নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে ভূমিহীন কৃষকদের পুনর্বাসন করার জন্য "একটা বাড়ি একটা খামার" নামে একটা প্রকল্প নেয়। নিন্দুকেরা আড়ালে-অবডালে উক্ত প্রকল্পটিকে নামকরণ করিয়াছিলেন আওয়ামীলীগ নেতা-কর্মীদের মোটা-তাজা করণ প্রকল্প বলিয়া
২০১১ সালের ৯ ই এপ্রিল দৈনক প্রথম আলোতে গাইবান্ধা জেলায় ঐ প্রকল্পের টাকা ভাগা-ভাগির গুণগান গাইয়া একটা সরেজমিন রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে রিপোর্টর শিরোনাম ছিল "‘একটি বাড়ি একটি খামার; অর্ধেক তোমার অর্ধেক আমার’"।
ঐ রিপোর্টের একটা অংশ নিম্নরূপ "সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের কৃষক ইউনুস আলী (৪৫) বলেন, ‘চ্যারমেনের দালাল হামাক কয়, যা ট্যাকা পাবেন তার অর্দ্দেক ট্যাকা চ্যারমেনোক দেওয়া নাগবে। অর্দ্দেক ট্যাকা দিলে হামাগেরে কী থাকে। তাক দিয়া কিচুই হবার নোয়ায়। ট্যাকা দিব্যার পাই নাই বলি হামাগেরে নাম দ্যায় নাই।’"
কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামের দরিদ্র শাহজাহান মিয়া (৪০) অভিযোগ করেন, ‘চেয়ারম্যানের কাছে গরু কেনার জন্য প্রকল্পের বরাদ্দ থেকে ২০ হাজার টাকা চেয়েছিলাম। তাঁর একজন দালাল আমাকে বলেন, “তোমার নাম দিতে পারি এক শর্তে, অর্ধেক তোমার, অর্ধেক আমার।”
আজকে নেটে উপরেরর ছবিটা পেলাম; ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পেট্রোল-বোমা হামলাকারীদের ধরিয়ে দেবার জন্য ৩ লাখ টাকা পুরষ্কার দিচ্ছেন। সৌভাগ্যক্রমে পুরষ্কার প্রাপ্ত ৩ জনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ টা ছাত্র হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক !!!
চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতারা দারিদ্র কৃষকদের কাছে বিতরণকৃত টাকার মাত্র ৫০% নিয়েছিল। Curious minds wants to know পুলিশ মামারা ছাত্রলীগের সাধারণ সম্পাদকদের কাছে কত % করিয়া নিয়েছে??
‘অর্ধেক তোমার অর্ধেক আমার’
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি তাইলে পুরোটাই চান
তোমাদাচি ভাই আপনাকে অনেক দিন পরে দেখলাম। পোষ্ট ডক্টোরেট কোথায় শুরু করলেন?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: হায় আল্লাহ্.......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাগা-ভাগির কথা শুইনা আপনি কি লজ্জা পাইছেন সোহানী
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কাভা বাই,
"একটি বাড়ি একটি খামার; অর্ধেক আপনার অর্ধেক আমার"
কতাডা মনে থাকে যেন
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
জনাব মাহাবুব বলেছেন: অর্ধেক তোমার অর্ধেক আমার
পুরোটাই লীগ এবং পুলিশ মামার
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২
তোমোদাচি বলেছেন: না ভাই পোষ্ট ডক্টরেট করছি না, মালয়েশিয়া তে মাস্টারী করছি ...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুনে খুশি হলাম। কোন বিশ্ববিদ্যালয়ে?
আমাদের পাশ করে ঐ দিকে চাকুরি পাওয়ার চান্স কেমন?
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
তোমোদাচি বলেছেন: অর্ধেক তোমার অর্ধেক আমার !!!