নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আপনারা কি জানেন রান্নাঘর বা ব্যাথরুমের পানির ট্যাপের মুখ ৫ মিনিট খুলে রাখলে যে শক্তি ব্যয় হয় তা দিয়ে ৬০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ২২ ঘণ্টা জ্বালিয়ে রাখা সম্ভব। অর্থাৎ বিনা প্রয়োজনে বা পানির ট্যাপ খুলে রেখে অন্য কাজে ব্যস্ত থাকলে আপনি শুধু পানিরই অপচয় করতেছেন না সেই সাথে বৈদ্যুতিক শক্তিরও অপচয় করতেছেন (সুত্র: US environmental protection agency)
===============
ফলাফল:
===============
১) অতিরিক্ত পনি শোধন করার জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে।
২) অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে অতিরিক্ত জিবাশ্ন জ্বালানী (গ্যাস, তেল, করলা) পোড়াতে হচ্ছে
৩) অতিরিক্ত জিবাশ্ন জ্বালানী পোড়ানোর করণের অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাস (মিথেন, সালফার ডাই অক্সাইড, কার্বন-ডাই অক_সাইড) বায়ু মণ্ডলে প্রবেশ করতেছে
৪) এই অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াচ্ছে গত ৩০০ বছর ধরে।
৫) বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের বেশি করে এয়ার কন্ডিশনার, বা ফ্যান ব্যবহার করতে হচ্ছে। যার জন্য আমদের আরও অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে।
৬) এছাড়া জিবাশ্ন জ্বালানী পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় বায়ুমণ্ডলে বিভিন্ন পদার্থে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা প্রবেশ করে। এই কণাগুলো বায়ুমণ্ডলের বাতাসে কয়েক ঘণ্টা থেকে কয়েক বছর পর্যন্ত ভেসে বেড়ায়। আমরা নিঃশ্বাস নেওয়ার সময় উপরোক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে। উপরোক্ত ক্ষুদ্র কণাগুলো ফুসফুসে প্রবেশ করে সেখানে অবস্থিত রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে শ্বাস কষ্ট সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে।
===============
সারাংশ:
===============
পানি ব্যবহারে সাশ্রয়ী হউন নিজে বাঁচুন সেই সাথে অপরকে বাঁচাতে সাহায্য করুন।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ পোষ্টটি পড়বার জন্য।
২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১০
প্রকৌশলী আতিক বলেছেন: সহমত পলাশ ভাই।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আতিক ভাই আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০
আমিনুর রহমান বলেছেন:
সহমত পলাশ +++
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকও ধন্যবাদ আমিনুর ভাই।
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬
রিমন রনবীর বলেছেন: শুধু পানির ট্যাপ না, অপ্রয়োজনে লাইট,ফ্যান চালিয়ে রাখা, মাত্র ম্যাচের একটা কাঠি বাঁচানোর জন্য চুলা জ্বালিয়ে রাখা(যেটা একই সাথে বিপজ্জনকও বটে) থেকে বিরত থাকুন। সচেতন না হলে আসলে বাঙ্গালির উন্নতি কখনোই হবে না,এখনই সময়।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত।
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: অপচয় কারী শয়তানের ভাই। রসুল সাঃ 4টি কাজ কখনো করতেন না। সওয়াল না করা, সওয়ালের ভান না করা, বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার না করা আর অপচয় না করা।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সেলিম ভাই আপনাকে ধন্যবাদ নবিজীর কিছু গুনাবলি উল্লেখ করবার জন্য।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
ইখতামিন বলেছেন: ++
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
চারশবিশ বলেছেন: রিমন রনবীর বলেছেন: শুধু পানির ট্যাপ না, অপ্রয়োজনে লাইট,ফ্যান চালিয়ে রাখা, মাত্র ম্যাচের একটা কাঠি বাঁচানোর জন্য চুলা জ্বালিয়ে রাখা(যেটা একই সাথে বিপজ্জনকও বটে) থেকে বিরত থাকুন। সচেতন না হলে আসলে বাঙ্গালির উন্নতি কখনোই হবে না,এখনই সময়।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যাঁ, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সুন্দর পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য বসবাস যোগ্য রেখে যেতে।
৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর আপনার দেখা পেলাম সামুতে। কেমন আছেন?
পানি অপচয়ের এতো দুর্গতি আগেতো ভেবে দেখা হয়নি। ভালো লাগলো। আশা করি সকলেই মেনে চলবেন।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সজিব ভাই, আমিতো নিয়মিত ব্লগে থাকি তবে ব্যস্ততার জন্য অনেক সময় পোষ্টে মন্তব্য করা হয় না।
৯| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০
মো: আতিকুর রহমান বলেছেন: রোজেল০০৭ বলেছেন: পানি ব্যবহারে সাশ্রয়ী হউন নিজে বাঁচুন সেই সাথে অপরকে বাঁচাতে সাহায্য করুন।
সহমত প্রকাশ করছি এবং সবাইকে ই ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।
পোস্টে একগুচ্ছ +
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টি পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।
১০| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
ঢাকাবাসী বলেছেন: পানির অপচয় আমাদের দেশে বড্ড বেশি হয়। শুধুমাত্র শেভ করতে আর গাড়ী ধুতে যা পানি খরচ হয় তা দিয়ে একটা মাঝারি পরিবারের এক মাসের খাওয়ার পানি হয়! সরকারের লোকেরা পানি বিদ্যুতের অপচয় বেশি করে কারন দেশপ্রেম বলে এদের কিছু নেই।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুধু কি তাই। গোছোল করবার সময় বা কাপড় কাচার সময় কি পরিমান পানি খরচ করি আমরা???
১১| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
একুশে২১ বলেছেন: ভাই এই পানি আর গ্যাস এর অপচয়ের জন্য আমি আমার মাকে সবসময়ই ভীষণ ঝাড়ি দিতাম। এখন একটু পরিবর্তন হয়েছে। মানুষ কেন এভাবে চিন্তা করেনা ঠিক যে পরিমান পানি আমি অপচয় করলাম সে পরিমান পানি হলে পৃথিবীর কোনো এক প্রান্তের কোনো একজনের সারাদিনের খাবার পানির চাহিদা পূরণ হত।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "ঠিক যে পরিমান পানি আমি অপচয় করলাম সে পরিমান পানি হলে পৃথিবীর কোনো এক প্রান্তের কোনো একজনের সারাদিনের খাবার পানির চাহিদা পূরণ হত।"
অসাধারন একটা মন্তব্য করবার জন্য আপনাকে ধন্যবাদ।
১২| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯
সরলপাঠ বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
+++ রইল
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ কান্ডারী ভাই।
১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্টারেস্টিং তো!! নতুন জিনিস জানলাম। ধন্যবাদ পলাশ ভাই।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে নতুন একটা বিষয় জানাতে পেরে আমি ধন্য হলাম কাল্পনিক ভাই।
১৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
তন্দ্রা বিলাস বলেছেন: যে কোন প্রকার অপচয় থেকে দূরে থাকা উচিৎ।
পোস্টে প্লাস।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
রোমেন রুমি বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯
রাশেদ অনি বলেছেন: ভাইয়া (সুত্র: US environmental protection agency) তথ্যটার লিঙ্ক টা একটু দিতে পারবেন?
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৪
রোজেল০০৭ বলেছেন: পানি ব্যবহারে সাশ্রয়ী হউন নিজে বাঁচুন সেই সাথে অপরকে বাঁচাতে সাহায্য করুন।
সহমত প্রকাশ করছি এবং সবাইকে ই ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।
পোস্টে একগুচ্ছ +