নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

পারিব না এ কথাটি বলিও না আর; এক বার না পারিলে দেখ শতবার :D :-B

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭


নিজের বানানো কেকু দিয়া ব্লগারদের নতুন বর্ষের শুভেচ্ছা !:#P

কথিত আছে স্কটিশ বীর রবার্ট ব্রুস ৬ বার যুদ্ধ করেও ইংল্যান্ডের কাছ থেকে নিজের জন্মভূমিকে স্বাধীন করতে না পেরে মনবল হারিয়ে যখন গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিল তখন গুহার কোন এক কোনে একটি মাকড়শা ১৭ বারের চেষ্টার পর জাল বুনতে সফল হওয়ার ঘটনা দেখে অনুপ্রাণিত হয়ে মনস্থির করেন জন্মভূমিকে স্বাধীন করার জন্য আবারও যুদ্ধ করার। গুহার সেই মাকড়শার মতো ১৭ বার যুদ্ধ করতে হয় নাই; ৭ম যুদ্ধেই ইংল্যান্ডের কাছ থেকে নিজের জন্মভূমি স্কটল্যান্ডকে স্বাধীন করেন।





উপরোক্ত গল্পের মরাল। প্রথমবারের চেষ্টায় কেক বানাতে পুরোপুরি সফল হতে না পারলেও ২ বার ব্যার্থ হওয়ার নিশ্চয়তা কলিকাতা হারবালের বাটিকার মতো ৯৯ দশমিক ৯৯ ভাগ =p~ । ক্রিয়া-ফাউন্ডেশন লটারির মতো যদি লাইগা যায়!!!! শুন্য দশমিক ১ ভাগ সফলতা পাওয়ার আশা ছাড়িয়া দিবার চাই না। আপাতত নিজের বানানো কেকু দিয়া আপনাদেরকে নতুন বর্ষের শুভেচ্ছা।



"উপরে ফিট-ফাট ভিতরে সদর ঘাট" প্রবাদটিকে উল্টা প্রমান করিয়া কেক এর উল্টা দিকটা বড়ই সৌন্দর হইয়াছিল ঠিক খেজুর গুড় দেওয়া ভাপা পিঠার মতো। তবে স্বাদ খানা হইয়া ছিলো পুরান ঢাকার নান্না বিরিয়ানীর মতোই। খইলে চাটবেন না খাইলে পস্তাবেন।



ইত্যাদির নানা ও নাতির মতো কানে-মুখে একটা গুপন কতা কই আপনাদের। কেকের বাটি ওভেনের মধ্যে দিয়া হিটিং বাটন "বেকিং" এ না দিয়া "গ্রিল" দিয়া ১০ ওয়াশ রুমে ঢুকেছিলুম। ১০ মিনিট পরে ওয়াশ রুম থাইকা বাহির হইয়া দেখি রান্না ঘরের অবস্থা চৌধুরী জাফর উল্লা শরাফত এর কর্দমাক্ত আকাশ মেঘ মুক্ত মাঠের অবস্থা। সর্বনাশ যা হওয়ার তা হইয়া গেছে।



কেক বানানোর শেফ এর অবস্থা হয়েছে বাংলাদেশ বিমান এর পাইলট এর মতো। ঢাকা থেকে উড্ডয়নের পরে যে বিমানের সিলেটে যাওয়ার কথা সেই বিমান নিয়া গেছে কোলকাতা বিমানবন্দরে। বিশ্ববিদ্যালয় জীবনে আমার রুমমেটের একটা ডায়লগ মারি এই চান্সে "Man is Mortal" মানুষ মাত্রই ভুল হয় হে হে হে ;)



কয়েক দিন পূর্বে কোন এক জায়গায় পড়লাম যে অভিজ্ঞতা হলো নিজের ঠাকার গল্প। সোজা বাংলা ঠকার বিনিময়ে শেখা। ঘরে কেক বানাতে হলে আপনাকে যা করতে হবে: বাজার থাকে কোন একটা কেক মিক্স কিনে আনুন।



