নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
সকালে ঘুম থেকে উঠে ব্লগে ঢুকে দেখি ব্লগার বিদ্রোহী ভৃগু এর পোষ্ট লঞ্চের কেবিন থেকে ব্লগার জুলভার্ন ‘নিখোঁজ’ এর পরে দেখি প্রচলিত গনমাধ্যমেও একই সংবাদ।আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্লগার জুলভার্নকে তুলে নেওয়ার অভিযোগ। ব্লগার জুলভার্ন এর গুম হওয়ার সংবাদ পড়েই মনে পড়েগেল কিছুদিন পূর্বে গুম হওয়া অন্য দুই ব্লগার এর কথা। গত কিছুদিন পূর্বে ব্লগার কান্ডারি অথর্ব কে গুম করা হয় ও গুমের ৭ দিন পরে মিডিয়ার প্রচন্ড আলোচনার পরে প্রানে বেঁচে যাওয়া ও পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানো। এর পরে একই ভাবে গুম করা হয় ব্লগার শের শায়রিকেও। গুমের ৭ দিন পরে মিডিয়ার প্রচন্ড আলোচনার পরে প্রানে বেঁচে যাওয়া ও পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানো হয়।
ব্লগার জুলভার্ন এর এই গুম যদি মিডিয়ায় আলোচনা না হয় তবে নিশ্চিত করেই বলা যায় তার পরিনতি হবে গুম হয়ে যাওয়া হাজারও সাধারণ মানুষের মতো। হয়ত কোন এক রাস্তার পাশে পড়ে থাকবে হাত-পা বাঁধা একটি লাশ যার বুক ও পিঠ থাকবে বন্দুকের গুলিতে ঝাঝড়া যেমন করে গত কয়েক বছরে দেশের মাঠ-প্রান্তরে প্রতিদিন সকালে ২/৪ টা করে লাশ খুজে পাওয়া যায়।
ব্লগার জুলভার্ন (আসল নাম হুমায়ুন কবির) সামহোয়ারইন ব্লগে কি পরিমান জনপ্রীয় একজন ব্লগার তা নিম্নোক্ত কিছু পরিসংখ্যান দেখলেই অনুমান করা যাবে:
১) ব্লগার জুলভার্ন এর প্রথম পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা
২) বাংলা ব্লগিং কমিউনিটির সবচেয়ে পরিচিত ব্লগারদের মধ্যে অন্যতম
৩) একজন মৌলিক ব্লগার
৪) গত প্রায় ১০ বছর ধরে সক্রিয় ব্লগিং করে আসছেন
৫) সামহোয়ার ইন ব্লগের সবচেয়ে সক্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম।
৬) গত ১০ বছরে উনার ব্লগটি ভিজিট করা হয়েছে প্রায় ৫ লক্ষবার
৭) ১৭৫০৫ টি মন্তব্য করেছেন নিজের ও অন্যান্য ব্লগারদের ব্লগে
৮) ২১৫২৭ টি মন্তব্য পেয়েছেন
৯) ৩০০ জন ব্লগার তার ব্লগটি অনুসরন করছেন
১০) গত ১০ বছরে ৩৩৪ টি ব্লগ লিখেছেন
সামু ব্লগে যারা লেখালিখি করে/করত ব্লগার শেরশায়েরী 'র (রেজওয়ানুল হক শোভন )নাম, কান্ডারী অথর্ব@mehedi Mahadi Arjan Evan এর নাম জানেন না? খুব কম'ই আছেন। ব্লগার কান্ডারি অথর্ব ও ব্লগার শের শায়রি প্রচন্ড জনপ্রিয় দুইজন ব্লগার যারা মৌলিক লেখার জন্য বাংলা ব্লগিং কমিউনিটিতে সমাধিক পরিচিত। উপরে উল্লেখিত ৩ জন ব্লগারদের আর একটা পরিচয় আছে। রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর সমর্থন করেন। এই ৩ জনের ব্লগ ঘুরে দেখলেই যে কেউ বুঝতে পারবে এরা ৩ জনই উঁচু মানের লেখক। এই ধরনের মানুষদের নিজস্ব চিন্তা-ধারা থকবে সেটাই স্বাভাবিক; বরং না থাকাটাই অস্বাভাবিক। যেহেতু সামহোয়ারইন ব্লগে নিয়মিত ব্লগিং করছি আজ প্রায় ৯ বছর ধরে এই ৩ জন ব্লগারে লেখার সাথে ও লেখকের সাথেই পরিচিত।
ব্লগার শের শায়রি এর ব্লগ পরিসংখ্যানটিও ইর্ষা করারো মতো:
"পোস্ট করেছি: ১৮৪টি
মন্তব্য করেছি: ৪৬৯১টি
মন্তব্য পেয়েছি: ৭২৪৯টি
ব্লগ লিখেছি: ৬ বছর ৩ দিন
অনুসরণ করছি: ৬৬ জন
