নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ: যেখানে ধর্ষকের পরিবর্তে শাস্তি পেতে হয় ধর্ষিতাকে

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩১



বাংলাদেশের প্রচলিত সংবাদ মাধ্যম কিংবা সমাজিক যোগাযোগ মধ্যমগুলোতে আলোচনার "সাবজেক্ট" হতে হলে ধর্ষিতা/নির্যাতিতা নারীকে হতে হবে মধ্যপ্রাচ্যের কোন দেশের অথবা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। উপরোক্ত দুটি ক্যাটেগরির মধ্যে না পড়লে আবাগী টাইটেল দিয়ে সংবাদ প্রকাশ করে সংবাদপত্রের কাটতি বাড়ানো যাবে না বলে সম্পাদকরা এড়িয়ে যান; স্ব-ঘোষিত কবি, সাহিত্যিক বিশেষণ ধারী কলামিস্টরাও এড়িয়ে যান আবাগী লেখা দিয়ে চেতনার দন্ড খাড়া করাতে পারবেন না বলে; তথাকথিত মানবাধিকার কর্মীরাও সেই নির্যাতিতা নারীটির পক্ষে দাঁড়িয়ে সেলিব্রেটি হতে পারবেন না বলে এড়িয়ে যান।



ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে ধর্ষণকারীকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত ইরানের এক নারীর জন্য দেশের সংবাদ মাধ্যম ব্রে-কিং নিউজ করেন; স্বঘোষিত বুদ্ধিজীবী ও সেলিব্রেটিরা নিজেদের ফেসবুক ওয়ালে সেই নারীর জন্য আবেগে কাইন্দা দেন; কিন্তু নিজ দেশের গন-ধর্ষিত কোন মহিলাকে যখন তার স্বামী ডিভোর্স দেন; ধর্ষিতা নারীর বাবাকে মসজিদের ইমামতি করার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়; কিংবা ধর্ষকদের হুমকিতে বাড়ি ছাড়া হন ধর্ষিতা, তখন ধর্ষিতার নারীর আর্ত চিৎকার "আমার কি অপরাধ ছিল?" নিজ ঘরের ৪ দেয়ালের মধ্যেই প্রতিধ্বনিত হতে থাকে; দেয়াল ভেদ করে কোন দিনও তা চেতনা-বাজদের কুম্ভ কর্ণে পৌছায় না।

যশোরের শর্শা উপজেলায় ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণের ঘটনায় সেই গৃহবধুকে ডিভোর্স দিয়েছে তার স্বামী, মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে সেই গৃহবধুর বাবাকে, গত ৮ দিনে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।



নিজের পরিবারের কোন সদস্য ধর্ষিত হয়নি বলে যখন দেশের প্রধানমন্ত্রীও সেই নির্যাতিতা মেয়েটির খোজ নেওয়ার পরিবর্তে রানী ক্ষেত রোগে আক্রান্ত মুরগির মতো চোখ বন্ধে করে মাথা নিচু করে ঝিমোতে থাকেন; কিন্তু ফি বছরে সরকারি কর্মকর্তাদের বিশ্বের বিভিন্ন দেশে ঠিকই পাঠান দেশের নারীদের ক্ষমতায়নে অবদান রাখার পুরষ্কার জোগাড় করার জন্য।

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: দুঃখজনক :(

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

মিতক্ষরা বলেছেন: দুঃখজনক।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

আবু শাকিল বলেছেন: যতই লেখা লেখি হোক না কেন।মাথা মোটাদের কর্ণে পৌছায় না।

তারা জেগে থেকে ঘুমের ভান করে।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১১

আহলান বলেছেন: ঠিক বলেছেন ভাই .... কিভাবে যে আমরা সভ্য হবো সেটাই বুঝতে পারি না। ....

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট । প্রতিবাদ চলুক +++++++++

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

সোহানী বলেছেন: প্রিয় পলাশ ভাই, দিন দিন আমরা একটা জড় পদার্থে পরিণত হচ্ছি.... আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে.... আর আমাদের প্রতিবাদের ভাষা এখন ফেইসবুকে সীমাবদ্ধ।...

ইরানী মেয়েটিকে নিয়ে না বুঝে লাফাচ্ছি কারন আমাদের লাফানোর জন্য হাতে তুলে দিয়েছে.... যাক সে অন্য পলিটিক্স !!!!

