নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ঘটনার ২ বছর পরেও পুলিশ সনাক্ত করতে পারে নাই সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ হোস্টেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার আসামীদের

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১





শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ বছর পরা-লেখা করার পরেও যতটুকু না নিজের ক্যাম্পাসের প্রতি ভালবাসা জন্মেছিল তার চেয়ে বেশি ভাল লাগত সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাস।



সিলেটে থাকাকালীন যে মানুষগুলো আমার কাছে ঘুরতে গেছিল আমি তাদেরকে এই ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চান্স মিস করি নাই। আমি সব সময় পরিচিত মানুষদেরকে বলতাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর কলেজ হলো এমসি কলেজ ক্যাম্পাস।





২০১২ সালের ৮ই জুলাই যেদিন ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রলীগের আক্রোশের বলি হলো এমসি কলেজ হোস্টেল সেদিন নিজের অজান্তে চোখের কোনে পানি জমে গিয়েছিল।







মনে করেছিলাম যেহেতু শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আবুল মাল আব্দুল মুহিত এই কলেজ থেকে পড়া-লেখা করেছে তাই অপরাধীদের শাস্তি হবে। ঘটনার দুই বছর পরে আজকে পেপারে পড়লাম পুলিশ নাকি অপরাধীদের খুজে পায় নাই।







সিলেটের বন্ধু-বান্ধবরা দেখেন তা নিচের ছবির মানুষগুলোকে চিনতে পারেন কি না???



















মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

উপপাদ্য বলেছেন: রাজনৈতিক হিংসায় পুড়ে যাওয়া আমার সোনার ক্যাম্পাস। দূর্ভাগ্য এ জাতির।
অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাম্পাসে, এই ছাত্রাবাসে।

"আইনের শাসন" নিয়ে আগে মানুষ কথা বলতো, সোচ্চার হতো, আর বর্তমান শোষনামলে "আইনের শাসন" শব্দ দুটি মুখে আনতেও ভয় পায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আইনের শাসন" নিয়ে আগে মানুষ কথা বলতো, সোচ্চার হতো, আর বর্তমান শোষনামলে "আইনের শাসন" শব্দ দুটি মুখে আনতেও ভয় পায়। "

আপনার মন্তব্যের সাথে একমত।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: জানিনা, এই আদিম উল্লাসের পেছনের কারণ । পরের দিনই ছুটে গিয়েছিলাম, তখনো ধিকিধিকি জ্বলছিল প্রিয় হোস্টেলের বাংলোটাইপ দালানগুলো । পুড়ছিল শত বছরের ঐতিহ্যের সাথে মিশে থাকা মানুষদের হৃদয় । ৮৮-৯০ দুই বছরের হোস্টেলবাস, নির্দ্বিধায় আমার জীবনের অন্যতম সেরা সুন্দর সময় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: যেনে খুশি হলাম যে আপনার সৌভাগ্য হয়েছিল এই কলেজে পড়ার ও হোস্টেলে থাকার।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

বোধহীন স্বপ্ন বলেছেন: জানি না কবে তাদের ঘুম ভাংবে

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন দিন কোন সময় বা কোন যুগেও তাদের খুঁজে পাওয়া যাবে না। এটাই সত্য, নির্মম সত্য।





ধন্যবাদ। ভালো থাকবেন। নিরাপদ থাকবেন।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

মদন বলেছেন: Joybangla

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

সান বাংলা বলেছেন: এখন জয় বাংলা বলে আগে বাড়ো..........

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:

কি যে বলেন ভাইয়া, কেচো খুড়তে সাপ বেরিয়ে যাবে না

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:

কি যে বলেন ভাইয়া, কেচো খুড়তে সাপ বেরিয়ে যাবে না

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠাকুর ঘরে যে কেষ্ট!!!!

ধরলেতো শাখের করাতে পড়বে- তাই পিছলামি X(( X((

আর ভানিটিব্যাগ চুরিতে মন্ত্রীকে আটকাতে সময় লাগে না!!!!অথচ এতবড় অপরাধীদের খুঁজে পায় না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

নিশাত তাসনিম বলেছেন: ছাত্রলীগ মানে কি ? আওয়ামীলীগের অঙ্গসংগঠন । আওয়ামীলীগ মানে কারা? বর্তমান সরকার। বর্তমান সরকার বর্তমান সরকারের লোকজনকে গ্রেপ্তার করবে আপনার মাথায় এই চিন্তাই বা আসলো কি করে?

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

আরুশা বলেছেন: রাজনৈতিক হিংসায় পুড়ে যাওয়া আমার সোনার ক্যাম্পাস। দূর্ভাগ্য এ জাতির।
হৃদয়বিদারক ঘটনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.