অনুসরণ করছে: ৪০৫ জন"
এদের মধ্যে ব্লগার কান্ডারি অথর্ব (আসল নাম mehedi Mahadi Arjan Evan) কে একটু বেশি চেনার কারণ, এই মানুষটি কোন এক জানুয়ারি মাসের শীতে এক ট্রাক শীতবস্ত্র নিয়ে সেই ট্রাকের উপরে চড়ে ঢাকা থেকে নীলফামারী জেলায় গিয়েছিল সেখানকার দুর্গত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য।
ব্লগার কান্ডারি অথর্ব এর ব্লগ পরিসংখ্যানটিও ইর্ষা করারো মতো:
পোস্ট করেছি: ২৫০টি
মন্তব্য করেছি: ২৪০৩৯টি
মন্তব্য পেয়েছি: ১৯৯১৫টি
ব্লগ লিখেছি: ৬ বছর ১০ মাস
অনুসরণ করছি: ৫০০ জন
অনুসরণ করছে: ৫১১ জন
উত্তরবঙ্গের শীত সম্বন্ধে নতুন করে ধারণা দেওয়ার দরকার নাই বলেই মনে করি। ২০১৪ সালের জানুয়ারি মাসে সামহোয়ারইন ব্লগের উদ্যোগে নীলফামারী জেলার গোড়-গ্রাম ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করার জন্য প্রায় ২০ জনের একটা টিম ঢাকা থেকে নীলফামারী জেলার গিয়ে আমাদের বাসায় রাত্রি যাপন করেছিলো; যে টিমের একজন সদস্য ছিলেন ব্লগার কান্ডারী অথর্ব
ব্লগার কান্ডারী অথর্ব যখনই সুযোগ পেয়েছে তখনই আমাকে বলেছে ভাই যদি ভবিষ্যতে শীতবস্ত্র বিতরণে কোন সাহায্য লাগে তবে নির্দ্বিধায় আমাকে বলবেন। আর একটা কথা উনি সুযোগ পেলেই আমাকে বলেন সেটা হলও আমার মায়ের হাতের রান্নার কথা। বলে ভাই আন্টির যে সবজি ও হাঁসের মাংস রান্না করেছিলেন তার স্বাদ আমার মনে থাকবে সরাজীবন।
কান্ডারী অথর্ব এর মতো একটা মানুষকেও রাতের অন্ধকারে নিজ বাসা থেকে গুম করা হয়েছিল শুধু মাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য।
"Pen is mightier than the sword" প্রবাদ বাক্যটি কতটুকু সত্য তার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের সরকারি আইন শৃঙ্খলা বাহিনী গুলো কর্তৃক অনলাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর পক্ষে লেখা-লেখি করার অপরাধে ৩ জন ব্লগারজে নিজের বাসা কিংবা পথ-ঘাট থেকে তুলে নিয়ে গুম করে দেওয়া ও মিডিয়ায় ব্যবাপক সমালোচনার পরে পুলিশ কর্তৃক গায়েবী মামলায় গ্রেফতার দেখানো। শুধুই কি গ্রেফতার? এর পরে রিমান্ডে নিয়ে প্রচন্ড রকমের শারিরিক ও মানসিক নির্যাতন।
ব্লগার ব্লগার কান্ডারি অথর্ব গুম হওয়ার পরে সামহোয়ার ইন ব্লগের কর্তৃপক্ষ ও সহ-ব্লগার জানা আপার কর্তৃক আমার ফেসবুক ওয়ালে করা মন্তব্যটিও সামু ব্লগারদের জন্য উদৃত করছি (জানা আপার আপত্তি থাকলে মুছে দিবো):
"অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাষ্কর ঘটনা! ইভানের আন্তরিক এবং নিঃস্বার্থ সামাজিক কার্যকলাপের বিষয়টা আমরা জানি। ওকে একজন দেশপ্রমিক হিসেবেও চিনি। একটি স্বাধীন এবং গণতান্তরিক দেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ভিন্নমত যেখানে আবশ্যক এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানে কিভাবে কেবল ভিন্নমত প্রকাশ বা চর্চার জন্যে এইরকম অবাঞ্চনীয় রেষারেষি চলতে পারে! এতে যে অপচর্চার পথ তৈরী হয়ে যাচ্ছে তা পরবর্তিতে যেকোনভাবেই হোক সকলের জন্যেই যে বিশেষ ভোগান্তি টেনে আনবে তাতে সন্দেহ নেই এবং তার জন্যেও প্রস্তুত থাকতে হবে। যেকোন অপচর্চার জের নিশ্চিতভাবেই বুমেরাং হয়। দুখজনক, খুবই দুঃখজনক!"
