নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

একজন প্রবাসী পিএইচডি ছাত্রের ঈদের দিনের কর্ম তালিকা :(( :(( :((

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

সকাল ৮ টা:

===========

পিঠে ৫ কেজি ওজনের বিশ্ববিদ্যালয়ের ব্যাগ চড়িয়ে বাসা থেকে ৬ কিলো মিটার দূরত্বে একটি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হওয়া ঈদের নামাজের জন্য



সকাল ৮:৩০ মিনিট:

=============

৩০ মিনিটের মধ্যে ঈদের নামাজ শেষ করে সেখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়া ৯ টায় ১৫ মিনিটের মধ্যে



সকাল ৯:৩০ মিনিট:

===========

ক্লাসে উপস্থিত হয়ে পুরো ৩ ঘণ্টা ৩০ মিনিট জ্ঞান বিতরণ।



দুপুর ১ টা:

=======

কুরবানির উদ্দেশে ৩০ কিলোমিটার দূরে একটি গরুর ফার্মের উদ্দেশ্যে রওনা দেওয়া। গতবার সকাল ৯ টায় গিয়ে মাংস নিয়ে বাসায় ফিরেছিলাম রাত ১০ টায় এবার কয়টায় ফিরব আল্লাহ জানে।



আমরা গরু কুরবানি করি কেমন করে জানেন???;););)



ঠিক যেমন করে গুলি করে পাখি মেরে তা জবাই করা হয় ঠিক তেমন করে।

আর গরুর চামড়া ছিলানো হয় যেমন করে ছাগলের চামড়া ছিলানো হয়। অর্থাৎ, গরু জবাই করার পরে তা ক্রেন দিয়ে ঝুলানো হয়। এর পর চামড়া ছিলানো হয়। গুরুর হাড় কাটা হয় স-মিলে যে ব্লেড দিয়ে কাঠ কাটা হয় সেই রকম ইলেকট্রিক করাত দিয়ে B-)B-)B-)



*****************************

সবাইকে ঈদ মোবারক

*****************************

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

মাহবু১৫৪ বলেছেন: এরই নাম জীবন ভাই

হ ম ম।। গরু জুবাই করার প্রসেসটা প্রবাসে বেশ প্রশ্নবিদ্ধ। /:)

ঈদ মুবারাক

আপনি জ্ঞান বিতরণ করতে যাবেন নাকি আহরণ করতে যাবেন?

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আহরন হইলে তো ফাঁকি দিতে পারতাম কিন্তু কাজটা হইলো বিতরণ। অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের একটা ল্যাবে টিচার হিসাবে কাজ করতে হয়।

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক ইরফান ভাই।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

শান্তির দেবদূত বলেছেন: ঈড মোবারক ভাই।
সে তুলনায় আমরা এখানে বেশ ভালোই ঈদ কাটাই, একেবারে দেশের মতোই। শুধু কাছে আত্মিয় স্বজনরা থাকে না আর কী :) :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এটাই পার্থক্য ছাত্র জীবন ও চাকুরী জীবনের।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঈদ মোবারক !

হুম বিদেশের ইদ ...................... :(

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

জেনারেশন সুপারস্টার বলেছেন: আসলেই কেমনে কোরবানি করে একটু বিষদ বর্ণনা দিলে ভালো হইত।একবার শুনসিলাম আমেরিকায় মেশিন আছে।কাহিনী কি?

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাসার কম্পিউটার থেকে ছবি আপলোড নিচ্ছে না আগামীকাল কুরবানি থেকে ফিরে ছবি আপলোড দিব। দেখতে পাবেন আমরা কিভাবে কুরবানি করি আমেরিকা ও কানাডায়।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

প্রফেসর সাহেব বলেছেন: ঈদ মোবারাক

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দুঃখিত দেরিতে ঈদ মোবারাক

৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

কালোপরী বলেছেন: ঈদ মোবারক

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দুঃখিত দেরিতে ঈদ মোবারাক

৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

এইচ ইউ রোকন বলেছেন: অন্য ধরণের অভিজ্ঞতা ।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই অবিজ্ঞতা হচ্ছে গত ৫ বছর ধরে।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কঠিন ঈদ!

