নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

আবারও আমাদের গর্বিত করলেন ডক্টর মুহাম্মদ ইউনুস ও ফজলে হাসান আবেদ

২১ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৫০





Leadership বা নেতৃত্ব নিয়ে বিশ্ব বিখ্যাত ফরচুন ম্যাগাজিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি সাক্ষাৎকার ছাপিয়েছেন যেখানে তাকে প্রশ্ন করা হয়েছে :



"Who are the great leaders in your mind?"



উত্তরের নামগুলো দেখে গর্ব-বোধ করলাম বাংলাদেশি হিসাবে। সেই সাথে উত্তরের নামগুলোর মধ্যে আমাদের দেশের একটা মানুষের নাম দেখিতে না পাইয়া মাননীয় স্পিকার হইয়া গেলাম :P:P







১) নেলসন মেন্ডেলা

২) আইজ্যাক রবিন

৩) বিল ও মেলিন্ডা গেটস

৪) ডক্টর মুহাম্মদ ইউনুস

৫) ফজলে হাসান আবেদ

৬) অং সান সুকি

৭) হেলমুট কোল



Bill Clinton on leadership

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২৮

উদাস কিশোর বলেছেন: ভালা খবর !
যে দেশ কে উজ্জল করে দেশের বাইরে ! তাকে বাঁশ দেওয়া হয় বিভিন্ন উপায়ে ।
হায়রে মোর বাংলাদেশ :|

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: যে দেশে গুনি মানুষের কদর করা হয়না সেই দেশে গুনি মানুষ জন্মায় না; এই দেশে সম্মানিত মানুষ হলো শামীম ওসমানরা।

২| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০০

ভিটামিন সি বলেছেন: খাইছেরে!!! বোমা তো ফাটাইলেন পলাশ ভাই। এইবার আপনার ট্যাগ খাওয়া নিশ্চিত হয়ে গেছে। দেখেন একটু পরেই ঝাকে ঝাকে উড়ে আসবে আপনাকে ট্যাগ দেয়ার জন্য।

স্পিকার হইয়া লাভ কি? পরধান মুনতিরি হইয়া গেলাম।

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "স্পিকার হইয়া লাভ কি? পরধান মুনতিরি হইয়া গেলাম।"


মুই কি তাইলে রাষ্ট্রপতি হইয়া যামু নাকি =p~ =p~

৩| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: পরধান হইলেই লাভ, সে শুনলে কিন্তু আপনের কপালে খারাবি আছে!

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :P =p~

৪| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

এম এ কাশেম বলেছেন: কাউয়া চিনে ঘাউয়া কাট্টল
ভ্রমরা চিনে মধু
মুরুক্ষ জঞ্জালে চিনে
ডেকসি ভরা কদু,

কিছু বুঝেছেন কি?

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৫| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

মামুন রশিদ বলেছেন: ডক্টর ইউনুছ এবং স্যার ফজলে হাসান আবেদ কে নিয়ে গর্ব করি ।

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই মানুষ দুজনের দীর্ঘায়ু কামনা করছি।

৬| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

মদন বলেছেন: ক্লিন্টন একটা রাজাকার। হাসু আপা পৃথিবীতে নেতা নাম্বার ওয়ান।

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৭| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

রাজীব বলেছেন: ক্লিনটন যে রাজাকার সেটিতো প্রমানিত, কারন রাজাকাররাই মনিকাদের সাথে ,,,,,,, করে।

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৫

আমিনুর রহমান বলেছেন:



আমরাই শুধু তাদের সম্মান দিতে পারলাম না :(

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই, আমাদের ১৬ কোটি মানুষের ৮ কোটি ও যদি তাদেরকে সম্মান না করি তাতে করে তাদের কিছু যায় এসে যাবে না। বিশ্বের ৬০০ কোটি মানুষ ঠিকই তাদের সম্মান জানাচ্ছে।


তবে আমাদের দূর্ভাগ্য আমাদের দেশের সরকার তাদেরকে দেশের কল্যনে ব্যবহার করতে পারল না। সময় শেষ হয়ে যাচ্ছে। তারা অনন্ত কাল বেঁচে থাকবেন না।

দাত থাকতে দাতের মর্ম বুঝে না বাঙ্গালি এটাই চিরন্তন সত্য বলে শৈশব থেকেই শুনে আসতেছি।

৯| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

রাশেদ মোমিন বলেছেন: অফ টপিকঃ কামাল ভাই, আপনার ই-মেইল এড্রেসটা দেওয়া যাবে কি ? আমার কানাডা ভর্তি সম্পর্কে আরো কিছু জানার ছিল । আমার মেইল এড্রেস হল [email protected]

২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আনার মেইল ঠিকানা টা দিন আমি মেইল করব।

১০| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
সামরাজ্যবাদি চক্র লিডার সিলেক্সনে তাদের তল্পিবাহকদের কথাই ভাববে।

উনি দুইজন ভাড়াটে কশাই কেও লিস্টের প্রথম দিকে রেখেছেন।

ইসরাইলি কশাই আইজ্যাক রবিন আর রহিংগা নিধনের নেত্রী সুচি কোন গ্রাউন্ডে বিশ্বের চালক হয়? মহান নেতা হয়? লুচ্চ্যা কিলিনটনকে মানে কে?

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সারাদিন দালালি করে বেড়ালে ইতিহাস জানার সময় পাবেন কখন।
আইজাক রবিন কে সেটা পূর্বে জানার চেষ্টা করুন। কেনই বা অং সান চুকিকে সেই লিস্টা রেখেছে সেটা উপরোক্ত পোষ্টে গিয়ে পড়ুন।

আপাতত নিচে যে ছবিটা দিলাম সেটা ২ প্যাকেট কিনে নিয়মিত খাওয়া শুরু করেন। আপনার জন্য না আমি চিন্তিত আপনার অনাগত সন্তানের কথা ভেবে। আপনার সন্তানটা যেন আপনার মতো মানসিক প্রতিবন্ধি না হয়।



১১| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

রাশেদ মোমিন বলেছেন: আমি ইমেইল এড্রেস দিয়েছিলাম , কিন্তু কেন যে দেখাচ্ছে না বুঝতে পারছিনা । যাইহোক আপনাকে শুধু আমার ইউজার নেইম টা দিচ্ছি আপনি কাইন্ডলি এট দি রেট অফ ইয়াহু ডট কম এড করে নিয়েন ।
rashed_phy_ru

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.