নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
১) ২০১৪ সালের General Certificate of Secondary Education (GCSE) বা O Level (বাংলাদেশের SSC পরীক্ষার সমমান) পরীক্ষায় বাংলাদেশি পরিবারের ছেলে-মেয়েরা ৬১%; পাকিস্তানি পরিবারের ছেলে-মেয়েরা ৫১% ও ব্রিটেনের সাদা পরিবারের ছেলে-মেয়েরা ৫৬% গড়ে ৫ টা বিষয়ে এ গ্রেড পেয়েছে;
২) ব্রিটেনে জন্ম নেওয়া বাংলাদেশি পরিবারের ছেলে-মেয়েরা পাকিস্তানি পরিবারের ছেলে-মেয়ে অপেক্ষা বেশি অন্য কমিউনিটির মানুষদের সাথে মিশে।
৩) পাকিস্তানিদের মধ্যে সামাজিক বৈষম্য (পাঠান, পাঞ্জাবি, পস্তুন) তাদের ছেলে-মেয়েদের অন্য কমিউনিটির মানুষদের সাথে মেশায় বাধার সৃষ্টি করে যা বাংলাদেশীদের মধ্যে অনুপস্থিত
৪) বাংলাদেশি কমিউনিটির মানুষদের প্রধান ব্যবসা হলো রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু পাকিস্তানিদের প্রধান ব্যবসা হলো ট্যক্সি চালানো
৫) ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি মানুষের ৫০% বসবাস করে ব্রিটেনের সবচেয়ে অভিজাত ও অগ্রসর লন্ডন এলাকায়; পক্ষান্তরে মাত্র ২০% পাকিস্তানি লন্ডন এলাকায় বসবাস করে।
৬) কাজিনদের (চাচাত-মামাত ভাই-বোন) মধ্যে বিবাহ পাকিস্তানিদের মধ্যে বেশি; বাংলাদেশি অপেক্ষা
৭) তবে একটা ক্ষেত্রে বাংলাদেশিরা পিছিয়ে আছে যেটা একটু অসম্মানজনকই বটে; তা হলো প্রায় ৩৩% বাংলাদেশি সরকারের ভর্তুকি দেওয়া বাসায় (social housing) বসবাস করে।
In Britain, Bangladeshis have overtaken Pakistanis.
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আশাব্যঞ্জক খবর। সবক্ষেত্রে এগিয়ে যাক বাঙালিরা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৭
আহসানের ব্লগ বলেছেন: গুড
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮
বলাক০৪ বলেছেন: গুড।