নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ঈদের পূর্বের দিন, ঈদের দিন, ও ঈদের পরের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাষ:

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭



ঈদের পূর্বের দিন (২১ শ আগস্ট): খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলায় গুলোতে হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলায় আজ রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দুপুরের পরে বৃষ্টি থাকবে না বলে সম্ভাবনা দেখা যাচ্ছে।



ঈদের দিন (২২ শ আগস্ট):

সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত : পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারি, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, নওগাঁ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সকল জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।



দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত : রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঈদের দিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত।



ঈদের দিন দুপুর বেলা ঢাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা যারা কুরবানি দিবেন বিশেষ করে রাস্তার উপর তার এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যাতে করে কুরবানি করার পরে রক্ত রাস্তায় পড়ে না থাকে। এই শহরটা আপনাদের; এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু ঢাকার মেয়রের দায়িত্ব না; এই দায়িত্ব আপনারও।

ঈদের পরের দিন (২৩ শ আগস্ট): রংপুর বিভাগের সকল জেলা, বগুড়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর ও নীলফামারী জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঈদের দিন মধ্য রাত থেকে ঈদের পরের দিন দুপুর পর্যন্ত। ঈদের পরের দিন সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যশোর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ি, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ে পার্বত্য-চট্টগ্রাম, ও কক্সবাজার জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ঈদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন (২৪, ২৫, ২৬, ২৭ শে আগস্ট): এই পূর্বাভাষ বিশেষ ভাবে প্রযোজ্য গোবেচারা শশুড়-শাশুড়ি ও নির্লজ্জ জমাই ও নচিকেতার গানের সেই সরকারি কর্মচারীদের জন্য। নির্লজ্জ জমাইরা যদি কোন রকমে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত শশুড় বাড়িতে টিকিয়া থাকিতে পারেন তবে কেল্লা ফতে। গোবেচারা শশুড়-শাশুড়িরা ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াইয়া জামাইকে বিদায় দিবেন। জমাই বাবাজি যদি বলে জুম্মার নামাজ পরে রওনা দিবো আর এই প্রস্তাবে যদি আপনি রাজি হয়ে যান তবে আপনার খবর আছে। বাড়িতে মাটির ব্যাংকে যা পয়সা জমাইছেন কিং বা সঞ্চয়পত্র তা ভাঙ্গাইয়া জামাই বাবাজির খাওয়ার বন্দোবস্ত করতে হবে পরবর্তী ৭ দিন (২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ শে আগস্ট) সারা দেশে নন-স্টপ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে ছোট-খাট বন্যা হলেও হতে পারে এই সময়। ২৮, ও ২৯ শে আগস্ট পঞ্চগড়, ঠাকুরগাঁ, ও দিনাজপুর জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

পরিবার-পরিজন নিয়ে সবাই সুন্দর ভাবে ঈদের আনন্দ উপভোগ করুন ও ঈদ শেষে নিরাপদে নিজ-নিজ কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরুন এই প্রার্থনা করি। আমার ও পরিবারের জন্য দোয়া করবেন।

****************************************************************
**************** সবাইকে ঈদ মোবারক ****************
****************************************************************

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

মাকার মাহিতা বলেছেন: আজও আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বৃষ্টি হতে পারে। উপরআলা মালুম হে...

ওহ হুম

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ছাতা সাথে করে নিয়ে যাবেন ঈদের মাঠে। ঈদ মোবারক।

২| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

ভাইয়ু বলেছেন: চট্টগ্রামে বিগত কয়েক বছর যাবৎ ঈদের দিন বৃষ্টি পড়াটা কমন হয়ে গিয়েছে ৷

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এবারেও হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছাতা সাথে করে নিয়ে যাবেন ঈদের মাঠে। ঈদ মোবারক।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

সিফটিপিন বলেছেন: চাল, ডাল আর মাংস মজুত করে রাখতে হবে। নন স্টপ ভুনা খেচুরী :P

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দারুন বলেছেন। তবে ঈদের পরের দিন আমার প্রিয় মেন্যু হলো পান্তা ও গরুর মাংস।

ঈদ মোবারক।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

জাহিদ অনিক বলেছেন: বৃষ্টী হোক বৃষ্টী হোক বৃষ্টী হোক বৃষ্টী হোক বৃষ্টী হোক

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আরে আপনি তো দেখি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেলেন বৃষ্টির কথা শুনে। যাই হউক ছাতা সাথে করে নিয়ে যাবেন ঈদের মাঠে। ঈদ মোবারক।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি কি আবহাওয়া অফিসে চাকরি করেন?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নূর ভাই, আমি কি আর ছাত্রলীগ করি? শশুরবাড়িটাও গোপলাগন্জে না :(( ঈদ মোবারক।

৬| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার যে ২৪ তারিখে অনুষ্ঠান, কি যে করি????!!"""

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
কিসের অনুষ্ঠান বিয়ের না মুসলমানির =p~

ঈদ মোবারাক।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন একটা সময় ছিলো যখন বাংলাদেশের আবহাওয়াবিদরা
যে ফোরকাস্ট দিতেন তার উল্টোটা হতো। রোদ বললে বৃষ্টি আর
বৃষ্টি বললে রোদ !!
এখন অবস্থা পাল্টেছে বৃষ্টি হলেও হতে পারে। তবে যারা ঈদের যাত্রী
তাদের ভোগান্তি হবে! যারা স্থিত হয়ে থাকবেন তাদের কুচ পরোয়া নেই।
গরুর ভূনা আর ভূনা খিচুরি ! আহা খিচুরী গরম আর স্বাদটা চরম!!

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

নুরু ভাই, বৃষ্টিপাতের পূর্বাভাষ তৈরি করা হয় পরিসংখ্যান বিষয়ের প্রবাবিলিটি বা সাম্ভাব্যতার সুত্র প্রয়োগ করে। মনে করুন বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%। তার মানে একই সাথে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা ৬০%। যেকারণে আবহাওয়াবিদরা কখনও নির্দিষ্ট করে বলে না যে বৃষ্টি হবেই। এর পরিবর্তে % সম্ভাব্যতার কথা বলে হয়ে থাকে। আশারকরি বুঝাতে পারেছি আবহাওয়া পূর্বাভাষের বিষয়টা।

ঈদ মোবারক।

৮| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বৃষ্টি হোক আর না হোক, ঈদের নামাজ পড়বোই আর কুরবানি করবোই।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আল্লাহ্‌ তায়ালা আপনার নামজ ও কুরবানি কবুল করে নিক এই প্রার্থনা করি। ঈদ মোবারাক আশরাফুল ভাই।

৯| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ঈদ মোবারাক সাজ্জাদ ভাই। আশাকরি ঈদ ভালো কেটেছে পরিবার-পরিজন নিয়ে।

১০| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন:
দীর্ঘদিন ধরে প্রথম পাতায় আমি ব্লক হিসেবে আছি , আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং কর্তৃপক্ষ যদি আমাকে ফ্রি করে দেন তাহলে আমি অনেল কৃতজ্ঞ থাকবো এবং এ ধরনের ভুল না করার অঙ্গীকার করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.