অল্প পরিমাণ ঠান্ডা পানিতে পরিমান মতো কেক মিক্স মিশিয়ে ভাল করে চটকিয়ে নিন। এর পর কেক মিক্স নন-স্টিকি পাত্র বা এলুমিনিয়াম ফয়েলের তৈরি পাত্রে ঢালে নিজের পছন্দ মতো ফল এর কুচি দিয়ে ডেকোরেশন করে বেকিং ওভেনে ১৭৫ ডিগ্রী সেন্টিগ্রেড বা ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় ১৫ মিনিট রাখুন।





অতঃপর আপনার তৈরী কেকটি দ্যা গ্রেট ব্রিটিশ বেক প্রতিযোগিতায় পাঠিয়ে নাদিয়ার মতো আপনিও বয়ে আনুন দেশের জন্য সম্মাননা।



নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে। এই দেশেটা শুধু আওয়ামীলীগ বা বিএনপি এর না। এই দেশটা দরবেশ বাবা বা ফালু-খালুদের না। এই দেশটা কৃষক, কামার, কুমোর, শিক্ষক, গার্মেন্টস/রিক্সা শ্রমিক, আপনার আমার সকলের। পৃথিবীর কোন সরকারের পক্ষেই সম্ভব না কোন দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছানো যদি না দেশের প্রতিটি মানুষ দল-মত নির্বিশেষে দেশ গঠনে এগিয়ে আসে। প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দল-মত নির্বিশেষে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নতুন বছরে ব্লগারদের কাছে প্রত্যাশা এতটুকুই।

২০১৭ সালটি হয়ে উঠুক আপনার জীবনের সবচেয়ে সুন্দর, আনন্দময়, ও সফলতার বছর এই প্রার্থনা করি।

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

ধ্রুবক আলো বলেছেন: একদম ঠিক কথা দেশটা আমাদের সকলের!! খুব সুন্দর একট পোষ্ট খুব ভালো লাগলো...
নতুন বর্ষের শুভেচ্ছা রইলো,,,.,

এখন কথা হলো, এতসুন্দর খাবারের পিকস্ আপ্লোড করলেন খাইতে আসবো কখন???

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ভাই/বোন আপনার পিলিচ লাগে চইলা আসেন। আমার হোয়াইট হাউজে আপনারে স্বাগতম ;)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:

" এই দেশটা কৃষক, কামার, কুমোর, শিক্ষক, গার্মেন্টস/রিক্সা শ্রমিক, আপনার আমার সকলের। পৃথিবীর কোন সরকারের পক্ষেই সম্ভব না কোন দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছানো যদি না দেশের প্রতিটি মানুষ দল-মত নির্বিশেষে দেশ গঠনে এগিয়ে আসে। "

-এটাও মনে করেছেন, এক ধরণের কেক বানানোর মতো ব্যাপার হয়তো? কেক বানানো সোজা, সেটাতে ভালো করবেন, মনে হচ্ছে!

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
মনে-প্রাণে চাইলে সবই সম্ভব। নেগেটিভ জন্ম হারের দেশ জাপান ২০১৬ সালে বিভিন্ন দেশ থেকে আগত রিফুজি গ্রহণ করেছে সর্বমোট ৭ জন। অক্টোবর মাসে ক্ষমতায় এসে কানাডার প্রধানমন্ত্রী ট্রুড শুধু সিরিয়া থেকেই রিফুজি এনেছে ৩৫ হাজার। তাও মাত্র ৬ মাসে।

কানাডার সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রী পিয়ার্সন যার নামে টরোন্টোর আন্তর্জাতিক বিমান বন্দর সে ক্ষমতায় ছিল মাত্র ৫ বছর। এই ৫ বছরে সে সার্বজনীন স্বাস্থ্য ও কানাডার পেনশন স্কিম চালু করে গেছে; যে ২ টি পলিসির কারণে কানাডা প্রায় সরার পৃথিবীর থেকে ভিন্ন। সমাজতান্ত্রিক গণতন্ত্রের দেশ হিসাবে সারা বিশ্বে স্বাতন্ত্র্য।

