নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিতর্কিত জয় ও ক্রিকেটের পরাজয়।

২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৯

স্কুল জীবনে একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"।







আইসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফিচার আছে যার নাম Hawk Eye view। যেই ফিচারের মাধ্যমে প্রত্যেকটা বলের গতিপথ দেখা যায়। ঐ ওয়েবসাইটে গিয়ে দেখেন রুবেল হোসেন এর ৪০ তম ওভারের ৪ নম্বর বলটি গুম করে দেওয়া হয়েছে যে বলটিতে রোহিত শার্মা আউট হলেও নো বল হিসাবে চিহ্নিত করে সেই আউট নাকচ করে দেওয়া হয় যখন রোহিত শার্মা ছিল ৯০ রানে। আম্পায়ারের জোচ্চুরির কারণে আউট হওয়া থেকে রক্ষা পাওয়ার পরে সে নতুন করে ৪৭ রান করে মাত্র ২৫ বল খেলে যার ফলে ভারত ৩০০ রান তুলতে সক্ষম হয়। ঐ সময় পর্যন্ত মনে করা হচ্ছিল ভারত কোন ভাবেই ২৬০ রানের বেশি করতে পারবে না।







উপরের উদাহারন কি প্রমাণ দেয়?

"চোরের মন পুলিশ পুলিশ" নাকি "চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা"







শ্রীলংকার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা কি বলেছিলেন ICC সম্বন্ধে মাত্র ৯০ দিন পূর্বে সেটা পড়ে দেখুন



“There is no ICC anymore. It is just BCCI. It is not International Cricket Council it is International Crime Council. If you take all the cricket board Presidents am sure they are all puppets. ICC is the toothless tiger.”



Arjuna Ranatunga dubs ICC ‘International Crime Council’



নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ এই ভেবে মাঠে নেমেছিল যে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত অনেক সহজ প্রতিপক্ষ হবে। কিন্তু তারা ভুলে গেছিল যে ভারতীয় ক্রিকেট টিম ১৪ সদস্যের। বাংলাদেশের ১১ জনকে খেলতে হবে ভারতের ১৪ জনের বিরুদ্ধে।



এই জন্যই বলে মরলে বাঘের হাতেই মরা উচিত; শিয়ালের কামড়ে না। বাংলাদেশ সেই ভুলটাই করেছে। আফ্রিকান সিংহদের এড়াতে গিয়ে ভারত নামক ধূর্ত শিয়ালের কামড়ে রক্তাক্ত হতে হলো আজকে।



ভারতীয় মিডিয়া কি লিখেছে আলিম দার এর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে:



Aleem Dar under fire after his no-ball call 'helps' Rohit Sharma hit century Read more at: Click This Link





লেন্জা ইজ রিয়েলি ডিফিকাল্ট টু হাইড। প্রবাদে আছে কয়লা ধুলেও ময়লা যায় না। ভারতীয়দের জোচ্চুরি বিদ্যার হাতে খড়ি শৈশবেই। নিচের ছবিটা দেখেন। এই ছবি মাত্র ২ দিন পূর্বের। ভারতের বিহার রাজ্যের মেট্রিক পরীক্ষা নকল সরবরাহের মহোৎসব চলছে।







নিচের ছবিটি প্রকাশিত হয়েছে আমেরিকার বিখ্যাত washington post পত্রিকায় These Indian parents climbed a school wall to help their kids cheat on an exam



নিচের ছবিটি আজকে প্রকাশিত হয়েছে বিবিসিতে India students caught 'cheating' in exams in Bihar









পত্রিকার পাতায় পড়ে জানতে পারলাম বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন আইসিসির পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করবেন।



শেয়ার ব্যবসা ক্যালেন্কারির জন্য সারা বাংলাদেশের যে মানুষ পরিচিত জোচ্চোর হিসাবে সেই লোটাস কামালের কথা শুনিয়া বিচারপতি নিজামুল হক নাসিম ও যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্র-পক্ষের কৌশলী জেয়াদ আল মালুম এর মধ্যকার নাটকের সংলাপ মনে পড়ে গেল।



"আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দিবেন। লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই, হি... হি... হি... ।"



ধর্ষক সন্তানকে তিরস্কার করে আইনের হাতে তুলে না দিয়ে যদি সেই সন্তানের পিঠ চাপড়িয়ে উৎসাহিত করা হয় তখন সেই পরিবার সম্বন্ধে কি ধারণা পোষণ করা উচিত?



ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গত কালকে যখন ক্রিকেট নামক ভদ্র লোকের খালাটিকে ধর্ষন করলো; এর পরে ব্রায়ান লারা, রিকি পন্টিং, মাইকেল হোল্ডিং এর মতো সর্ব কালের সেরা ক্রিকেটাররা ভারতের বিতর্কিত জয়ে নিন্দা প্রকাশ করতেছে তখন ভারতের সবচেয়ে বেশি প্রকাশিত বাংলা পত্রিকা আনন্দবাজার কর্তৃপক্ষ কত নির্লজ্জ হলে "লেটার মার্কস নিয়ে ‘বাংলা পরীক্ষা’ পাশ করল ভারত" শিরোনামে রিপোর্ট প্রকাশ করে।



লেটার মার্কস নিয়ে ‘বাংলা পরীক্ষা’ পাশ করল ভারত



পোষ্ট টা শেষ করলাম বিশ্বের ৩য় ধনি ব্যক্তি ও সৎ ব্যবসায়ী ওয়ারেন বাফেট এর একটা বিখ্যাত উক্তি দিয়ে:







মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৮

ব্লগার পথিক বলেছেন: সত্যিই... এরা ভারতীয়। এদের জন্ম ই অবৈধ ভাবে.....
যখন এদের মা পাব্লিক প্লেসে ধর্ষিত হয়।

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভারত যে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ জাতি সেটা আবারও প্রমান করলো।

২| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

ইমরান আশফাক বলেছেন: ওয়ারেন বাফেটের মন্তব্যই যথেষ্ট ওদের চরিত্র বুঝার জন্য।

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই জন্যই ঐ মন্তব্য দিয়েছি। আপনাকে ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৪

হিচককের প্রেতাত্মা বলেছেন: কিচ্ছু বলার নাই

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: X(( X((

৪| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ক্রিকেটে নব্য সাম্রাজ্যবাদ। ঘৃণা জানাবার ভাষা নেই...

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বানরের হাতে স্মার্ট ফোন পড়লে সেটার মূল্য কি আর তারা বুঝবে?


৫| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন ভাই । ওরা আসলে নিজেদেরকেই ঠুনকো মনে করে তাইতো আতাত করে জিতলো । ওরা ক্রিকেটের লজ্জা ।

৬| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।

৬ষ্ঠ ভাল লাগা।

৭| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬

এনামুল রেজা বলেছেন: ক্রিকেটের মৃত্যু হয়েছে গতকাল।

৮| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নাই। এখন ভারতীয় চোরদের খেলা।

৯| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: আগে হোম গ্রাউন্ডে জচ্চুরী করত এখন ইন্টারন্যাশ্নাল হইছে আর চিটিং কাউন্সিল বানাইছে।

১০| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

মোঃআনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর উস্থাপনের মাধ্যমে ভারতের কালপিট চেহারা উন্মচণ করার জন্য ধন্যবাদ ।

১১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৩

তিথীডোর বলেছেন: চমৎকার পোস্ট!...গতকাল থেকেই মানসিকভাবে বিপর্যস্ত আছি..এই ভারতীয় গুলো সবসময়ে overrated! সারাজীবন শুনে আসলাম, IIT এর ছাত্ররা জিনিয়াস :| বাস্তবে প্রচুর সহকর্মী পেয়েছি, এবং অনেস্টলি বলছি, এরা আমাদের বুয়েটীয়ান দের ধারেকাছে ও না :P সিলিকন ভ্যালীতেও দাপিয়ে বেড়াচ্ছে আমাদের দেশেরই অসংখ্য প্রযুক্তিবীদ রা !...রাজনৈতিক অস্থিরতা না থাকলে অতি দ্রুত আমাদের সাফল্য ছড়িয়ে পড়বে, ইনশাল্লাহ্‌! এটা কোন কাল্পনিক চিন্তা না, এটাই বাস্তব...প্লিজ সবাইকে অনুরোধ করছি সেল্ফ ডিগনিটি বাড়ানোর জন্য, কোন অংশে আমরা ওদের চাইতে কম না!..নিজ নিজ বাড়ীতেও এই আ্যাওয়ার্সনেস বাড়াতে হবে যে, ওদের বস্তাপচা, ব্রেইনলেস টিভী সিরিয়াল/মুভী না দেখলে, কিংবা ওদের ঝলমল টাইপ কাপড়চোপড় না কিনে আমাদের সৃজনশীল ডীজাইনারদের কাপড় পরেও খুব সুন্দরভাবে, ডিগনিটির সাথে বাঁচা যায়!

১২| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪

সোহানী বলেছেন: ওওওওওও এ লিখাগুলো মনের একটু শান্তি এনে দেয়....

ওরা কি জিনিস তা টের পেয়েছি ৩ বছর ওদের সাথে কাজ করে। এতটা নিচু মানসিকতা যে কথা বলতে ও ঘৃনা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.