নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
বাংলাদেশে এই মাত্র যে ভূমিকম্পটি অনুভব করলেন সেটি ৬ মাত্রার একটি শক্তিশালি ভূমিকম্প যার উৎপত্তি কেন্দ্র (এপিসেন্টার) ছিল ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার দুরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
সুনামির সতর্কতা: উপকূলবর্তী জেলা গুলোতে স্বাভাবিকের চেয়ে উচ্চ জলোচ্ছ্বাসের বা সুনামির সম্ভাবনা রয়েছে (পরবর্তী ২-৪ ঘণ্টার মধ্যে) যেহেতু ভূমিকম্পটি সংঘটিত হয়েছে গভীর বঙ্গোপসাগরে।
মান: M6.0
উৎপত্তি কেন্দ্র: 8.254°N 88.080°E depth=40.0km (24.8mi)
গভীরতা: ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে
সময়: রাত ১০ টা বেজে ২১ মিনিট ৫৪ সেকেন্ড
এখানে উল্লেখ্য যে বাংলাদেশের উপকূলে সুনামির সম্ভাবনা কম। কারণ বঙ্গোপসাগরে ফল্ট লাইন গুলো উত্তর দক্ষিণে বিস্তৃত (সুমাত্রা ফল্ট)। ফলে ঐ ফল্টে ভূমিকম্প হলে ভূমি চ্যুতি হয় পূর্ব-পশ্চিমে। ফলে পানির ঢেউ গুলো প্রবাহিত হবে পূবে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বার্মা, মালয়েশিয়ার দিকে ও পশ্চিমে ভারত ও শ্রীলংকার দিকে।
যে কারণে ২০০৪ সালের বক্সিং ডে ভূমিকম্পের ফলে উপরোক্ত দেশ গুলোতে সুনামির ফলে ৩ লাখ মানুষ মারা গেলেও বাংলাদেশে কয়েক জন (সম্ভবত ৮ জন) জেলে (ঐ সময় গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতেছিল) ছাড়া কেউ মারা যায় নাই।
সুত্র: আমেরিকান ভূতাত্বিক অধিদপ্তর
২১ শে মে, ২০১৪ রাত ১১:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এটি গভীর বঙ্গোপসাগরে সংঘটিত হয়েছে কাভা ভাই।
২| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
দালাল০০৭০০৭ বলেছেন: কি বলেন ? কই রাজশাহীতে ত ভূমি কম্পন হইনি
২১ শে মে, ২০১৪ রাত ১১:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রজশাহীতে অনুভূত হয়েছে তবে সটা আপনরা টের পান নাই করণ আপনারা উৎপত্তি কেন্দ্র থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্হান করছেন।
৩| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
ইসপাত কঠিন বলেছেন: মাটি ধইরা নাড়া দিলো কেডা?
২১ শে মে, ২০১৪ রাত ১১:৫২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৪| ২২ শে মে, ২০১৪ রাত ১২:০১
সচেতনহ্যাপী বলেছেন: আজকের ভুমিকম্পের ব্যাপারে একমাত্র আপনারটাই তথ্যমূলক। ধন্যবাদ এজন্য।।
২২ শে মে, ২০১৪ রাত ১:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রসংসার জন্য।
৫| ২২ শে মে, ২০১৪ রাত ১:০৩
আহসানের ব্লগ বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করেছেন ।
২২ শে মে, ২০১৪ রাত ১:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, আল্লাহর অশেষ রহমত যে এ পর্যন্ত কোন দূর্ঘটনার খবর পাওয়া যায় নি। তবে উপকূলীয় এলাকায় কিছু হয়েছে কি না তা জানার জন্য আরও ১ দিন অপেক্ষা করতে হবে।
আপনাকে ধন্যবাদ।
৬| ২২ শে মে, ২০১৪ রাত ১:৪০
আমি সাজিদ বলেছেন: হাহা ভাইয়া, মখার ডায়লগটা অসাম হইসে।
২২ শে মে, ২০১৪ রাত ১:৪৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ইন্টারনেটে আর একখান পাইলাম।
৭| ২২ শে মে, ২০১৪ রাত ১:৫৫
আমি সাজিদ বলেছেন: হাহাহা। ঘুমের বারটা বাজিয়ে দিলেন তো। হাসতে হাসতে বিছানা থেকে নীচে পড়ে গেলাম।
৮| ২২ শে মে, ২০১৪ রাত ১:৫৯
আমি সাজিদ বলেছেন: আচ্ছা, অন্য একটা টপিক। ধরেন এমন যদি হয় সাগরের ওই সীমানায় ভারত বা অন্যদেশ কোন এক্সপেরিমেন্ট চালিয়েছে। যার ফলে টেকটনিক প্লেট (!, এইটাই তো বলে নাকি) নড়ে চড়ে গিয়েছে এবং ভূমিকম্প হয়েছে। মাসুদ রানার এক বইয়ে এমন একটা কাহিনী পড়েছিলাম।
৯| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
লিপইষ্টিক বলেছেন: আল্লাহ আর ভুমিকম্প দিয়েন না
১০| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
লিপইষ্টিক বলেছেন: আল্লাহ আর ভুমিকম্প দিয়েন না
১১| ২২ শে মে, ২০১৪ সকাল ১১:২৬
জন কার্টার বলেছেন: আল্লাহর রহমতে কোন ক্ষয় ক্ষতি হয় নি । আল্লাহ্ আমাদের রক্ষা করুণ ।
১২| ২২ শে মে, ২০১৪ দুপুর ২:১৩
বাংলার নেতা বলেছেন:
১৩| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫
ফা হিম বলেছেন:
মখার ফটোব্লগ দেইখা মজা পাইলাম।
১৪| ২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের সব ভূবিজ্ঞানী গণ এব্যাপরে একমত এদেশের সমুদ্র উপকূল সুনামীর জন্য উপযোগী নয়। কাজেই সুনামী আমাদের জন্য বড় থ্রেট নয় ।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ রাত ১১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্ডিয়ার কি প্যারা আইল্যান্ডে নাকি এর কেন্দ্রস্থল ছিল??