নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”
সাহেব কহেন, ”কী চমৎকার,
বলতেই দাও আহা হা।”’
মোসাহেব বলে, ”হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ”
সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন—-”
মোসাহেব বলে,”জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন—-”
সাহেব কহেন, ”সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, ”আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !”
সাহেব কহেন, ”আরে মলো ! আগে
বলতেই দাও গোড়াটা !”
মোসাহেব বলে, ”আহা-হা গোড়াটা ! হুজুরের গোড়া !
এই, চুপ চুপ ছোঁড়াটা ! ”
সাহেব কহেন, ” কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে !”
মোসাহেব বলে, হুজুরের মাথা ! গুলাতেই হবে !
দিব কি হস্ত বুলায়ে ?”
সাহেব কহেন, ”শোনো না ! সেদিন
সূর্য্য উঠেছে সকালে !”
মোসাহেব বলে,”সকালে সূর্য্য ? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে !”
সাহেব কহেন, ”ভাবিলাম যাই,
আসি খাসিকটা বেড়ায়ে।”
মোসাহেব বলে,”অমন সকাল ! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে !”
সাহেব কহেন, ”হলো না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া !”
মোসাহেব বলে, ”আগেই বলেছি ! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া ?”
সাহেব কহেন,”বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে !”
মোসাহেব বলে, ”এই চুপ সব ! হুজুর ঝিমান !
পাখা কর্ , ডাক নিমাই এ !”
সাহেব কহেন, ”ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি !”
মোসাহেব বলে, ” হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি !”
সাহেব কহেন, ”জাগিয়া দেখিনু,
জুটিয়াছে যত
হনুমান আর অপদেব !”
”হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?”
প্রণমিয়া কয় মোসাহেব।।
২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১
অদৃশ্য বলেছেন:
কেন জানি মনে হচ্ছে, যত দিন যাবে ততোই এইসব পা চাটা টাইপের মানুষ বাড়তে থাকবে... একটি শ্রেনী সবসময়ই চায় যে সারা পৃথিবীর ৯০% মানুষ পা চাটা টাইপের হয়েই বেঁচে থাকুক... আর আমরাও তাদের ইচ্ছা পূরণের পথে দারুন গতিতে এগিয়ে চলেছি...
বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা...
আপনার জন্য শুভকামনা...
৩| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মোসাহেবদের বাজার কেমন?
৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: লিখকের দৃষ্টি আকর্ষণ করছি, এটা কি আপনার স্বরচিত কবিতা, না কি আমাদের ১৯৮৬-৮৭ সালের দিকে ক্লাস সেভেনে পড়া সেই "তোষামোদ" কবিতাটি?
৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্য যেহেতু কবি কাজী নজরুল ইসলাম এর নাম উল্লেখ করেছেন, তাই হুবহু সেই কবিতাটিই হতে পারে। ধন্যবাদ লিখককে।
৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক দিন পর পড়লাম......সত্যিই এই মোসাহেবরা সাহেবদের ঘিরে রাখছে যুগ যুগ ধরে।
৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯
প্রামানিক বলেছেন: আহা! এই কবিতাটি ছোট কালে কোন ক্লাসে যেন পড়েছিলাম। বহুদিন আর পড়া হয়নি। এখন পাঠ্য বইয়ে এসব কবিতা রাখা হয় না।
৮| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২১
গোফরান চ.বি বলেছেন: সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন—-”
মোসাহেব বলে,”জানি নি আবার ?
ঐ যে, কি বলে, যেদিন—-”
সাহেব কহেন, ”সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, ”আহাহা শুনেছ ?
কি বা অপরূপ গল্প !”
ভালো লাগলো।
৯| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
হানিফঢাকা বলেছেন: স্কুলে পাঠ্য ছিল। ধন্যবাদ। সময়োপযোগি পোস্ট
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: আসসালা মু আলাইকুম ।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদেরই জয় জয়কার!!!!!
ফ্লাট বাড়ী ব্যাংক ব্যালেন্স... নেকটাই লেক্সাস......
এক দুষ্টচক্র তোষামোদকারী-আর তোশামোদপ্রিয়!
১২| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
সোহানী বলেছেন: হেহেহেহেহেহে সে আর বলতে... আপনি কই ঢুব দিলেন। আপনার জন্য টমেটুর জুস বানাইয়া বইসা আছি
১৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৩
হাতেম গাজী বলেছেন: সুন্দর কবিতা
১৪| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৫
হাতেম গাজী বলেছেন: সাহেবের পা চাটা মোসাহেব। হাহা হা
১৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫১
Artcell Sabuj বলেছেন: লেবাসধারী কর্তৃত্ব আর চাটুকারিতা চিরন্তন।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪
শামছুল ইসলাম বলেছেন: হা..হা..হা...
সেকালেও উনারা ছিলেন, আজো আছেন, ভবিষ্যতেও ............
ভাল থাকুন। সবসময়।