নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
একজন Extraordinary সফল ব্যবসায়ি হতে হলে Extraordinary কূটনীতিবিদও হতে হয় (তবে বাংলাদেশের দরবেশ বাবার মতো জোচ্চোর না) সেটা জানতে পারলাম গতকালকে বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন Fortune এ Elon Musk এর কর্মপদ্ধতি নিয়ে একটি আর্টিকেল পড়ে। Elon Musk এর সফলতার গল্প জানার আগ্রহ ছিল বেশ কিছু দিন থেকে। সবাইকে আমন্ত্রণ জানাতে চাই পড়ে দেখার জন্য।
তথ্য প্রযুক্তি সম্বন্ধে যারা খোজ-খবর রাখেন তারা Elon Musk এর নাম শুনেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যারা এখনও তার নাম শুনেন নাই তাদেরকে বলি, Elon Musk হলেন সেই ব্যক্তি যে অনলাইন কেনা-কাটা অর্থ প্রেয়ন মাধ্যম PayPal, ইলেকট্রিক কার Tesla Motors, ও বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান SpaceX (সাম্প্রতিক সময়ে পৃথিবী পৃষ্ঠ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রকেট পাঠায় আমেরিকার ২য় বৃহত্তম সৌর শক্তি কোম্পানি SolarCity এর প্রতিষ্ঠাতা।
৪৩ বছর বয়স্ক এলন মাস্ককে বলা হচ্ছে আগামী দিনের স্টিভ জবস। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান General Motors কোম্পানির বাজার দর হলো ৬০ বিলিয়ন ডলার সেখানে মাত্র ১১ বছর পূর্বে প্রতিষ্ঠিত ইলেকট্রিক কার টেসলা এর মার্কেট ভ্যলু হলো ৩০ বিলিয়ন ডলার। এখানে উল্লেখ্য যে General Motors বছরে গাড়ি বানায় ৩ কোটি আর টেসলা ২০১৪ সালে বানাইছে মাত্র ৩৩ হাজার।
ব্যবসায়িরা সাধারণত সরকারের বিভিন্ন মন্ত্রি, আমলাকে ঘুষ দিয়ে যে সুবিধা আদায় করেন সেই একই কাজ করেছেন Elon Musk একটি ব্যটারি কোম্পানি প্রতিষ্ঠা করতে। বাংলাদেশিরা মাছের বাজারে গেল যেমন দামা-দামি করে ঠিক একই ভাবে Elon Musk ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুবিধা নিয়েছেন নেভাদা রাজ্যের কাছে; তবে পুরোটাই বৈধ ভাবে।
Elon Musk তার কোম্পানির জন্য আগামী ২০ বছরের জন্য যে সুবিধা গুলো আদায় করে নিয়েছেন নেভাদা রাজ্যের কাছ থেকে তা নিম্নরুপ:
"Tesla would get $1.1 billion in abatements: 20 years without paying sales tax on equipment and construction materials (worth $725.8 million), 10 years without property taxes ($349 million), and a 10-year break on payroll taxes ($29.4 million). It would receive $8 million in electricity discounts."
হলিউডের পরিচালক জেমস ক্যামেরন কিংবা স্টিভেন স্পিলবার্গ যদি Elon Musk ব্যাটারি কারখানা প্রতিষ্ঠার ঘটনা অবলম্বনে একটা সিনেমা বানায় তবে হলফ করে বলতে পারি সেটা ব্লকবাস্টার হবে।
Elon Musk কে আমেরিকার সরকার কেমন গুরুত্ব দেন তার প্রমান পাওয়া যায় যখন ফ্রান্সের প্রেসিডেন্ট আমেরিকা সফলে এলে প্রেসিডেন্ট বরাক ওবামা তার সম্মানে একটি ডিনার পার্টি দেন যেখানে আমন্ত্রিত হন Elon Musk ও তার স্ত্রী
আমেরিকান সরকার তার দেশের সফল মানুষদেরকে কতটুকু গুরুত্ব ও সম্মান দেয় তা বরাক ওবামার সাথে উপরোক্ত ছবি ও হোয়াইট হাউসে নিমন্ত্রনই প্রমান করে।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কাভা ভাই নাকি মডু হইলেন
ব্যস্ত হইয়া পড়ছিরে ভাই। বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রনালয় চালায় ইংরেজি সাহিত্যে পাস মানুষ দিয়া; তথ্য - প্রযুক্তি মন্ত্রনালয় চালায় উকিল দিয়া।
কাভা ভাই, ছাগল দিয়া যদি হল চাষ করা সম্ভব হইত তবে আল্লাহ গরু ও মহিষ সৃষ্টি করিত না
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
আমি তুমি আমরা বলেছেন: জানলাম উনার সম্পর্কে
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে জানাতে পেরে আমি ধন্য
৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
Elon Musk এর সফলতার গল্প জানার আগ্রহ ছিল বেশ কিছু দিন থেকে। তাই তার প্রতিঠিত প্রতিষ্ঠান SpaceX (সাম্প্রতিক সময়ে) পৃথিবী পৃষ্ঠ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রকেট পাঠায়। এটি আমেরিকার Texas State-এর McGregor শহরে প্রতিষ্ঠিত। দেখতে গিয়েছিলাম। দেখে বিস্মিত হয়েছি, প্রযুক্তি ও উন্নয়ন মুখি চিন্তা-ভাবনা কীভাবে বাস্তবে রূপদিয়ে সভ্যতার উৎকরষ পৌছান যায়। (আমি ব্যাক্তিগতভাবে এ প্রযুক্তি পেশায় নিযুক্ত)
আর আমদের দেশের দরবেশ চোররা দেশের জনগনের কষ্টে আয় করা টাকা আত্মসাদ করে ভুরি ফুলায়। আর অভিসাব নিয়ে জীবন যাপন করে।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুনে খুশি হলাম যে কাছ থেকে দেখে এসেছেন Elon Musk এর সমরাজ্য।
একটা ব্লগ পোষ্ট লিখে ফেলেন SpaceX দেখার অবিজ্ঞতার নিয়ে।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
আবু শাকিল বলেছেন: চমৎকার পোষ্ট।
কথা গুলো ভালই লাগছিল। পোষ্ট দীর্ঘ হলে আরো ভাল লাগত।
ধন্যবাদ ভাইয়া
১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইরে নিজেরও ইচ্ছে আর একটি বিস্তারিত লেখি। কিন্তু গবেষনা কাজের ব্যস্ততা ও পারিবারিক জীবনের জন্য পেড়ে ওঠা হয় না সব সময়।
ভবিষ্যতে বিস্তারিত লেখার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০
কলমের কালি শেষ বলেছেন: ইস আমাদের দেশে যদি এইরকম মূল্যায়ন পেত । সুন্দর পোষ্ট ।
১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের দেশেও তার মতো মেধাবি আছে হয়ত কিন্তু দেশের অর্থ-সামাজিক অবস্হার কারনে তারে নিজেদের মেধা প্রকাশের সুযোগ পান না। হয়ত আরও ১ থেকে ২ শত বছর অপেক্ষা করতে হবে আমেরিকার মতো পরিবেশ পেতে।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
তুষার কাব্য বলেছেন: চমৎকার পোষ্ট +++
১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট। +++++++
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।
১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধ্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোস্ট +++
১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারি ভাই।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। বাংলাদেশে পে প্যাল আনার জন্য কোন ব্যবস্থা করা যায় না?