নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

মারো ঠেলা, হেঁইয়ো; মারো ঠেলা, হেঁইয়ো =p~

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬



বাস বা ট্রাক খাদে পড়ে গেলে তা উপরে উঠাতে কুলি শ্রমিকরা একটা শ্লোগান ব্যবহার করে "মারো ঠেলা, হেইয়ো"। বাংলাদেশের মুদ্রা পাচারকারিরা ২০৩ সালে ১ ঠেলায় ৫১ থেকে ২৫ ধাপ কমাইয়া ২০১৪ সালে ২৬ নম্বরে উডাইয়া আনছেন বাংলাদেশরে। এইবার আর একবার "মারো ঠেলা, হেঁইয়ো" বলেন যাতে করে আর একবার ২৫ ধাপ উপরে উঠে অর্থ অবৈধভাবে পাচারকারি দেশের লিস্টে ১ নম্বরে থাকবার পরি।

তবে আজকে মোগেম্ব খুশ হুয়া ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) এর উন্নয়নশীল দেশ থেকে কী পরিমাণ অর্থ অবৈধভাবে পাচার হয়, তা নিয়ে গবেষণা প্রতিবেদন দেখে। ২০১৪ সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ছিল ১৪৫টি দেশের মধ্যে ৫১তম। আর এবার বাংলাদেশ ১৪৯টি দেশের মধ্যে হয়েছে ২৬তম।

টাকার অংকে যা মাত্র ৭৬ হাজার কোটি টাকা। ৭৬ এর পরে মাত্র ১০ টা শূন্য। "বাংলাদেশ থেকে পাচার হওয়া ওই অর্থ বাংলাদেশের ২০১৫-১৬ অর্থবছরের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পল্লী উন্নয়ন, শিল্প ও ভৌত অবকাঠামো খাতের মোট উন্নয়ন বাজেটের সমান।"

স্বাধীনটার ৪৫ বছর পরেও বসবাস যোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার হেঁইয়ো পিছনের দিক থেকে ১ নম্বর। সিরিয়ার রাজধানী দামেস্ক কে আমি হিসাবে নিতে চাই না। কারণ গত ৩ বছরে যে দেশের ৪০ লাখ মানুষ দেশ ছেড়েছে সেটা আর যাই হউক দেশ বলা যায় না।

যাক অবশেষে আমরা সামনের দিক থেকে মেধা তালিকায় ১ নম্বর স্হান অর্জন করতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছি। কোন লিস্টে ১ নম্বর সেটাই ব্যাপার না। সবার পক্ষে কি আর মেধা তালিকায় ১ নম্বর স্হান অর্জন করা সম্ভব।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার ২২ জন আত্মীয়কে নিয়োগ দেন। সাংবাদিকরা তাকে স্বজনপ্রীতি নিয়ে প্রশ্ন করলে উনি উত্তর দিয়েছিলেন স্বজন থাকলে প্রীতি তো হবেই। ২০০৬ সালের তুলনায় অর্থ অবৈধভাবে পাচারের পরিমাণ বেড়েছে ৩ গুন। বাংলাদেশে যে অনেক বড়লোক দেশে পরিণত হয়েছে গত ৯ বছরে ৭৬ হাজার কোটি টাকা পাচার তারই প্রমাণ দেয়।

পূর্বে দেশে বেশি টাকা ছিলও না তাই বেশি পাচার হয় নাই। এখন বেশি টাকা হইছে তাই বেশি পাচার হইছে। যাক আমরা এখন বিদেশে গিয়া কইবার পারুম আমাদের দেশে কোন ফকির মিসকিন নাই; ঢাকা শহরে কোন মানুষ বস্তিতে বা ফুটপাতে ঘুমায় না; কোন মানুষ সাগর পাড়ি দিয়া ভাগ্য অন্বেষণে বিদেশ পাড়ি দেয় না। আমাদের দেশে এখন এত বেশি টাকা যে তা দেশের ব্যাংক গুলোতে রাখার স্থান নাই। তাই বাংলাদেশ থাইকা টাকা নিয়া বিদেশের ব্যাংকে রাখি।

বাংলাদেশ থেকে ২০১৩ সালে ৭৬ হাজার কোটি টাকা পাচার

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

আমি আবুলের বাপ বলেছেন: বর্তমানে টাকাই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানী পন্য!!
বর্তমানে টাকাই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানী পন্য!!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন বলেছেন ভাই।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

সাহসী সন্তান বলেছেন: জোরসে মারে হেঁইও, আরো জোরে হেঁইও.....!!


