নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
এটাই হলো আমেরিকার মানুষ ও সরকারের মধ্যে পার্থক্য। জনগন যা চায় সরকার ঠিক তার উল্টা কাজ করে।
আমেরিকান সধারন মানুষ ইসরাইল বিরোধী মনোভাব পোষণ করলেও সরকার হলো ইসরাইলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। একই রকম ঘটনা ঘটেছিল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে।
মার্কিন সরকার দেশের জনমতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষে নিলেও আমেরিকার সর্ব কালের সেরা ব্যন্ড বিটলস এর তারকা শিল্পী George Harrison ভারতীয় কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত Ravi Shankar এর অনুরোধে এগিয়ে এসেছিল The Concert for Bangladesh আয়োজনে। যেই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল একই সাথে শরণার্থীদের জন্য অর্থ আদায় করা ও যুদ্ধে পাক হানাদার বাহিনীর নিষ্ঠুরতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। ঐ কনসার্টে ৪০ হাজার মানুষ উপস্হিত ছিল।
ঠিক একই ঘটনা ঘটেছে ইসরাইলের ফিলিস্তিনে গণহত্যা নিয়ে। ইসরাইলের আগ্রাসন বিরোধী বি-ক্ষোভকারীরা গত ৪ দিন ধরে আমেরিকার সানফ্রান্সিকো শহরের ওকল্যান্ড বন্দরের একটি রাস্তা অবোরোধ করে রেখেছে যাতে করে ইসরাইলের সবচেয়ে বড় শিপিং কোম্পানির একটি জাহাজ বন্দরে মাল খালাস করতে না পারে। বন্দরে ৪ দিন অবস্হান করেও মাল খালাস করতে না পেরে অবশেষে জাহাজটি ওকল্যান্ড বন্দর ত্যাগ করেছে। Israeli ship is blocked from unloading in Oakland for four straight days
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: মিলটা ভালই ধরেছেন। আপনাকে ধন্যবাদ।
২| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
উপপাদ্য বলেছেন: এটাই হয়তো আমেরিকার রাজনীতি!!!
ফার্গুসন নিয়ে একটা পোস্ট দেন পলাশ ভাই।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইরে পোষ্ট তো দিতে মন চায় তয় সময় পাই না। রাফ করা পোষ্টের সংখ্যা ১০০ এ অধিক হবে। অর্ধেক লিখে সেভ কইরা রাখছি বাকিটা শেষ করতে পারি না।
লিখুম একদিন ফার্গুসন নিয়ে। আপনাকে ধন্যবাদ।
৩| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ নাহিদ হাকিম এর সংগে একমত।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭
ডি মুন বলেছেন: হুম ঠিকই বলেছেন।
৫| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: তাদের সাথে আমাদেরও মিল আছে
৬| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮
উপপাদ্য বলেছেন: আপনার অবস্থা দেখি আমার মতো। ড্রাফটে ৫০ এর উপরে হাফ-রিটেন পোস্ট আছে। কিন্তু শেষ করতে পারছিনা। আমার মনে হয় অনেক ব্লগারই এই সমস্যা ফেইস করেন।
ভালো থাকুন।
৭| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মার্কিন জনগনের একটা ক্ষুদ্র অংশ তাদের সরকারি নীতি বিরোধী। বৃহত্তর জনগন সরকারি নীতির বিরুদ্ধাচারন করলে কখনোই সে দেশের সরকার টিকতে পারতো না। এসব ভানুমতির খেল ভাই। আপনার আমার মতো বাংলাদেশের আম জনতা এই খেলার কিছুই বুঝবো না।
ধন্যবাদ।
৮| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেভাবেই হোক... অবরোধকারীদের শুভেচ্ছা।
অনন্ত মিনিমামটুকু দেখলো বিশ্ব। তা সাজানো হোক বা লোক দেখানো হোক!
দু:খ --আমাদের কথিত মুসলিম মধ্যপ্রােচ্যর পচা মাথারা উল্টো ভূয়া ফতোয়াবাজি করে বেড়ায়!!!
৯| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
ফা হিম বলেছেন: "প্রোমিজ্ড্ ল্যান্ড" আর "গ্রেপ্স্ অব র্যাথ" সিনেমাগুলো দেখেছেন কি? শুধু আমেরিকার সরকার না, সে দেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানীগুলোর জোচ্চুরি দেখতে পাবেন। নিজের দেশেই সাম্রাজ্যবাদের শিকার মার্কিনীরা!!
সানফ্রান্সিস্কোর অবরোধকারীদের স্বাগত জানাই।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১
ইজাজআহমেদ বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ। কিন্তু আমি আপনার মতের সাথে অতি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষন করতে চাই।
ভাই আপনি আমেরিকানদের চিনতে ভুল করেছেন। আমেরিকনরা ইসরাইল বা ইসরাইলের গণহত্যার প্রবনতাকে ঘৃণা করে এই বিষয়টি তাদের পছন্দের তালিকায় ১-২-৩- এমন সিরিয়ালে যদি ৫০০ নম্বরে গিয়ে পড়ে তবে তাদের পছন্দের একেবারে ১ নম্বরের পছন্দটি হল- যে সরকার তাদের খাইয়ে পরিয়ে ভাল রাখবে সেই সরকারকে। আর আমেরিকানরা খুব ভাল করেই জানে যে খাইয়ে পরিয়ে ভাল রাখতে গেলে টাকার প্রয়োজন এবং সে টাকা রোজগার করতে গিয়ে আমেরিকানদের ছাড়া আর পৃথিবীর সকল মানুষকে যদি হত্যা করারও প্রয়োজন পড়ে এবং সরকার যদি তা করে তাহলেও আমেরিকার অধিকাংস মানুষ সেই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। আর দুই চার জন আবেগ প্রবন মানুষ তো দুনিয়ার সব দেশেই থাকে। তাদের মত নিয়ে যে জিবন চলে না তা আবেগ তাড়িত নয় এমন অধিকাংশ আমেরিকান বাসি ভাল করেই জানে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
নাহিদ হাকিম বলেছেন: আপনি ঠিক বলেছেন। অনেকটা আমাদের সরকারও।