নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ফার্মগেট বা গুলিস্তান ফ্লাই-ওভার এর উপর জোকের তেল বিক্রিকারি হকার ও আমেরিকান বিশ্বিদ্যালয় হতে ডক্টরেট করা ব্লগারের মাঝে পার্থক্য কি???

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

আপনি নিজের যোগ্যতার প্রমান দেন এই বলে যে আপনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। কিন্তু আপনি আবারোও প্রমাণ করলেন যে একটা অশিক্ষিত, মূর্খ আওয়ামীলীগ দলীয় কর্মীর সাথে আমেরিকান বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট করা আপনার কোন পার্থক্য নাই।



পূর্বের দিনের মত আজকে আবারও প্রমাণ করলেন তথ্যর সত্য মিথ্যা যাচাই যাচাই করার সামান্যতম যোগ্যতাও আপনি রাখেন না। তথ্য যাচাই নাকরে আজকে আবারও পোষ্ট দিলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল।



==============================================

আপনি কি জানেন না যে সংসদের প্রত্যকেটি এমপি, এমপি কোটায় ঢাকায় ফ্লাট ও প্লট পেয়ে থাকেন? প্লট বরাদ্দ পেয়েছেন ১৯৬ এমপি : এমপি কোটায় রাজউকের প্লট পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর ও ডা. মোদাচ্ছের

=============================================



আপনার পোষ্ট পরে মেনে নিলাম যে মুক্তিযুদ্ধে রাজাকারি করার জন্য গত বিএনপি সরকার নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল।



বিএনপি না হয় জামাতে ইসলামী এর সাথে জোট বদ্ধ ভাবে নির্বাচন করে ক্ষমতার এসেছিল তাই তাদেরকে প্লট দিয়েছিল কিন্তু চেতনা ব্যবসায়ী আওয়ামীলীগ সরকারের সাথে জামাতে ইসলামী এর এই ২০১৩ সালে কিসের পিরিত যে এক দিকে যেই দলের গুষ্টি উদ্ধার করে অন্যদিকে সেই দলের এমপি কে সরকারি প্লট বরাদ্দ দেয় ???



ব্লগার @বাচাল মানব এর সাথে আমিও আপনাকে জিজ্ঞাসা করতে চাই



আওয়ামীলীগ সরকার কর্তৃক জামাতের এম পি হামিদুর রহমান আজাদকে প্লট দেবার বিষয়ে আপনার মতামত কি ?



বর্তমান আওয়ামীলীগ সরকার জামাতে ইসলামী এর এমপি হামিদুর রহমান আজাদকে প্লট দিয়েছে।



আপনার কাছে বিনীত ভাবে জানতে চাই



=============================================

মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে যুদ্ধ করার জন্য বর্তমান আওয়ামীলীগ সরকার জামাতে ইসলামী এর এমপি হামিদুর রহমান আজাদকে প্লট দিয়েছে ?

=============================================



আপনার পোষ্টে করা আমার মন্তব্যের [যা আপনি মুছে দিয়ে আমাকে ব্লক করেছেন] প্রতি উত্তরে আপনি বলেছিলেন যে সংসদে মন্ত্রী বলেছে তাই আপনি সেই কথা বিশ্বাস করে ব্লগে লিখেছেন।



এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি



ধরে নিলাম আগামী মাসে দেশে ফিরেছেন। ঢাকা শহরের ফার্মগেট বা গুলিস্তান ফ্লাই-ওভার এর উপর দিয়ে চলার সময় শুনতে পেলেন একজন হকার আপনাকে দেখে উচ্চ কণ্ঠে বলছে



"হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি, এই জোকের তেল যদি আপনার যৌনাঙ্গে লাগান তবে তার চিকন স্বাস্থ্য মোটা হইয়া যাইবে এক রাতের মধ্যে; সেই সাথে পাইবেন ঢাকা-লন্ডন ফ্লাইটের মত বিরতিহীন সার্ভিস।"



হকারের উপরোক্ত কথাগুলি ফার্মগেট বা গুলিস্তান ফ্লাই-ওভার এর উপর দিয়ে চলাচলকারী প্রত্যেক মানুষই কোন না কোনদিন শুনেছেন আমি হলফ করেই বলতে পারি।



=========================================

ব্লগার ডাঃ আইজুর বিখ্যাত উক্তি Curious mind wants to know

=========================================



আপনি কি তাহলে সেই কথা শুনে এসে জোকের তেলের গুনাগুণ গাইয়া ব্লগে পোষ্ট দিবেন:



"চিকন স্বাস্থ্য মোটা করিবার জন্য জোকের তেল মালিশ করুন"



মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

নেয়ামূল হক বলেছেন: তলে তলে সবই হালাল লিখা আছে সহিহ্‌ আওয়ামী পিডিয়ায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কথায় আছে কৃষ্ন করলে লিলা খেলা; নেয়ামুল ভাই করলে দোষ =p~ =p~

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এখন আর জোকের তেল মাইরাও কাম হপে না ভাই ;)
ধূতি উম্মোচন পুষ্টে কষিয়া পিলাস

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

পথহারা সৈকত বলেছেন: আপনি কি তাহলে সেই কথা শুনে এসে জোকের তেলের গুনাগুণ গাইয়া ব্লগে পোষ্ট দিবেন:

"চিকন স্বাস্থ্য মোটা করিবার জন্য জোকের তেল মালিশ করুন"

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "চিকন স্বাস্থ্য মোটা করিবার জন্য জোকের তেল মালিশ করুন"

