নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
গ্রীক মিথোলজিতে আছে রোম যখন আগুনে পুড়তেছিল, রোম সম্রাট নিঁরো তখন বাঁশি বাজাচ্ছিল। ঐ ঘটনা আদৌ ঘটে ছিল কি না তা নিয়ে সংশয় থাকলে থাকতে পারে কিন্তু আমি হলফ করে বলতে পারি অভিজিৎ রায়কে হত্যাকরে যখন হত্যা-করিরা চলে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত পুলিশের হৈমন্তী শুক্লার গানে ঠোট মিলাচ্ছিলেন:
"আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না"
গতকালকে দৈনিক প্রথম আলোতে অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে যার শিরোনাম ছিলো "খুনিরা দিব্যি চলে গেল, পুলিশ নীরবে দেখল"।
রিপোর্টের সাথে একটা ম্যাপে হত্যাকান্ডা সংগঠিত হওয়ার স্থান, পুলিশের অবস্থান ও হত্যাকারীদের পালিয়ে যাওয়ার পথ দেখানো হয়েছে। ঐ ম্যাপ দেখে আমার মনে প্রথমেই যেই ভাবনা টা আসলো সেটা হলো হত্যাকারীরা পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মামা-ভাগ্নে সম্পর্কের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছে।
আপনাদের নিশ্চয় কোন দ্বিমত করবেন না আমার সাথে যে গত ৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ প্রকাশ্য খুন, ধর্ষণ, ইভ-টিজিং, চাঁদাবাজির কার্যক্রমে নির্যাতিত মানুষকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বইমেলার সময় ফুটপাথের দোকান হতে প্রকাশ্য চাঁদাবাজি ও সোরোয়ার্দি উদ্যানে বইমেলায় আগত মানুষদের সিনতাই পূর্ণিমার চাঁদের আলোর মতই ফখফখা।
#### এক সপ্তাহ পূর্বেও পত্রিকার পাতায় দেখলাম বইমেলায় আগত একটা মেয়েকে ছাত্রলীগের সোনার ছেলেরা শত-শত মানুষের সামনে তুলে নিয়ে গেছে।
#### গতবছর পত্রিকায় দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোক্টর ছাত্রলীগের বিভিন্ন হল শাখাকা বইমেলার বিভিন্ন দিকের রাস্তার ফুটপাথের উপরের দোকানগুলা হতে চাঁদা তুলার ইজারা দিয়েছিলেন। ঐ ইজারার একটা নির্দিষ্ট অংশ পেত পুলিশ ও প্রোক্টর। তাই বই মেলার সময় ঐ এলাকায় সংগঠিত সকল অপ-কর্মে চোখ বন্ধ করে থাকে পুলিশ। কারণ তারা ধরেই নিয়েছে যে বনে বাঘ (ছাত্র লীগের সোনার ছেলেরা) আছে সেই বনে শিয়াল (বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য) আসবে না বাবা-মা প্রদত্ত প্রাণের ভয়ে।
#### পুলিশের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে আছে? পুলিশ কেন বাধা দেয় নাই সেটা মনে আছে?
#### প্রতিবছর ১লা বৈশাখের দিন টিএসসিতে ছাত্রলীগ ক্যাডারদের হাতে শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার হওয়ার খবর নতুন করে বলে দিতে হবে না নিশ্চয়।
#### অপহরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রেখে টাকা আদায় করতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে ধার পরা ও সগৌরবে বেড় হয়ে আসার খবরও নতুন কিছু না।
#### কিছুদিন পূর্বে দিনের আলোয় শহিদুল্লা হলের পুকুর পাড়ে একজন মেয়ের কামিজ ছিঁড়েছিল তার ফটো-সাংবাদিক মামার উপস্থিতিতে সেটা নিশ্চয় ভুলে যান নি।
আমার ব্যক্তিগত অভিমত হলো ঐ এলাকায় অবস্থান করা পুলিশ বাহিনীর অবস্থা হয়েছে ইশপের মিথ্যাবাদী রাখাল বালকের গল্পে মতো। হত্যাকারীরা নিশ্চিত ছিল এই এলাকায় অভিজিৎ রায় এর উপর হামলা করলে পুলিশ এগিয়ে আসবে না। তাই তো পুরো ঢাকা শহর রেখে টিএসসিতে এসে পুলিশের চোখের সামনে হামলার পরিকল্পনা করে হত্যাকারীরা ও তা সফল ভাবে বাস্তবায়ন করে পালিয়ে যায়।
পুলিশ বরাবরের মতো মনে করেছিল ছাত্রলীগ কাউকে পিটাইতেছে যা তারা প্রত্যেক বইমেলা কিংবা ১লা বৈশাখ সহ সারাবছরই নিয়মিতই করে থাকেন; যেহেতু টিএসসি, শাহবাগ, নীলক্ষেত, চাঙ্খার পুল ও বঙ্গ বাজার এলাকার অ-লিখিত প্রশাসক তারাই। তাইতো, অভিজিৎ এর বাঁচাও বাঁচাও চিৎকার শুনেও পুলিশ এগিয়ে আসেনাই।
হত্যাকারীরা পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মামা-ভাগ্নে সম্পর্কের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এই সুযোগে নির্বিঘ্নে পালিয়ে যার।
চোখের সামনে দিয়ে হত্যাকারীকে চলে যেতে দেখে ডিউটি-রত পুলিশ অফিসারটি চোখ বন্ধকরে আই ফোনে চালু করে দিয়েছিলেন হৈমন্তী শুক্লার বিখ্যাত গান:
"আমার বলার কিছু ছিল না
না-গো আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না"
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই!
