নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

বাণিজ্যিক ভাবে টমেটো গাছের নিচের অংশে আলু ও উপরের অংশে টমেটো ফলিয়ে আর একটি কৃষি বৈজ্ঞানিক বিপ্লব ঘটাল যুক্তরাজ্যের কৃষি গবেষণা ফার্ম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯





বাণিজ্যিক ভাবে টমেটো গাছের নিচের অংশে আলু ও উপরের অংশে টমেটো ফলিয়ে আর একটি কৃষি বৈজ্ঞানিক বিপ্লব ঘটাল যুক্তরাজ্যের কৃষি গবেষণা ফার্ম Thompson and Morgan







পূর্বে আলু গাছের সাথে টমেটো গাছের কলম লাগিয়ে দুটি ফল একই সাথে উৎপন্ন করা হলেও এবারই প্রথম একটি গাছে ফলানো হলো দুটি শস্য। টমেটো গাছে মাটির নিচে ফলবে আলু ও উপরে গাছের কাণ্ডে ধরবে টমেটো।







গাছিটি নামকরণ করা হয়েছে টমেটো ও আলুর ইংরেজি নাম পটেটো মিলে টমটেটো (TomTato)



উৎপন্ন দুটি শস্যরই খাদ্যগুণ পরীক্ষা করে দেখা গেছে গুন গত মানের উৎকৃষ্টতা নিশ্চিত করা হয়েছে।



আসুন Thompson and Morgan ফার্মের জন্য শুভ কামনা করি।







তাদের আবিষ্কৃত এই প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে পারে আগামী শতাব্দীতে ১০০০ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা। বেঁচে যেতে পারে কোটি-কোটি মানুষের জীবন।



সুত্র : 'TomTato' tomato and potato plant unveiled in UK

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: খাদ্য ঘাটতি মোকাবেলায় এ এক অভাবনীয় সাফল্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাবতেই ভয় লাগে আগামী ১৫ বছর পরে বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি হলে কোথা হতে খদ্যের যোগান আসবে। কৃষি জমী যেভাবে কমতেছে তা চিন্তা করলে মাথা ঘুরে।


আপনাকে ধণ্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি বিশাল এক বিপ্লব, আমাদের দেশে এইটা অতি দরকারী, আমেরিকানরা আমাদের দিবে নাকি ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পেটেন্ট এর কারণে প্রথম কিছু বছর হয়ত বীজ কিনে চাষাবাদ করতে হবে এর পরে হয়ত ফ্রি পাব সেই প্রযুক্তি; ঠিক উচ্চ ফলনশীল জাতের ধান বীজের মতো।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত যুক্তরাজ্যকে আমি আমেরিকা বলে ফেলেছি :((

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: :P :P

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

এহসান সাবির বলেছেন: বাহ্ বেশ তো.....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যঁ খবরটি চমকপ্রদ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

মানুষ চাইলে কি না করতে পারে ? এভাবে যদি সবাই মানুষের কল্যাণে এগিয়ে আসত :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এভাবে যদি সবাই মানুষের কল্যাণে এগিয়ে আসতো"

পরিবর্তন প্রতিদিন প্রত্যেক মানুষ দিয়ে হয় না। সেটা কালে-ভাদ্রে দুই একজন মানুষ দিয়েই হয়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

বশর সিদ্দিকী বলেছেন: আমি কাঠাল গাছে কদু ফলানোর চেস্টা করতেছি। খারান হইলেই আপনাগোরে দাওয়াত দিমু নে। তখন দেইখেন নুবেল পাওয়া আমারে ঠেকায় কে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: X(( X(( X((

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!! দারুণ তো!!!! টমেটো আলুগুলা দেখতেও সুন্দর হইসে। এমন একটা গাছ যদি বানানো যাইত যেইটাতে সব ফল ধরবে, তাইলে খুব ভালো হইত। B:-) B:-) B:-)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

আমি ইহতিব বলেছেন: দারুন খবর, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.