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রচারে: আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ধারী ব্লগার

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

গারো হিল বলেছেন: কিছুক্ষন পর কিছু হারুন এসে আপনাকে গালাগালিজ এবং স্বাধীনতা বিরোধী রাজাকার, ছাগু, জামাত শিবিরে ভূষিত করিবে তাহার চরিত্র উন্মোচন পোস্ট দেওয়ার কারনে :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: X( X(

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:



৫৭ ধারা আসতেছে তুমি অপেক্ষা কর তোমার খপর আছে :P :P :P
আমি ৫৭ ধারা শুনার পর থেকে মুখের মইধ্য কুলুপ দিছি ;) :D

আইচ্ছা সত্যি সত্যি চিকন স্বাস্থ্য মোটা করিবার জন্য জোকের তেল মালিশ করলে হবে তো ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই প্রবাদে আছে যে অপরের জন্য খাল খুরলে নিজেকেই সেই খালে পড়তে হয়। আওয়ামীলীগ সরকারের অবস্হা হবে তাই।

যে কালো আইন গুলো করতেছে সেই সকল আইন বর্তমান বিরোধীদলকে মোকাবেলা করতে হবে হয়ত বড়োজোর সর্বোচ্চ আগামী ২ বছর। এর পরে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলীগ কিভাবে ৫ বছর মোকাবেলা করবে সেই সকল আইন???

সরকার একটা মামলা করলেই তো বাইচা যাই। বিনা কষ্টে কানাডার নাগরিকত্বটা পাইয়া যাই অস্ট্রেলিয়া প্রবাসী সেই ছেলের মতো =p~ =p~ :P


৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

প্রকৌশলী আতিক বলেছেন: সুশিক্ষা যে জিনিশ তার বড়ই অভাব ঐ কলার গাছে। গালাগালি দিয়া আপনিও আপনার সমমনা স হব্লগারদের কাতারে আসতে পারেন মি: কলার ছাল। আপনার আর ঐ সকল আওয়ামী গে ব্লগারদের মধ্যে যদি পার্থক্য না থেকে থাকে তবে পোষ্টের করা প্রশ্নের উত্তর দেন।

তবে আনপি কলার ছাল, আর ছাগলের মধ্যে একটা সম্পর্ক আছে। জানেন তো?????

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ =p~

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

ভিটামিন সি বলেছেন: অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এখন আর জোকের তেল মাইরাও কাম হপে না ভাই
ধূতি উম্মোচন পুষ্টে কষিয়া পিলাস।

পলাশ ভাই, একেবারে বিচিওয়ালা কলা ভইরা দিলেন? জ্বলবো তো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ =p~ :P

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

ভোরের সূর্য বলেছেন: আর আপনার ভাগ্য ভাল যে কেউ আপনাকে এখনও গালাগালি করে নাই।আমি আপনাকে সম্পুর্ন অন্য কারণে ধন্যবাদ দিচ্ছি।একটি তথ্যবহুল লেখার জন্য।অন্ধ আবেগে নয় বরং বাস্তব সম্মত একটি লেখা।আমরা আসলে কোন তথ্য মিনিমাম যাচাই বাছাই না করেই হুট করে বিশ্বাস করি এবং মন্তব্য করি। আসলে কোন কিছু বলার আগে বা লেখার আগে আমাদেরকে দ্বায়িত্ববান হতে হবে আর নিজের ভুল স্বীকার করার মানষিকতা থাকতে হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ব্লগীয় গালিবাজরা ভাল করেই জানে যে শক্ত মাটিতে বিড়াল হাগে না। বিড়ালের পছন্দ নরম মাটি।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চুপাচাপ প্লাস দিয়া গেলাম পলাশ ভাই। সেইরকম লিখছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কান্ডারী ভাই,

আমি কিছুতেই ভাবে পাই না কি ভাবে এই রকম বলদ মার্কা পোষ্ট দেওয়া সম্ভব এই রকম উচ্চ শিক্ষাধারী একজন মানুষের পক্ষে ???

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

চলতি নিয়ম বলেছেন: কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল, তা বাতিলের আবেদন জানানো হবে যদি এইটা মিথ্যা না হয় তাহলে আসল মলম বিক্রেতার খুজ আমরা পেয়ে গেছি।

মোরাল অফ দ্যা পোস্ট: রতনে রতন চেনে।



১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ব্লগার চলতি নিয়ম একদিন গুলিস্তান মোড় দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখতে জাচ্ছিল এমন সময় শুনতে পেলেন একজন হকার তাকে দেখে উচ্চ কণ্ঠে বলছে

"হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি, এই জোকের তেল যদি আপনার যৌনাঙ্গে লাগান তবে তার চিকন স্বাস্থ্য মোটা হইয়া যাইবে এক রাতের মধ্যে; সেই সাথে পাইবেন ঢাকা-লন্ডন ফ্লাইটের মত বিরতিহীন সার্ভিস।"

=========================================
ব্লগার ডাঃ আইজুর বিখ্যাত উক্তি Curious mind wants to know
=========================================

ব্লগার @চলিত নিয়ম খেলা দেখে ফেরার সময় চিকন স্বাস্থ্য মোটা করিবার নিমিত্তে এক বোতল জোকের তেল কিনিবে কি না সামু ব্লগ সমাজ জানতে চায়।


জানিয়া খুশি হইলাম যে সামু ব্লগে একজন জোকের তেল ব্যব হারকারি আছে। =p~ =p~ =p~

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: +++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.