ব্লগার ব্লগার কান্ডারি অথর্ব গুম হওয়ার পরে ব্লগার মনিরা সুলতানা আপার করা একটা মন্তব্য কোট করছি
"যারা বাক স্বাধীনতা এবং মুক্ত চিন্তা নিয়ে কথা বলেন! যারা নিজেদের কে ব্লগার ভাবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ শুধুমাত্র জাতীয়তাবাদী হবার কারণে যদি তাদের কে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া জায়েজ করে দেন, কাল কিন্তু সময় আপনার !!"
পরিশেষে উদ্দৃত করি জার্মানির বিখ্যাত কবি, গ্রন্থকার ফ্রিডরিখ গুস্তাফ এমিল মার্টিন নিম্যোলারবা মার্টিন নিম্যোলার এর সেই বিখ্যাত কবিতা "ওরা প্রথমতঃ এসেছিল" (ইংরেজি: First they came ...) যে কবিতাটি বিশ্বের সর্বত্র জনপ্রিয়
"যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম,
কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,আমি তখনও চুপ করে ছিলাম,
কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,আমি টুঁ শব্দটিও উচ্চারণ করিনি,
কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না, কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।"
উপরে উল্লেখিত ৩ জন ব্লগারই সামু ব্লগের সম্পদ। বাংলা ব্লগিং কমিউনিটির সম্পদ। তাই, সামহোয়ারইন ব্লগের সহ ব্লগারদের কাছে প্রশ্ন? আমরা কি একের পর এক ব্লগার (কান্ডারি অথর্ব > ব্লগার শের শায়রি > ব্লগার জুলভার্ন) গুম ও গ্রফতার হওয়ার পরে মার্টিন নিম্যোলার এর মতো চোখ বুঝে থাকবে নিজের ঘরের দরজায় গুমবাহিনী উপস্হিত না হওয়া পর্যন্ত?
২০১৪ সালের জানুয়ারি মাসে সামহোয়ারইন ব্লগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করার কিছু ছবি সংযুক্ত করা হলো। যে ছবিগুলোতে ব্লগার গার কান্ডারি অথর্ব এর সাথে সামু ব্লগের অন্যান্য ব্লগাররাও জড়িত ছিলেন ও কান্ডারি অথর্ব এর সম্বন্ধে ব্যাক্তিগত ভাবে পরিচিত; তার সম্বন্ধে অভিহীত।
ছবিগুলো তুলেছেন: ব্যাক পকেটের চিঠি, আড়িয়াল খাঁ
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
উদ্বিগনো হওয়ার মতোই বিষয়ই বটে
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
তিনি একজন মুক্তিযোদ্ধা ব্লগার! উনি ফেরত আসবেন, আশাকরি
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৪:৪৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
রক্ত খেকো বাঘ ঘাড় মটকানোর সময় জিজ্ঞাসা করেন যে ভাইডি তুই কি মুক্তিযোদ্ধা নাকি অ-মুক্তিযোদ্ধা? বাঘের দরকার ঘাড় মটকিয়ে রক্ত খাওয়া।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১
আবু তালেব শেখ বলেছেন: শেরশায়রী ভাইয়ের জানাঅজানা পোস্ট গুলো এখনো মিস করি
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৪:৪৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই মানুষটার অসাধারণ উপস্হাপনা ক্ষমতা আমাকে মুগ্ধ করে। তার লেখাগুলো অসাধারণ শিল্পগুন সমৃদ্ধ। সমু ব্লগের সিন্ডিকেট বাজির কারণে তার লেখাগুলো সর্বোচ্চ সংখ্যাক পাঠকের কাছে পৌছায় নি বলেই আমি মনে করি।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: সমস্যাটা কোথায়?
