নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আমি নিজে গত ১ সপ্তাহে আমার ৪ জন বন্ধুর কাছ থেকে নিজের ফেসবুক ম্যাসেজ বক্সে একটা করে ইমেজ/জিপ ফাইল পেয়েছি যার শুরুতে একটা সংক্ষিপ্ত ম্যাসেজ (lol) থাকে। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এটা একটা ভাইরাস।
আপনারা কেউ এই রকম ম্যাসেজ ও একটা ইমেজ/জিপ ফাইল পেলে সেটাতে ক্লিক করিয়েন না। ঐ ফাইলে ক্লিক করলে আপনার বন্ধু লিস্টের অনেকের কাছে একই ফাইল চলে যাবে।
আপনি যদি হঠাৎ কোন ফাইল পান আপনার ফেসবুক ম্যসেজ বক্সে তবে সেই ফাইল খোলার পূর্বে যার কাছ থেকে পেয়েছেন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করুন সে কোন ফাইল পাঠিয়েছে কি না আপনাকে?
আমি আমার ল্যপটপে বা ডেস্কটপে সন্দেহজনক কিছু দেখলে যা করি তা নিম্নরুপ:
১) প্রথমে ভাইরাস স্কান দেই
২) ২ য়ত ডিস্ক ক্লিনআপ করি
৩) ৩ য়ত আজকে কোন প্রোগ্রাম ইনস্টল হয়েছে কি না তা কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করি; যদি কোন প্রগ্রাম অপরিচিত হয়ে থাকে তবে তা ডিলিট করি
৪) সব শেষে রির্স্টাট দেই।
১২ ই মে, ২০১৪ দুপুর ২:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৬
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
১২ ই মে, ২০১৪ বিকাল ৩:১২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধণ্যবাদ।
৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: সচেতন করে দেয়ার জন্য ধন্যবাদ ।
১৩ ই মে, ২০১৪ রাত ১২:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ১২ ই মে, ২০১৪ রাত ১১:২৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ১) প্রথমে ভাইরাস স্কান দেই
২) ২ য়ত ডিস্ক ক্লিনআপ করি
৩) ৩ য়ত আজকে কোন প্রোগ্রাম ইনস্টল হয়েছে কি না তা কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করি; যদি কোন প্রগ্রাম অপরিচিত হয়ে থাকে তবে তা ডিলিট করি
৪) সব শেষে রির্স্টাট দেই।
১) এন্টিভাইরাস নতুন কোন ফাইল অটো চেক করার কথা
২) ডিস্ক ক্লিনআপের সাথে ভাইরাসের কোন সম্পর্ক নেই
৩) ভাইরাস কখনো কন্ট্রোল প্যানেলে দেখা যায় না
৪) রিষ্টার্ট দিলে ভাইরাসের রান করতে বিশেষ সুবিধা হতে পার (যদি সার্ভিস হিসেবে ভাইরাস আচরণ করে)
আপনার ৪টি কাজই বৃথা
১৩ ই মে, ২০১৪ রাত ১:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১) এন্টিভাইরাস নতুন কোন ফাইল অটো চেক করার কথা
আপনি কি নিশ্চিত যে সকল এন্টিভাইরাস সকল প্রকার ভাইরাস ও কুকি অটো চেক করতে পারে?
২) ডিস্ক ক্লিনআপের সাথে ভাইরাসের কোন সম্পর্ক নেই
আমি কি বলেছি যে ডিস্ক ক্লিনআপ দিয়ে ভাইরাস দূর করা হয়?
৩) ভাইরাস কখনো কন্ট্রোল প্যানেলে দেখা যায় না
ভাইরাস কখনো কন্ট্রোল প্যানেলে দেখা যায় না কিন্তু কুকি বা ফিশি মেইল যে অটোমেটিকালি ইনস্টল হয় নাই আপনি কি নিশ্চিত?
৪) রিষ্টার্ট দিলে ভাইরাসের রান করতে বিশেষ সুবিধা হতে পার (যদি সার্ভিস হিসেবে ভাইরাস আচরণ করে)
যে কোন সময় কোন প্রগ্রাম আন-ইনস্টল করা হলে তার যে পার্মানেন্টলি মুছে ফেলা গেছে তা নিশ্চিত করার জন্য রিষ্টার্ট দেওয়াটা অবশ্য কর্তব্য।
সারাংশ: অল্প বিদ্যা ভয়ংন্কর।
কার ব্লগে মন্তব্য করতেছেন সেটা দেখে তার পর মন্তব্য করলে পরবর্তীতে সম্মান হারানোর ভয় কম থাকবে।
৫| ১৩ ই মে, ২০১৪ রাত ১:২১
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ইনবক্সে বা মেইলে ভুয়া pdf ফাইল হিসেবেও থাকে। সাবধান!