অথচ কারও কারও তারস্বরে চিৎকারে মনে হয় তারা রাতকানা না দিন কানাও বটে!
এতএত পেট্রোল বোমাবাজদের কাউরে পুলিশ ধরতে পারেনা।
ইটিভির চ্যারম্যানরে রাত ৩টায় ধরতে পারে!
মান্নারে রাত সাড়ে ৩ টায় গিয়েও ধরতে পারে!
ইলিয়াস রে গুম করতে পারে..
টুটকা ফুটকা বোমাবাজগো ধরতে পারেনা। ধরবে কেম্নে! যা ধরে তাই ভাইগ্না বাইর অয়- উল্টা ধমক খাইয়া ছাইড়া দেওয়া লাগে!
@ মনিরা সুলতারা এক কথায় সব প্রকাশে সহমত।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পুলিশ বাহিনীর অবস্থা হয়েছে ইশপের মিথ্যাবাদী রাখাল বালকের গল্পে মতো।
৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০৯
আরণ্যক রাখাল বলেছেন: বঙ্গের পঙ্গু পুলিশ| এদের দিয়ৈ মাছিও ঠিকমত মারা সম্ভব না
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সবই সম্ভব; যদি তাদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে দেওয়া হয় ও রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করা না হয়।
৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: যাকে ধরবে সেই মন্ত্রী নেত্রী আমলাগো লোক তাইলে ধইরাই বা কি লাভ হবে । কেননা বেশি বাড়াবাড়ি করলে বান্দর বন ট্র্যান্সফার বা বদলি কইরা দিবে ।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রাজনৈতিক হস্তক্ষেপ অন্যতম প্রধান কারন পুলিশের রক্ষকের পরিবর্তে ভক্ষক হওয়া।
৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: পুলিশরা মাছি না মারতে পরলেও মানুষ মারতে পারে । তেমনটিই হচ্ছে এখন ।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাংলা লিন্ক দামে মানুষের লাশ পাওয়া যাচ্ছে এখন পথে-ঘাটে।
৬| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫
সুপ্ত আহমেদ বলেছেন: এজন্যি এদেশের পুলিশকে বেশি ঘৃণা করি।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: যদি পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে দেওয়া হয় ও রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করা না হয় তবে তারা সত্যিকারেই মানুষের বন্ধু হয়ে উঠবে বলে আমি মনে করি।
৭| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ছবিটা তো এমনিতেই ভয়ংকর, তারপরের ছবিটা তো জঘন্য। আমাকে বলেন পলাশ ভাই, এই জড়িতদের কি শাস্তি হওয়া উচিত না?
আজকে যদি এই সব বিচার ঠিক ভাবে পেতাম, তাহলে দেশে গনতন্ত্র আছে কি নাই, নির্বাচন হইছে কি নাই, ইত্যাদি নিয়ে আমার নূন্যতম কোন মাথা ব্যাথা থাকত না। আবার ধরেন ক্ষমতার পরিবর্তন হলো, তাতেও কি উল্লেখ্যযোগ্য কোন পরিবর্তন ঘটবে ?
