নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসানের অপরাধ কি শুধুই অ-খেলোয়ারোচিত আচরণ নাকি একই সাথে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আর্থিক ভাবে সবচেয়ে সচ্ছল ক্রিকেটার হওয়া???

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯





এ জন্য দায়ী কি শুধুই সাকিবের কিছু অ-খেলোয়ারোচিত আচরণ???



নাকি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আর্থিক ভাবে সবচেয়ে সচ্ছল ক্রিকেটার হওয়ায় প্রতিহিংসার স্বীকার?



ছয় মাস নিষিদ্ধ সাকিব



===========================================

আগামী ওয়েস্টেন্ডিজ সফর এর ট্রেনিং ক্যাম্পে উপস্থিত থাকার জন্য এত বাড়া-বাড়ি, সাকিব তো সেই ওয়েস্টেন্ডিজ এর ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলতে যাচ্ছিল তাই নয় কি?

===========================================



বাংলাদেশ ও ওয়েস্টেন্ডিজ কি একই টাইম জোনে অবস্থিত?



ওয়েস্টেন্ডিজ এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ১০ ঘণ্টার বেশি। অর্থাৎ বাংলাদেশের যখন দিন ওয়েস্টেন্ডিজে তখন রাত। কানাডার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা। আমার নিজের অবিজ্ঞতা থেকে বলতে পারি আমি ২০১০ সালে যখন কানাডা থেকে বাংলাদেশ গিয়েছিলাম তখন প্রায় ১০ দিন লেগেছিল নিজের ঘুম আ্যাডজাষ্ট করতে। একই ঘটনা ঘটেছিল ৪০ দিন বাংলাদেশে থেকে যখন কানাডা ফিরেছিলাম। আপনারা সকলেই আমার সাথে একমত হবেন যে ঠিক মত ঘুম না হলে কোন মানুষই তার স্বাভাবিক কাজ-কর্ম পূর্নদমে করতে পারে না। সাকিব যদি বাংলাদেশ-ওয়েস্টেন্ডিজ সিরিজ শুরুর ১ মাস পূর্ব থেকেই ওয়েস্টেন্ডিজে গিয়ে থাকে তবে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রধান কাণ্ডারি হিসাবে সেটা ভাল না খারাপ হতো?



বাংলাদেশের ক্রিকেট পিচ গুলো কি ওয়েস্টেন্ডিজ এর পিচ গুলোর মতো?



বাংলাদেশের ক্রিকেট পিচ গুলোর সাথে ওয়েস্টেন্ডিজের ক্রিকেট পিচ গুলোর আসমান-জমিন পার্থক্য। আমাদের দেশের ক্রিকেট পিচ গুলো বানানো হয় স্পিনারদের জন্য যেখানে ওয়েস্টেন্ডিজে বানানো হয় ফাস্ট বোলারদের জন্য।

সাকিব আমাদের টিমের অন্যতম বোলিং ভরসা। ফাস্ট বোলিং পিচে ১ মাস খেলে সে যদি নিজের বোলিঙটা প্রাকটিস করত সেটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভাল হতো নাকি খারাপ হতো?



সাকিব বাংলাদেশ টিমের অন্যতম প্রধান ব্যাটসম্যান। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলার সুযোগ পেলে সে নিয়মিত ভাবে সুনীল নারিন, কেমার রোচ, পোলার্ড, টিনো বেস্ট দের বিপরীতে ব্যাটিং করত তবে সেটা ওয়েস্টেন্ডিজ সফর এর ট্রেনিং ক্যাম্পে উপস্থিত থেকে প্রাকটিস করার চেয়ে ভাল হতো নাকি মন্দ হতো?



আমার মাথায় কোন ভাবে ঢুকে না বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন কোচ হাতুড়ে সিং উপরোক্ত ব্যাপার গুলো চিন্তা করেছেন কি না?