১৩ ই মে, ২০১৪ রাত ১:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, অনেক সময় pdf ফাইল হিসেবেও থাকে।
আপনাকে ধন্যবাদ ক্যাপ্টেন।
৬| ১৩ ই মে, ২০১৪ রাত ১:২১
দি সুফি বলেছেন: @কামরুল ইসলাম রুবেল ভাই অ্যান্টি ভাইরাস না থাকলে কেমন হবে??
১৩ ই মে, ২০১৪ রাত ১:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কাকে আর কি বোঝাবেন। প্রবাদে আছে "অল্প বিদ্যা ভয়ংন্কর। "
৭| ১৩ ই মে, ২০১৪ রাত ২:৪৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: শেষ লাইনের জবাবটা প্রথমে দিচ্ছি
হ্যাঁ নিশ্চিত হয়েই যথেষ্ট শক্তিমত্তা ও যথেষ্ট জ্ঞানের সাথেই আপনার ব্লগে মন্তব্য করছি।
শুনুন
১) অবশ্যই সকল এন্টিভাইরাস কোন নতুন ফাইলকে পেলে অটো চেক করতেই হবে। এটা একটি জেনারেল এন্টিভাইরাসের বেসিক এক্সিকিউশন রুলস, যদিনা ইউজার এক্সেসপশন থাকে, যেমন ইউজার গেমিং মোড বা সাইলেন্ট মোডে ইউজ না করে থাকে।
২) আপনি এই টপিকসটি ভাইরাস নিয়ে লিখেছেন তাই ধরে নিতে বাধ্য যে ডিস্ক ক্লিনআপের সাথে আপনি ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলছেন।
আমি পিসি ওপেন করেই প্রথমে মেইল গুলো রিপ্লাই করি, এ কথাটা নিশ্চই অন্য কোন আর্টিকেল লিখতে গেলে বেহুদা বলবনা। ক্লিয়ার
৩) ওয়া্ও, কন্ট্রোল প্যানেলে ঢুকে অপরিচিত প্রোগ্রামগুলো আনইনষ্টল করে দেন। ধরুন আপনি সুইসম্যাক্স, সিন্থিসিথি ফুমএফক্স বা মনে করুন ভিজুয়্যাল ষ্টুডিও ব্যবহার করেন। এগুলোর সাথে আরো অনেকগুলো দরকারী এপস (টুলস এবং সার্ভিস) ইনষ্টল হয়। এখানকার অনেকগুলোই সাধারণের জানা থাকার কথা না, যেমন সুইসম্যাক্সের সাথে লেমএসিএম কোডেক অটো ইনষ্টল হয়, তো স্যার এখনকি এগুলো আনইনষ্টল করে ফেলব? বাহ বাহ, ভালো জিনিস জানাইলেন, জাতি কৃতার্থ। এই অংশে আমি ভেবেছিলাম আপনি রেজমন বা ফাইলমন এর মতো কোন টুলসের কথা বলবেন, কিন্তু হতাশ হলাম আপনার অনেক বিদ্যা দেখে
আপনি জানেন নিশ্চয় কুকি কি কাজে লাগে, আমি নাদান সামান্যই জানি, তবে তা জানি সঠিক জানি, আর সেটা হচ্ছে কুকি ক্রিয়েট হয় ইনষ্টল হয় না, সেটা ব্রাইজার/সাইট লেটার ইনফোর জন্য ইনষ্টল আর ক্রিয়েটের মধ্যে যে পার্থক্য আছে সেটা......নাহ থাক।
ফিশিং: লিংক দিয়ে ব্রাউজারে হয়, অর্থাত ভুল লিংক ডিরেকশন করে ধোঁকা দিয়ে পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার জন্য সম্রাট বাবরের আমলের একটা পদ্ধতি, কোন ফাইল দিয়ে নয়।
"ভাইরাস কখনো কন্ট্রোল প্যানেলে দেখা যায় না কিন্তু কুকি বা ফিশি মেইল যে অটোমেটিকালি ইনস্টল হয় নাই আপনি কি নিশ্চিত? "
ইয়া আল্লা তুমি উঠায়া নাও, আমারে না..........