পক্ষান্তরে বর্ডারের পাশের দেশের সাড়ে ৩ কোটি মানুষ চলে ফুড স্ট্যাম্পের উপর; প্রায় সমসংখ্যক মানুষের চিকিৎসা করার কোন উপায় নাই। ২০১৬ সালেই গান ভায়োলেন্সের কারণে ৩৫ হাজার মানুষ মারা গেছে। বর্ডারের উল্টা পাশের দেশে ৩৫ জন মানুষও মারা যায় নাই গান ভায়োলেন্সের কারণে।

তবে সুপারি গাছ লাগিয়ে তাল খাওয়ার আশাঁ করাটা বোকামিই বটে। তালের পিঠা খেতে চাইলে তাল গাছই লাগাতে হবে। তাল গাছ বড় হতে অনেক সময় লাগে। তবে তালের রসের পিঠা খেতে চাইলে তাল গাছ লাগিয়ে পরিচর্যা করে অপেক্ষা করতেই হবে। এর কোন বিকল্প না।

আপনার ভিন্নমতের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

সায়েদা সোহেলী বলেছেন: ছবি দেখে ভাবছিলাম বারবিকিউ কেক,,, পোস্ট পড়ে জানলাম গ্রিল কেক :P
ফ্রুট লেমন কেকের শুভেচ্ছা রইলো !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
" পোস্ট পড়ে জানলাম গ্রিল কেক" B:-) খইলে চাটবেন না খাইলে পস্তাবেন =p~

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-) ফান ছিল বাট ভিতরে গূঢ় রহস্যও ছিল। ফিনিশংটা আরে ভালো লেগেছে।
পোস্টে +++++++

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

সাহসী সন্তান বলেছেন: ভাই সবই তো বুঝলাম, কিন্তু ঐ ঠান্ডা পানিতে কেক মিক্স মাখিয়ে চটকা-চটকিটা কতক্ষণ ধরে করতে হবে? ;) তয় আপ্নার কেকটা দ্যা গ্রেট বৃটিশ প্রতিযোগীতায় পাঠিয়েছিলেন কিনা জাতি জানতে চায়? :)

ভাপা পিটা টাইপের কেক না খাইয়া বোঝা যাবে না কেমন হইছিল! তারপরেও আপনারে নতুন বছরের শুভেচ্ছা!

শুভ কামনা জানবেন!

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চটকাচটকি ২-৩ মিনিট করলেই হইবেক। অর্থাৎ আপনাকে নিশ্চিত করতি হইবেক যে কেক বেক করার পরে তার মধ্যে পেয়ারার মতো বিচি না থাকে (আটার দলা) =p~ তয় মিক্সিং মেশিন দিয়ে করলে ১/২ মিনিটেই হইয়া যাওয়ার কতা। আমি গরিব মানুষ তাই চামচই ভরসা।

রাণির সর্দি লাগচে তাই এই বছর ক্রিসমাস ও নববর্ষে কারো লগে দেখা করে নাই। নইলে নাদিয়ার মতো আমারও একটা ফুডো থাকতো রাণির লগে ;)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: সব ঠিক আছে, তয় লবনটা মনে হয় একটু কম হয়েছে :-B

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমি আবার ডায়াবেটিক :(( আপনি যখন বানাবেন তখন চিনি যোগ কইরা লইয়েন হে হে হে =p~

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমার আবার কফি ছাড়া চলে না :-B দিনে অন্তত ২ মগ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ২০১৭ সালটি হয়ে উঠুক আপনার জীবনের সবচেয়ে সুন্দর, আনন্দময়, ও সফলতার বছর এই প্রার্থনা করি। ......এমন শুভ কামনা আমার বিশেস প্রয়োজন, বেশ জটিলতায় আছে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

মানুষের জীবনটা আসলে কখনই সরল রৈখিক না। এটা বেশিভাগ সময়ই বক্র পথে চলে। রাতের অন্ধকারের পরেই ভোরের সূর্যোদয় দেখা যায়। যদিও কখনও কুয়াশার জন্য ভোরের সূর্যোদয় দেখা যায় না। তবে কুয়াশা কখনই দীর্ঘস্থায়ী হয় না। আশা করি আপনার জীবনের কুয়াশাও কেটে যাবে কিছুটা সময় পরে। আবারও নতুন বছরের শুভেচ্ছা।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ভাল চেষ্টা ।