মনে হয় না ঘটবে। দিন দিন আমরা অসুস্থ আর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছি।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কাভা ভাই, উপরেই মন্তব্য করেছি;
পুলিশ যতই ঘুষ খাক, যতই খারাপ হউক নে কেন, তাদেরকে শুধু রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে দেওয়া হউক দেখবেন আইন শৃঙ্খলা পরিস্হিতি ৮০% উন্নতি হবে।
কানাডার, আমেরিকার মতো দেশে কম-বেশি প্রতিমাসে বন্ধুক ধারীদের গুলিতে মানুষ মারা যায়।
কানাডার টরোন্টোর বাংলা টাউনে আজকে একজন বন্দুক ধারি ম্যাকডোনাল্ড রেষ্টুরেন্টে ঢুকে বন্দুক দিয়ে গুলি চালিয়ে ২ জনকে মেরে ফেলছে।
২ সপ্তাহ পূর্বে আমেরিকার নর্থ ক্যরোলিনাতে ৩ জন ছাত্র-ছাত্রী মারা গেল প্রতিবেশির পিস্তলের গুলিতে।
তাই আমার মতামত হচ্ছে দূর্ঘটনা হয়ত আমরা বন্ধ করতে পারবো না কিন্তু অপরাধির শাস্তি তো নিশ্চিত করতে পারবো। আর অপরাধী যখন সাস্তি পায় অপরাধের জন্য তখন এমনিতেই অপরাধ কমে যায় সমাজে।
আপনার সাথে আমি পুরোপুরি একমত; দল, ধর্ম, বর্ন নির্বিশেষে সকল অপরাধীর সাস্তি নিস্চিত করা হউক।
৮| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯
শামীম সুজায়েত বলেছেন: Office a vison busy achi, basai fire comment korbi, Ami per week 2/3 times TSC jai,onek osonggotir golpo ache Amar kase.
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম শামীম ভাই।
৯| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১২
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: পুলিশ পারে শুধু মানুষ মারতে।
মানুষ বাঁচানোর শপথ পুলিশ অনেক আগেই বিস্মৃত হয়েছে।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পুলিশকে ধ্বংস করেছে রাজনিতীবিদরা নিজেদের স্বার্থে ব্যবহার করে।
১০| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১২
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: পুলিশ পারে শুধু মানুষ মারতে।
মানুষ বাঁচানোর শপথ পুলিশ অনেক আগেই বিস্মৃত হয়েছে।
১১| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭
তোমোদাচি বলেছেন: সম্ভবত পুলিশ ভেবেছিল ছাত্রলীগের সোনার ছেলেরা কাওকে শায়েস্তা করছে, এই জন্য উনারা এগিয়ে আসন নি। এমন ঘটনা তো উনাদের সামনে সচারচর হচ্ছেই ...
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিভিন্ন পত্রিকা পড়ে আমি এই ব্যপারে অনেক বেশি নিশ্চিত। নাহলে ম্যাপে পুলিশের যে অবস্হান এতে করে কোন ভাবে হত্যাকারিরা পালাতে পারে না।
পুলিশ গুলি করলো না কেন যখন তারা পালাচ্ছিল।
১২| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭
সোজা কথা বলেছেন: অসাধারণ হয়েছে। বিষটা খুব সুন্দরভাবে উপস্থাপিত। আর যুক্তিগুলো বেশ চমৎকার!
০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
আজকের বাকের ভাই বলেছেন: আপনার ভাগ্য ভালো, এতো কিছু বলে গেলেন অথচ কেউ ছাগু বলল না।
আমাদের কিছুই লাগবে না, যেদিন আমাদের যুবসমাজ অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, সে দিনই দেশ স্বাধীনতার স্বাধ পাবে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "যেদিন আমাদের যুবসমাজ অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, সে দিনই দেশ স্বাধীনতার স্বাধ পাবে।"
আপনার মন্তব্যের সাথে একটু যোগ করে দিচ্ছি।
যেদিন আমাদের যুবসমাজ দল-মত, ধর্ম, বর্ন নির্বিশেষে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, সে দিনই দেশ থেকে অন্যায়, অবিচার, কমে যাবে। তবেই আমরা আমাদের সোনার বাংলা পাব।
১৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২
সুমন কর বলেছেন: ধিক্কার জানাই !!! প্রতিটি পয়েন্টে সহমত।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১৫| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
আপেক্ষিক বলেছেন: বিচার কে করবে? কেউই নেই আজ। তেলা মাথায় তেল দেওয়া হয় আর যাদের লাগে তাদের খবর নাই। এগুলা হতেই থাকবে ভাই। যেই লাউ দেই কদুই। বাংলাদেশের পুলুশের প্রতি এক্সপেকটেশন বহু আগেই গত।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি উপরে বলেছি আবারও বলতেছি পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে দেওয়া হলে ও রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করা না হলে তারা অনেকাংশে নিজেদের দায়িত্ব কর্তব্য পালনে সফল হবে।
১৬| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
চলতি নিয়ম বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অভিজিৎ রায়, পুলিশ ও ছাত্রলীগের মিউচুয়াল ;
খুব খুশি হয়েছেন যে সেটা গান শুনেই বোঝা যাচ্ছে। মিশন সাকসেস ফুল। তাই তো? একই কায়দায় বইমেলার সামনে হুমায়ূন আজাদ কে ও ছাত্রলীগ কুপায়্ছিল তাই না ?