মেইল নাকি ইনষ্টল হয়, এইটাতো বলোগ দিয়া নেট চালানোর মতো অবস্থা।
৪) জ্বীনা স্যার, আনইনষ্টলেশনের পর রিষ্টার্ট করা মোটেই জরুরী নয় বরঞ্চ যদি ভাইরাস এফেকশেনর সম্ভাবনা থাকে তাহলে তা নিশ্চিত হয়েই রিষ্টার্ট করা উচিত। কারণ ফাইলবেজড ষ্ট্রং ভাইরাস যদি কেউ বানায় তাহলে নিশ্চিতভাবে সে উইনসার্ভিস হিসেবে রোলপ্লে করবে। আবার অন্যখাতে নিবেন না আবারো বলছি রিষ্টার্ট দেয়া উচিত নয় যদি ভাইরাস এফেকশনের কোন ক্লু আপনি পেয়ে থাকেন। অন্য ক্ষেত্রে একথাটি প্রযোজ্য নয়।
হ্যা একটা প্রয়োজনীয় বিষয়ে অবগত করেছেন তাতে অবশ্যই সাধুবাদ, কিন্তু আপনি পিসিতে বসে যে সব বেহুদা কাম করেন সেইটা পাবলিকরে জানাইলে আর সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করলেতো হইছে কাম সারা........
সারাংশ: কারো কারো অনেক বিদ্যা অনেক বেশী ভয়ংকর, কারণ বিদ্যাটার উতস টুকলিফাই কিনা।
"কার ব্লগে মন্তব্য করতেছেন সেটা দেখে তার পর মন্তব্য করলে পরবর্তীতে সম্মান হারানোর ভয় কম থাকবে। "
দু:খিত আপনার ব্লগে এর পরবর্তী আর মন্তব্য করার কোন ইচ্ছাই আমার নেই। শুধুমাত্র আপনার এ কথাটির জন্যই এত বড় জবাব দিচ্ছি। ব্লগে আপনি অনেক বড় হামবড়া কিনা। ঠিকইতো বলেছেন, আপনার ব্লগে কমেন্ট করলে মান ইজ্জত কি আর থাকে? সত্যবাদীতায় দশে দশ।
শেষটা বলি: আমি যে পিসিতে কিউ বেসিক দিয়ে শুরু করি সেটাতে কীবোর্ডের কন্ট্রোল আর অল্টারের মাঝখানটা ফাঁকা ছিলো। এখন রক্তে কোড। আকালমান্দকে লিয়ে ইশারা কাফি
১৩ ই মে, ২০১৪ রাত ৩:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১) অবশ্যই সকল এন্টিভাইরাস কোন নতুন ফাইলকে পেলে অটো চেক করতেই হবে। এটা একটি জেনারেল এন্টিভাইরাসের বেসিক এক্সিকিউশন রুলস, যদিনা ইউজার এক্সেসপশন থাকে, যেমন ইউজার গেমিং মোড বা সাইলেন্ট মোডে ইউজ না করে থাকে।
আপনি এন্টিভাইরাসের সামর্থ নিয়ে যা লিখেছেন সেটা তাত্বিক প্রয়োগিগ না। পদার্থ বিদ্যায় কার্নট ইন্জিন নামে একটা ইন্জিনের কথা পড়ানো হয় যার কর্মদক্ষতা শত ভাগ বা ১০০%। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন ইন্জিন আবিষ্কার করা সম্ভব হয় না যার কর্মদক্ষতা ৬০% উপরে গেছে।
আপনি যদি মনে করেন যে প্রত্যেক এন্টিভাইরাস সকল ভাইরাস, কুকি, ম্যলওয়ার ধরতে পারে তবে আপনি আপনার মনে করা নিয়ে নাখে শরিষার তেল দিয়ে ঘুমাতে পারেন আপনার সাথে এই নিয়ে তর্ক করার মতো সময় ও ইচ্ছে কোনটাই আমার নাই।
২) আপনি এই টপিকসটি ভাইরাস নিয়ে লিখেছেন তাই ধরে নিতে বাধ্য যে ডিস্ক ক্লিনআপের সাথে আপনি ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলছেন।
পোষ্ট না পরে মন্তব্য করলে লজ্জায় পড়তে হবেই আপনি যত বড় ব্লগারই হউন না কেন।
আবার ও পোষ্ট পড়ে দেখুন আমি কি অর্থে ঐ ৪ টা ব্যবস্হা নেওয়ার কথা বলেছি। আপনার জ্ঞেতার্থে আবারও তুলে দিলাম:
