নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
খবর: "সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।"
এই খবরে খুশি হব নাকি দু-চিন্তিত হব বুঝতে পারতেছি না
রিজার্ভ বৃদ্ধির যে কারণ গুলো উল্লেখ করা হয়েছে তা নিম্নরুপ:
১) আমদানি ব্যয় কমে যাওয়া
২) তৈরি পোশাক রপ্তানি আয় বৃদ্ধি
৩) প্রবাসী (মূলত মধ্যপ্রাচ্যের শ্রমিক) রেমিটেন্স বৃদ্ধি
সুসংবাদ হবার কথা ছিল:
আমদানি নির্ভর জিনিসের দাম কমার কথা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন জিনিসের দাম একবার বাড়লে সেটা কি কমে কখনও?
আমদানি নির্ভর জিনিস যেমন: তেল, ডাল, আটা এর দাম কমেছে কি ???
প্রথম আলো লিখেছে "অপ্রয়োজনীয় আমদানি কমেছে"
আমার প্রশ্ন নিচের কোন দ্রব্যটির আমদানি কমেছে?
১) গাড়ি আমদানি কি কমেছে ?
২) আইপিএস আমদানি কি কমেছে ?
৩) সিগারেট আমদানি কি কমেছে ?
৪) এয়ার কন্ডিশনার আমদানি কি কমেছে?
৫) ভারতীয় সানি লিওন, ক্যাটরিনা, কারিনা, ড্রেস আমদানি কি কমেছে
কিন্তু দু-সংবাদ গুলো পাচ্ছি সাথে সাথে:
১) ৭০ লাখ প্রবাসী পরিবার ক্ষতিগ্রস্ত। পূর্বে ১০০০ ডলার পাঠিয়ে যেখানে পেত ৮৪ হাজার টাকা সেখানে বর্তমানে পাচ্ছে ৭৭ হাজার (নিজেই ভুক্তভুগি); অর্থাৎ প্রবাসী পরিবারের আয় ১ হাজার ডলারে ৭ হাজার টাকা কমলেও জিনিসপত্রের দাম ১ টাকাও কমেনি। অর্থাৎ বর্তমানে তাদের বাজেট ঘটতিতে ভুগতে হবে।
২) গার্মেন্টস মালিকরা যে রপ্তানি আয় করে দেশের রিজার্ভ বাড়াচ্ছেন সেই একই মালিকরা এখন ডলারের দাম কমার অজুহাতে শ্রমিকদের বেতন বাড়াবে না। ফলাফল প্রায় ৫০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত।
৩) উৎপাদন মুখী শিল্পের কাঁচা মাল আমদানি মারাত্মক ভাবে কমে গেছে যার প্রভাব পরবে আগামী ২/৩ বছর পরে। কারণ একটা ভারি শিল্প যেমন তৈরি পোশাক শিল্পের কাপড় তৈরি করা একটা টেক্সটাইল মিল স্থাপন করতে মূলত ২-৩ বছর লেগে যায়। এখন যদি পোশাক রপ্তানি বৃদ্ধির সাথে মিল রেখে তার সাথে সম্পর্কিত শিল্প কারখান স্থাপনের হার কমে যায় তবে আগামী ২/৩ বছর পরে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির হার কমে যেতে বাধ্য।
সারাংশ: দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ হলো বাগানে পানি দেওয়ার মত। পানির অভাবে যেমন গাছ নেতিয়ে পড়ে একই ভাবে গাছের গোঁড়ায় বেশি পানি জমা হলে বাগানের গাছ মরে যেতে বাধ্য। বাগানের গাছের বৃদ্ধি সর্বোচ্চ হবে যদি আমারা যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুর সরবরাহ নিশ্চিত করতে পারি।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮
তোমোদাচি বলেছেন: পূর্বে ১০০০ ডলার পাঠিয়ে যেখানে পেত ৮৪ হাজার টাকা সেখানে বর্তমানে পাচ্ছে ৭৭ হাজার (নিজেই ভুক্তভুগি);
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কষ্টে আছে আইজুদ্দিন।
তোমাদাচি ভাই আপনাকে অভিন্দন। গতকাল কে খবরটা পেয়েছি।
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৩
অকপট পোলা বলেছেন: একমত।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: বিশ্বের সব দেশের বৈদেশীক মুদ্রার রিজার্ভ দেখলাম , সেই হিসাবে তো বাংলাদেশ বিশ্বের মধ্যে ৬৪ নাম্বার ধনী দেশ , কিছুদিন আগে বেকারত্ব হাড় নিয়ে একটা নিউজ দেখেছিলাম অইটা দেখেও অবাক হয়েছিলাম বাংলাদেশের বেকারত্ব এতো কম !! সেরা ২০ এ বাংলাদেশকে দেখতে চাই !! তবে সবাই যদি ঠিক মতন চলে দুর্নীতি না করে তাহলে বেশি দিন লাগবেনা , আগামী ১০ বছরেও সম্ভব ।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ হলো বাগানে পানি দেওয়ার মত। পানির অভাবে যেমন গাছ নেতিয়ে পড়ে একই ভাবে গাছের গোঁড়ায় বেশি পানি জমা হলে বাগানের গাছ মরে যেতে বাধ্য। বাগানের গাছের বৃদ্ধি সর্বোচ্চ হবে যদি আমারা যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুর সরবরাহ নিশ্চিত করতে পারি।
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪
ডিজিটাল বোকা বলেছেন: আমরা প্রবাসীরা পুরা বাঁশ হাওয়ার মধ্যে আছি........
