নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
ঘুম থেকে উঠে দেখি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক Maryam Mirzakhani ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
গণিতের নোবেল পুরষ্কার হিসাবে পরিচিত "ফিল্ডস মেডেল" যা ১৯৩৬ সালে থেকে দেওয়া হচ্ছে। নোবেল পুরষ্কার মৃত্যুর পূর্বের দিন পর্যন্ত পাওয়া যায় কিন্তু "ফিল্ডস মেডেল" পেতে হলে প্রার্থীকে ৪০ বছরের কম বয়সী হতে হবে। আশ্চর্য জনক হলেও সত্য যে ১৯৩৬ সাল থেকে এই পুরষ্কার দেওয়া হলেও ২০১৩ সাল পর্যন্ত কোন মহিলা গণিতবিদ তা অর্জন করতে পারে নি।
ছবি: গনিত চর্চায় মগ্ন অধ্যাপক Maryam Mirzakhani
২০১৪ সালে Maryam Mirzakhani এই পুরস্কার অর্জনের গৌরব অর্জন করেন। ২০১৭ সাল পর্যন্ত একমাত্র মহিলা যে "ফিল্ডস মেডেল" অর্জন করেন। অধ্যাপক Maryam Mirzakhani এর গবেষণার বিষয় ছিলও "complex geometry and dynamical systems" শৈশবেই নিজের গণিত প্রতিভার প্রমাণ দেন দুই বার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করে। ইরানের মতো রক্ষণ শীল দেশে মুসলিম পরিবারে জন্ম নেওয়া একজন মেয়ের জন্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন অসাধারণ কৃতিত্বের সাক্ষর রাখে।
ছবি: স্বামী ও কন্যার সাথে অধ্যাপক Maryam Mirzakhani
প্রবাদে আছে "রতনে রতন চিনে শুয়োর চিনে ঘেচু"। Maryam Mirzakhani এর শৈশবের অসাধারণ অর্জন তার জন্য খুলে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পথ। ঐ দিকে তার জন্য নিজের ঘরের দরজা খুলে স্বাগত জানানোর জন্য বসে আছে আর এক রতন: বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। গনিতে পিএচডি ডিগ্রী লাভ করার সাথে-সাথে যোগ দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে অধ্যাপনা-রত অবস্থায় ২০১৪ সালে "ফিল্ডস মেডেলে" ভূষিত হন।
ছবি: নিজ কন্যাকে কিছু একটা শেখাচ্ছেন অধ্যাপক Maryam Mirzakhani
Maryam Mirzakhani প্রথম ইরানি নাগরিক হিসাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেন; একবার না দুইবার। দ্বিতীয় বার পারফেক্ট স্কোর অর্জন করেন।
আশ্চর্য জনক ভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া: সর্বশক্তিমান হয়ত চান নি অসাধারণ গাণিতিক প্রতিভাধারি মেয়েটির অকাল মৃত্যু। ১৯৯৭ সালে যখন ইরানের শরিফ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী তখন ইরানের আহভাজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত প্রতিযোগিতা থেকে নিজ বিশ্ববিদ্যালয়ে ফেরত আসার সময় তাদের বহনকারী বসাটি দুর্ঘটনায় পতিত হলে তার ৬ জন সহপাঠী মৃত্যু বরণ করলেও গুরুতর আহত হলেও ভাগ্য গুনে সে সময় প্রাণে বেঁচে যান মারিয়ম।
Maryam Mirzakhani সম্বন্ধে অন্যান্য গণিতবিদের মূল্যায়ন:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি সুপারভাইজার Kurt McMullen (যিনি নিজেও একজন "ফিল্ডস মেডেল" ধারি গণিতবিদ) এর মূল্যায়ন:
At Harvard, she was known for her “fearless ambition”, “She would formulate in her mind an imaginary picture of what must be going on, then come to my office and describe it. At the end, she would turn to me and say, ‘Is it right?’ I was always very flattered that she thought I would know.”
পিএইচডি সুপারভাইজার Kurt McMullen বিজ্ঞান ম্যাগাজিন সাইন্টিফিক আমেরিকানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ছাত্রী সম্বন্ধে বলেছেন:
"Competitions such as the IMO tend to reward quick problem-solving, a skill that doesn’t always lead to a successful research career in a field that requires long-term planning and perseverance. “Maryam was one of the rare mathematicians who combined outstanding problem solving skills with the insight and curiosity of a mature scientist,” McMullen says."
শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ Ramin Takloo এর মূল্যায়ন:
“Even without a Fields Medal, Maryam is one of the great mathematicians of our time.”
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গনিতবিদ Peter C. Sarnak এর মূল্যায়ন:
“a big loss and shock to the mathematical community worldwide,” “Not only did she solve many problems; in solving problems, she developed tools that are now the bread and butter of people working in the field.”
