নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
জুলাই মাসের ২৯ তারিখ কানাডার রাজধানী অটোয়াতে অবস্থিত অটোয়া বিশ্ববিদ্যালয়ের কাছে একটি রাস্তায় একটি কনস্কট্রাকশন কোম্পানির ড্রাইভার রাস্তার উপর জমে থাকা পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে পানি ছিটকে ঐ সময় ফুটপাতে কয়েকজন পথচারী ভিজে যায়। এই ঘটনা ধরা পরে সেই গাড়ির সামনে থাকা একটি গাড়ির ড্যাশ ক্যামেরায়। ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছে কনস্কট্রাকশন কোম্পানির ড্রাইভার ইচ্ছে করলে গাড়িটা আর একটু বাম দিকে দিয়ে চালিয়ে নিলে কিংবা পানি জমা হওয়ার স্থানটি অল্প গতিতে পার হলে পথচারীরা কম ভিজত। যার ক্যামেরায় এই ঘটনা ধরা পরেছে সে এই ভিডিও নিজের ফেসবুকে আপলোড করার সাথে-সাথে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। পুলিশ খুঁজতে থাকে ঐ গাড়ির ড্রাইভারকে। দূর থেকে বুঝা যাচ্ছে না কোন কোম্পানির গাড়ি। কিন্তু এই ছবি ঐ কনস্কট্রাকশন কোম্পানির নজরে আসার সাথে-সাথে সেই কনস্কট্রাকশন কোম্পানি ঐ ড্রাইভারকে চাকুরী চ্যুত করেছে সেই সাথে নিজেদের কোম্পানির ফেসবুক পেজে ক্ষমা চেয়েছে।
এই ড্রাইভারের ক্যারিয়ার যে শেষ সেটা হলফ করিয়া বলা যায়। কারণ কানাডার প্রায় সকল কোম্পানি চাকুরীতে নিয়োগের পূর্বে ক্রিমিনাল ইতিহাস চেক করে। পুলিশের কাছ থেকে ক্রিমিনাল ইতিহাস নিয়ে তা কোম্পানিকে জমা দেওয়ার পরে ফাইনাল যোগ-দানপত্র দেওয়া হয়। এই ড্রাইভারের ভবিষ্যতে কোন কোম্পানিতে চাকুরী পাওয়া প্রায় অসম্ভব। ট্যাক্সি কোম্পানি তাকে চাকুরী দিবে না এমনকি পিজা ডেলিভারি কোম্পানিও না।
আমাদের দেশে মন্ত্রী,সরকারি দলের এমপি, মালিক ও পরিবহন সমিতির নেতারা গণ-পরিবহন সেক্টরে যে মাফিয়া তন্ত্র চালু করেছে বিনে ভোটে ক্ষমতায় থাকার জন্য সরকার যেভাবে চোখ-কান বন্ধ করে রেখেছে পরিবহন সেক্টরের মাফিয়াদের হাতে রাখার জন্য তাতে হলফ করিয়া বলা যায় দিনে-দিনে মৃতের সংখ্যাটা জ্যামিতিক হারে বড়িতে থাকিবে।
আমরা যেহেতু উন্নয়ন চাই; তাই মাফিয়া তন্ত্রের জিম্মি দশা থেকে আপাত মুক্তির কোন সম্ভাবনা দেখিতে পাচ্ছি না।
Van driver fired after being caught splashing pedestrians
২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৯
ব্লগ মাস্টার বলেছেন:
৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৬
হাঙ্গামা বলেছেন: আপনার সাথে একমত।
আমি নিশ্চিত যে সামনে আরো খারাপ অবস্থা আসছে।
৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ।
মুরুব্বিরা অনেক হিসাব নিকাশ করেই এই কথা বলেছেন।
৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্ষমতা ধরে রাখতে সরকার মিডিয়া, পরিবহণ শ্রমিকসহ, বিবেকহীন ব্যবসায়ীদের দিনেরপর দিন ছাড় দিয়ে যাচ্ছে। দুঃখের বিষয়, আমাদের সুশীল বুদ্ধিজীবী, দলকানো রাজনীতিবিদদের মতো সামুর কতিপয় ব্লগারও এসব 'আগরতলা-চকিরতলা, ম্যাওপ্যাও... ইত্যাদি বলে ছুটকির সাথে উড়িয়ে দিতে চান।
কবে বোধ জাগ্রত হবে?! কবে আমরা...
৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: পরিবহন খাতের এই নৈরাজ্য দূর করা অতি জরুরী.......
৭| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যে ফিটনেস বিহীন বাস, গাড়ি চলে। তা আগে সরাইতে হবে।
ড্রাইভিং লাইসেন্স সঠিক ভাবে দিতে হবে। তাহলে সে ঠিক হবে
৮| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোর চাট্টার দেশ। ঘুষ ছাড়া পরিবার চালাবে কীভাবে বিআরটিএ-র লোকেরা?
৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: দারুণ !!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৩
বিষন্ন পথিক বলেছেন: আগরতলা আর খাটেরতলার পার্থক্য বোঝেন?