দিন দিন বেতনের পরিমান শুধু কমতেছে.....
তার উপর ব্যাংক গুলোও আমাদের বাঁশ দিতেছে, আমরা যে রেট দেখে টাকা পাঠাই .... তারা ওরেট দেয় না।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি সবসময় মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠাই।
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭
বাঙ্গালীর কুঠার বলেছেন: বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশ এক নাম্বার অবস্থানে উঠে আসলেও আনন্দের কোন কারন আছে আমি মনে করিনা।
আপনার প্রশ্ন নিচের কোন দ্রব্যটির আমদানি কমেছে?
১) গাড়ি আমদানি কি কমেছে ?
২) আইপিএস আমদানি কি কমেছে ?
৩) সিগারেট আমদানি কি কমেছে ?
৪) এয়ার কন্ডিশনার আমদানি কি কমেছে?
৫) ভারতীয় সানি লিওন, ক্যাটরিনা, কারিনা, ড্রেস আমদানি কি কমেছে
আমদানি কমার দরকার কি? বাংলাদেশের সবাই যদি গাড়ি, আইপিএস, এয়ার কন্ডিশনার ব্যাবহার করতে পারে তাতে দোষের কিছু নাই। আমেরিকায় সবাই যত কিছু ইউজ করে সব কিছু এখানে উৎপাদন হয়না।
আপনার দু-সংবাদ গুলোর সাথে আমি সম্পূর্ণ একমত।
আমাদের পাঠানো ডলারের অনুপাতে টাকা কম পাওয়ার মানে দেশের অবস্থা ভালোর দিকে যাওয়া কিন্তু বাংলাদেশের ব্যাপারে তা প্রযোয্য নয়।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রঙ্গে ভরা বঙ্গ দেশ। এখনে সবকিছুই উল্টা
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১০
মিত্রাক্ষর বলেছেন: রিজার্ভ বাড়ায়া লাভ কি যদি আমরা ক্ষতির সম্মুখীন হই
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পূর্বে ১০০০ ডলার পাঠিয়ে যেখানে পেত ৮৪ হাজার টাকা সেখানে বর্তমানে পাচ্ছে ৭৭ হাজার (নিজেই ভুক্তভুগি)
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯
অেসন বলেছেন: টাকার অবমূল্যায়ন হলেও সরকারের দোষ, আবার মূল্য বৃদ্ধি পেলেও সরকারের দোষ! সুবিধা অসুবিধা সবক্ষেত্রেই আছে।
১৯৯৬-০১ পর্যন্ত আওয়ামী সরকারের ব্যর্থতা ছিল পর্যাপ্ত বৈদেশিক মূদ্রার
রিজার্ভ রাখতে না পারা। আর এইবার বৈদেশিক মূদ্রার রিজার্ভ রাখা।
এক্ষেত্রে মূল সমস্যা আপনাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি।
টাকার মূল্যমান বৃদ্ধি ও বৈদেশিক মূদ্রার রিজার্ভ বৃদ্ধি সার্বিক অর্থনীতির জন্য পজিটিভ।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ হলো বাগানে পানি দেওয়ার মত। পানির অভাবে যেমন গাছ নেতিয়ে পড়ে একই ভাবে গাছের গোঁড়ায় বেশি পানি জমা হলে বাগানের গাছ মরে যেতে বাধ্য। বাগানের গাছের বৃদ্ধি সর্বোচ্চ হবে যদি আমারা যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুর সরবরাহ নিশ্চিত করতে পারি।
৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: যদি জীবনযাত্রার উপর পজিটিভ প্রভাব না আনে তাহলে এই অলস রিজার্ভ দিয়ে কি হবে? আবার এইটা চাপা মানে বানোয়াট কথা কিনা কে জানে!!
