নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

"সু-সময়ে বন্ধু বটে অনেকেই হয় !!! অসময়ে হায় কেউ কারো নয় !!!

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২২





মাত্র ২ বছর পূর্বে গত এশিয়া কাপে বাংলাদেশ জিতে যাচ্ছে এই রকম সময়ে প্রধানমন্ত্রী প্রায় প্রত্যেকটা ম্যাচে উপস্থিত হতেন। মতিয়া চৌধুরী দাবী করলেন আওয়ামীলীগ সরকারে আছে বলেই এই সাফল্য।



ভাগ্যের কি নির্মন পরিহাস ২ বছর পরের এশিয়া কাপে বাংলাদেশের জেতার সম্ভাবনা জাগে না, অথবা ক্রিকেট বির্ডের কর্মকর্তারা আগেই প্রধানমন্ত্রীকে জানিয়ে রেখেছেন এই দলের জেতার সামর্থ নাই; তাই প্রধানমন্ত্রীকেও গ্যালারীতে দেখা যায় না; মতিয়া চৌধুরী দাবী করেনা ক্রিকেট দলের এই ব্যর্থতার দায় আওয়ামীলীগ সরকারের।



বিঃদ্র: গালা-গালি মুক্ত আলোচনা চাই।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

বটবৃক্ষ~ বলেছেন:



ও! এইজন্যেইতো আমরা আজকে জিত্তে পারিনাইঈ!! এতোক্ষনে বুঝলাম!!

:(

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই জিততে পারি নাই সেটা বড় ব্যপার না ব্যাপার হলো আমরা এই দুর্দিনে টাইগারদের পাশে আছি কি না?

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দাদাদের কথার বাস্তবায়ন করার জন্য এর চেয়ে ভাল কৌশল আর কি হতে পারে ? পুরো টিম সিলেক্সনটাইত আমি মনে করি অন্তত তাই বলে। তাছাড়া খেলাগুলো দেখেন ভারতের বিপক্ষে জেতা ম্যাচটায় হঠাৎ করে মুশফিকের বোলার সিলেকশনে পরিবর্তন যেখানে প্রথম দিকের দুই বোলার দুর্দান্ত বোলিং করছিল সেখানে তাদের অফ করে দেয়া হলো তারপর আজকের ম্যাচে টচ জিতেও ব্যাট না করা আর আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্ত প্রমান করে গভীর কোন ষড়যন্ত্রের নীল নকশার কথা। এমনকি সাকিবকে এই মুহূর্তে এমন শাস্তি দেয়া যেখানে শুধু জরিমানা করলেই হত অথচ সাকিব তার ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। আবার আজকে মাশ্রাফিকে বসিয়ে রাখল ইনজুরির দোহাই দিয়ে।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মনে করতে চাই না যে এখানে কনসপিরেসি আছে। তার পরেও মনে কিন্তু এসে যায় গত এশিয়া কাপে ভারতের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়াটা তারা কি ভুলে গেছে???

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:১৭

নিশাত তাসনিম বলেছেন: এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখতে মাননীয়া বিরোধী দলীয় নেত্রী ও গিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী তখন ইঙ্গিতে বলেছিলেন " মাত্র 2 টা রানই তো । তিনি না গেলে হয়তো .................. অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছিলেন খালেদাজিয়া খেলা দেখতে গিয়েছিলো বলেই বাংলাদেশ হেরেছে।


শাস্তি দেওয়ার জন্য নয় ভারতের সাথে যেন বাংলাদেশ জিততে না পারে সেজন্যই সাকিবকে ৩ ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে কিনা সেটা এখনোই ভাবতে হবে।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাকিব যে অপরাধ করেছে সেটার জন্য ১ ম্যাচ সাসপেন্ড করাই যথেষ্ট। কিন্তু ৩ ম্যাচের জন্য সাপেন্ড করাটা কেন যানি কনসপিরেসি মনে হচ্ছে।


৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ২:৩৮

ওয়ান ডাউন বলেছেন: মোস্তফা কামাল পলাশ @তুই একটা ফার্স্ট ক্লাস ছাগল বুঝা গেলো।

কান্ডারি অথর্ব@গাধার বাচ্ছা তোর মাথায় চুল নাই কেন জানিস?তুই বেশি বুঝিস।তোর বউ কেনো চলে যায় এইবার বুঝা গেলো।

নিশাত তাসনিম @নিক পাল্টাইলে হবে?তুমি সামুতে ছাগু ছিলা ছাগু থাকবা।

বটবৃক্ষ~ @ভাগ্য ভালো আপনার সামুর সেই দিন নাই।না হলে ছুপা ছাগুগিরি আপনার করতে হতোনা।
আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কোন দল সাপোর্ট করেন?করলে সেটা কি জামাত নাকি বিএনপি?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৫| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫

পদ্মা_েমঘনা বলেছেন: @ ওয়ান ডাউন- গোঁফ দেখে শিকারী বিড়াল চেনা যায়! ভাষা দেখে পরিবার চেনা যায়! তোমার সমস্যাটা কি? দল জিতলে যদি দাবী (হাস্যকরভাবে) করা যায় তেনারা ক্ষমতায় তাই দল জিতেছে তবে দল হারলে এর দায়ভার নেবে না কেন? তোমার বাপ পাপন কবে, কোথায় ক্রিকেটের সাথে জড়িত ছিল? সে কোন ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডের? এর আন্ডারে দলের এ অবস্থা হবে এ আর আশ্চর্য কি!


উচিত কথা বললেই ছাগু, ছুপা ছাগু আর কতদিন রে গাধার বাচ্চা? আয়নায় নিজের চেহারাট দেখ। কেমন গাধার মত দেখা যায়?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "গোঁফ দেখে শিকারী বিড়াল চেনা যায়! ভাষা দেখে পরিবার চেনা যায়! "

আমি আর কিছু বললাম না যা বলার আপনিই বলে দিয়েছেন।

৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ওয়ান ডাউন কে লাইক দিলাম!

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: রতনে রতন চিনে হাসান কালবৈশাখি চিনে তার বন্ধু। তাইতো বন্ধুর মতো আপনাকেও দিলাম।


৭| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৬

আমিনুর রহমান বলেছেন:




পলাশ, তুমি দেখি আজকাল তোমার বাড়ীতে গরু-ছাগল পালা শুরু করেছো। উপরে একটা তৃতীয় শ্রেনীর রামছাগলকে ব্যা ব্যা করতে দেখছি :P


@হাসান কালবৈশাখী, আপনি মনে প্রানে আওয়ামী লীগ সেটা দেখে আমার ভালোই লাগে কিন্তু কারো ভাষা দেখে যার বংশের পরিচয় মিলে আপনি তার কমেন্টে লাইক দিলেন। তাতে আপনার প্রতি যে শ্রদ্ধাটুকু বেচে ছিলো তা উভে গেলো। আরো একবার পড়ুন ওয়ান ডাউনের কমেন্ট। তারপর ভাবুন। ভালো থাকবেন।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই, এইডা সেই একই ব্যক্তি যে নীলফামারী থেকে কম্বল বিতরন করে আসার পরে কান্ডারী অথর্ব ভাইয়ের পোষ্টে ল্যাদাইছিল।


আজকে আবার ল্যাদানো শুর করেছে। আমি পারতাম তার মন্তব্য মুছে ব্লক করতে কিন্তু আমি চাই সকলে দেখু ও জানুক এদের পরিচয়।



৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

একজন আরমান বলেছেন:
রাজনৈতিক পোষ্ট ! পর্যবেক্ষণে রাখলাম !

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আরমান ভাই,

জর্জ বুশের বিখ্যাত উক্তির কথা মনে আছে =p~ :P ;)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাবি কি রান্না-বান্না করে খাওয়াইতেছে কিছুই তো জানবার পারতেছি না ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.