আমার দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও ক্রিকেটারদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা একমাত্র অষ্টাদশ শতকে আমেরিকায় দাসদের মনিবের যে সম্পর্ক তার সাথে তুলনীয়।



=================================

অর্থই যখন অনর্থের মূল

=================================



"দেশের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেও দেশের বাহিরে যে কোন খেলা থেকে নিষিদ্ধ ১৮ মাসের জন্য নিষিদ্ধ। তার মানে ক্রিকেট বোর্ডের প্রধান লক্ষ ছলি যে কোন ছুতোয় সাকিবকে আগামী আইপিএল, বিগ ব্যশ ও কাউন্টি খেলা থেকে বীরত রাখা।"



এখানে উল্লেখ্য যে এবারের আইপিএল এ সবচেয়ে মূল্যবান খেলোয়ারের তালিকায় (টাকার অন্কে না খেলোয় পারফরমেন্স হিসাবে) সাকিব আল হাসান ছিল ৬ নম্বরে। অর্থাৎ আগামী বছর সাকিব আইপিল খেলে নিশ্চিত করেই আয় করত কয়েক কোটি টাকা।



========================

লেন্জা ইজ রিয়েলি ডিফিকাল্ট টু হাইড

========================



বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ সংবাদমাধ্যমকে জানান, ‘এখন থেকে কোনো ধরনের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের আগে পণ্য-প্রতিষ্ঠান সম্পর্কে ক্রিকেট বোর্ডকে অবহিত করতে হবে। তারপর বোর্ডের সদস্যদের অনুমতি লাগবে। সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’



অতঃপর ক্রিকেটার ক্রিকেট বোর্ডের সদস্যদের বাসায় উপস্থিত হবেন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অনুমতির জন্য। বোর্ডের সদস্যরা মিষ্টি হেসে পুলিশের মতো বলবেন আরে বিজ্ঞাপনের মিয়া মডেল হইয়া গেলেন, অনেক টাকা পয়সা আয়-রোজগার করবেন। তাই বলে কি আমাদের মিষ্টি মুখ করাবেন না!!!!



অতঃপর মিষ্টির বক্সের সাথে বিজ্ঞাপনের আয়ের ১০~৫০% দিয়া ভাল ছেলের খাতায় নাম উঠাইবার প্রতোযোগীতায় লিপ্ত হইবেন সাকিব আল হাসানরা।



=================================

আমার আরও কিছু প্রশ্নের উত্তর জানা দরকার।

=================================



সাকিব কি দেশের পক্ষে না খেলে বিদেশি কোন ক্লাবের পক্ষে খেলেছে কখনও?



সাকিব আকরাম খান-ফারুক দের মতো বিসিবি এর সাথে জেনারেটর সাপ্লাইয়ের ঠিকাদারি করে টাকা কামাই করেছে, যে জেনারেটর বিশ্বকাপ চলাকালীন বন্ধ হয়ে গিয়ে বাংলাদেশের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দেয় অন্তর্জাতিক ভাবে?



সাকিব কি সুজন, দুর্জয় সহ অন্যান্য পরিচালকদের মতো বিনা টেন্ডারে স্টেডিয়ামের সংস্কার কাজ করে কোটি-কোটি টাকা লুট-পাট করেছে?



সাকিব নিজের ঘাম ঝরানো আয়ের টাকায় গাড়ি কিনেছে পাপনের মতো বিনা ভোটে নির্বাচিত হয়ে কোটি টাকার শুল্ক মুক্ত গাড়ি কিনে তাতে চড়ে না? তাই নয় কি? আমার সত ভাবে আয় করা টাকা দিয়ে আমি ৩ চাকার সি এন জি তে চড়বো নাকি বি এম ডব্লিউ চালাবো সেটা নিশ্চয় আপনি নির্ধারণ করে দিতে পারেন না?



সাকিব আইপিএল, বিগ ব্যাস, ক্যরিবিয় ক্রিকেট লিগ খেলে পয়সা আয় করতেছে নাকি সোনালি/রুপালি/বেসিক ব্যাংক, শেয়ার বাজার ডাকাতির কমিশন খেয়ে সেই টাকা দিয়ে হেলিকপ্টারে নিজের মা বা বউকে নিয়ে ঢাকা থেকে মাগুরায় নিজের বড়িতে যায়?



সাকিব অসুস্থ হলে বিসিবি তার চিকিৎসা করাবে কিন্তু আজকে যদি সাকিবের পরিবারের কোন সদস্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় যার জন্য ১ কোটি টাকা লাগবে চিকিৎসা খরচ তবে সেই টাকা কি বিসিবি দেবে তাকে?