আর আমাদের ধর্ষিতাদের কথা বলছেন ??? যেখানে ধর্ষনের সেঞ্চুরি উদযাপিত হয় বা পুরস্কৃত হয় সেখানে ধর্ষিতার কথা বলাটা যে হাস্যকর শুনায়।

রাস্ট্র যদি চায় ধর্ষিতাকে বাচাঁতে তাহলে এক আইন ই যথেস্ট... কিন্তু সে কাঞ্খিত আইন নিয়ে কি মহান ইন্টালেকচুয়াল লেভেলের কেউ এ পর্যন্ত কথা বলেছে !!!... কারন সমস্যা টা যে আজে বাজে গেঁও মানুষদের.......... সময় যে নেই কারো কথা বলার !!!

৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

আমিনুর রহমান বলেছেন:



সহমত !

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ডি মুন বলেছেন: স্ব-ঘোষিত কবি, সাহিত্যিক বিশেষণ ধারী কলামিস্টরাও এড়িয়ে যান আবাগী লেখা দিয়ে চেতনার দন্ড খাড়া করাতে পারবেন না বলে; তথাকথিত মানবাধিকার কর্মীরাও সেই নির্যাতিতা নারীটির পক্ষে দাঁড়িয়ে সেলিব্রেটি হতে পারবেন না বলে এড়িয়ে যান।

ঠিকই বলেছেন পলাশ ভাই।


ধর্ষকদের ফাঁসি চাই।


লেখাটা শেয়ার দিলাম। ভালো থাকবেন।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: ফেবুতে দেখেছিলাম। একদম সহমত।

তবে জানোয়ারদের মানুষ হবার ইচ্ছা নাই।

১২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৫

শিপন মোল্লা বলেছেন: প্রিয় পলাশ ভাই, দিন দিন আমরা একটা জড় পদার্থে পরিণত হচ্ছি.... আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে.... আর আমাদের প্রতিবাদের ভাষা এখন ফেইসবুকে সীমাবদ্ধ।...

ইরানী মেয়েটিকে নিয়ে না বুঝে লাফাচ্ছি কারন আমাদের লাফানোর জন্য হাতে তুলে দিয়েছে.... যাক সে অন্য পলিটিক্স !!!!

আর আমাদের ধর্ষিতাদের কথা বলছেন ??? যেখানে ধর্ষনের সেঞ্চুরি উদযাপিত হয় বা পুরস্কৃত হয় সেখানে ধর্ষিতার কথা বলাটা যে হাস্যকর শুনায়।

রাস্ট্র যদি চায় ধর্ষিতাকে বাচাঁতে তাহলে এক আইন ই যথেস্ট... কিন্তু সে কাঞ্খিত আইন নিয়ে কি মহান ইন্টালেকচুয়াল লেভেলের কেউ এ পর্যন্ত কথা বলেছে !!!... কারন সমস্যা টা যে আজে বাজে গেঁও মানুষদের.......... সময় যে নেই কারো কথা বলার !!! সোহানীর মন্তব্যটাই নিজের করে দিয়ে গেলাম উনি চমৎকার করে বলেছেন । যথার্থ মন্তব্য ।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আবুশিথি বলেছেন: প্রিয় পলাশ ভাই, দিন দিন আমরা একটা জড় পদার্থে পরিণত হচ্ছি.... আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে.... আর আমাদের প্রতিবাদের ভাষা এখন ফেইসবুকে সীমাবদ্ধ।...

ইরানী মেয়েটিকে নিয়ে না বুঝে লাফাচ্ছি কারন আমাদের লাফানোর জন্য হাতে তুলে দিয়েছে.... যাক সে অন্য পলিটিক্স !!!!

আর আমাদের ধর্ষিতাদের কথা বলছেন ??? যেখানে ধর্ষনের সেঞ্চুরি উদযাপিত হয় বা পুরস্কৃত হয় সেখানে ধর্ষিতার কথা বলাটা যে হাস্যকর শুনায়।

রাস্ট্র যদি চায় ধর্ষিতাকে বাচাঁতে তাহলে এক আইন ই যথেস্ট... কিন্তু সে কাঞ্খিত আইন নিয়ে কি মহান ইন্টালেকচুয়াল লেভেলের কেউ এ পর্যন্ত কথা বলেছে !!!... কারন সমস্যা টা যে আজে বাজে গেঁও মানুষদের.......... সময় যে নেই কারো কথা বলার !!! সোহানীর মন্তব্যটাই নিজের করে দিয়ে গেলাম উনি চমৎকার করে বলেছেন । যথার্থ মন্তব্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.