নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

"আমাদের দেশে সেই পুলিশ কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?"

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭



কানাডার পুলিশের গাড়িতে একটা স্লোগান লিখা থাকে যা আমার খুবই প্রিয়। স্লোগানটি হলো "people helping people"। আজকে ক্যালগারি রাজ্যের পুলিশের একটা উদ্যোগ তাদের স্লোগানটি আবারও মনে করিয়ে দিলো।



অনলাইনে পুরনো জিনিস কেনা-বেচা বর্তমানে সারা বিশ্বে খুবই জনপ্রিয় (কানাডার Kijiji, বাংলাদেশের বিক্রয় ডট কম, সেলবাজার, এখানেই ডট কম)। এই কেনা-বেচা প্রক্রিয়াটি চোর-বাটপার ও সন্ত্রাসীদের কাছেও খুবই জনপ্রিয়। ক্রয় কৃত পণ্য ডেলিভারি নিতে গিয়ে প্রতারকের পাল্লায় পড়ার ঘটনার বর্ণনা প্রাই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখেতা পাওয়া যায়। ক্যালগারি রাজ্যের পুলিশ আহবান জানিয়েছে Kijiji এর ক্রেতা ও বিক্রেতা পণ্য ডেলিভারি ও মূল্য পরিশোধ জেলা পুলিশ অফিসের পার্কিং লটে সম্পন্ন করতে পারবে। এখানে উল্লেখ্য যে কেনা-বেচায় পুলিশ কোন ভূমিকা রাখবে না। যেহেতু পুলিশ অফিসের পার্কিং লট ২৪ ঘণ্টা ক্যামেরা সার্ভিলেন্সে থাকে তাই ক্রেতা বা বিক্রেতা একে অন্যের সাথে প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকবে। অপরাধ সংগঠিত হলে পুলিশকেই ঝামেলা পোহাতে হয় তাই নাগরিকের নিরাপত্তার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে পুলিশ।

Kijiji transactions can be done at Calgary police parking lots as safe exchange spot

ঢাকা শহরের কোন একটা থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার বা ৬৪ টা জেলার ১ জন মাত্র পুলিশ সুপার যদি একই রকম একটা উদ্যোগ নিতো তবে পুলিশের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা একটু হলেও বাড়ত।

একবার আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম আমার সামনে ১ টা ছেলে মাত্র ২/৩ সেকেন্ডের জন্য বাস মিস করে বাসের পিছনে দৌড়াতে লাগল (অবশ্যই ফুট পথের উপর দিয়ে)। কানাডার শহর গুলোতে (বিশেষ করে ছোট শহর গুলোতে) প্রতিটি রাস্তা দিয়ে প্রতি ঘণ্টায় মাত্র ১/২ টা বাস চলে। একটা বাস মিস করলে ঐ স্থানে দাঁড়িয়ে থাকতে হবে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অথবা ট্যাক্সি নিয়ে গন্তব্যে যেতে হবে যা ছাত্রদের পক্ষে সম্ভব না। ঐ ছেলেটি যখন দৌড়াইতেছিল ঠিক তার পাশ দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের গাড়িটি ছেলেটিকে দৌড়াতে দেখে নিজের গাড়ির গতি বাড়িয়ে বাসের সামনে গিয়ে বাসটিকে সিগনাল দিলো থামার জন্য। এর পরে বাসের ড্রাইভারকে বলল যে একটা ছেলে বাস মিস করেছে সে তোমার বাসের পিছনে দৌড়চ্ছিল। বাসটি ঐ স্থানে অতিরিক্ত ২/৩ মিনিট অপেক্ষা করল। এর পর ছেলেটি গিয়ে বাসে উঠার পর বাসটি ছেড়ে গেল।