===========================================

প্রথম আলোর সুমাইয়া হক নামের এক পাঠকের বিসিবি সভাপতির প্রতি করা কিছু প্রশ্ন তুলে দিলাম:

===========================================

"মি পাপন সাহেব,

একটা বিপিএল আয়োজন করতে পারেন না, ঘরোয়া লীগের কোন খবর নাই, বিশ্বকাপে বার বার জেনারেটর ফেল করল যা আবার বোর্ডের কমর্চারী আকরাম , ফারুকদের প্রতিষ্ঠানের - অথচ স্কুলের হেড মাষ্টারের মতো বার বার শৃঙ্খলার গীত গাইছেন। আপনি কবে কার বিরুদ্ধে ম্যানেজমেন্টের ব্যার্থতার জন্য ব্যাবস্থা নিয়েছেন? কবে জাতীর সামনে বলেছেন আমাদের সাংগঠনিক ব্যার্থতা আছে? যেই আকরাম ফোনে বলেছে সে NOC তে সাইন দিয়ে রাখবে তার বিরুদ্ধে তাহলে কেন ব্যাবস্থা নিলেন না?



আরেকটা ব্যাপার দেখ, ৬ মাস যাবতীয় ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও দেশের বাহিরে যে কোন খেলা থেকে নিষিদ্ধ দেড় বছর। মানে মাগুড়ার আঞ্চলিক টান এখনো যায় নাই এমন একটা ছেলে কোটি টাকার গাড়ি কিনবে, আইপিএল চাম্পিয়ন হয়ে আসবেন এসব বোর্ড প্রধানের পছন্দ হয় না। বোর্ডের নির্বাচকদের মিডিয়ার সামনে কথা বলায় কষ্ট পেয়ে আগের কোচ চলে গেছেন। এই কোচকেও ছুড়ে ফেলতে সময় লাগবে না। মাঝখান থেকে দলের সেরা খেলোয়ারকে সব রকম ক্রিকেট থেকে ৬ মাস দূরে রাখবেন। আপনারা পারেন মি. পাপন সাহেব..."



==========================================

পরিশেষে Curious mind আবারও wants to know

==========================================



সাকিব আল হাসানে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যটা কোথায়?



এ জন্য দায়ী কি শুধুই সাকিবের কিছু অ-খেলোয়ারোচিত আচরণ???



নাকি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আর্থিক ভাবে সবচেয়ে সচ্ছল ক্রিকেটার হওয়ায় প্রতিহিংসার স্বীকার?



মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫০

রাজিব বলেছেন: ভাই, সাকিব আল হাসানের আমি একজন ঘোর সমর্থক এবং গত ৩ দিনে সামুতে অনেক কমেন্ট করেছি সাকিবের সমর্থনে।
কিন্তু আপনি এ ধরনের ছবি দিয়ে সাকিবের কি উপকার করলেন আমি ঠিক বুঝলাম না। দয়া করে ছবি সরান। সাকিব ও পাপন দুজনেই আমাদের দেশের সন্মানিত ব্যক্তি সেটা আপনি মানেন আর নাই মানেন।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রত্যেক লেখকের স্বাধীন সত্তা থাকে। লেখার সাথে কোন ছবি প্রাসঙ্গিক সেটা লেখকেই নির্ধারন করতে দেওয়া উচিত। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

অফটপিকস: এরশাদ তো বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিল। নিশ্চয় পাপনের চেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসাবে গন্য। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত নিম্নোক্ত ছবিটা প্রকাশ করা উচিত হয়েছে কি না?