অভিজিত কে খুন করেছে ধর্মীয় মৌলবাদীরা, আর এই খুন কে জাস্টিফাই করছে আপনাদের মত মডারেট মুলোবাদীরা। সোনার ছেলেদের দোহাই দিয়ে শেষ রক্ষা হবে না হয়তো। সরকার এইমুর্তে বেকায়দায় আছে তাই ইচ্ছা থাকলেও আইসিস বাংলা শাখা কে কিছু বলতে পারছে না।
চটি পত্রিকা পড়ে আপনার ধারণা হইলো যে সোনার ছেলেরা তাকে খুন করেছে আর বছরের বেশী সময় ধরে ব্লগ ফেইসবুকে সরাসরি বলে কয়ে যারা হত্যা করলো সেটা আপনাদের চোখে পড়ল না।
পুলিশের চাইতেও যে দেশের মানুষ খারাপ সেটা ১নং ছবিতেই প্রমান হয়। ভালো হবার কোনো লক্ষণ নাই।
আর আই পি ....
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হলো আপনি আমার পোষ্ট না পড়েই মন্তব্য করেছেন। আমি আমার পোষ্টের কোথাও বলি নাই ছাত্রলীগ অভিজিৎকে খুন করেছে। আমি বরং স্পষ্ট করে লিখেছি
"পুলিশ বরাবরের মতো মনে করেছিল ছাত্রলীগ কাউকে পিটাইতেছে যা তারা প্রত্যেক বইমেলা কিংবা ১লা বৈশাখ সহ সারাবছরই নিয়মিতই করে থাকেন; যেহেতু টিএসসি, শাহবাগ, নীলক্ষেত, চাঙ্খার পুল ও বঙ্গ বাজার এলাকার অ-লিখিত প্রশাসক তারাই। তাইতো, অভিজিৎ এর বাঁচাও বাঁচাও চিৎকার শুনেও পুলিশ এগিয়ে আসেনাই।
হত্যাকারীরা পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মামা-ভাগ্নে সম্পর্কের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এই সুযোগে নির্বিঘ্নে পালিয়ে যার। "
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি লিখলেন "আর বছরের বেশী সময় ধরে ব্লগ ফেইসবুকে সরাসরি বলে কয়ে যারা হত্যা করলো সেটা আপনাদের চোখে পড়ল না।"
কারা বলে কয়ে হত্যাকরলো দয়াকরে সেই লিন্কটা দিয়ে যান; সবাই দেখি।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ঘটনাটা ঘটেছে মাত্র রাত সাড়ে ৯ টায়। লেখার বিষয় বস্তু হলো কেন হত্যাকারীরা অভিজিৎ রায় কে হত্যা করে পুলিশের চোখের সামনে দিয়ে চলে গেল?
পুলিশ কেন নিজেদের দায়িত্ব পালন করলো না?
কি অসুবিধা ছিল নিজেদের দায়িত্ব পালন করতে? টিএসসি এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ অফিসারদের কারা নির্যাতণ করেছিল?
অপরাধ সংগঠিত হবার পরে অপরাধিকে ছেড়ে দিতে হয়েছিল কেন?