কানাডার জাতীয় পাখি হলো কানাডা গিস। দেখতে বাংলাদেশি রাজ হাঁস এর মতো। একবার আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরের একটা রাস্তায় ১ টা কানাডা গিস বসে পড়ল আর উঠে না। এর পর আমাদের বিশ্ববিদ্যালয়ের পেট্রল পুলিশ এসে রাস্তাটা অর্ধে বন্ধ করে দিল নিজের কার দিয়ে। সেই সাথে ফোন দিলো পশু হসপিটালে। ১০ মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে এম্বুলেন্স হাজির। পশু ডাক্তার স্ট্রেচার নিয়ে এম্বুলেন্স থেকে নেমে ঐ হাঁসটিকে জামাই আদরে হসপিটালে নিয়ে গেল। পুরো সময়টা পুলিশ অফিসারটি হাঁসটিকে প্রটেক্ট করে দাঁড়িয়ে থাকল।

কবি কুসুমকুমারী দাশ এর ভাষায় বলতে হয়

"আমাদের দেশে সেই ছেলে (পুলিশ) কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?"

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নের মতো মনে হয়!!!!

না না স্বপ্নেও যদি বাংলাদেশী পুলীশ এভাবে আসতো মনটাকে সান্তনা দেয়া যেতো স্বপ্নেও তারা ঐ অবুঝ শিশুটিকে পেটানোর চেয়ে ভাল ভূমিকায় নেই!!

কুসুম কুমারীর বাক্যেই শেষ আশা

"আমাদের দেশে সেই ছেলে (পুলিশ) কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?"



১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অপেক্ষায় থাকা ছাড়া আর কোন উপায় নাই বিদ্রোহী ভাই। দেখি কত দিনে কবির কথা বাস্তবায়িত হয়।

৪০০০ তম মন্তব্য =p~

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: স্বপ্নেও এরকম পুলিশ দেখি না।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই আশা ছাইড়েন না। হবে একদিন আমাদের দেশেও হবে। আমরা হয়ত দেখে যেতে পারবো না; হয়তবা আমাদের নাতি-পুতি দেখবার পারবে। :D

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

গেম চেঞ্জার বলেছেন: পুলিশের জনগণের দিকে মনোযোগ, নিজ কাজে সৃজনশীলতার বড্ড ঘাটতি রয়ে গেছে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: রাজনৈতিক নেতা দের চাপের কারণে পুলিশ নিজের কর্তব্য পালন করে না; বিপরীত ক্রমে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যব হার করার কারণে রাজনৈতিক নেতারা নৈতিক ভাবে দূর্বল থাকে ও পুলিশের অন্যায় কাজের জন্য বিচার করতে পারে না।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

কেউ নেই বলে নয় বলেছেন: শতাব্দী পর এমন পুলিশের স্বপ্ন দেইখেন এই দেশে। আপ্তত যদি চোরাগোপ্তা হামলায় একটা পুলিশও মরে, ধইরা নিয়েন দেশের একজন দাগী অপরাধী, দুর্নীতিবাজ, ঘুষখোর কমলো। পুলিশের ৯৯ ভাগই এমন এই দেশে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নিহত পুলিশ সদস্যটি কারো ভাই, বাবা, শন্তান বা স্বামি। তাই আপনার মন্তব্যটিকে সমর্থন জানাতে পারলাম না।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আহ পুলিস... ওহ পুলিস!!!!
আমাদের পুলিস যা করার জন্য শপথ নেয়, সেটিই করে না... আবার স্বেচ্ছাশ্রম!

কুসুমকুমারী দাসের কথা... আকাশ কুসুম হয়েই থাকলো :(

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "কুসুমকুমারী দাসের কথা... আকাশ কুসুম হয়েই থাকলো"

আপনার মন্তব্য পড়ে মাননীয় স্পিকার হয়া গেছি মইনুল ভাই :-B

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২

মুদ্‌দাকির বলেছেন: উপকার না, উনারা যতটা অপকারী তা না হইলেই হইত, চোর ডাকাত তো দেখি জনগনই ধরে!!