২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ষোল কলা পূর্ণ হলো। এই মুহূর্তে সাকিব বধ অর্থ হলো কোমর ভাঙা ক্রিকেটের দাফন কার্য সম্পাদন করা।

নাও বাঙালি এবার ফেয়ার এন্ড লাভলী মেখে হ্যান্ডসাম হও।


০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "নাও বাঙালি এবার ফেয়ার এন্ড লাভলী মেখে হ্যান্ডসাম হও।"


৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২

শরৎ চৌধুরী বলেছেন: ছবিটা খুব যথার্থ মনে হচ্ছে না। দয়া করে সরিয়ে দিন।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ শরৎ দা। সরিয়ে দিলাম পূর্বের ছবিটি।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমাদের বাংলাদেশে এরকমই হয়। এদেশে এরচেয়ে ভাল কিছু আশা করা যায় না।

শুটার আসিফকে পুলিশ দিয়া পিটাইছে সাকিবরেতো পুলিশ দিয়া পিটানো সম্বব না তাই এই ব্যবস্থা।
আমাদের দেশের গৌরব এভাবেই ধূলোয় লুটাবে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি ভাল একটা ঘটনা মনে করিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।


৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২০

পাতি মাস্তান বলেছেন: কোথাকার এক হাতুরে সিং এসে দুই দিনেই আমাদের ক্রিকেটার কে ধংস করে দিচ্ছে না জানি আর কতই বা বাঁকি আছে ।নাথিং টু সে জাস্ট ওয়েইট এন্ড সি, পিকচার আভি বাকি হ্যে হাতুরে সিং ক্যা

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রবাদে আছে যে সকাল বেলার সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন হবে।


সুতরাং হাতুরে সিং বাংলাদেশ ক্রিকেট টিমকে কি দেবে সেটা দেখার জন্য মাঠে গিয়ে খেলা দেখার প্রয়োজন হবে না মনে হচ্ছে।

৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

সোহানী বলেছেন: ছবি সহ লেখায় ১০০০% সহমত। আসল কথা হিংসা.... তা নাজমুল সাহেবরে কিছু................................. সাকিব এত্তো বোকা....

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সহমতের জন্য।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

স্বজনহারা পাখি বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চৌধুরী সাহেব গ্রাম বাংলায় বহুল প্রচলিত নিম্নোক্ত প্রবাদটা মনে হয় আপনি শুনেন নি!!!!

"যে গরু দুধ দেয়, তার লাথি সহ্য করা যায়"

৮| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমর্থন করা ভাল।

আপনার মতো অন্ধ হলেতো বিপদজনক!!!

ভাল খেলের নাম পরিনাম কি এই ??????!!!!!!

গত সব গুলো সিরিজ, টিটোয়ান্টি, ওয়ানডেতে লজ্জ্বাজনক পরাজয়!!!
এইরাম ভালতো কেউই চায়না।

১০৬ রান করতে পারেনা যারা!!! আবার টাকার জন্য বাইরে খেলতে গিয়ে ঠিকই রান তোলে!!!!!!!!!!!!!

আর খেলা চলাকালীন ভিডিওতে তার অসভ্যতার কথা কি ভুলে গেলেন?...
রেগুলার আকাম করব আর মাফ চাইব..পা ধআরিা বইসা থাকব.... বিসিবি খালি মাফই করব.....

পাপনের পা ধরে বসে থাকে সাকিব কি টাকার অহংকারে?নাকি টাকা কামাবার রাস্তা যেন বন্ধ না হয়??সে জন্য! এমন আত্মমর্যাদাহীনের আর বড়াই করার কি বাকী আছে?



সাকিবের শাস্তি যথার্থ?

সাকিব আল হাসানকে ছয় মাস ক্রিকেটে নিষিদ্ধ করে এর পক্ষে যুক্তি দেখিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ক্রিকেটাররা শৃঙ্খলা ভঙ্গ করতে করতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে এই শাস্তি দিতে হয়েছে। তার সঙ্গে আপনি কি একমত?

হ্যাঁ - 73%


না - 27%


মোট ভোট সংখ্যাঃ 1809
Click This Link

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্ট টি লিখা হয়েছে যুক্তি দিয়ে। এছাড়া পোষ্টের মধ্যে অনেক গুলো প্রশ্ন করা হয়েছে। আপনার মন্তব্য পড়ে বুঝতে পারলাম আপনি পোষ্ট টি না পড়েই মন্তব্য করেছেন

আশা করি পরের মন্তব্যটা পোষ্ট পড়ার পরে করবেন। বনে বাদারে এক শিয়া হুক্কা হুয়া করলে অবশিষ্ট শিয়াল যেমন হুয়া-হুয়া করা শুরু করে আশাকরছি পুরাতন ব্লগার হিসাবে একই রকম হুয়া-হুয়া করবেন না।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০০

ইছামতির তী্রে বলেছেন: তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাকিব আল হাসানে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যটা কোথায়?

