নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

উপরে ফিট ফাট, ভিতরে সদর ঘাট: অগ্রসরমান ভারতীয় সমাজের অন্ধকার অধ্যায়

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০



৩ দিন পূর্বে ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লীতে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার জড়িত আসামীদের বিবিসি এর সাংবাদিকে দেওয়া ইন্টার্ভিউ নিয়ে বিবিসিতে প্রকাশিত একটি আর্টিকেল "When being raped, she shouldn't fight back. She should just be silent and allow the rape. " পড়ে নিশ্চিত হলাম হাজার-হাজার আইআইটি ইঞ্জিনিয়ার নাসা, গুগল, মাইক্রোসফটে চাকুরী করতে পারে; মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাতে, মুকেশ আম্বানির মতো বিলিয়নিয়ার হতে পারে তবে সামাজিক ও মানব উন্নয়ন সূচক গুলোতে ভারত এখনও বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে রয়েছে।



নিচের ডুমেন্টারিতে প্রকাশ ভারতের ২ টি রাজ্য ১২ হজার এবর্রশন করা হয়েছে; যার মধ্যে ১০ হাজার ছিল মেয়ে সন্তান। জন্মের পূর্বে কন্যা সন্তান হত্যা কিংবা ভূমিষ্ঠ কন্যা সন্তানের প্রতি বাংলাদেশি পরিবারের যে দৃষ্টি ভঙ্গি সেই পর্যায়ে পৌছাতে ভারতীয়দের আরও ১ বা ২ দশক অপেক্ষা করতে হবে।

আমি দাবি করতেছি না বাংলাদেশের মানুষের মানসিকতা ইউরোপ আমেরিকার পর্যায়ে গেছে। তবে এটা হলফ করেই বলতে পারি ধর্ষকদের প্রতি বাংলাদেশের যত % মানুষ ঘৃণা পোষণ করে সেই % এ পৌছাতে ভারতীয় সমাজের অনেক অপেক্ষা করতে হবে।



ছবি: Leslee Udwin (যে সাংবাদিক নিম্নোক্ত ডকুমেন্টারীটি বানিয়েছেন)

সবাইকে আমন্ত্রণ জানাবো বিবিসি এর নিম্নোক্ত ডকুমেন্টারীটি (Banned BBC Documentary Nirbhaya India's Daughter ) দেখবার; যা নরেন্দ্রো মোদি সরকার ভারতে প্রচার নিষিদ্ধ ঘোষনা করেছে।



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । +

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সেলিম ভাই।

২| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: হয়ত| ফোন থেকে চালাচ্ছি, দেখতে পারলাম না

৩| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সহমত।

৪| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

নতুন বলেছেন: সবার দেখা দরকার এই ডকুমেন্টরিটা...

আমাদের সমাজ যদিও অনেক এগিয়েছে নারীর সন্মানে... কিন্তু এখনো
আমাদের সমাজেও এই রকমের মানুসিকতা আছে....

শিক্ষা দরকার এই অন্ধকার দুর করতে....

৫| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

পদ্মা_েমঘনা বলেছেন: ভালো লাগল।

৬| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আমি নতুন এর সাথে একমত।।।

৮| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৮

আমি তুমি আমরা বলেছেন: ভিডিওটা দেখা যাচ্ছে না

৯| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২১

সোহানী বলেছেন: প্রথমেই ধন্যবাদ দেই ভিডিও টি শেয়ার করার জন্য নতুবা এটি দেখা হতো না।

এবার আসি ভারতীয় নারীদের অবস্থান নিয়ে, আমি আপনার সাথে একমত আর তাইতো টিভি সিরিয়াল বা ওদের ছবিগুলো দেখেন মেয়েদের কিভাবে বা কি চোখে দেখছে ওরা। শুধু কুটকৈাশল/সেক্স/পরকীয়া.... যা আমাদের সমাজে চিন্তাও করতে পারি না। কিন্তু তাই বলে আমাদের তুড়ি বাজালে চলবে না কারন ওদের ওই জঘন্য মানসিকতার সিরিয়াল বা ছবিগুলা দেখে আমরা ও দিনে দিনে ওদের মতো হয়ে যাচ্ছি বা হবার চেস্টা করছি। আজ থেকে ৮/১০ বছর আগেই ভাবেন কয়টা রেপ কেস বা ভিডিও লিংক বা পরিমল মাস্টার দেখা যেত অথচ এখন হাজার হাজার।

চূড়ান্ত ধ্বংসের আগে আমরা নিজেদেরকে ঠিক করতে হবে..... পলাশ ভাই, ভারতীয় চ্যানেল বন্ধের কি কোন উপায় আছে.. থাকলে তা নিয়ে একটু লিখেন.... আমার প্রজন্মকেতো বাচাঁতে হবে..... আমাদের কালচারকে তো বাচাঁতে হবে... তাই নয় কি.....

১০| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: এদের লোকাল পত্রিকায় সব লেখা আসত আমি পড়তে পারতাম না, এক ধরনের মেন্টাল টর্চার।

বাংলাদেশে এখন সতর্ক হবার সময় এসছে।

১১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:০৭

গোয়েন্দাপ্রধান বলেছেন: বাংলাদেশের মন মানুসিকতা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক সভ্য
যারা পর্ণ ত্যঈরি করে
এবং এভাবে নারিদের ভোগ্য বস্তু হিসেবে তুলে ধরে যাদের রাষ্ট্র চলে তাদের কাছ থেকে কোন মানসিকতা শেখার কিছু নাই
এবং যাদের মনে ওদের প্রতি উচ্চ ধারণা আছে তাদের নিজের পরিচয় টা আরেকটু তলিয়ে দেখুন
লন্ডনে কিছু দিন আগে বিদ্যুত না থাকায় ২৪ ঘন্টায় দাংা হাঙ্গামা লুটের যে মহোত সব চলেছে তা অবিশাশ্ব। ওদের পশু বৃত্তি গুলো স্বচ্ছলতার কারণে ঢাকা পড়েছে।
আর বাংলাদেশে কিছু দিন আগে ভয়াবহ বিদ্যুত বিপর্যয়ের পরও তেমন কিছুই ঘটে নি।
ওদের দেশে যে পরমাণ এবর্শন হয়
নোংরামির চুড়ান্ত কাজ গুলো নির্দ্ধিধায় করছে

তারপরো ওদের আচরণ আমাদের চেয়ে উত্তম?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.