরা কয় যে আপনার শশুর বাড়ি নাকি উগান্ডায় =p~


তাহলে তো ভালোই হতো।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
নুর ভাই, দুষ্টলোকেরা কয় যে আপনার শশুর বাড়ি নাকি উগান্ডায় =p~


তাহলে তো ভালোই হতো।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

জাহিদ হাসান বলেছেন: কানাডার মত গণতন্ত্র আমরা পাইনি। আমাদের দেশে এইরকম গণতন্ত্র থাকা দরকার।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ের হোক অবসান!
মিথ্যা হলফনামায় জেল দন্ড হোক সকল মিথ্যাবাদীর

সত্য ফিরুক আপনা শক্তিতে- আমজনতাই বেছে নিকে তাদের নেতা।

হায়! কবে আসবে বাংলায় ক্যালগারির সুদিন!
যেদিন- জনমতের মূল্যদিয়ে ক্ষমতার মূলোটা ছেড়ে দেবে খুশীমনে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.