এ জন্য দায়ী কি শুধুই সাকিবের কিছু অ-খেলোয়ারোচিত আচরণ???

নাকি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আর্থিক ভাবে সবচেয়ে সচ্ছল ক্রিকেটার হওয়ায় প্রতিহিংসার স্বীকার?
-আপনার কথার রেশ ধরেই বলছি। সাকিবের কিছু শাস্তি হয়ত তার পাওনা হয়ে গিয়েছিল। কিন্তু এতবড় শাস্তি!!! একদম মানা যায় না। এজন্যই বলছি, তার শাস্তির পেছনে যতটা না অ-খেলোয়ারোচিত আচরণ কাজ করছে তার চেয়ে অনেক সক্রিয় ছিল প্রতিহিংসা।

সাকিবের এখন উচিত ক্রিকেট বোর্ডকে তার আয়ের শেয়ার দেয়া!

আমি তার শাস্তি কমানোর জন্য ক্রিকেট বোর্ডের কাছে তীব্র দাবী জানাচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "সাকিবের এখন উচিত ক্রিকেট বোর্ডকে তার আয়ের শেয়ার দেয়া!"


১০| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

ক্যাচালবাজ বলেছেন: ভারতের সাথে ৫৮ রানে অলআউট হওয়ার পর আপনি কি কোথাও কমেন্ট করেছিলেন?
আমি করিনি তবে হাজার হাজার কমেন্ট পড়েছিলাম, এত গালাগালি! বিশেষতঃ মুশফিক সাকিবের ফেসবুক পেজেতো যা তা অবস্হা ছিল। আজ উল্টা কাহন!?
সাকিবের শাস্তি ঠিক আছে

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: না, আমি কোথায় কাউকে গালা-গালি করি নি, মন খারাপ করেছি হয়ত।

কেন ৫৮ রানে অল আউট হয়েছে সেই জন্য ক্রিকেটারদের সাথে কথা বলা উচিত। আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদের সাথে ক্রিকেটারদের যে সম্পর্ক তাতে করে দেশের ক্রিকেট সামনে না এগিয়ে পিছনে দিকে অগ্রসর হচ্ছে।

১১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

হেডস্যার বলেছেন:
শাস্তি হইছে আচরনগত সমস্যার কারনে।
এইখানে ক্রিকেট বোর্ড, পাপন, টাকা পয়সার কথা আসে কেন?

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: স্যার,

ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ও ভয় পায় !!! তাই তো সাকিবের শাস্তির কথা শুনে ক্রিকেট বোর্ড, পাপন, টাকা পয়সার কথা আসতেছে।

১২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:




সাকিবের তো আগে পিছে কেউ নাই রে ভাই ! তামিম লোটা কামালরে মাঠে লোটা দেখিছিলো তখন কিন্তু তার আচরণগত সমস্যা কেউ কথা বলেনি !


এটা কিছু না এটা পরিকল্পিত ভাবে আমাদের ক্রিকেট ধংসের একটা অংশ !

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই, সৈয়দ ওয়ালিউল্লার "লালসালু" উপন্যাস পড়েছিলেন এইচ এস সি তে?

ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন রে আমার লালসালুর ভন্ড পীর মজিদ মনে হয় এর সাকিবরে ভন্ড পীর শিকার জমিলা।

দুঃখের বিষয় যে ছেলেটা একটা সাধারন পরিবার থেকে উঠে এসেছে সেই সাথে চাচা-ভাতিজা কোটায় দলে ঢুকে নাই।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪২

মুদ্‌দাকির বলেছেন:

আমিনুর ভাইয়ের সাথে একমত

না সাকিবের আগে পরে কেউ আছে , আর না সাকিব কারো পাচাটতে রাজি !!!!!!

