নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

"যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।"

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৫


কানাডার পরবর্তী "গভর্নর জেনারেল" হিসাবে প্রধানমন্ত্রী Justin Trudeau সাবেক মহাকাশ বৈজ্ঞানিক Julie Payette কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। Julie Payette এর অন্যান্য যোগ্যতা গুলো নিম্নরূপ:

১) পেশায় একজন সফল মহাকাশ বৈজ্ঞানিক
২) শিক্ষাগত যোগ্যতায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার
৩) দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন
৪) কানাডার প্রধান মহাকাশ বৈজ্ঞানিক হিসাবে দায়িত্ব পালন করেছেন ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত

৫) ৫ হাজার ৩ শত ৩০ জন দরখাস্তকারীর মধ্য থেক ৪ জন মহাকাশ বৈজ্ঞানিক সিলেক্ট করেছিল কানাডার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। উনি ঐ ৪ জনের মধ্যে ১ জন ছিলেন।

৬) বাণিজ্যিক লাইসেন্স প্রাপ্ত পাইলট

৭) ৬ টা ভাষায় কথা বলতে পারেন

৮) একজন সফল ক্রীড়াবিদ

৯) পিয়ানো বাজাতে পারেন

১০) কোরাস সংগীত শিল্পী

কানাডায় "গভর্নর জেনারেল" পদটা হলও বাংলাদেশের "রাষ্ট্রপতি" পদের মতো। রাষ্ট্রের সর্বোচ্চ পদ; দুইটি পদই অলংকারিক; নির্বাহী কোন ক্ষমতা নাই হাতে। বাংলাদেশ ও কানাডা দুইটি দেশেই প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। কানাডার প্রধানমন্ত্রীর পরামর্শে ব্রিটেনের রানি এলিজাবেথ "গভর্নর জেনারেল" নিয়োগ করে থাকেন। গভর্নর জেনারেলকে বলা হয় কানাডায় রানির প্রতিনিধি। গভর্নর জেনারেল অলংকারিক পদ হলেও ক্ষমতাসীন দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে উনি সংসদ ভেঙ্গে দিয়ে বিরোধী দলকে সরকার গঠন করতে বলতে পারেন।


ছবি: একই ফ্রেমে কানাডার বর্তমান গভর্নর জেনারেল David Johnston ও পরবর্তী "গভর্নর জেনারেল" হিসাবে মনোনীত সাবেক মহাকাশ বৈজ্ঞানিক Julie Payette

কানাডার বর্তমান গভর্নর জেনারেল David Johnston আমার বিশ্ববিদ্যালয়ের (ওয়াটারলু) ভিসি থাকা অবস্থায় ঐ পদে নিয়োগ পেয়েছিলেন। কর্ম জীবনে তিনি একজন নামকরা অধ্যাপক ছিলেন। তার সম্মানে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষণা পার্কের নাম করা হয়েছে David Johnston Research & Technology Park। এই বছর কনফেডারেশনের ১৫০ বছর পূর্তি করল কানাডা। গভর্নর জেনারেল পদে থাকা অবস্থায় David Johnston মার-মার, কাট-কাট একটি বই লিখেছেন যার টাইটেল "Ingenious: How Canadian Innovators Made the World Smarter, Smaller, Kinder, Safer, Healthier, Wealthier, and Happier "। বর্তমান গভর্নর জেনারেল David Johnston উনার জীবনে যত ই-মেইল বা চিঠি লিখেছেন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সময়ে ও পরিপ্রেক্ষিতে সেগুলো হতে বাছাই করে ৫০ টি চিঠি নিয়ে ২০১৬ সালে অর একটা বই লিখেছেন যার টাইটেল "The Idea of Canada: Letters to a Nation "। নিজের দেশকে বিশ্ব দরবারে পজিটিভলি উপস্থাপন করার জন্য এর চেয়ে ভাল কোন উপায় আমার জানা নেই।

বাংলাদেশের "রাষ্ট্রপতি" পদে বসে কি করেণ সেই ব্যাক্তিরা তা ৫৭ ধারা ভয়ে চেপে গেলাম। কথায় বলে, "যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।"।



দেশের সর্বোচ্চ সম্মানিত পদটিতে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষকেই নিয়োগ দিতে হয়; যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়; চলার পথে যে ব্যক্তির কর্ম অনুসরণ করা যায়।

চলুন জেনে নেই কানাডার নতুন প্রধানমন্ত্রী Justin Trudeau কেমন যোগ্যতার মানুষদের মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন!!


মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: এই প্র্যাকটিস আমাদের দেশেও চালু হওয়া উচিৎ।

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চালু হওয়ার তো কোন সম্ভাবনা দেখতেছি না; বরং দিন দিন সম্ভাবনা থেকে অনেক দূরে সরে জাচ্ছে আমাদের দেশ। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: কানাডার সম্ভাব্য পরবর্তী "গভর্নর জেনারেল" সাবেক মহাকাশ বৈজ্ঞানিক Julie Payette এর যোগ্যতা ও বিভিন্ন গুণাবলী সম্পর্কে জানতে পেরে মুগ্ধ হ'লাম।
"যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না" - হবেই বা কেন?

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাদের ভাগ্য দেখলে নিজেদেরকে পরিহাস করা ছাড়া আর কোন উপায় নাই। আপনারা যাদের কাছে পড়া-লেখা শিখেছেন; যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছে তা নিয়ে ভাবলে কষ্ট হয় যতটানা নিজের জন্য তার চেয়ে বেশি কষ্ট হয় ভবিষ্যত প্রজন্মের জন্য।

আপনার মন্তব্য দেখে ভাল লাগল। আশা করি ভাল আছেন। শত প্রকার কোটা, স্বজনপ্রীতি ও দুর্নীতির মধ্যমে ১৬ কোটি মানুষের মধ্যে সবচেয়ে অযোগ্য ও নিকৃষ্টদের বিভিন্ন পদে বসিয়ে জনসেবার দিক থেকে দিনে দিনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশে পরিণত করছি আমাদের দেশটাকে।

ভাল থাকবেন।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১

ভাবুক কবি বলেছেন: ঐ কথাটাই সত্য "যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না"

১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি।

৪| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: আমাদের দেশে চলবে তেলের ব্যবহার.......

দারুণ শিক্ষণীয় পোস্ট। যদিও কেউ শিক্ষতে চাইবে না।
+।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না" এই কথাটা শুধুমাত্র বাংলাদেশে প্রযোজ্য মনে হয়।

৫| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

দলছুট শালিক বলেছেন: ভাল লাগলো, ভাল পোস্ট। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশে বড় বড় পোষ্টে যারা বসে আছেন তারা কয়জন নিজ কর্মগুনে বসে আছেন তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।
সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ বড় ভাইয়া।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"আমাদের দেশে বড় বড় পোষ্টে যারা বসে আছেন তারা কয়জন নিজ কর্মগুনে বসে আছেন তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।"

দারুন একটা মন্তব্য করেছেন। শিল্পী নচিকেতার সরকারি কর্মচারী গানটার কথা মনে আছে?

"বারোটায় অফিস আসি, দু'টায় টিফিন
তিনটেয় যদি দেখি সিগনাল গ্রীন
চটিটা গলিয়ে পায়, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনমতে ছাড়ি
কোন কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বাড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি
আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী। "

৭| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

মেটাফেজ বলেছেন: আমাদের গভর্নর বা কাউন্সিল বা আরও উপ্রের প্রশাসনে যারা আছে তারাও মেধাবি। তারা ভাল ক্যাঁচাল করতে পারে, মেধাবি বন্দুকবাজ পাল্তারে, জিন্দেগীভর বাণিজ্য বিভাগে না পৈড়াও সূন্ক্ষভাবে টেকা মার্তারে। আপনের কওয়া মেধাবীরা এইগুলানের একটাও পারেনা। কাজেই আপনের্গুলা ভুয়া :-B

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"জিন্দেগীভর বাণিজ্য বিভাগে না পৈড়াও সূন্ক্ষভাবে টেকা মার্তারে"

মজা পাইছি আপনার রসালো মন্তব্য পড়ে =p~

৮| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সোহানী বলেছেন: গতকাল থেকেই নিউজ কাভারেজ পড়ছিলাম তাঁকে নিয়ে। ভাইরে আমরা যদি এতোই শিখতাম তাইলে কি আর এই দশা :( ...
আমাগো মন্ত্রী এমপি হবার প্রধান যোগ্যতা হলো মাস্তান, বাটপার, অশিক্ষিত, দলের প্রধানের তেলবাজ লোক, অনেকে আবার জেল ফেরত দাগী আসামী........... আর প্রেসিডেন্ট হবে প্রধান তেলবাজ নেতাটি। যাহোক ....ভালো শিক্ষা আমরা নেই না এটাই আমাদের বড় শিক্ষা..........