কিচ্ছু বলার নেই ভাই! আমরা আম-পাবলিক! হারাডা জীবন খাই দেইখা যাইতে হইবো!

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আরো জোরে হেঁইও..... =p~

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মারো ঠেলা, হেইয়ো !!!
জয় বাংলা !!!
হেইয়ো !!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি আমার মতো কানাডায় বাস করেন যে ৫৭ ধারার কতা ভুইলা গেছেন :D

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হেডলাইন! =p~

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: লাইন বাদ দিয়া দিলাম হেড ঠিক আছে তো =p~

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আমি মিন্টু বলেছেন: মারো ঠেলা, হেঁইয়ো
;)

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জোরসে বলো ............... :P

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

আছিমভ বলেছেন: চেতনার আড়ালে চাটার দল, চাইট্যা লও, হেঁইয়ো .।.।.।

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: খামোস ...............গুম কইরা দিমু কিন্তু B-))

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: সিরিয়াস ব্যপারটাকে মস্কারির ছলে উপস্থাপন করে বিষয়টির গুরুত্ব নষ্ট করে দিয়েছেন ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। পরের বার কান্দনের টাইটেল দিয়া পোষ্ট দিমু।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

লিও কোড়াইয়া বলেছেন: আমাদের দেশ, তাই আমদের দায়িত্ব নিতে হবে। কিন্তু লঙ্কায় আসলে সবাই রাবণ বনে যায়। টাকা-পয়সার লোভ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। দেশ বদলাতে হলে ঘরে বসে থেকে কাজ হবে না, রাজনীতি করতে হবে, সিভিল সার্ভিসে আসতে হবে, কিন্তু আফসোস, সেখানে আসতে গেলেও দূর্নীতি করে আসতে হয়! একটা মানুষ যখন ১০ লাখ টাকা ঘোষ দিয়ে চাকরি পেতে চায়, বুঝতে হবে, সৎ পথে থাকার জন্য সে আসছে না। একজন এম.পি. তার নমিনেশন এর জন্য কোটি টাকা খরচ করছে, ক্ষমতায় বসে সে তো আর আঙুল চুষবে না। যে যেখানে সুযোগ পায় দূর্নীতি করে, সুযোগ পেলে কেউ ছাড়ে না। একজন ছাত্র নেতা দলের জন্য পড়াশোনা জলাঞ্জলি দিচ্ছেন, সরকারী চাকরিটা তাকে না দিলে তো তার অক্লান্ত পরিশ্রমের (!!) প্রতি অবিচার করা হবে। দেশটা একটা Puzzle গেমের মতন হয়ে গেছে, একদিকে পূরণ করতে হলে আরেকদিকে ফাঁকা রাখতে হয়। এতটা দিক সব সময় ফাঁকাই থেকে যায়।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

রক্তিম দিগন্ত বলেছেন: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার ২২ জন আত্মীয়কে নিয়োগ দেন। সাংবাদিকরা তাকে স্বজনপ্রীতি নিয়ে প্রশ্ন করলে উনি উত্তর দিয়েছিলেন স্বজন থাকলে প্রীতি তো হবেই

এই জন্য ২২ জনকেই প্রীতি দেখাইতে হবে? /:)

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাঙ্গালি বইলা কতা। ক্ষমতা পাইলে সেটার সর্বোচ্চ অপব্যবহারে নিশ্চিত করতে ছাড়ে না।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

কেউ নেই বলে নয় বলেছেন: গত দশ বছরে মনে হয় বাজেটের আকার বাড়ছে ৪ গুন। বৈদেশিক মুদ্রাএ রিজার্ভ ৫ গুন। পাচার মাত্র ৩ গুন??