ভিন দেশে ক্রিকেটের উচ্চমহলে গুঞ্জন আছে সাকিব নাকি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হতে যাচ্ছেন..................।

লোটা বা ফাপনের মত চোর বাটপাররা কি আর এই ধরনের ট্যালেন্ট হ্যান্ডেল করতে অভ্যস্ত ??????

ইনাদের দরকার ইনিয়ে বিনিয়ে কথা বলা চাটুকার !!!

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার প্রত্যেকটা কথাসর সাথে একমত।


আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

নবীউল করিম বলেছেন: ++++++++++++++++

Excess everything is very bad! বোর্ডের মধ্য পন্থা অবলম্বন করা উচিৎ ছিল।

যারা এই শাস্তির পক্ষে তাঁদের বলছি;যে জবাবদিহি নিচ্ছে ও শাস্তি দিচ্ছে সে নিজেই তো জবাবদিহির মধ্যে ও কঠিন শাস্তি পাওয়ার মতো অপরাধে অপরাধী!মাথা ও হাতে যদি ঘা হয়,কোনটার চিকিৎসা আগে করবেন?উত্তর দেবার প্রয়োজন নাই।উত্তরটা নিজেকে দেন,নিজের মূল্যায়ন নিজে করুন।

আর মনে রাখবেন সোনার আংটি বাঁকা হলেও ভালো! বাঁকা বলে নিশ্চয়ই দূরে ফেলে দিবেন না। দিবেন কি?

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাবতেছি নিসেধাজ্ঞা শেষে দলে ফিরিবার পূর্বে সাকিবের অবস্হা ছোট বেলায় শেখে নিচের ট্রানসেলেশন এর মতো না হয়

"ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল"

১৫| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

পাজল্‌ড ডক বলেছেন: আপনার প্রথম যুক্তি ভুল,টীম দেশে প্রাকটিস করে ওয়েসট ইন্ডিজ যাবে ,সাকিব ওখান থেকে যোগ দিবে!!! এভাবে হয় না,এটা টীম গেম সবাই এখানে সমান। বাকি সব পয়েন্টই যৌক্তিক।

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধুরুন দলের সবাই ৩০ রান করে সেখানে সাকিব যদি ৫০ রান করে সেটা কি অনুচিত হবে? নাকি সাবাই যেহেতু ৩০ রান করেছে তাই সাকিবেরও ৩০ রান করেই আউট হওয়া উচিত।


বাংলাদেশের বেশিভাগ ছেলে মেয়েই যেহেতু বিদিশে আসতে পারেনা উচ্চ শিক্ষার জন্য তাহলে কি আমার উচিত কানাডা থেকে দেশে ফিরে দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা?


১৬| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০

সোহানী বলেছেন: নেন পিছনের কাহিনী.....

Click This Link

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সোহানী উপরোক্ত লিন্কের জন্য। সত্যই লজ্জাজনক ঘটনা। বউ এর ইজ্জত রক্ষা করতে গিয়ে স্বামীকে অনৈতিক বিচারের সম্মুখীন হতে হয় এই দেশে।

১৭| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

ফা হিম বলেছেন: আর তারপরও কিছু মানুষ সাকিবকে গালাগালি করবে এবং পাপন গংদের পক্ষ নিয়ে মাতামাতি করবে। এই দেশের মানুষ সামান্য একটা খেলাকেও নোংরা করে ছাড়তে কসুর করে নাই।

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আর তারপরও কিছু মানুষ সাকিবকে গালাগালি করবে এবং পাপন গংদের পক্ষ নিয়ে মাতামাতি করবে।"

ঐ সকল মানুষদের জন্য একটাই কথা আবার তোরা মানুষ হও।

১৮| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮

বাবুই পািখ বলেছেন: আপনারা পারেন মি. পাপন সাহেব..."

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: উনারা আসলেই দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। আর আমরা তা চেয়ে চেয়ে দেখি।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

রাতুলবিডি৪ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:









সাকিবের তো আগে পিছে কেউ নাই রে ভাই ! তামিম লোটা কামালরে মাঠে লোটা দেখিছিলো তখন কিন্তু তার আচরণগত সমস্যা কেউ কথা বলেনি !





এটা কিছু না এটা পরিকল্পিত ভাবে আমাদের ক্রিকেট ধংসের একটা অংশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.