শেষের কথাগুলো ভাল লাগলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনাকে ধন্যবাদ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: বেশ মজা করে লিখেছেন। ভালো লাগল।

তবে যে কইলেন, খইলে চাটবেন না খাইলে পস্তাবেন। .....এহন কই পাই !!! ;)

প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দল-মত নির্বিশেষে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নতুন বছরে ব্লগারদের কাছে প্রত্যাশা এতটুকুই। ভালো থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।

আপনিও ভালু থাকুন এই প্রার্থনা করি।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা কামাল পলাশ ,




মজা লাগলো । মজা করে গ্রীল করেছেন আর লিখেছেনও বেশ মজা মাখিয়ে বেকড করে । :-B

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"গ্রীল কেক" এর জনক হিসাবে প্যাটেন কইরা নিতে হবে নইলে আবার আপনারা দাবি করে বসবেন কবে। দাদা বাবুরা যেমন জামদানি শাড়ির প্যাটেন্ট দাবি কইরা বসেছে =p~

আপনাকে ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা আহমেদ জী এস ভাই।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

রাতুল_শাহ বলেছেন: মজা পাইলাম ভাই।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আমি আনন্দিত আপনি মজা পাইছে শুনে। আপনাকে ধন্যবাদ।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ ও আবারও নববর্ষের শুভেচ্ছা।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

সোহানী বলেছেন: আপনার এ কেক খাওয়ার ভয়েইতো রানী ক্ষমতা ছাড়ার প্রস্তাব দিসে.... B-) B-)

মেট্রোতে ছাড় দিসে কেক মিক্সে... আরো কয়টা কিনেন আর বার-বি-কিউ, গ্রিল, ফ্রুটস্, চকলেট কেক বানায়ে রেডি রাখেন... টমেটুতো দিলেন না তাই আসতাছি।

(অফ টপিক: পানির পরিবর্তে দুধ আর ডিম দিবেন বিট করার সাথে, স্বাদে গন্ধে আরেকটু ভালো হইবেক !!!)

হ্যাপি নিউ ইয়ার........

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপু, নববর্ষের শুভেচ্ছা।

শুরুতে মনে করেছিলাম ডিম দিবো। পরে দেখে প্যাকেটের গায়ে লিখা যে ডিম দেওয়া হয়েছে। প্রথম দিন তো তাই মনে পড়েছিল যে "বেশি মোল্লার মুরগি মরে" প্রবাদ টি হে হে হে =p~ । তয় মুরগি এমনিতেই মইরা গেছে বেকিং এর পরিবর্তে গ্রিলে তাপমাত্রা সেট করে। প্যাকেটের গায়ে যা লিখা ছিলও সেটাই অন্ধ ভাবে অনুসরণ করেছি। তবে আপনার পরামর্শ অনুসরণ করবো।

আপু, আমাদের এখানে মাট্রো নাই। আমি গ্রোসারি বাজার করি প্রধানত ফ্রেসকো, ফুড-বেসিক থেকে। তবে ওয়ালমার্ট আমার বাসা থেকে মিটার ধইরা ১০০ মিটার দূরত্বে। সেখান থেকে কলা ও এ্যাভোকাডো ও অ্যাপল ছাড়া আর কিছু কেনা হয় না বললেই চলে।

বাসার ঠিকানা পাঠাইয়া দেন এবারের বানানো কেকু পার্সেল কইরা পাঠাইয়া দিমুনে আপনারে; আপনি তো ভয়ে ভয়ে বাসার ঠিকানা বলেন না যে কবে চইলা আইবো B-))

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

সোহানী বলেছেন: এই কেক খাইলে আমারে কানাডা সরকার বাহির করে দিবে কারন এটা খাওয়ার পর যে পেটরোগ হবে তা সারানোর জন্য কানাডায় চিকিৎসা নেই... সরাসরি আইসিডিডিআরবিতে পাঠাইতে হইবেক :-P :-P

তবে আপনি কেক মিক্সের রেসিপি মোটেও অন্ধভাবে অনুসরণ করেন নাই... সেখানে অবশ্যই ডিমের কথা আছে তবে দুধের কথা নাই। বেশি বুঝেনতো তাই অর্ধেক পড়েই গ্রিলে দিয়ে দৈাড় দিসেন। হেহেহেহেহেহে.....

