নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
এই মাত্র USGS earthquake map আপডেট করে জানিছে ভূমিকম্পটি ৭ দশমিক ৫ না আরও বেশি মাত্রার ছিল। এটির মাত্রা ছিল ৭ দশমিক ৯। ব্যাপক হতাহত এর আশংকা করা হচ্ছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৭৭ কিলোমিটার উত্তর পশ্চিমে। এটি খুবই বড় রকমের ভূমিকম্প।ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে এটির সংগঠিত হয়েছে।
ব্যাপক প্রানহানী ও সম্পদের ক্ষয়-ক্ষতির হবার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে রাজধানী কাঠমুন্ডু ও এর আশ-পাশের শহর গুলোতে। নিহতের সংখ্যা হাজার ছড়াতে পারে। একই মাত্র ভূমিকম্পে পাকিস্তানে ৩০ হাজারের মতো মানুষ মারা গিয়েছিল।
আমি আম্মার সাথে ফোনে কথা বলিতেছিলাম এই সময় আম্মা চিৎকার দিয়ে উঠেছে এবং বলিতেছিল প্রায় ১ মিনিট ধরে ভূ-কম্পন অনুভূত হয়েছে।
আল্লাহ সবাইকে রক্ষা করুন এই প্রার্থনা করি।
কোন এলাকায় কেমন ক্ষতি হতে পারে তার একটি ম্যাপ দিয়েছে আমেরিকার ভূ-ত্বাত্তিক অধিদপ্তর।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে চতুর দিকে কত দূর পর্যন্ত কেমন ভূকম্পন অনুভূত হবে তারও একটি ম্যাপ দিয়েছে।
পরিবারের বা পরিচিত কেউ নেপালে বেড়াতে গেলে দ্রুত খবর নিন।
শেষ হইয়াও হইলো না শেষ
====================
কোন এলাকায় একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঐ মাত্রার চেয়ে কম মাত্রার একাধিক ভূমিকম্প হয়ে থাকে। এগুলোকে আফটার শক বলা হয়ে থাকে। গত ২ ঘণ্টায় যে স্থানে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছিল তার চতুর দিকে ৪ মাত্রার বেশি ১০ টি ভূমিকম্প ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সুতরাং আগামী ২৪ ঘণ্টায় যদি আরও কয়েকবার আপনার দাঁড়ানোর স্থানটি কেপে উঠে তবে না ঘাবড়িয়ে দ্রুত নিরাপদ স্থানে গ্রহণ করুন।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০০
নতুন বলেছেন: ঢাকাবাসী ভাই... ৭.৯ মাত্রা হইছে নেপালে... ঐটা USGS এর মাপ... এরাই প্রথমে ৭.৫ বলছিলো... এখন বলছে ৭.৯...
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬
ঢাকাবাসী বলেছেন: কুনো এক নেতার দল আর আমলার দল ঘুষ আর কমিশন নিয়ে বস্তাপঁচা মোগল আমলের রাইখটার স্কেল কিনসিলো। এক কোটি টাকার মাল কিনেছিলো ২২ কোটি টাকায় মনে হয়্। আর সেই যন্দ্র দিয়া ভুমিকম্প মাপসে আজকে! ফলে ৪ মাত্রার ভুমিকম্পের রিডিং দেয় ৭.৯ !!!!! আরি ৭.৯ মাত্রার স্কেলে ভুমিকম্প হলে কয়েকশো বাড়ি ভেঙ্গে পড়ার কথা, অথচ একটা ঘরেরও কিছু হলনা। !!! সরকারের ৈসব যন্ত্র দিয়ে ছাগলের লাফালাফিকে মনে হবে ১২ মাত্রার ভুমিকম্প!