নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

আগামী ১০ দিন (জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত) দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাষ

২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২



প্রতিবছর গ্রীষ্মের তাপপ্রবাহে একবার হলেও শিল্পী আব্বাসউদ্দিনের সেই কালজয়ী গান মনে পড়ে যায়।

"আল্লাহ মেঘ দে; আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে ,পানি দে ,ছায়া দে রে তুই,
আল্লাহ মেঘ দে।"



যাই হউক, আজ শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হওয়া শুরু হবে। জুলাই মাসের ২২, ২৩, ২৪ ও ২৫ তারিখ প্রায় সারা দেশে বৃষ্টি হবে। ফলে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। সবচেয়ে বেশি কমবে চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলা গুলোতে। আগামী কয়েক দিন দিনাজপুর, পঞ্চগড় (২১, ২২ ও ২৩ শে জুলাই), খুলনা ও বরিশাল বিভাগের জেলার উপকূলীয় জেলাগুলো (২১ ও ২২ শে জুলাই), নোয়াখালী (২৩ শে জুলাই), যশোর, কুমিল্লা (২৩ শে জুলাই), সিলেট (২৩, ২৪ ও ২৫ শে জুলাই), রাজশাহী (২৪ ও ২৫ শে জুলাই) চট্টগ্রাম ও কক্সবাজার (২২, ২৩ ও ২৪ শে জুলাই), ঢাকা (২৫ শে জুলাই) জেলায় ভারি বৃষ্টি হবে।



আবহাওয়া পূর্বাভাষ মেডেলের পূর্বাভাষে ২৮ ও ২৯ তারিখে ঢাকা, নারায়গন্জ, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার জেলায় খুবই ভারি বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিষয়ে আরও নিশ্চিত করা সম্ভব হবে জুলাই মাসের ২৫ তারিখে অর্থাৎ ভারি বর্ষণের ৭২ ঘণ্টা পূর্বে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন: বাহ ! মারাত্মক তাপে নাগরিক জীবন অতিষ্ঠ। বৃষ্টি হলে ভালোই হয়

২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩

[email protected] বলেছেন: আজ সারদেশের অনেক অঞ্চলেই হাল্কা থেকে ভারি বর্ষণ হয়েছে । যাক অন্তত ১০ দিন গরম হতে নিস্তার পাওয়া যাবে । https://weonlineshoppingboutique.cf

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ২:০৮

ব্লগ মাস্টার বলেছেন: হোক হইয়া দুনিয়াবি তলায়া যাক তবু গরম থেকে বাঁচি।

৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: আজ দেশের অনেক স্থানেই হালকা মাজারি ধরনের বৃষ্টি হয়েছে।

৫| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: খুব বৃষ্টি হলে তো সমস্যা।
ঢাকা শহরে কষ্টের শেষ নাই।

৬| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

হাঙ্গামা বলেছেন: গরম হলে ও সমস্যা, বৃষ্টি হলে ও সমস্যা.......কোথায় যে যাই !!!
৫ মিনিট বৃষ্টি হলেই আর রাস্তায় নামা যায় না। কাদা পানি তে একাকার।
মনে হয় যেন ডাষ্টবিনের ভেতর এসে পড়ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.