Maryam Mirzakhani সম্বন্ধে তার স্বামী (যে নিজেও একজন গনিতবিদ) এর মূল্যায়ন:
"Mirzakhani constantly doodles, drawing surfaces and other images related to her research. “She has these huge pieces of paper on the floor and spends hours and hours drawing what look to me like the same picture over and over,” "
"papers and books are scattered haphazardly about her home office. “I have no idea how she can work like this, but it works out in the end,"
২০১৪ সালে "ফিল্ডস মেডেল" অর্জন করার পরে ম্যগাজিন তার সাক্ষাৎকার নেয় ও তার জীবন ও কর্মের উপর একটা প্রবন্ধ প্রকাশ করে যার শিরোনাম ছিলো
A Tenacious Explorer of Abstract Surfaces: Maryam Mirzakhani’s monumental work draws deep connections between topology, geometry and dynamical systems.
ঐ সাক্ষাৎকারে Maryam Mirzakhani গনিত নিয়ে গবেষনাকে নিম্নরুপে উপস্হাপন করেন:
"mathematics research feels like writing a novel. “There are different characters, and you are getting to know them better,” she said. “Things evolve, and then you look back at a character, and it’s completely different from your first impression.”"
অসাধারণ একটা সাক্ষাৎকার ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধ। বিজ্ঞানে আগ্রহ থাকলে অবশ্য উপরোক্ত আর্টিকেলটি পড়ার অনুরোধ জানাবো সবাইকে।
Maryam Mirzakhani এর গবেষণার বিষয় বস্তু ও গনিতে তার অবদান:
"Mirzakhani studied hyperbolic surfaces, creating a formula to estimate the number of lines for a surface of a given length. She also solved two other problems—on the volume of the so-called “moduli” space and about a long-debated mystery around topological measurements, moduli spaces and string theory. One of the most impressive achievements, says University of Chicago mathematician Benson Farb, is that she linked these findings. Solving each of these problems would have been an achievement on its own, he said. The fact that she linked them together was truly remarkable."
সূত্র: ইরান ওয়ার ডট কম থেকে সংকলিত
শৈশব ও স্কুল জীবনে Maryam Mirzakhani এর প্রিয় কাজ ছিলো বই পড়া বড় হয়ে ফিকশন সাহিত্যিক হওয়া, যা তিনি ঠিকই হয়েছেন তবে সেটা হলো গানিতিক উপন্যাসিক।
************ কিছু কিছু মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা মনে করিয়ে দেয়: **********
"অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গকরি মনে হবে,
শেষ হইয়াও হইল-না শেষ।।"
মনে প্রশ্ন জাগে:
**** কবি কাজি নজরুল ইসলাম জীবনের পুরোটা সময় শারীরিক ভাবে সুস্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাহিত্য চর্চা করলে বাংলা সাহিত্যকে আরও কতটুকু সমৃদ্ধ করতো?
******কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে মারা না গেলে বাংলা কবিতাকে আরও কতটুকু সমৃদ্ধ করতো?
******* আরেক গণিতবিদ জন ন্যাস মাত্র ৩১ বছর বয়সে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে পরবর্তী ৩০ বছর পুরো মানসিক ভারসাম্য না হরিয়ে জীবনের পুরোটা সময় শারীরিক ভাবে সুস্থ থাকলে গণিত ও অর্থনীতি বিদ্যাকে আরও কতটুকু সমৃদ্ধ করতো?
Rest in peace Professor Maryam Mirzakhani, you may die but your mathematical ingenuity wouldn't
Mathematical Genius John Forbes Nash Jr. এর উপর আমার একটা ব্লগ আছে পড়ে দেখার আমন্ত্রন রইল।
তথ্য সূত্র:
১) Surviving Prejudice and Negligence in Her Country to Shine in Math
২) Maryam Mirzakhani, Only Woman to Win a Fields Medal,
৩) A Tenacious Explorer of Abstract Surfaces: Maryam Mirzakhani’s monumental work draws deep connections between topology, geometry and dynamical systems.
৪) Mathematics World Mourns Maryam Mirzakhani, Only Woman to Win Fields Medal
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার সাথে অনেক বিষয়ে দ্বীমত থাকলেও এই বিষয়ে শত ভাগ একমত। চাইনিজদের খুব অল্প সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে এত এগিয়ে যাওয়ার প্রধান কারণ তাদের গানিতিক শক্তি। বিজ্ঞানি রিচার্ড ফাইনম্যানের একটা উক্তি মনেকরিয়ে দেই
২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: Maryam Mirzakhani এর সম্পর্কে জানিয়ে দেবার জন্য ধন্যবাদ। +।
প্রশ্নগুলো মনে আসাই স্বাভাবিক !!
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ সুমন ভাই নিজের ভাল লাগা জানানোর জন্য।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক কিছুর মতো,এটাও জানা ছিল না,জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাই,
আত্নার মাগফেরাত কামনা করছি।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
শাহেদ ভাই বৈজ্ঞানিক Albert Einstein এর একটা উক্তি:
“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein
৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৯
শৈবাল আহম্মেদ বলেছেন: উনার জন্য সন্মান রলো।
বাংগালী শিশুর ১ম বই হওয়া দরকার গণিতের বই।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"বাংগালী শিশুর ১ম বই হওয়া দরকার গণিতের বই।"
একমত। আপনাকে ধন্যবাদ
৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৩
ইফতি সৌরভ বলেছেন: RESPECT
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ধন্যবাদ।
৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৬
ইফতি সৌরভ বলেছেন: চাঁদগাজী সাহেব বলেছেন, বাংগালী শিশুর ১ম বই হওয়া দরকার গণিতের বই। - একমত।
লেখককে ধন্যবাদ Maryam Mirzakhani কে নিয়ে লেখার জন্য ।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চাঁদগাজি ভাই এর সাথে অনেক বিষয়ে দ্বীমত থাকলেও এই বিষয়ে শত ভাগ একমত।
৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০
কলাবাগান১ বলেছেন: দুঃখজনক যে এত তাড়াতাড়ি তিনি মারা গেলেন.......
