নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর কনিষ্টতম জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ১৪ বছর বয়ষ্ক জেকব বার্নেট, সংবাদ মাধ্যম বিবিসি ইতিমধ্যেই মন্তব্য করেছে পদার্থ বিদ্যায় ভবিষ্যৎ নোবেল পুরষ্কার বিজয়ী হিসাবে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩১





জন্মের ২ বছর পরে পরীক্ষা করে যে ছেলেটির সম্বন্ধে ডাক্তারদের পর্যবেক্ষণ ছিল একজন মানসিক প্রতিবন্ধী; পড়তে বা কথা বলতে পারবে না।







ছেলেটি যে দিন কথা বলা শুরু করল সেদিন থেকে ৪ টা ভাষায় কথা বলা আরম্ভ করল। সাড়ে ৩ বছর বয়সে সেই ছেলেটি অবাক করে দিয়েছিল জ্যোতিঃ পদার্থবিজ্ঞানীকে যখন তার মা তাকে নিয়ে গিয়েছিলেন একটি বিজ্ঞান যাদুঘরে। সেই বয়সে সে উত্তর দিয়েছিলেন পৃথিবীর, মঙ্গল গ্রহ বিষয়ক প্রশ্নের।







সেই ছেলেটি ১১ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ১৪ বছর বয়সে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে।





১৪ বছর বয়সে মাস্টার্সের পাঠ নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে কম বয়সী জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হিসাবে।







অনুমান করা হচ্ছে জেকোব যার বর্তমান আই কিউ লেভেল ১৭০ এই শতাব্দীর সেরা বৈজ্ঞীক আইনস্টাইন এর চেয়েও বেশি মেধাবী। সংবাদ মাধ্যমে বিবিসি ইতিমধ্যেই মন্তব্য করেছে পদার্থ বিদ্যায় ভবিষ্যৎ নোবেল পুরষ্কার বিজয়ী হিসাবে। বিবিসি প্রকাশ করেছেন সরাসরি ইন্টার্ভিউ। বিবিসি এর খবরের টাইটেল ছিল



"Autistic teenager tipped for Nobel Prize"







তাকে নিয়ে বিশেষ আর্টিকেল প্রকাশ করেছেন বিখ্যাত ব্লগ হাফিংটন পোষ্ট, কানাডার সি বি সি টেলিভিশন। তাকে নিয়ে করা হাফিংটন পোষ্টের টাইটেলটি নিম্নরূপ



"Jacob Barnett, 14-Year-Old With Asperger's Syndrome, May Be Smarter Than Einstein"



বর্তমানে সে অধ্যয়ন করছেন কানাডার ওয়াটারলু শহরের বিখ্যাত পেরিমিটার তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউটে । পেরিমিটার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউট হিসাবে ধরে নেওয়া হয়।



এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউটি প্রতিষ্ঠা করেছেন ব্লাকবেরি মোবাইল কোম্পানির প্রতিষ্টাতা মাইক ল্যাজার্ডি। যিনি আমার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস না করা ছাত্র। যিনি ব্লাকবেরি মোবাইল কোম্পানি প্রতিষ্ঠার জন্য চতুর্থ বর্ষ ২য় সেমিষ্টার শেষ না করেই বিশ্ববিদ্যালয় শেষ করেন।

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

খেয়া ঘাট বলেছেন: একমাত্র মেধাবীরাই পৃথিবীতে কর্তৃত্ব করুক। দারুন একটা পোস্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কিন্তু সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। |-) |-) :P

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রোফেসর ন্যাশও তো এরকম উইন্ডোর গ্লাসে ম্যাথ করত।

চমৎকার। ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ছেলেটা অসাধারন।


আপনাকে ধন্যবাদ স্বর্ণা

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় জ্ঞান বিজ্ঞানকে অনেকদূর এগিয়ে নেয়ার জন্য। হয়তো এমনই একজনকে আমরা পেতে যাচ্ছি একজন বিজ্ঞানী হিসেবে। জ্যাকবের জন্য অনেক শুভ কামনা এবং খবরটি জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ পলাশ ভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি রূপ কথার গল্প

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যাঁ সত্যই রুপ কথার গল্প। ভিডিও গুলো দেখুন বুঝতে পারবেন কি রকম মেধাবি।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

হাফিজুর রহমান মাসুম বলেছেন: চমৎকার!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মেধার জয় হোক। আশা করি সে বিজ্ঞানকে এগিয়ে নেবে।

কিন্তু স্টিফেন হকিং নোবেল প্রাইজ পাননি !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা এটাই কামনা করি। বিজ্ঞানকে এগিয়ে নেবে আরও অনেক দূরে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

