নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

"সাহেব ও মোসাহেব" - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩


সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”

সাহেব কহেন, ”কী চমৎকার,
বলতেই দাও আহা হা।”’
মোসাহেব বলে, ”হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ”

সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন—-”
মোসাহেব বলে,”জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন—-”

সাহেব কহেন, ”সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, ”আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !”

সাহেব কহেন, ”আরে মলো ! আগে
বলতেই দাও গোড়াটা !”
মোসাহেব বলে, ”আহা-হা গোড়াটা ! হুজুরের গোড়া !
এই, চুপ চুপ ছোঁড়াটা ! ”

সাহেব কহেন, ” কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে !”
মোসাহেব বলে, হুজুরের মাথা ! গুলাতেই হবে !
দিব কি হস্ত বুলায়ে ?”

সাহেব কহেন, ”শোনো না ! সেদিন
সূর্য্য উঠেছে সকালে !”
মোসাহেব বলে,”সকালে সূর্য্য ? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে !”

সাহেব কহেন, ”ভাবিলাম যাই,
আসি খাসিকটা বেড়ায়ে।”
মোসাহেব বলে,”অমন সকাল ! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে !”

সাহেব কহেন, ”হলো না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া !”
মোসাহেব বলে, ”আগেই বলেছি ! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া ?”

সাহেব কহেন,”বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে !”
মোসাহেব বলে, ”এই চুপ সব ! হুজুর ঝিমান !
পাখা কর্ , ডাক নিমাই এ !”

সাহেব কহেন, ”ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি !”
মোসাহেব বলে, ” হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি !”

সাহেব কহেন, ”জাগিয়া দেখিনু,
জুটিয়াছে যত
হনুমান আর অপদেব !”
”হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?”
প্রণমিয়া কয় মোসাহেব।।


মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

শামছুল ইসলাম বলেছেন: হা..হা..হা...

সেকালেও উনারা ছিলেন, আজো আছেন, ভবিষ্যতেও ............

ভাল থাকুন। সবসময়।

২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

অদৃশ্য বলেছেন:



কেন জানি মনে হচ্ছে, যত দিন যাবে ততোই এইসব পা চাটা টাইপের মানুষ বাড়তে থাকবে... একটি শ্রেনী সবসময়ই চায় যে সারা পৃথিবীর ৯০% মানুষ পা চাটা টাইপের হয়েই বেঁচে থাকুক... আর আমরাও তাদের ইচ্ছা পূরণের পথে দারুন গতিতে এগিয়ে চলেছি...
বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা...

আপনার জন্য শুভকামনা...

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মোসাহেবদের বাজার কেমন?

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: লিখকের দৃষ্টি আকর্ষণ করছি, এটা কি আপনার স্বরচিত কবিতা, না কি আমাদের ১৯৮৬-৮৭ সালের দিকে ক্লাস সেভেনে পড়া সেই "তোষামোদ" কবিতাটি?

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্য যেহেতু কবি কাজী নজরুল ইসলাম এর নাম উল্লেখ করেছেন, তাই হুবহু সেই কবিতাটিই হতে পারে। ধন্যবাদ লিখককে।

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: অনেক দিন পর পড়লাম......সত্যিই এই মোসাহেবরা সাহেবদের ঘিরে রাখছে যুগ যুগ ধরে।

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯

প্রামানিক বলেছেন: আহা! এই কবিতাটি ছোট কালে কোন ক্লাসে যেন পড়েছিলাম। বহুদিন আর পড়া হয়নি। এখন পাঠ্য বইয়ে এসব কবিতা রাখা হয় না।

৮| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২১

গোফরান চ.বি বলেছেন: সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন—-”
মোসাহেব বলে,”জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন—-”

সাহেব কহেন, ”সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, ”আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !”


ভালো লাগলো।

৯| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

হানিফঢাকা বলেছেন: স্কুলে পাঠ্য ছিল। ধন্যবাদ। সময়োপযোগি পোস্ট

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: আসসালা মু আলাইকুম ।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদেরই জয় জয়কার!!!!!

ফ্লাট বাড়ী ব্যাংক ব্যালেন্স... নেকটাই লেক্সাস......

এক দুষ্টচক্র তোষামোদকারী-আর তোশামোদপ্রিয়!

১২| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

সোহানী বলেছেন: হেহেহেহেহেহে সে আর বলতে... আপনি কই ঢুব দিলেন। আপনার জন্য টমেটুর জুস বানাইয়া বইসা আছি ;) ;)

১৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৩

হাতেম গাজী বলেছেন: সুন্দর কবিতা

১৪| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৫

হাতেম গাজী বলেছেন: সাহেবের পা চাটা মোসাহেব। হাহা হা

১৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫১

Artcell Sabuj বলেছেন: লেবাসধারী কর্তৃত্ব আর চাটুকারিতা চিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.