ব্লগারদের শত্রু থাকতে পারে এটা ভাবতেই আমার কোষ্ট হয়।
আমি চাই উনি ফিরে আসুন সুস্থ অবস্থায়।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বুদ্ধিজিবীরা সবসময়ই হানাদার বাহিনীর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হুমকি হয়ে দাঁড়ায়; সেটা ১৯৭১ ই হউক কিংবা ২০১৮। কোন হানাদার দেয় ধর্মের দোহাই, কেউবা চেতনার। বুদ্ধিজিবীদের পরিনতী সবসময়ই একই হয়ে থাকে কারণ তাদের হাতে মানুষ মারার অফিসিয়াল লাইসেন্স থাকে না।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: সমস্যাটা কোথায়?
ব্লগারদের শত্রু থাকতে পারে এটা ভাবতেই আমার কোষ্ট হয়।
আমি চাই উনি ফিরে আসুন সুস্থ অবস্থায়।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩
ঢাবিয়ান বলেছেন: ব্লগার জুলভার্ন ফিরে না আসা পর্যন্ত স্টিকি করা হোক এই পোস্ট।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই দাবি করিয়া ব্লগ কর্তৃপক্ষকে জুলভার্ন ভাই এর মতো গুম হওয়া পথে আগাইয়া দিয়েন না।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি শোনালেন ভায়া!!!!!!!!!!!
ও এম জি!
আমিতো সাধারন নিঁখোজই ভেবেছিলাম। বাংলা ট্রিবিউনের লিংক পড়েতো আতংকিত!
ভিন্নমতে, ভিন্ন ভাবনা হলেই তাকে গুম করা খুন করার মানসিকতা কাপুরোষোচিত।
এই দু:সহাবস্থার অবসান হোক।
নিরপদ মৃত্যু চাওয়ার মতো নিরাপদে ঘরে ফেরার দাবীওকি তালিকায় উঠাতে হবে মনে হচ্ছে!
আমরা ক্রমেই প্রচন্ড রকম অসহনশিল হয়ে যাচ্ছি কি? জাতিগত ভাবেই!
ভিন্নমত, ব্যবসায়িক প্রতিদ্বন্দিতা বা যে কোন মোকাবেলায় কাপুরুষোচিত আচরণ হল প্রতিপক্ষকে মেরে ফেলা, বা গুম করে ফেলা বা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দমানোর চেষ্টা!
আগে বীরত্ব ছিল শৌর্যে, বীর্য্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ী হওয়াতে
এখন ভীরু, কাপুরুষেরা পিছনে ছুরি মারার মতো গুম, খুনের মতো ঘৃন্য পথে চলে!
পোষ্ট ষ্টিকি করা হোক।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বিদ্রোহী ভাই, আপনার পোষ্ট দেখেই আমি খবরটা জানতে পারি। জুলভার্ন ভাই এর গুম হয়ে যাওয়ার সংবাদ পরে যখন মনে প্রশ্ন জাগলো যে এর পরে কে? তখন আপনার নামটা মনে হয়েছে। আমি জানি না আপনি দেশে থেকে নাকি বিদেশে থেকে ব্লগিং করেন। তবে দেশে থেকে লেখা-লেখি করলে নিজের কুলখানি কইরা রাখেন আগে-ভাগে।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অচিরেই এসব বন্ধ হোক।
তারা ফিরে আসুন।
+++++++
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ফিরে আসার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কি বা করার আছে?
৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
সাইন বোর্ড বলেছেন: অাতংকিত হওয়ার মত অবস্থা, স্বাধীন দেশে মানুষ কি তাহলে স্বাধীনভাবে মতও প্রকাশ করতে পারবে না ?
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দেশে থাকতে হলে আপনাকে এই ভাবেই থাকতে হবে:
১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
পাউডার বলেছেন: বাবুই নাকি?
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমি জানিনা বাবুই নিকটা জুলভার্ন ভাই এর ছিলো কি না।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগার জুলভার্ন ফিরে অাসুক আমাদের মাঝে সুস্থ অবস্থা সেই কামানাই। ফিরে না আসা পর্যন্ত এই পোস্টটি স্টিকি করা হোক মডুর প্রতি আবেদন।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই পোষ্ট স্টিকি করলে মডুর মামার অবস্হাও হবে গুম হওয়া ৩ ব্লগারের মতো বোনসা হিসাবে গরম ডিম থেরাপিও দিতে পারে
১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০
পদ্মপুকুর বলেছেন: একটা ভালো কথা বলেছেন- এই ব্লগাররা সামহ্যোয়ারের সম্পদ। যে মতেরই হোক না কেনো, সামু কর্তৃপক্ষ এবং ব্লগারদের আরো বেশি আওয়াজ তোলা উচিৎ। বিশেষ করে চাঁদগাজী, হাসান কালবৈশাখী, কলাবাগান এর মত ব্লগারদের। কারণ এই কমিউনিটিতে ব্লগার পরিচয়ই সবচে বড় পরিচয়, অন্য কিছু হওয়া উচিৎ নয়।
সামু কর্তৃপক্ষ এই তিনজনের স্মরণে একটা প্রতিবাদি ব্যানার করতে পারে।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:১২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার প্রস্তাবনার জন্য ধন্যবাদ। তবে অবস্হার প্রেক্ষিতে আপনার দাবি বিবেচনা করা ব্লগ কতৃপক্ষের জন্য সম্ভব না হয়ত। ব্লগ কতৃপক্ষের জন্য সবসময় ব্লগ কন্টেন্ট দেখে ব্লগার পেট্রোনাইজ করা সম্ভব হয় না।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মেহবুবা বলেছেন: Click This Link
আমার মনে হয় এবং পুরনো নিয়মিত ব্লগারদেরও মনে হবে 'বাবুয়া' নিকের মানুষ 'জুলভার্ণ' ।
তাঁর একটা পোস্ট ।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ পোষ্ট লিন্কের জন্য। আমি জানি না যে "বাবুয়া" নিকটি জুলভার্ন ভাই এর কি না।
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
মেহবুবা বলেছেন: Babuablog
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মেহবুবা বলেছেন: পোস্ট এর জন্য ধন্যবাদ ।এমন পোস্ট না লিখতে হলে ভাল হত।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
স্বাধীনতার প্রায় ৫০ বছর হতে চলল; আমি জানিনা বাংলাদেশের মানুষকে আর কত বছর অপেক্ষা করতে হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য।
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি ভালো হৈয়া গেছি....
