নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের সংজ্ঞা কি ??? কেউ কি আমাকে দয়া করে জানাবেন???

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯





৫১ দশমিক ৭ ভাগ জনগণের প্রত্যক্ষ ভোটে নিজের রাজনৈতিক মতাদর্শের বাহিরের সেনাবাহিনীর তত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে বন্দুকের নলের ডগায় যখন সরিয়ে দেওয়া হলো; সেই প্রেসিডেন্টের সমর্থনে যখন সেই ৫১ দশমিক ৭ ভাগ মানুষ পথে নেমে আসল অহিংস আন্দোলন করতে তখন আমাদের দেশের গণতন্ত্রের ফেরিওয়ালা পত্রিকায় ঐ মানুষ গুলোকে চিহ্নিত করা হলো সন্ত্রাসী হিসাবে।





মানীয় স্পিকার আমিতো (;););)) হইয়া গেলাম।



""শনিবার সকালে এই লেখাটি লিখবার জন্য আমি যাচ্ছিলাম আমার আল-আহরাম পত্রিকার অফিসে, আমি গাড়িচালককে ‘আল নাসর’ সড়কে যেতে বললাম। এই রাস্তাটিই মিসরের রাজধানী কায়রোর অন্যতম জনবহুল এলাকা নাসর সিটির ভেতর দিয়ে গিয়েছে। এলাকাটি প্রাণবন্ত ও সজীব এবং মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে ঘটানো সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাগুলোর জন্য বিখ্যাত। ..................................................... কয়েক ঘণ্টা আগেই এ জায়গাটি ভয়াবহ গোলাগুলি ও সহিংসতার সাক্ষী হয়েছে। একদিকে ছিল পুলিশ ও এলাকাবাসী এবং অন্যপক্ষে ছিল মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসীরা। ""



গনতন্ত্র বলতে নিচের কোন ছবিটাকে বুঝায় দয়া করে বলবেন কি সবাই???















সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে মিসর



মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

খেয়া ঘাট বলেছেন: গণতন্ত্রের আগা-মাথা কিছুই বুঝিনা। তবে মাঝে মাঝে এটাই সত্য মনে হয়-
democracy off the people buy the people far the people

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এইডা তো তথাকথিত গনতন্ত্রের সোল এজেন্ট আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিন্কনের সংজ্ঞা দিলেন আপনি =p~ =p~

২| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সন্দেহ নাই মিশরের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখন কঠিন দুঃসময় পার করতাছে!

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনারা সরা দুনিয়া বলে বেড়াবেন জনগনই সকল ক্ষমতার উৎস আর নিজের পছন্দের মানুষ হারলে গণতন্ত্রের নতুন সংজ্ঞা হয় সেনাবাহিনীই সকল ক্ষমতার উৎস =p~ X( X(

৩| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪০

রাফা বলেছেন: গণতন্ত্রের সংজ্ঞা জোড় যার ক্ষমতা তার।যে যত অন্যায় করতে পারবে সে তত বড় গণতন্ত্র-মনস্ক ।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি দারুন একটা সংজ্ঞা দিয়েছেন গণতন্ত্রের । আপনাকে ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এগুলো হলো সেকুলারিজমের আসল রুপ, সারাদিন গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাবে, আর নির্বাচিত না হলে সব ষর‌যন্ত্র করে ক্ষমতা দখল করবে, আর সেনা ক্যু করার জন্য এরা সব সময়ই মুখিয়ে থাকে, আমাদের দেশের বাল দের মত একই চরিত্র।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমেরিকা সরা দুনিয়ায় বলে বেড়ায় জনগনই সকল ক্ষমতার উৎস আর নিজের পছন্দের মানুষ হারলে গণতন্ত্রের নতুন সংজ্ঞা হয় সেনাবাহিনীই সকল ক্ষমতার উৎস :P :P =p~

৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৯

রসায়ন বলেছেন: এই জন্যেই আম্রিকার দালালি করতে নাই ! যারাই এটা করতে গেছে তারাই আগে হোক বা পরে হোক ধ্বংস হয়ে গেছে !

মুরসির পূর্বসুরিরা দালালি করে টিকেছিল মুরসি করেনাই তাই যাহ ফুট.....ট X(

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: গণতন্ত্রেরআমেরিকান সংজ্ঞা

Either you are with us or with the terrorists

৬| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১০

খেয়া ঘাট বলেছেন:

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪

রামন বলেছেন:

গনতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি হলো মার্কিনি লাড্ডু। খাইলেও পস্তাবেন না খেলেতো কথাই নাই, লাড্ডু সরাসরি আপনার কাছে চলে আসবে।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

৮| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


গণতন্ত্র মানে ভোটের সময় নেতারা আমার বাড়িতে আর ভোটে জেতার পর আমি নেতার দরজায় অপেক্ষমাণ।

২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কান্ডারী ভাই,

আপনার সংজ্ঞাটা আব্রাহাম লিন্কন শুনলে তার নিজের দেওয়া সংজ্ঞাটা প্রত্যাহার করে নিত আমি হলফ করেই বলতে পারি =p~ =p~ =p~

৯| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

খেয়া ঘাট বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
গণতন্ত্র মানে ভোটের সময় নেতারা আমার বাড়িতে আর ভোটে জেতার পর আমি নেতার দরজায় অপেক্ষমাণ । এবার লও ঠেলা।

রামন ভাইয়ের টাও জোস............

২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, দুইজনের টাই সেই রাম হইছে।

১০| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:



লে হালুয়া ! গনতন্ত্র আমার কি !! এইডা খায় না মাথায় দেয় !!!
:| :| :| :| :|

২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: উপরে রামন ভাই বা কান্ডারী ভাইয়ের সংজ্ঞাটা দেখেন বহুত মজা পাইবেন =p~ =p~ ;)

১১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

আমিনুর রহমান বলেছেন:


আমার > আবার

২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন:



কাণ্ডারী আর রামন ভাইয়ের কমেন্টে সুপার লাইক :D

১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বার্থপর সাম্রাজ্যবাদীদের শ্রীপুরের বটিকা ;)

সর্বরোগের মহৌষধ! ফলাফল সব সময় সাম্রাজ্যবাদের অনুকুলে!!

আম্ররিকার স্বার্থে, আমেরিকার দ্বারা, আমেরিকার স্বার্থ পূরণ হলৈই উহাই ঘণতন্ত্র!!!!!

কাণ্ডারী আর রামন ভাইয়ের কমেন্টে সুপার লাইক :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.