এইটা কোন কথা হইলো ভাই? এইখানে তো যথার্থ অগ্রগতি দেখা যাইতেছে না।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তার মানে অহনও রেকর্ড ভাঙ্গবার পারে নাই। আশা করি ঠেলা মাইরা ১ নম্বরে উডাইবার পারলে যথার্থ অগ্রগতি দেখানো যাইবে।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

আবু শাকিল বলেছেন: বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।
আয় থেকে কিছু টেকাটুকা পাচার হতেই পারে :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কতা সত্য আমার কাছে তথ্য আছে =p~

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

কাবিল বলেছেন: মারো ঠেলা, হেঁইয়ো;
আরও জোরে হেঁইয়ো;
অর্থ পাচার হেঁইয়ো;
১ নম্বর যেতে হবে হেঁইয়ো;

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

চ্যাং বলেছেন: মারো ঠেলা====

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :-P

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

মুর্দা ফকির বলেছেন: টাকার মিশিন এক্টা বিদেশে বানাইলে কিছু কমত মনে হয়।
আমরা প্রতিজন প্রায় ৪৫০০ টাকা পাচার করি!!! কেমনে সম্ভব?
আমারে বাদ দিয়া হিসাব করিয়েন। আমি এক্ষেত্রে নিষ্পাপ।।।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমারেও বাদ দিয়া হিসাব করিয়েন। আমি এক্ষেত্রে নিষ্পাপ।।।

বরং গত ৭ বছরে কম করে হইলেও ৩০ হাজার ডলার দেশে পাঠিয়েছি। পুরোটাই বৈধ চ্যানেলে।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

সোহানী বলেছেন: পলাশ ভাই, ভালো বিষয় সামনে এনেছেন..... এখনতো স্যারেরা বুদ্ধিমান হইছে কারন আগে বালিশে/ড্রামের ভিতর টাকা রাখতো এখন বিদেশে রাখে বিদেশর উন্নতি করে...... তবে রিকোয়েস্ট দেশে কতজন অবৈধ আর অতিরিক্ত ডলার বেতনে বিদেশী আছে তার পরিসংখ্যান নিয়ে লিখার জন্য।

++++++++++++

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা প্রবাদ আছে উচিত কথায় গুরু বেজার আর গরম দুধে বিড়াল বেজার।

"দেশে কতজন অবৈধ আর অতিরিক্ত ডলার বেতনে বিদেশী আছে তার পরিসংখ্যান নিয়ে" টানা টানি করলে আমারে কানাডা থাইকা গুম কইরা দিবো। ঐ সকল শ্রমিকদের দেশের গোয়েন্দা সংস্হা X(

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের দেশে এখন এত বেশি টাকা যে তা দেশের ব্যাংক গুলোতে রাখার স্থান নাই। তাই বাংলাদেশ থাইকা টাকা নিয়া বিদেশের ব্যাংকে রাখি।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এক সময় দেশের প্রধান রপ্তানি দ্রব্য ছিলো পাট; এর পর আসলো মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি; তার পরে আসলো গার্মেন্টস। বর্তমানে আমাদের দেশের প্রধান রপ্তানি দ্রব্য হইলো ডলার =p~

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

উল্টা দূরবীন বলেছেন: মাইচ্ছি ঠেলা, হেঁইয়ো।
ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ঠেলা মারার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি তো দেখি কামেল ব্লগার। ফুল, পাখি, কবিতা, গল্প কোনটাই বাদ দেন নাই =p~

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

সুমন কর বলেছেন: "মারো ঠেলা, হেইয়ো" -- চরম বলেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

চোখের কাঁটা বলেছেন: আরো জোরে হেঁইয়ো! জোর হলো না হেঁইয়ো! :`>

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

কল্লোল পথিক বলেছেন: মারো বুলবুলি

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :-P

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: ঠেলতে ঠেলতে দেশটারে যে কই নিয়া যাইতেছি হেইডা বুঝবার পারতাছি না।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই, পদ্মা, মেঘনা, যমুনা পাড়ি দিয়া বঙ্গপোসাগরে নিয়া না যাওয়া পর্যন্ত থামবো না মনে হয়।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

মিলন হোসেন১৫৮ বলেছেন: জয় বাবাজির কাছে এই বিষয়ে কোন তথ্য ছিলনা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: খামোস। ৫৭ ধারায় ঢুকাইয়া দিমু ভিতরে B-))

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

আরণ্যক রাখাল বলেছেন: খালি ঠ্যালঠ্যালি| জাতি ঠ্যালা রোগে ভুগতেছে|
মারো ঠ্যালা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

হাছুইন্যা বলেছেন: দেশের উন্নতি আপনাগো সহ্য হয়না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.