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপু, জাস্টিন ট্রুডু প্রমাণ করে দিচ্ছে সেই প্রবাদ বাক্য "বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া।" তা বাবাকে একবার সাংবাদিক প্রশ্ন করে তার কোন এক সিদ্ধান্তের ফলাফলে সন্দেহ প্রকাশ করলে তার উত্তর ছিলও "Jutst Watch Me"। জুনিয়র কানাডার মানুষকে বাপের বলা উক্তিই মনে করিয়ে দিচ্ছে।


৯| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

শূন্য-০ বলেছেন: ভালো বলেছেন, গুণীর মর্যাদা দিতে হয় তবেই মানুষের চেষ্টা থাকে।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার সাথে একমত।

১০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পোস্টে্র সাথে একমত। তবে আমি এখনই হতাশ হবার পাত্র নই। হাটি হাটি পা পা করে আমাদের এখন সামনে চলার সময়, একদিন এদেশেও গুনীদের কদর হবে। কানাডা এই পর্যায়ে এসেছে শত বছর পেরিয়ে, আমাদের আরও ৫০ বছর পার হোক না.......

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আশাবাদি হওয়ার তো কোন লক্ষন দেখছি না। প্রতিদিন পূর্বের দিনের চেয়ে পিছিয়ে যাচ্ছি। কবে যে দেয়ালে পিঠ ঠেকবে সেই দিনের অপেক্ষায় আছি। এক অর্থে বলা চলে আমিও আশাবাদি। আপাতত পালিয়ে যাওয়া ছাড়া আর কোন পথ দেখছি না



১১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: কানাডা তো অনেক বেশী দুরে অনেক বেশী ভা।ল দেশে গেলেন আরি মালয়েশিয়া, দঃ কোরিয়া লাওস ভিয়েৎনাম সব জায়গাতেই গুনীর কদর আছে। আমাদের দেশে কলাগাছ যদি ... চাটা হয় দুর্ণীতিবাজ হয় পকেটে মাল আছে ব্যাস তিনিই সবচাইতে যোগ্য! আপনার সাথে একমত। তবে এর থেকে উত্তরণেরর সম্ভাবনা তো নেইই বরং আরো দুরে সরে যাচ্ছি দিন দিন।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
" উত্তরণেরর সম্ভাবনা তো নেইই বরং আরো দুরে সরে যাচ্ছি দিন দিন।"

এই কারণেই মনে হয় ঢাকার রাস্তায় এই পথচিত্র গুলো আঁকছে কেউ কেউ।

১২| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের সর্বোচ্চ সম্মানিত পদটিতে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষকেই নিয়োগ দিতে হয়; যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়; চলার পথে যে ব্যক্তির কর্ম অনুসরণ করা যায়।

আমাদের সেই পথে চালা্ও যে পথ তোমার প্রিয়জন চলে
সে পথে নয় যে পথে দুর্জনের আনাগোনা!

আমরা দুর্জনের পথরে ভালবাসিলাম! :( :-B X((

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
গত কিছুদিন থেকে কিছু বুদ্ধিজিবীর কথাবার্তা ও ফেসবুকের ওয়াল স্টাটাস দেখে মনে মনে হাঁসি। বানরে লাই দিয়া এমনই মাথায় তুলেছে যে সেই বানর এখন তাদেই মাথায় মল ত্যাগ করতেছে। এই মলে ঘন্ধ তারা না পাড়ছে সইতে; না পারছে কইতে। আমি শুধু মুচকি মুচকি হাঁসি তার অবস্হা দেখে। ;) =p~

১৩| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

মানিজার বলেছেন: হায়রে বাংলা :|

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
শান্তি নাই :((

১৪| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১

বলেছেন: এতগুলো যোগ্যতা একজন মানুষের কেমনে হয় !!! !! এই টেলেন্ট গুলো বাংলাদেশে তো দুরের কথা গোটা এশিায়ায় ও তেমন হয় না।
লেখকেকে ধন্যবাদ এরকম একটা তথ্য দেওয়ার জন্য।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
হে হে হে। আমি নিজেও মাননীয় স্পীকার হয়া গেছি তার যোগ্যতার বর্ণনা পড়ে। কেমনে সম্ভব?

১৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

Artcell Sabuj বলেছেন: নিকৃষ্ট ও অসুস্থতার চর্চা করেই আমরা সেটাকে সঠিক ও স্বাভাবিক বলে মনে করছি। বোধশূন্য হয়ে গেছি।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপাতত মেনে নেওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে? বিধাতা একটা মাত্র প্রাণ দিয়েছে; পথে নেমে প্রতিবাদ করে কে সেই প্রানটা বিসর্জন দিতে চায় বলুন?

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের সর্বোচ্চ সম্মানিত পদটিতে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষকেই নিয়োগ দিতে হয়; যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়; চলার পথে যে ব্যক্তির কর্ম অনুসরণ করা যায়। সুন্দর বলেছেন।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
লিটন ভাই, প্রবাসী কৃতি বাংলাদেশিদের নিয়ে আপনার লেখা ব্লগ পোষ্ট গুলো আমার বর্ণিত কথারই প্রতিধ্বনি করে।

১৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক কথা চেপে গেলাম। শুধু বলছি, সুপার!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
অনেক দিন পরে দেখলাম আপনাকে। জাতি আপনার কথা শুনিবার চায় ঈনুল ভাই :-B

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

বিষাদ সময় বলেছেন: আপনার পোস্টে একটু দীর্ঘ মন্তব্য করবো, সে কারণে শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আশা করি কিছু মনে করবেন না--

"যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।"
কথাটি ১০০% সত্যি, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটি হবে " যে দেশে গুণীরা অপমানিত, সে দেশের গুণীরা কি করবে?"

দেশের সর্বোচ্চ সম্মানিত পদটিতে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষকেই নিয়োগ দিতে হয়; যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়; চলার পথে যে ব্যক্তির কর্ম অনুসরণ করা যায়।

আপনার মনে আছে কিনা জানিনা ১৯৯৬ সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একরকম জোর করেই রাষ্ট্রপতি পদে তৎকালীন শ্রদ্ধেয় এবং যোগ্য ব্যক্তি জনাব সাহাবুদ্দিন আহমেদ কে নিয়ে এসেছিলেন। ফলাফল হলো সাহাবুদ্দিন আহমেদ সাহেব চোখের জলে বিদায় নিয়েছিলেন। তাঁর চোখের জলের প্রতি আওয়ামীলীগ, বি,এন,পি বা সাধারণ মানুষ কেউই সিমপ‌্যাথি দেখায়নি। এরপর থেকে অনেক যোগ্য মানুষই মনে হয় রাষ্ট্রের সম্মানীত পদে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

রাষ্ট্রের সম্মানীত পদে যোগ্য ব্যাক্তির নিয়োগ তো অনেক দূরের কথা বাংলাদেশের সাধারণ মানুষ এখন এত বেশি পোলারাইজ হয়ে গেছে যে যোগ্য ব্যাক্তি কে সেটা বের করাটাই দুস্কর। বিষয়টি আরেকটু ব্যাখ্যা করা দরকার-

কানাডার সাধারণ মানুষকে Julie Payette এর যোগ্যতার মাকিং করতে বলুন হয়তো দেখবেন প্রায় সবাই ৬০ থেকে ১০০ এর মধ্যে মার্ক দিয়েছেন। আর বাংলাদেশের কোন যোগ্য মানুষের যোগ্যতার মার্কিং এ দেশের মানুষকে করতে দিন দেখবেন তাঁকে ১০০ থেকে (-)১০০ মার্ক দেয়া হয়েছে।

আসলে আমাদের দেশের এক দলের কাছে হয়তো ডঃ ইউনুস বা ডঃ জাফর ইকবাল যোগ্য মানুষ অন্য দলের কাছে তারা চুড়ান্ত রকম অযোাগ্য, আবার অন্যদলের কাছে হয়তো আল্লামা শফি হুজুর অত্যন্ত যোগ্য ব্যক্তি কিন্তু প্রথম দলের কাছে তিনি চরম অযোগ্য। যোগ্য ব্যক্তির নিয়োগ তো দুরের কথা, এদেশে গ্রহণযোগা যোগ্য ব্যক্তি খুঁজে বের করতেই সার্চ কমিটি করে দু তিন বছর অপেক্ষা করতে হবে..........

যা হোক এটা আমার নিজের হতাশার কথা........আশা করি অদূর ভবিষৎ এ দেশেও যোগ্য ব্যক্তিরা সমাদৃত হবে। ভাল থাকুন সব সময় সেই কামনা।



১৯| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্ট , ধন্যবাদ ।

২০| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: বিষাদ সময় এর মন্তব্যটি (১৮ নং) ভাল লেগেছে।

২১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্য "যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.