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রঙ্গে ভরা বঙ্গ দেশ। এখনে সবকিছুই উল্টা হয়।
১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: খরচ না করলে জমা থাকা ছাড়া আর উপায় কি। আমদানী ব্যায় কমার মধ্যে আনন্দের কিছু নাই, এটি বরং আশঙ্কাজনক। আমাদের দেশে মেশিনারিজ উৎপাদন শূন্য বিধায় সকল প্রকার মেশিনারিজ আমদানী করতে হয়। দেখা যাচ্ছে সহজে দৃশ্যমান কিছু জিনিসের আমদানী কমেনি তাহলে কমেছে কোথায় ? বর্তমানে দেশে শিল্পায়ন শূন্যের কোঠায় কাজেই মেশিনারিজ আমদানী হচ্ছে না মুদ্রাও জমা থাকছে। যেহেতু আমাদের উৎপাদশীল শিল্পের কাঁচামাল সবই আমদানী করতে হয় তাই আমদানী ব্যায় কমলে ধরে নেওয়া যায় শিল্পের উৎপাদনশীলতা কমেছে। কাজেই শুধু রিজার্ভ বৃদ্ধি পাওয়াটাই উন্নতির লক্ষন নই এর বিপরীতে জড়িত বিষয়গুলো বিবেচনা করেই খুশি /দু-চিন্তিত হতে হবে।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভের খবরে খুশি হব নাকি দু-চিন্তিত হব বুঝতে পারতেছি না
১১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
এদেশে কিছু গেলম্যান আছে যাদের সব কিছুতেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি!
এদের পুর্বপুরুষ আইয়ুবের ব্যাত, এরশাদের বুটের লাত্থির নিচে থাকতে পছন্দ করতো।
এদের পোলাপানেরা চরম নেতিবাচক, ভাল মন্দ সব কিছুই খারাপ।
গণতন্ত্র পছন্দ করে না। এর জন্য জামাতি গেলম্যান হয়ে থাকতেও রাজি!
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টের বিষয় বস্তু বুঝবার জন্য আপনাকে খাদ্যের মধ্য নিচের জিনিসটা বেশি করে ব্যবহার করতে হবে।
১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
সাবু ছেেল বলেছেন: ব্যর্থ ও অযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগ চাই এবং উপযুক্ত শাস্তি চাই!!
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্টের বিষয় বস্তু বুঝবার জন্য আপনাকও খাদ্যের মধ্য নিচের জিনিসটা বেশি করে ব্যবহার করতে হবে।
১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
প্রকৌশলী আতিক বলেছেন: যে কোনো মুল্যে রিজার্ভ বেশি দেখাতে হবে। বাকশালিরা চরম ধুর্ত। মুখে এদের দেশ দেশ অন্তরে ধোকাবাজি।
আমদানি ব্যায় কমার প্রভাব টা যে আলটিমেটলি পুরা অর্থনীতির উপরে পড়বে, সেটা বুঝিয়াও, সেই পথেই হাটল তারা। কারন এবার আর ভুল করা যাবেনা। আগেই লুটে পুটে খাওয়া যাবেনা। হাম্বা প্রফেসরেরে আজকের পোষ্টেই তা স্পষ্ট। প্রফেসর বলেছেন "১৯৯৬-০১ পর্যন্ত আওয়ামী সরকারের ব্যর্থতা ছিল পর্যাপ্ত বৈদেশিক মূদ্রার"। হায়রে গরু আর কত নিজের পুটকি মারা দিয়া কইবি, আরাম পাইতাছি !!!!!
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭
বি পজেটিভ বলেছেন: Click This Link
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আবাল কোনহানকার, ৫ বছর ধরে ব্লগিং কর মন্তব্য করবার যোগ্যতা রাখনা।
যেই দিন নিজে মন্তব্য লিখবার যোগ্যতা অর্জন করবা সেদিন আমার ব্লগে ঢুকবা। তার পূর্বে না।
আপাতত খোয়াড়ে ঢুকাইলাম।
১৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: বাড়লেও দোষ, কমলেও দোষ? সব কিছুর মধ্যে শুধু খারাপ দিকটা দেখার চেস্টাটা ভালো কথা না।
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি পোষ্টে। সেই সাথে কি ভাল হতে পারত কেন সেটা হচ্ছে না সেটাও লিখেছি।
সুতরাং পোষ্ট টি বুঝতে না পারলে আর একবার পড়ুন।
১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: টাকার মানটা দেখেন, এখন আবার ১০০০ টাকার নোট ছাপাইছে। ৫০০০ এর নোট নাকি আসবে শুনছিলাম।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮
আমি ভূমিপুত্র বলেছেন:
রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ লইয়া কব্বরে যাওনের কাম.....হেভী কামে দিবো
আপনি চিন্তিত ক্যান