মেট্রোর দরকার নাই.... ভিআইপি..... ফ্রেসকোই ভালো।

বাসার ঠিকানার জন্য টেনশান নিয়েন না, ডেনফোর্টে আসার প্লান থাকলে আওয়াজ দিয়েন..... আইসা পড়ুম।

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপু, আপনি যাই বলেন না কেন আমার কাছে সবজির সবচেয়ে কম দাম মনে হয় ফুড বেসিক এর পর ফ্রেসকো। ফ্রেসকোতে যাওয়া হয় মূলত ২০ পিসের হালাল পরোটার প্যাকেট ও হালাল দই কেনার জন্য; এছাড়া মাঝে মধ্যে কানাডিয়ান লাউ ও করলা কিনি সেখান থেকে। ফ্রেসকোতে যাওয়ার এর একটা কারণ হলো আমার একটা বন্ধুর সাথে বাজার করতে যেতাম (তার প্রিয় স্টোর ছিলো ফ্রেসকো)।

ডেনফোর্থ টু ওয়াটারলু ৯০ মিনিট #:-S এই ভয়েই তো বাসার ঠিকানা দেন না =p~

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

রোদেলা বলেছেন: কেক বানানো আমার কাছে সব সময়িই কঠিন,ওই যে ডিগ্রী ফিগ্রী আছেনা ।আমি এইগুলা কম বুঝি।তপ রোদে বালির মধ্যেও কেক বানানো যায় শুবনেছি,ওই রেসিপি দিলে আমার জন্য খুব সহজ হতো।তবে পুডিং বানানিতে আমি ওস্তাত ।পাতিলের মধ্যে পানি ফুটাইয়া দেই ছাইড়া,যা থাকে কপালে।কেক খেতে ভালো লাগে,আর ছবি দেখে খিদা উঠলো চরমে।
'

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
রোদে শুকানো টমেটো, বা পাটশাক এর কথা শুনেছি; রোদে শুকানো কেকে B:-) দারুন ব্যাপারতো। আপা আপনি বানাইয়া আমার জন্য ডিএইচএলএলে পার্সেল কইরা দেন =p~ পুডিং বানাই নাই কখনও। আমি হইলাম মেইন আইটেমে মানে চিকেন-টিক্কা-মাসালার কারিগর হে হে হে। তয় মাংসের চায়ে আমি মাছের রান্নাটাকেই এগিয়ে রাখি।

আল্লাহ আমারে চিরতরুন থাকার রোগ দিছে তাই মিষ্টি-মুন্ডা থাইকা ২০০ হাত দূরে থাকতে হচ্ছে :((

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আপনি ব্লগে অনিয়মিত হয়েছেন!

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

সিরিয়াস ব্লগিং করার মতো পরিবেশ ব্লগে আছে কি না সন্দেহ। কষ্ট করে জন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখার পরে সেই লেখা যদি কেউ না পড়ে শুধুমাত্র ব্লগ পলিটিক্স বা গ্রুপিং এর জন্য তাহলে নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যায় করে লাভ কি? কষ্ট করে লিখি কিন্তু কিছু কুকুর এসে সেই লেখায় মল ত্যাগ করে যায়। তাই সিরিয়াস লেখা থেকে বিরতই রাখছি নিজেকে। সপ্তাহে ২-১ টা মন্তব্য করি। কিছু পোষ্ট পড়া হয় কিন্তু ইচ্ছে করেই আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকি।

বিশ্বের ৩য় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ ভেনিজুয়েলা বা পর্যটন ও জাহাজ শিল্পের সংস্থান গ্রীসের বর্তমান অবস্থায় দেখি নিজের দেশেকে আজ থেকে ১০ বছর পরে। দিনে দিনে হতাশাবাদির দলে ভিড়ে যাচ্ছি মনে হয়।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৬

শ।মসীর বলেছেন: তোর খবর কি ? ফেবুতে নাই কেন ?? মনে মনে অনেকদিন খুজেও তোরে পাইতেছিলামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.