নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা :((:(( করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াইতে :D:D

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৪





আগে নিজের বকরিরে ঘাঁস খাওয়া ;);) পরে অপরের কথা চিন্তা করিস; নিজের বকরিতো ক্ষিদার জ্বালায় ম্যা ম্যা :((:(( করতাছে"



শৈশবে নিজে পড়া-লেখা ঠিক মত না করলেও যখন ছোট বোনের পড়া-লেখা নিয়ে মায়ের কাছে নালিশ করতাম তখন মা উপরোক্ত ডায়লগটি দিত। অনেক দিন পরে আজকে মায়ের সেই বিখ্যাত ডায়লগ মনে হলো প্রথম আলোর একটা সংবাদের প্রতি চোখ পড়ে।



নিজের দেশের নাগরিকদের ১ মেগাবাইটের ফাইল ডাউনলোড করতে যেখানে ১ রাত লাগে সেখানে সরকার নিজের দেশের নাগরিকদের পুটু মেরে দাদা বাবুদের কাছে ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ বিক্রির উদ্যোগ নিয়েছেন।







১৯৯১-১৯৯৬ সালে ক্ষমতার থাকা কালীন বিএনপি সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতা আজও সমালোচিত হয় তা হলো তৎকালীন সরকারের অথর্ব মন্ত্রীদের নিজ দেশের তথ্য পাচার হয়ে যাওয়ার ভয়ে বিনে পয়সায় সাবমেরিন ক্যাবলের সংযোগের প্রস্তাব প্রত্যাখ্যান করা। যেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল আবার ২০০১ সালে ক্ষমতায় এসে ৬৫০ কোটি টকা খরচ করে The South East Asia-Middle East-West Europe 4 (SEA-ME-WE 4) নেটওয়ার্কে যুক্ত হয়ে। একই সময় একই সুযোগের সদ্ব্যবহার করে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি সেক্টর নিয়ন্ত্রণ করতেছে ভারত।



বিএনপি সরকারের সেউ ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশের একটা প্রজন্মকে। ক্ষমার অযোগ্য সেই ভুল নিয়মিতই মনে করিয়ে দিতে ছাড়েন না জাফর ইকবাল স্যার বা কায়কোবাদ স্যার, জাকারিয়া স্বপন সহ অন্যান্য তথ্য-প্রযুক্তিবিদরা। আমি নিজেও সেই ভুল ক্ষমা করতে রাজি না।





সেই একই রকম ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। কিন্তু এবারকার ভুলটার পরিণতি হবে আরও মারাত্মক ও ধ্বনহসাত্নক। আমি আশ্চার্যিত হচ্ছি সরকারের এই পদক্ষেপ এর খবর বেশ কিছুদিন পূর্ব থেকেই মিডিয়ার আলোচিত হলেও এখন পর্যন্ত পরিচিত কোন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এই নিয়ে কোন উচ্চ বাচ্য করেনি বা আমার চোখে পড়ে নি। আমি যদি ভুল লিখি তবে দয়াকরে আমাকে সংশোধন করে দিবেন।



১৯৯১-১৯৯৬ সালের বিএনপি সরকারে না হয় অশিক্ষিত মানুষেরে খালেদা জিয়ার মন্ত্রী ও উপদেষ্টা ছিল; খালেদা জিয়া নিজেও হাইস্কুল না পেরোনো অশিক্ষিত মানুষ বলে তারা ফ্রিতে পেলেও সাবমেরিন ক্যবলে যুক্ত হয় নি কিন্তু ১২ টা ডক্টরেট ডিগ্রী-ওয়ালা প্রধানমন্ত্রী, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেওয়া আমেরিকার বিশিষ্ট কম্পিউটার বৈজ্ঞানিক বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কি ভাবে পরিকল্পনা করে ভারতের কাছে ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ বিক্রির ????







হায়রে আমার স্ব-ঘোষিত ১ নম্বর দেশপ্রেমিক প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা :(( :(( করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াতে !:#P =p~



মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৫

খেয়া ঘাট বলেছেন: আজব কাজ কারবার। সব যেন এক অবাক করা ব্যাপার।

হায়রে আমার স্ব-ঘোষিত ১ নম্বর দেশপ্রেমিক প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াতে ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯

আমি বোকা মানুষ বলেছেন: আইচ্ছা কইচান তো দেহি হার্ভাড বিশ্ববিদ্যালয় টা কুথায়। আমি চিনতাম পারলাম না ! আর কোন বিশিষ্ট কম্পিউটার বৈজ্ঞানিক এর কতা কইলেন বুইঝবার পাইলুম নু :| :| :|

আমার দেশের সরকার ভুশুন দুয়ালু তাই ১০০ গিগাবাইট দিয়া দিবু B:-/ B:-/ B:-/

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিপদে বন্ধুর পরিচয়।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৩

মিত্রাক্ষর বলেছেন: এই না হলে দেশ ফ্রেমিক :D

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমার চেয়ে বড় দেশপ্রেমিক কে আছে"

বানী চিরন্তন : শেখ হাসিনা

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪

ননদালীনাজ বলেছেন: হায়রে আমার স্ব-ঘোষিত ১ নম্বর দেশপ্রেমিক প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াতে ।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ =p~

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
এদেশী ইন্টারনেট সার্ভিস প্রপভাইডাররা ও মোবাইল কম্পানীরা সর্বচ্চ ব্যান্ডউইথ পাইকারি দরে কেনার পরও বিপুল ব্যান্ডউইথ অবিক্রীত থেকে যাচ্ছে ৫ বছর ধরে।

পড়েথাকা অব্যবহৃত মাল নষ্ট না করে বিক্রীকরে দিবে, এটাই নিয়ম।

ব্যান্ডউইথ সয়াবিন তেল নয় যে ধরে রাখলে পরে বেশীদামে বেচা যাবে।

আমাদের দেশে ইউজার বাড়লে বাজারের নিয়মেই ব্যান্ডউইথ রপ্তানি বন্ধ হবে।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাংলাদেশে ১ মেগাবাইটের ফাইল ডাউনলোড করতে কত সময় লাগে সে সম্বন্ধে কি কোন ধারনা আছে আপনার ???


