নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

I Fucking Love Science! ;););) পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান বিষয়ক ব্লগটির নাম

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮





"কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। নিজের অর্জিত মেধা ও অর্থ তুমি কিভাবে খরচ করবে সেটা নিজের বিবেককে জিজ্ঞেস কর"



ছোট বেলায় এক শিক্ষক উপরোক্ত কথাগুলো বলেছিলেন একই জিনিসের ভাল ও মন্দ উভয় রকমের ব্যবহার নিয়ে। বিজ্ঞান নিয়ে কথা বলতে হলে নামের সামনে একটা ডক্টরেট ডিগ্রী থাকতে হবে নাহলে আপনার কথা কেউ শুনবে না এই ধরনা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন ২৩ বছর বয়সি তরুনী, জীববিজ্ঞানে অনার্স পাস করা কানাডা প্রবাসী ব্লগার এলিস এন্ড্রু





ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বেশিভাগ মানুষ যখন হলিউড বা বলিউডের নায়ক নায়িকার নামে পেজ খুলে তাদের গুণকীর্তনে ব্যস্ত; ব্যবহারকারীদের বড় একটা অংশ যখন নিজেদের মতের রাজনৈতিক মতবাদ প্রচারে ব্যস্ত; তরুণ প্রজন্মের একটা বড় অংশ যখন ১৮+ পেজের খুলতে ব্যস্ত তখন ২৪ বছর বয়স্ক তরুণী ব্লগার দুরু-দুরু বুকে ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে আজ থেকে ১৮ মাস পূর্বে (মার্চ ২০১২) বিজ্ঞান বিষয়ক ব্লগিং এর জন্য একটা পেজ খুললেন; যার নাম দিলেন "I Fucking Love Science"!"







এন্ড্রু এর উদ্দেশ্য ছিল নিজে প্রতিনিয়ত বিজ্ঞানের যে মজার ও অশ্চার্যজনক বিষয়ক পড়েন ও দেখেন তা অন্যদের সাথে শেয়ার করা।







পেজটি খুলার পরের দিন ঘুম থেকে উঠে দেখন সেই পেজের ১,০০০ ফলোয়ার হয়েছেন। মাত্র ১৮ মাস পরে যেই পেজটি হয়ে দাঁড়ালো তার প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক খবরের মাধ্যম।







মাত্র ১৮ মাসের মধ্যে বিজ্ঞানকে ভালবাসে এমন ৬৮ লাখ মানুষকে নিয়ে আসলেন একই ছাতার মধ্যে; যে ছাতাটির নাম "I Fucking Love Science"!"







"I Fucking Love Science"!" প্রতিষ্ঠার ১ বছর পরে যেদিন এন্ড্রু তার টুইটার একাউন্ট খুলেন সেদিন টুইটার একাউন্টে তার ছবি দেখে অনেকের চক্ষু কপালে উঠার অবস্থা।







I Fucking Love Science নামক একটা পেজের পিছনের মানুষটি যে ২৩ বছর বয়স্ক একজন অনিন্দ্য সুন্দরি তরুণী হতে পারে তা অনেকের মাথায় ঢুকতে ছিল না:P/:):|। টুইটারে তার তার ফলোয়ারদের মন্তব্য ছিল নিম্নরূপ:



'F**k me! This is a babe ?!!'



অন্য একজনের মন্তব্য ছিল:



'Holy hell, youre [sic] a HOTTIE!'



আর একজনের মন্তব্য ছিল:



'you mean you're a girl, AND you're beautiful? wow, i just liked science a lil bit more today'.



উপরোক্ত মন্তব্যগুলো দেখার পরে এন্ড্রু এর প্রতিক্রিয়াটা ছিল দেখার মত X((X((X((







পরিশেষে ছোটবেলায় শেখা সেই উক্তিটি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই:



``কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। নিজের অর্জিত মেধা ও অর্থ তুমি কিভাবে খরচ করবে সেটা নিজের বিবেককে জিজ্ঞেস কর``





এন্ড্রুকে নিয়ে করা পৃথিবীর কয়েকটি সংবাদপত্রের টাইটেল:





Why Everyone F*cking Loves Science — and Elise Andrew





Science-blogger-4-2million-followers-receives-slew-sexist-comments-revealed-woman-Twitter