আমি আমার ল্যপটপে বা ডেস্কটপে সন্দেহজনক কিছু দেখলে যা করি তা নিম্নরুপ:
১) প্রথমে ভাইরাস স্কান দেই
২) ২ য়ত ডিস্ক ক্লিনআপ করি
৩) ৩ য়ত আজকে কোন প্রোগ্রাম ইনস্টল হয়েছে কি না তা কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করি; যদি কোন প্রগ্রাম অপরিচিত হয়ে থাকে তবে তা ডিলিট করি
৪) সব শেষে রির্স্টাট দেই।
৩) ওয়া্ও, কন্ট্রোল প্যানেলে ঢুকে অপরিচিত প্রোগ্রামগুলো আনইনষ্টল করে দেন। ধরুন আপনি সুইসম্যাক্স, সিন্থিসিথি ফুমএফক্স বা মনে করুন ভিজুয়্যাল ষ্টুডিও ব্যবহার করেন। এগুলোর সাথে আরো অনেকগুলো দরকারী এপস (টুলস এবং সার্ভিস) ইনষ্টল হয়। এখানকার অনেকগুলোই সাধারণের জানা থাকার কথা না, যেমন সুইসম্যাক্সের সাথে লেমএসিএম কোডেক অটো ইনষ্টল হয়, তো স্যার এখনকি এগুলো আনইনষ্টল করে ফেলব? বাহ বাহ, ভালো জিনিস জানাইলেন, জাতি কৃতার্থ। এই অংশে আমি ভেবেছিলাম আপনি রেজমন বা ফাইলমন এর মতো কোন টুলসের কথা বলবেন, কিন্তু হতাশ হলাম আপনার অনেক বিদ্যা দেখে
আমার ৩ নম্বর পয়েন্টে কি লিখেছি সেটা পড়ে দেখুন:
৩) ৩ য়ত আজকে কোন প্রোগ্রাম ইনস্টল হয়েছে কি না তা কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করি; যদি কোন প্রগ্রাম অপরিচিত হয়ে থাকে তবে তা ডিলিট করি
৪) জ্বীনা স্যার, আনইনষ্টলেশনের পর রিষ্টার্ট করা মোটেই জরুরী নয় বরঞ্চ যদি ভাইরাস এফেকশেনর সম্ভাবনা থাকে তাহলে তা নিশ্চিত হয়েই রিষ্টার্ট করা উচিত। কারণ ফাইলবেজড ষ্ট্রং ভাইরাস যদি কেউ বানায় তাহলে নিশ্চিতভাবে সে উইনসার্ভিস হিসেবে রোলপ্লে করবে।
আপনি সাবান দিয়ে হাত ধুয়ে ভাত খেতে বসেতে পারেন কিন্তু আমি সাবান দিয়ে হাত ধুবার পরেও এন্টি ব্যাকটেরিয়াল হ্যান্ড সেনিটাইজার হাতে মেখে খেতে বসতে কম্ফোর্ট ফিল করি।
আপনার ব্লগে কমেন্ট করলে মান ইজ্জত কি আর থাকে?
যারা নিজের বিদ্যে জাহির করার জন্য পোষ্ট না পড়েই মন্তব্য করে তাদের ইজ্জত রক্ষা হবে কি না সেটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না।
১৩ ই মে, ২০১৪ রাত ৩:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি পোষ্ট ভাল করে না প্রথমেই মন্তব্য করলেন "আপনার ৪টি কাজই বৃথা"
আপনার ব্লগ ঘুরে যা পেলাম: ব্লগে রেজিষ্ট্রেশন করার ৩ বছর ৭ মাস পর জেনারেল হয়েছেন। এ পর্যন্ত পোষ্ট করেছেন ২ টি।
সারাংশ: কম্পিউটার ও কিবোর্ড থাকলেই ব্লগার হওয়া যায় না। আকালমান্দকে লিয়ে ইশারা কাফি
৮| ১৩ ই মে, ২০১৪ ভোর ৬:৩২
দালাল০০৭০০৭ বলেছেন: প্যাঁচাল লাগল ক্যা
৯| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৫০
লিংকন১১৫ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০৫
স্বপ্নবাজ (অতি ক্ষুদ্র একজন) বলেছেন: অবহিত করার জন্য ধন্যবাদ.।