জয় বাংলা
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
গুমের ভয়ে আবার কাপড় ভিজাইয়া না ফেলেন যেন
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
ঢাবিয়ান বলেছেন: কোন খবর কি পাওয়া গেছে ব্লগার জুলভার্নের? পত্রিকাতেও কিছু দেখলাম না। গনমাধ্যমে খবরটা পৌছানো উচিৎ।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
না, এখন পর্যন্ত কোন ভালো খবর পাইনি। অনেকগুলো গনমাধ্যমে এসেছে সংবাদটি। দেখা যাক কি হয়; রাস্তার পাশে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় নাকি জর্দার কৌটা সহ পুলিশ গ্রেফতার করে।
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্ম পুকুর বলেছেন:
সামু কর্তৃপক্ষ এই তিনজনের স্মরণে একটা প্রতিবাদি ব্যানার করতে পারে।
সহমত।
মুক্ত মতপ্রকাশের পথের বাঁধা সম্পর্কে অবহিত করা এবং এ পথ যে কুসুমাস্তীর্ন নয় এর স্মারক হিসেবেও
কিছূ একটা করা উচিত।
তবেই না অনাগত সময়ে সত্যের জন্য এবং স্বাধীন মতপ্রকাশে পরবর্তী প্রজন্ম উৎসাহী হবে।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
জাতিয়তাবাদী এই ৩ জন ব্লগারের গুম হওয়া নিয়ে ব্লগ কমিউনিটির নোংরা চরিত্র আবারও প্রকাশ পেল। ধর্মানুভূতিতে আঘাত করার কারণে কোন ব্লগার গ্রেফতার হলে ব্লগাররা যেমন করে ঝাপিয়ে পড়ে প্রতিবাদ জানায়; ও সোর-গোল তুলে তার ছিটে-ফোটাও দেখা গেলো না এই রকম ৩ জন গুনি ব্লগার গুম ও গ্রেফতার হওয়া।
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্ম পুকুর বলেছেন:
সামু কর্তৃপক্ষ এই তিনজনের স্মরণে একটা প্রতিবাদি ব্যানার করতে পারে।
সহমত।
মুক্ত মতপ্রকাশের পথের বাঁধা সম্পর্কে অবহিত করা এবং এ পথ যে কুসুমাস্তীর্ন নয় এর স্মারক হিসেবেও
কিছূ একটা করা উচিত।
তবেই না অনাগত সময়ে সত্যের জন্য এবং স্বাধীন মতপ্রকাশে পরবর্তী প্রজন্ম উৎসাহী হবে।
আপনার সাথে সহমত জানিয়ে গেলাম ।
আশা করছি ভাইয়া সহিসালামতে উনার পরিবারের কাছে ফিরে আসবেন।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মনিরা আপা আপনাকে ধন্যবাদ। শুরু থেকে গুম হওয়া ব্লগারদের জন্য সরব থাকায়। কম্পিউটার-মোবাইল থাকার কারণে হাজার-হাজার ব্লগার পেলেও হাজার-হাজার মনুষের দেখা পাওয়া গেল না।
২০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগার জুলভার্ন এর নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছি।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
লিটন ভাই, আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য। আমরাও জুলভার্ন ভাই এর সুস্হ্য ভাবে ফেরত আসার অপেক্ষায় রইলাম।
২১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্ম পুকুর বলেছেন:
সামু কর্তৃপক্ষ এই তিনজনের স্মরণে একটা প্রতিবাদি ব্যানার করতে পারে।
সহমত।
মুক্ত মতপ্রকাশের পথের বাঁধা সম্পর্কে অবহিত করা এবং এ পথ যে কুসুমাস্তীর্ন নয় এর স্মারক হিসেবেও
কিছূ একটা করা উচিত।
তবেই না অনাগত সময়ে সত্যের জন্য এবং স্বাধীন মতপ্রকাশে পরবর্তী প্রজন্ম উৎসাহী হবে।
সহমত
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ মনিরা আপার মন্তব্যের সাথে সহমত প্রকাশের জন্য।
২২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: খুবই দুঃখের ব্যাপার, গুমের চেয়ে হত্যাই ভাল! অন্তত লাশটা তার পরিবার দেখতে পারত!
http://www.somewhereinblog.net/blog/udraji/30259251
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
উদরাজি ভাই, আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার সাথে একমত; গুম করে খুন করে নদিতে ভাসিয়ে দেওয়ার পরিবর্তে গুলি করা লাশ রাস্তার পাশে ফেলে দেওয়টাই ভাল। অন্ততপক্ষে আত্নীয়স্বজন লাশ দেখে চোখের পানিটুকু ফেলতে পারে ও লাশের শেষ ধর্ম-কর্মটুকু করতে পারে।
২৩| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আজো সূর্য উঠে
আজো পাখি গায়
শুধু যারা হারায়
তাদের খবর কেহ নাহি পায়!
দলান্ধতায় স্বাধীনতার চেতনা
আর মুক্তিযুদ্ধের চেতনার নামে দলীয়করণের কুফল -জাতি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে!
সামু ব্যান হওয়ায় ব্লগাররাও আশা করি বেশ চিনেছেন- সাধূ বেশে তারা কেহে বাছাধন!
তবুও কি জাগবেনা চেতন?????
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৩
সবুজের ইবনে বতুতা বলেছেন: উদ্বিগ্ন...!