Click This Link



============================================

বিদেশে অবস্থান করার জন্য বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ সামহোয়ারইন ব্লগ এর স্রষ্টা জানা আপা ও অরিল দুলাভাই এর সাথে দেখা করে ধন্যবাদ দেওয়া বা ব্লগের দিবসে উপস্থিত থাকার ইচ্ছাটা আপাতত সম্ভব না তাই বাড়ির পাশের শহর টরোন্টোতে আগামী ২৭শে সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান বিষয়ক ব্লগটির ব্লগার সমাবেশে উপস্থিত থাকার লোভ সামলাইতে পারলাম না।

===========================================

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩

ম্যানিলা নিশি বলেছেন:

পোষ্টের ২য় ছবিটা প্রথম ছবির জায়গায় সেট করে দিয়ে শিরোনামটা পালটে দেয়া যায়, কি বলেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য।


টাইটেলটা পরিবর্টন করে দিলা যাতে করে কেউ প্রথমেই বিব্রত না হয়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা পোস্ট।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: হুম :-*

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ X(

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

ইয়াংেমন বলেছেন: ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার পোষ্ট +++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০

আরজু পনি বলেছেন:

টুইটারে এন্ডুর রিপ্লাইটা দারুণ হইছে :-B

আসলেই...ফেসবুকেও যা দেখি তাতে এই কথাই মনে প্রশ্ন হয়ে ঘোরে...আসলেই কি এটা ২০১৩ !

দারুণ শেয়ার ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আরজুপনি।

আমি এই পেজটির সাথে প্রথম থেকেই জড়িত আছি কিন্তু আজকেই প্রথম জনলাম যে মাত্র ৬৮ লাখ বিজ্ঞান প্রেমিককে এক ছাতার নিচে নিয়ে আসার মানুষটির বয়স মাত্র ২৩ বছর :-B :-B

তবে এন্ড্রু বক্তা হিসাবে অসাধারন।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

আমি তুমি আমরা বলেছেন: জানতামই না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনারে জানাইলাম এইবার পয়সা দেন =p~ =p~ X(

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পেইজের পিছনের মানুষের গপ জানা হল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও জানতাম না গতকাল জনছি মাত্র ;) ;)

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানলাম ..........

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জালাইলাম ;) ;)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

বাংলাদেশী দালাল বলেছেন:
কি হল সমাবেশে? দারুণ পোস্ট। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সমাবেশ আগামী ২৭শে সেপ্টেম্বর। আপনাকেও ধন্যবাদ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার জিনিস শেয়ারের জন্য ধন্যবাদ। জানলুম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ শেয়ার করবার জন্য।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

খাটাস বলেছেন: চমৎকার পোস্ট। পেজের লিঙ্ক টা পেয়ে ভাল লাগছে। +++++++
শুভ কামনা ভাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাদের সাথে শেয়ার করতে পারে আমারও ভাল লাগছে। ভাল থাকবেন।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এক দমে পড়ে ফেললাম আমাদের ফ্রেন্ডের কাহানী। সে সাইন্স নিয়া লিখে আর আমরা লিখি ক্যাচাল নিয়া........:)

ধন্যবাদ বাদ যাবে কেন যেহেতু কষ্ট করে শেয়ার করেছেন। +++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "সে সাইন্স নিয়া লিখে আর আমরা লিখি ক্যাচাল নিয়া.."


কায়রো ভাই এটাই আমাদের স্বভাব। আপনি আছেন কেমন? ব্লগে অনিয়মিত কেন? মিশরের অবস্হা কেমন বর্তমানে? লিখা-লিখি কমিয়ে দিলেন কেন?

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

হাফিজুর রহমান মাসুম বলেছেন: সায়েন্স নিয়ে লেখা আমাদের দেশে এত কমেছে যে বিজ্ঞান এখানে চর্চা হয় কি না তাই ভাববার সময় এসেছে! বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেই বললেই চলে। জনপ্রিয় ম্যাগাজিনগুলোতেও বিজ্ঞান বলতে কম্পিউটার ও সংশ্লিষ্ট প্রযুক্তিকেই তুলে ধরা হয়। আমাদের উচিৎ বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য আন্দোলন ও সংগঠন করা।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

ওবায়েদুল আকবর বলেছেন: সত্যিই অনুসরণীয়।

তবে দুঃখজনক আমাদের বিশ্বের বেশীর ভাগ মানব-মানবীর যৌন তাড়ণা ভাদ্র মাসের কুকুরের যেয়েও ভয়ংকর। না হলে কেউ সরাসরি এমন কমেন্ট করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.