হাছুইন্যা বলেছেন: টাশকিত হইলাম :-/

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: B:-) B:-) B:-/

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এমন মেধাবী এখনও আছে বলেই পৃথিবীটা এখনও বসবাসের উপযোগী রয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাকরছি এই শতাব্দিতে আমরা আর একজন আইনস্টাইন পাব।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
QUOTE


জন্মের ২ বছর পরে পরীক্ষা করে যে ছেলেটির সম্বন্ধে ডাক্তারদের পর্যবেক্ষণ ছিল একজন মানসিক প্রতিবন্ধী; পড়তে বা কথা বলতে পারবে না।

ছেলেটি যে দিন কথা বলা শুরু করল সেদিন থেকে ৪ টা ভাষায় কথা বলা আরম্ভ করল। সাড়ে ৩ বছর বয়সে সেই ছেলেটি অবাক করে দিয়েছিল জ্যোতিঃ পদার্থবিজ্ঞানীকে যখন তার মা তাকে নিয়ে গিয়েছিলেন একটি বিজ্ঞান যাদুঘরে। সেই বয়সে সে উত্তর দিয়েছিলেন পৃথিবীর, মঙ্গল গ্রহ বিষয়ক প্রশ্নের।

UNQUOTE




Can it be considered an example of INTUITION or Intuitive Knowledge, like revealed knowledge. (Quranic Knowledge)???




?4U

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার মস্তিষ্ক এখানে এসে হ্যাংকরেছে ভাইডি।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০

বশর সিদ্দিকী বলেছেন: আমাগের দেশেও এধরনের মেধাবি আছে। কিন্তু আমাদের ভয়ানক শিক্ষা ব্যবস্থা তাদের মেধা ধংশ করছে প্রতিনিয়ত। তাই আমরা বিজ্ঞানির পরিবর্তে কিছু সন্ত্রাস পাচ্ছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের দেশে মেধাবী ছেলে-মেয়ের অভাব নাই একথা ঠিক কিন্তু এই ছেলেটির মেধা স্বাভাবিক না।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আশাকরছি এই শতাব্দিতে আমরা আর একজন আইনস্টাইন পাব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, সেটাই কামনা করি।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এমন ছেলের জন্য 'নোবেল' খুব মামুলী ব্যাপার নয় কি???


শিরোনাম এভাবে হলে কেমন হতোঃ

বিস্ময় বালক! আইনষ্টাইনের জগত কি পাল্টে দেবে?

B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার প্রস্তাবিত শিরোনামটি গ্রহনযোগ্য।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আইনষ্টাইনের হাতে সরঞ্জাম ছিলো শুধু কাগজ, পেন্সিল ও মগজ।


ঐ বিস্ময় বালকের হাতে অতিরিক্ত আছে আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জামাদি ও তত্ত্বীয় ও প্রযুক্তিগত জ্ঞানের সুবিশাল ভান্ডার, যা' আইনষ্টাইনের হাতে ছিলো না।


নয় কি?



B-)

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

আম্মানসুরা বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: শিরোনাম এভাবে হলে কেমন হতোঃ

বিস্ময় বালক! আইনষ্টাইনের জগত কি পাল্টে দেবে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

হৃদয় রিয়াজ বলেছেন: তথ্যনির্ভর একটি পোস্ট। ভাল লাগল পড়ে। লেখককে ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাললাগাটি জানানোর জন্য ধন্যবাদ।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

শ্রাবণধারা বলেছেন: প্রথম ছবিটা কিছুটা স্টিফেন হকিংয়ের বালক বয়সের ছবির মত।
মেধার জয় হোক.............।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "মেধার জয় হোক............"

অবশ্যই মেধার জয় হবে। হতে হবে

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

রুপ।ই বলেছেন: মেধাহীনদের ভিড়ে এমন মেধাবীর খবর পড়ে মনটা খুশীতে ভড়ে উঠল । জয় হোক আগামী পৃথিবীর স্বপ্ন যারা দেখাবে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাকরি সেও নিউটন, আইনষ্টাইনের এর মত পৃথিবীর মানুষকে মনে রাখার মত অনেক কিছু দিয়ে যাবে।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

হিমেল সাহেব বলেছেন: অস্থির একটা পোলা ...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ =p~

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

খাটাস বলেছেন: অসাধারণ পোস্ট শেয়ারের জন্য ধন্যবাদ কামাল ভাই।
আইনস্তাইন তো পেয়েই গেছি, তাঁর চমক দেখার অপেক্ষায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও অপেক্ষায় থাকলাম আপনার সাথে সাথে।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের কতো মেধঅ না ঝড়ে যাচ্ছে!!!!!!

১৪ বছরে বিশ্ববিদ্যালয়!!!!

বেশী প্রশ্ন করলেই কয় ইচড়ে পাকা X( অল্প বয়সে বেশী বুঝৈ ;)

ধমক দিয়া চুপ করায়!!!!!