তবু ভালো থাকুন প্রবাসে...
ঈদ মোবারক।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

আমাবর্ষার চাঁদ বলেছেন: ঈদ মোবারক ভাই............... :D


গরু কাটার সিস্টেম পইড়া ভয় পাইছি.............. B:-)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ছবি দেখলে তো খাটের নিচে লুকাইবে :)

১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

শামীম সুজায়েত বলেছেন: পরিবার-পরিজন, আত্নীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ সকল শুভাকাঙ্খীকে ছেড়ে দূর পরবাসে ঈদ করা সত্যি খুব কষ্টকর। তারপরও যদি দেখা যেতে এই উৎসব ঘিরে আলাদা আমেজ রয়েছে সর্বত্র, তাহলেও মনটা হয়তো শান্তি পেতো কিছুটা্। কিন্তু সে অবস্থা আপনার ওখানে নেই বলেই মনে হচ্ছে।

ভাল ভাবে কাটুক আপনার সময়। দেশে ফিরে পুশিয়ে নিয়েন।

ঈদ মোবারক।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রবাসী ছাত্রদের ঈদ এই রকমই।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আপনি তো ভাই তাও ভালই কাটাচ্ছেন, আমার অবস্হা আপনার মত ভাল না। কুরবানী দেশে আগামীকাল হবে ইনশা আল্লাহ, অথচ আমার এখানে আজ ঈদ :( আর ঈদের দিনও মিটিং, সেমিনার এবং প্রজেন্টেশন দিয়ে। ঈদের নামাজ পড়ছি ৭০ কিলোমিটার দূরে গিয়ে মসজিদে। সব থেকে কস্টের ব্যাপার ঈদের উপলক্ষে কোন কিছু খাইতে পারি নাই এবং কেউ দাওয়াতও দেয় নাই :((

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার অবস্হাতো আমার চেয়েও করুন।


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: কষ্টদায়ক!
আপনাকে ঈদ মোবোরক। !:#P !:#P

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ঈদ মোবারক । ভাল থাকবেন।কষ্ট লাঘব হোক। সুখে ভরে যাক জীবন। :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সেলিম ভাই, আপনাকে ধণ্যবাদ সেই সাথে দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক ভাই :(

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

অন্ধকারের রাজপুত্র বলেছেন: আমি ঈদ নামাজ থেকে এসেই ঘুম দিসি..
আম্মুকে বলে দিসিলাম কেউ যাতে না ডাকে...
একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন বাজে সাড়ে পাচটা ..

প্রবাসে দেশের ঈদের আমেজের ছিটেফোটাও নেই... তাই আমার জন্য ঘুমটাই বেস্ট অপশন !
ঈদ মোবারক :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ঈদের দিনে ঘুম সেই কথা কি আর বলতে হয় :)


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রবাসের ঈদ যেন সুখের থেকে অনেক বেশী কষ্টেরই! :)


আম্মুকে খুব মিস করেছি আজ, ঈদ মোবারক ভাই।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাবা-মা ছেড়ে ঈদ করা বড়ই কষ্টকর।


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

ঈদের দিনেও জ্ঞান চর্চা...তা আহরণ বা বিতরণ যাই হোক :( :((

থাক মন খারাপ করবেন না :(

আপনার কোন ভয় নাই
আমরা আপনার পাশে নাই ! !:#P

থুক্কু :P

আমরাতো আছিই আপনার শুভকামনায় ... :D

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে কবর পর্যন্ত সুতরাং ঈদের দিন বাদ যাবে কেন???


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সকাল ৮:৩০- সাড়ে ১১ টা ক্লাস, তারপর ব্রেকফাস্ট/ লাঞ্চ, তারপর পড়ালেখা।

ঈদ মুবারাক।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি তো দেখি মা-বাবার রাম গরুর ছানা। পড়া-নেকা ছাড়া কিছুই করেন না। =p~ :P :P


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

২০| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: ঈদ মোবারক ভাই । আপনার ঈদ ভালো কাটুক ।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ শুভ কামনার জন্য সেই সাথে দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

২১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: হা এটাই পিএইচডি ছাত্রের ঈদের দিনের কর্ম তালিকা । আমার সুপারভাইসর ছুটি দিয়া দিতো। ওরে আবার ডিনারে দাওয়াত দিতাম পুরা ল্যাব নিয়া।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কন কি আপনি? প্রফেসর ঈদের দাওয়াত খাইত আপনার বাসায়?

কোন দেশের ছিল?


দুঃখিত দেরিতে ঈদ মোবারাক বলার জন্য।

২২| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪২

শিপন মোল্লা বলেছেন: সব শেষ ভীরের পরে আমি এলাম ঈদ মোবারক জানাতে ভাই।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তাই তো আমি আরও পরে ঈদ মোবারক বললাম =p~ :P

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

নীল_সুপ্ত বলেছেন: আমি তো আরো পরে এসে ঈদ মোবারক জানাচ্ছি :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই জন্য আমি আরও-আরও পরে ঈদ মোবারক বললাম :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.