আওয়ামীলীগের প্রতি আপনার প্রেম এমন পর্যায়ে পৌছেছে যে আওয়ামীলীগের কোন লোকজন আপনার বোনরে ধর্ষন করলে হয়ত বলবেন যাক বড় বাঁচা বেচে গেছি। শিবীরের পোলা-পান তো আর ধর্ষন করেনি :P ;) =p~

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯

এস এম আর পি জুয়েল বলেছেন: কেউ কেউ দেখি রপ্তানির পক্ষে ! সুয়াবিন আর ব্যান্ডউইথ এক জিনিস না আমারা জানি । তয় এইডাও জানি , আমাগো স্প্রিড একটু বাড়াইয়া দিলে আমরা বাড়তি ব্যান্ডউইথ থাকতি দিতাম না :-P :-P =p~ =p~ :) :) :D :D

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ওটা একটা আওয়ামী বেহায়া।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

মুক্ত মণ বলেছেন: পাইকারি দরে???? হোয়াট আর ইউ স্মোকিং ম্যান? এই লিঙ্কটা দেখেন http://www.uswitch.com/broadband/packages/
এইটা কিন্তু রিটেইল প্রাইস, হোলসেল নিশ্চই আরো অনেক কম হবে। বিশ্বের সম্ভবত সবচেয়ে ব্যায়বহুল ইন্টারনেটের দেশগুলোর ভেতর বাংলাদেশ অন্তর্গত। কারন কি জানেন? কারন আমাদের হাম্বালিগ হলো ভারতের প্রস্টিটিউট।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা :(( :(( করতাছে তখন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াতে =p~ =p~ =p~

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

ইসটুপিড বলেছেন: হাসান কালবৈশাখী গাধার বাচ্চার জন্য পোস্ট দিলাম- Click This Link

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্ট দেখি মডু মামা খাইয়া দিছে :P X( X(

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

রসায়ন বলেছেন: ভাই তো একখান অচাম জিনিস পোস্টাইলেন :)


আমরা দেশী পাবলিক বেশী টাকায় লো স্পিড ইন্টারনেট চালাইয়া ফতুর আর সেই অবস্থায় ব্যান্ডউইথ রপ্তানি X(

এরাই দেশ ফ্রেমিক LOL :D

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রধানমন্ত্রর দেশ প্রেম নিয়া চুদুর বুদুর করলে আপনার খপর আছে কিন্তু X( X( X(

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: যে কুকুরের দল বলতে পারে ফি চাওয়া অসভ্যতা, বা ফি নয়, কিছু একটা নেবো, ভর্তুকির জ্বালানীতেল দিতে পারে ইন্ডিয়ান ভেসেল গুলাকে,
একুকুর গুলা ব্যান্ডউইথ কেনো আর কয়দিন পরে নিজের বউ/বোনকেও ফ্রী দিতে চাবে।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

ধীবর বলেছেন: বিক্রি করবে কে বলেছে? বলেন বিনা পয়সায় দিয়ে দিবে। কড়িডোর দিইয়েছে, কোন পয়সা নিয়েছে? নেয়নি। তাহলে? এরা দেশকে নিজের বাপের বলে মনে করে যা খুশি তাই করছে। স্বাধীনতার বুলি কপচিয়ে রাজাকারি করছে। এরা শুলে চড়ার উপযুক্ত।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

বুঝিনাই বলেছেন: ইহাকে বলে টুরু লাব, বাংলাদেশ যদি জীবিত থাকে, তবে ইতিহাসে একদিন এই পিরিত কাহিনী আমাদের নাতি পুতিরা পড়িতে পারিবে, এবং তাহাদের পিরিত কাহিনী শুনিয়া আফচুচ করিতে থাকিপে...

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

আল ইফরান বলেছেন: মুফতে ট্রানসিট দিয়ে দিলো, বর্ডারে ফ্রি ফ্রি পুটু মারতে দিচ্ছে প্রতিদিন , আর আপনি আসছেন ইন্টারনেট ব্যান্ডউইথের কারবার নিয়া। B-))
এইটা যে সয়াবিন তেলের থেকেও কম দামী সেটাতো আমাদের দাদাদের এক এজেন্টই উপরে বলে দিলেন। :-B :P X(
এই জিনিস তো আমরা না চাইলেই দিয়ে দিতাম, আফটার অল আমরা তো আর রেন্ডিয়ানদের মত অসভ্য নই X( X(

১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পলাশ ভাই কি যে বলেন, হাসিনা গং বাংলাদেশী মুদ্রা টাকার পরিবর্তে ভারতীয় রুপী চালুর চিন্তা করতাছে এইটাতো স্রেফ ইন্টার নেট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.