ভারতীয় বিশ্বখ্যাত গনিত বিদ রামানুজান ও মাত্র ৩২ বছর বয়সে মারা যান.... (১৯২০ এর সময়)
Ramanujan
Hardy–Ramanujan number 1729 (Hardy-Ramanujan)
উনার উপর মুভি ও তৈরি হয় কিছুদিন আগে (The Man Who Knew Infinity)
৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০
করুণাধারা বলেছেন: Maryam Mirzakhani সম্পর্কে আগে কিছু জানতাম না- যখন জানলাম তখন তিনি আর নেই। তার জন্য মাগফেরাত কামনা করি।
এই লেভেলের মুসলিম মহিলা গণিতবিদ পেতে আরো কতকাল অপেক্ষা করতে হবে কে জানে!
জন ন্যাশ এক বিস্ময়কর প্রতিভা। তিনি সিজোফ্রেনিক না হলে তার প্রতিভা আরো বিকশিত হত কিনা সেটা নিশ্চিত নয়। আমি বাংলাদেশের একজন প্রখ্যাত সাইক্রিয়াটিস্টের কাছে শুনেছিলাম সিজোফ্রেনিকরা সাধারনত প্রতিভাধর হন। ধন্যবাদ পোস্টের জন্য।
৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:২২
সচেতনহ্যাপী বলেছেন: Maryam Mirzakhaniকে পরিচিত করানোর জন্য ধন্যবাদ।।
আর নজরুল ও সুকান্তের ব্যাপারে আমারও একই প্রশ্ন।। এ দু'জন (আমার মতে) সব কিছুর উর্ধে।। ব্যাখ্যা আমার এটাই।।
১০| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭
পদ্মা_েমঘনা বলেছেন: পোষ্টে ++। পলাশ ভাই, দেশের গবেষণার অবস্থা নিয়ে লিখা দেখার অপেক্ষায় থাকলাম। শুনলাম প্র.আ.-তে একজন ডিইউ শিক্ষক ভার্সিটির অনিয়ম নিয়ে লেখায় তাকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে কর্তৃপক্ষ! কিভাবে এই দেশ আগাবে, শুধু চেতনা দিয়ে?! ইরানীদের নিজেদের দেশেও ভাল গবেষণা হয়! বিশ্বের প্রায় সব ভাল ইউনিতে তাদের গবেষকরা আছে! কোন ভাল গবেষণা প্রবন্ধ ছাড়া "১৮ বছর, বেল ল্যাব"-এইসব নিয়ে তাদের হাইপ তৈরী করতে হয় না! মাথা মোটা সৌদি-আমিরাত ইরানীদের সহজে কিছু করতে পারবে বলে মনে হয় না!
১১| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট মেয়েটার জন্য খারাপ লাগছে। অল্প বয়সে মাকে হারালো।
১২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬
কানিজ রিনা বলেছেন: রক্ষনশীল মুসলিম পরিবার থেকে একটি মেয়ে
মেধায় উচ্চ ডিগ্রি লাভ করা অনেক কষ্ট সাধ্য।
এমন একটি মুসলিম মেয়ের অকাল প্রয়ানে
গভীর সমবেদনা রইল। ধন্যবাদ।
১৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: গণিত আমার প্রিয় বিষয় । সুন্দর পোস্ট। গণিতজ্ঞের মৃত্যুতে শোক এবং তার রুহের মাগফিরাত কামনা করছি ।
১৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনার জন্য সবটুকু শ্রদ্ধা।
১৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নলিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন!
উনার আত্মার মুক্তি কামনা করছি।
"অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গকরি মনে হবে,
শেষ হইয়াও হইল-না শেষ।।" যথার্থ যেন এমন ক্ষনগুলোতে।
আর প্রশ্ন গুলো প্রশ্ন হয়েই রয়ে যাবে বোধকরি...
১৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৫
নীলপরি বলেছেন: ওনার সম্পর্কে জানতাম না । জানলাম ।
ধন্যবাদ ।
১৭| ১৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪০
সোহানী বলেছেন: দেশে গনিত অলিম্পিয়াড একটা পজিটিভ টার্ন .... সেজন্য মুনির ভাই সহ এ বিষয়ের অগ্রজদের সকলকে ধন্যবাদ দিতে হয়।
যাইহোক সত্যিই বিষয়টি দু:খজনক।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য সন্মান রলো।
বাংগালী শিশুর ১ম বই হওয়া দরকার গণিতের বই।