আমি মনে করি ছাত্র লীগের ভয়ে অথবা তাদের সাথে সম্পর্কের কারনেই পুলিশ কোন রকম ভূমিকা পালন করে নাই। তাই লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অভিজিৎ রায়, পুলিশ ও ছাত্রলীগের মিউচুয়াল দেওয়া হয়েছে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "খুব খুশি হয়েছেন যে সেটা গান শুনেই বোঝা যাচ্ছে। মিশন সাকসেস ফুল। তাই তো? "
আপনার আপনার উপরোক্ত মন্তব্য পড়ে মনে হলো আপনি যে খাবার খান সেই খাদ্যে পর্যাপ্ত আয়োডিনের অভাব রয়েছে। সরাসরি তো আয়ডিন খাওয়া যায় না তাই অনুরোধ করবো সামুদ্রিক মাছ যেমন লইট্টা, রুপ চাঁদা, ইলিশ, পোয়া ইত্যাদি বেশি করে খান এতে করে পোষ্টের কন্টেন্ট বুঝে মন্তব্য করতে পারবেন।
১৭| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:০২
মদন বলেছেন: +++++++++++++++++++++
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
১৮| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিজিৎ হত্যার তদন্তের পাশাপাশি পুলিশের 'অপুলিশি আচরণেরও' কারণ খোঁজা হোক!
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ মইনুল ভাই। আমিও একই দাবি করি।
১৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:০৮
প্রেতরাজ বলেছেন: সহমত @আজকের বাকের ভাই।
যুব সমাজ যত দিন না উদ্যোগ নিয়ে কিছু করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সামাজিক বা রাজনৈতিক অধিকার অনিশ্চিত ই থেকে যাবে।এটা হলফ করে বলতে পারি।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: যেদিন আমাদের যুবসমাজ দল-মত, ধর্ম, বর্ন নির্বিশেষে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, সে দিনই দেশ থেকে অন্যায়, অবিচার, কমে যাবে। তবেই আমরা আমাদের সোনার বাংলা পাব।
২০| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:১৫
আহসানের ব্লগ বলেছেন:
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০০
‘নৈব চ, নৈব চ’ বলেছেন: এটা আর নতুন কি??? এটা একটি স্বাভাবিক ঘঠনা অন্যগুলার মত, এমন মন্তব্য আশা করছি কোন মন্ত্রীর কাছ থেকে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: মন্ত্রি গুলা ইদানিং আয়োডিন যুক্ত লবন বেশি খাওয়া শুরু করেছে তাই এখন একটু বুঝে-শুনে মন্তব্য করে।
২২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগুচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে অবহেলা করলে সাধারন মানুষ নিরাপত্তার জন্য কার কাছে যাবে? অভিজিৎ দা হত্যার সুষ্ঠু বিচার চাই।
বাই দ্য ওয়ে, গানটা অনেক প্রিয়। প্লাস +++++
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: নিজেদের দায়িত্বে অবহেলা করার কারণে কাউকে যবাব দিহীতা করতে হয় না; কিংবা সাশ্তি পেতে হয় না। মাস শেষে বেতন পেলেই হলো।
২৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদেরও বলার কিছু নাই
খুবই কষ্ট লাগে এসব দৃশ্য দেখলে
০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই।
২৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:৩৮
ওয়ালী আশরাফ বলেছেন: জটিল বাস্তবতাকে ভাষায় রুপদান করে উপস্থাপনের জন্য ধন্যবাদ।
যেখানে টিএসসি, শাহবাগ, নীলক্ষেত এই এলাকায় সোনার ছেলেদের অনুমতি ব্যতীত বায়ু ত্যাগ করিলে, নির্ঘাত উত্তম-মাধ্যমের শিকার হতে হয়। সেখানে এমন একটি হত্যাকাণ্ড তাদের সংশ্লিষ্টতা ব্যতিরেকে হয়েছে বলে মনে করা কাণ্ডজ্ঞানহীন লোকেরর পক্ষেই সম্ভব।
০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আশরাফ ভাই। তবে আমি মনে করি অপরাধীরা সুযোগের স্বদব্যবহার করেছে।
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:০০
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: নাদানরা পারে!! পারবে!!! পেরেছে!!! নিরীহ আম পাবলিককে ফায়ার করতে বলেন......যে্ন পেশাদার ও পুরুষ্কার প্রাপ্ত শুটার
০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২৬| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৯
ইমরান আশফাক বলেছেন: পুলিশের সাথে আত্নীয়তা পাতাতে যাবেন না, ওদের বাড়ী ভাড়া দেওয়াও ঝুকিপূর্ণ।
২৭| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৩
রাতুলবিডি৪ বলেছেন: +++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: সব দেখলে কি আর স্বৈরাচার টেকানো যায় ?