নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ব্লগাদের সকলকে ঈদ মোবারাক; ঈদের সেলামী হিসাবে একটি কবিতা

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৬

*******************************************************************
********************** সবাইকে ঈদ মোবারাক *********************
*******************************************************************
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।"

আশাকরি সবাই আজ আসমানী তাগিদে সারা দিয়ে নিজেকে বিলিয়ে দিবেন পরার্থে, নিজেদের সামর্থ্য অনুযায়ী।


ঈদের সেলামী হিসাবে ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের "মানুষ জাতি" কবিতাটি

"জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
সবাই আমরা সমান বুঝি,
কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি
বাঁচিবার তরে সমান যুঝি।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা।
বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ
ভিতরের রং পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।…

বংশে বংশে নাহিক তফাত
বনেদি কে আর গর্-বনেদি,
দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ্
দুনিয়া সবারি জনম-বেদী।"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।"

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

ঈদ মোবারাক সেলিম ভাই। আশাকরি জানজট মুক্ত পথে যাথা সময়ে গন্তব্যে পৌছেছে পরিবারের সাথে ঈদ পালন করার সৌভাগ্য হয়েছে।

রোজা ও ঈদ আমরা পালন করি; কিন্তু রোজা ও ঈদের তাৎপর্য আসলে কতটা বুঝি? কতটুকু পালন করি?

২| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।"

নজরুলে শত বছর আগের আহবান আরো বেশী তীব্র ভাবে অনুভুত হয়।
আমরা কি পিছিয়ে যাচ্ছি ক্রমাগত!!!???

ঈদ মোবারক :)

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ বিরদ্রোহী ভাই। আশাকরি পরিবারের সবাইকে নিয়ে পরিপূর্ন ভাবে ঈদ পালন করেছেন। আবারও ঈদ মোবারাক।

মাঝে মাঝে ভাবি একজন কবি কতটুকু প্রতিভার অধীকারি হলে এই রকম একটা গান লিখতে পারে; যা শুধু গানই নয় বরং মুসলিম ধর্মালম্বি মানুষদেরকে ভাবতে বাধ্য করে রোজা ও ঈদের তাৎপর্য কি?

৩| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন:

ঈদের শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আবারও ঈদ মোবারক সুমন ভাই। আশাকরছি পরিবারের সবাইকে নিয়ে ঈদদের আনন্দ উৎযাপন করেছেন।

৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:২৭

সোহানী বলেছেন: তুমার হইলোটা কি আবহাওয়ার পূর্ভাবাস বাদ দিয়া ঈদের গান ধরছো....

যাক্ ঈদ মোবারক.... রবিবার ঈদ হওয়াতে অনেক ভালো কাটলো মনে হয় এবার....

২৭ শে জুন, ২০১৭ সকাল ৮:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:


আপু ঈদ মোবারক। সংবাদ মাধ্যমে ছবি দেখলাম যে টরোন্টোতে রেকর্ড ব্রেকিং বড় ঈদের জামাত হয়েছে। আমাদের ওয়াটারলুতেও সর্বকালের বড় ঈদের জামাত হয়েছে। কমপক্ষে ৫-৭ হাজার লোকের জামাত। রবিবারে ঈদ হওয়াতে সকল স্থানেই রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল। তবে আমি এবারে এমন একটা রেকর্ড করেছি যা বলার মতো না। এই রকম রেকর্ড জীবনে আর হবে না সেটা ২০০% নিশ্চিত। ঈদের দিনে একটু ব্যস্ত ছিলাম পূর্ব নির্ধারিত একটা কাজে। এছাড়া ভালই কেটেছে।

সর্বোপরি ঈদের দিনের আবহাওয়াটা ছিলও মার-মার কাট-কাট। ঈদের দিনে সকালে ২০ ডিগ্রী তাপমাত্রা, সাথে চৌধুরী জাফরউল্লা শরাফতের চমৎকার কর্দমাক্ত আকাশ ও মেঘ মুক্ত মাঠ =p~

ঈদের দিনে নায়াগ্রা গেছিলেন নাকি ঘুরতে?

৫| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকেও ঈদ মোবারাক ফরিদ ভাই। আশাকরছি পরিবারকে নিয়ে ভাল একটি ঈদ উৎযাপন করেছেন।

৬| ২৮ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: আমি এবারে এমন একটা রেকর্ড করেছি যা বলার মতো না। ........... ঘটনাটা কি জাতি জানতে চায় !!!!!!!!!

সত্যিই তাই... এতো জমজমাট ঈদ আর হয়নি... আমি ও ডেনফোর্ট এ নামাজ পড়েছি...............

আরে ঈদ এর দিন নায়াগ্রা কেমনে যামু... সেমাই খাওয়াতেই আর খাইতেই দিন শেষ। সোমবার আবার অফিস/স্কুল.... আবার দৈাড়.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.