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

ব্লগার ফাহিম বলেছেন: যেইদিন দেশে আমুলীগ ও বিম্পি না থাকিবে সেইদিন।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নতুন যারা আসবে তারাও যদি একই রকম হয় =p~

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

হামিদ আহসান বলেছেন: সেটা অামাদের জন্য অলিক স্বপ্নের মতই৷

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অপেক্ষায় থাকতে হবে কবে আমাদের দেশে খলিফা হারুন উর রশিদ এর মতো শাষক জন্ম নেয়।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

ব্লগার মুস্তাকিম বলেছেন: ভাল লিখেছেন

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: পুলিশ শব্দটা শুনলেই কেমন জানি লাগে ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: B:-)

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: এসব আমাদের দেশে স্বপ্নই থাকবে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সুনিল গঙ্গপাধ্যায় তো ৩৩ বছর অপেক্ষা করেছিল বরুনার জন্য দেখি আমাদের কয় বছর অপেক্ষা করতে হয় ;)

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৪০০০ তম মন্তব্য =p~

বাহ! ভাগ্যগুনে আপনার স্মরণে একটা বিশেষ স্থান পেয়ে গেনু! ভাবতে ভালই লাগছে।
৪০০০ তম মন্তব্য প্রাপ্তিতে শুভেচ্ছা। :)

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এইবার কানাডায় আমারে নেত্রকোনার ১ মণ বালিশ মিষ্টি পাডান ডিএইচএল এ কইরা এই খুশিতে

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: কি আর বলবো ভাই!
বাংলাদেশের এমন অবস্থা। বাংলাদেশ পুলিশ প্রেক্ষাপট - এই ধরনের একটি লিখা গত ২৫ তরিখ চট্টগ্রামের একটা শীর্ষস্থানীয় প্রত্রিকায় ছাপতে দেওয়ার পর তারা জানায় যে, বর্তমান পরিস্থির আলোকে এই লিখাটি তারা ছাপতে ভয় পাচ্ছে। যদিও আমি উক্ত পত্রিকায় নিয়মমাফিক লেখালেখি করি। এখনো লেখাটি তারা ছাপেনি।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেশের বাহিরে আছি বইলা মন খুইলা লিখবার পাড়ি। দেশের থাকলে তো খরপ ছিলো :P

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

সোহানী বলেছেন: ''দেশের বাহিরে আছি বইলা মন খুইলা লিখবার পাড়ি''............

বুদ্ধিজীবিরা তো এখন লাল সাদা ব্যানারে ঘুরছে আর সাধারন মানুষ আতংকে আছে আর ব্লগাররা লেখা ছেড়ে দিচ্ছে.......... কে বলবে এ মহান ফুলিশদের কীর্তি।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেশের বাইরে আছি বইলা ৫৭ ধারা হইতে গর্দান রক্ষা নইলে গামারুলের পোকায় কাটা গমের রুটি খাইয়া দিন কাটাইতে হইতো মজা লস পেজের আ্যাডমিনের মতো =p~

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: আর কত বড় হলে পুলিশ কে পুলিশরূপেই দেখতে পাবো!!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সুনিল গঙ্গপাধ্যায় তো ৩৩ বছর অপেক্ষা করেছিল বরুনার জন্য আমরা না হয় ৬৬ বছর অপেক্ষা করবো :-B

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

ইকবাল দিগন্ত বলেছেন: ভালো লাগলো পড়ে... আমাদের দেশের প্রতিটা পুলিশকে আপনার লেখাটা পাঠিয়ে দেয়া দরকার

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপাতত পুলিশের আইজি শহিদুল ইসলামকে পাঠাইয়া দেন তাইলে মোগেম্ব খুশ হইবো =p~ তয় ৫৭ ধারায় জেলে ঢুকাইলে কিন্তু আমি ছড়াইতে পারুম না কইয়া দিলাম ;)

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



আমাদের দেশে হইলে হাঁসটা ওসি সাহেবের ডিনারের শোভ বর্ধন করতো।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: চরম একটা মন্তব্য করেছে কান্ডারি ভাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.