নিজেকে প্রকাশ করার কোন মাধ্যমই নেই, স্বীকৃতি তো দূর!!!

নইলে আমাদের এই মেধার বাঙ্গলায় কি আজ মেধার এত আকাল পড়ত ;)

মেধা আর মেধাবীদের জয় হোক। শুভ কামনা তার জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই,


দারুন একটা বিষয় তুলে ধরেছেন। এটাই হলো আমাদের শিক্ষকদের এিকটা মানসিক দৈন্যতা। প্রশ্নের উত্তর না জানলে ছাত্রদের রাগ দেখিয়ে বসিয়া দেওয়া।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সবাই কেবল মেধা মেধা করছে, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। পৃথিবীতে সব সময়ই কিছু পূণ্যাত্মা বিরাজ করেন। তাদের জন্যই আমাদের পথচলা এতো সহজ হয়েছে। এদের নিকট আমরা সব সময়ই ঋণী। এরা ক্ষণজন্মা। তবে সব সময়ই বিরাজ করতেন। আমরা হয়তো এভাবে ভেবে দেখিনি।

তার মঙ্গল যাত্রা বহুদূর এগিয়ে যাক এই কামনায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাইফুল ভাই,

আমিও আপনার সাথে একমত। বিধাতা মনে হয় নিজ হাতেই যুগে যুগে কিছু মানুষ সৃষ্টি করে মানব কল্যানে নিজেদের নিয়োজিত করবার জণ্য।


"তার মঙ্গল যাত্রা বহুদূর এগিয়ে যাক এই কামনায়।"

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: রিয়েলি গড গিফটেড ট্যালেন্ট

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যাঁ তার আই কিউ লেভেল দেখে আমারও সেটাই মনে হচ্ছে।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

টুম্পা মনি বলেছেন: চমৎকার! আসলে মেধাবীদের কেউ থামাতে পারে না এটা আরেকবার প্রমাণিত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার কথা সত্য যে "মেধাবীদের কেউ থামাতে পারে না " তবে তা বিকাশের জন্য একটা অনুকুল পরিবেশ লাগে।

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো, ভবিষ্যতের আইনস্টাইনের জন্য আগাম অভিনন্দন।

বাচ্চাটিকে দেখে ডাক্তারেরা যে মন্তব্য-মতামত দিয়েছিলেন তা পরে ভুল প্রমানিত হয়েছে। আমাদের দেশেও অনেক মেধাবী অটিস্টিক শুশু আছে। এই ছেলেটি উন্নত দেশে বড় হওয়ায় যে বিকাশের সুবিধা পেয়েছে তা আমাদের শিশুরা পায় না। "পাগল" তকমা নিয়ে অবাঞ্চিত জীবন কাটিয়ে দেয়। না হলে কে বলতে পারে আমরাও হয়ত এরকম অনেক উজ্ঝ্বল মেধাবী পেতে পারতাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও বিশ্বাস করি যে আমাদের দেশেও এরকম অনেক ছেলে মেয়ে আছে। অনুকুল পরিবেশের অভাবে তারা সমাজকে কিছু দিতে পারে না। বরং অবহেলার কারনে তারা হয়ে উঠে সমাজের বোঝা।

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল মেধাবির কথা জেনে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

এম বি ফয়েজ বলেছেন: ১৪ বছরে পদার্থ বিজ্ঞানী! দারুন খবর। প্রতিবেদনটির জন্য অসংখ্য ধন্যবাদ। জেকব বার্নেট এর চিন্তা শক্তি যেন আমাদের চিন্তার অনেক অনেক বাহিরে গিয়ে সমুদ্রকে মন্থন করে চক্রবাল রেখা স্পর্শ করে সে কামনা রহিল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অসাধারন মন্তব্য @ফায়েজ ভাই

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

যেনী বলেছেন: valo laglo, aapnake onek thanks

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মেধার জয় হোক.............।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাকরি সেও নিউটন, আইনষ্টাইনের এর মত পৃথিবীর মানুষকে মনে রাখার মত অনেক কিছু দিয়ে যাবে।

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর পোষ্ট।
শেয়ার করার জন্য ধন্যবাদ।





মেধার জয় হোক!!!

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

প্রবাসী আমি বলেছেন: বাংলাদেশী কেহ এমন হতো যদি ।

৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

মিত্রাক্ষর বলেছেন: মাগো মা B:-) B:-)

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

জাকির সজিব বলেছেন: now i really believe GOD is there... JACOB was chosen by GOD.

SAME way our prophet muhammed (pbuh) was chosen for us.

EINESTEIN was chosen by God, same way Newton, HAWKING.


These people had tremendous contributions in this world.

I wish one day JACOB will deliver something special.

Someimes i feel so sad thinking wh. i was not chosen!

:)

৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন:
খুদে প্রতিভা!!!

৩৫| ০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৬

লিখেছেন বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.