নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
পরিচিত ৩ জন ডাক্তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান রুবেল (সলিমুল্লা মেডিকেল কলেজ), নিখিল চন্দ্র রায় (ঢাকা মেডিকেল কলেজ) ও সামিউর রহমান (বগুড়া মেডিকেল কলেজ) এর সহযোগিতায় নীলফামারী জেলার ২ নং গোড় গ্রাম ইউনিয়নে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি ঈদের ৩য় দিনে উত্তর বঙ্গের মঙ্গা পিড়িত এলাকার গরিব মানুষদের জন্য।
মেডিকেল ক্যাম্পে গ্রামের মানুষদের আমরা যে সেবাগুলো দেব তা নিম্নরূপ:
১) অনুমানিক ৫০০ মানুষকে ফ্রি চিকিৎসা
২) ডাক্তারের ব্যবস্থাপত্রের সাথে আগামী ১৫ দিনের জন্য প্রয়োজনীয় ওষুধ ও
৩) রক্তের গ্রুপ নির্ধারণ।
যেহেতু জিলা শহরের হসপিটাল গুলোতে কোন ব্লাড ব্যাঙ্ক থাকে না তাই আমরা গ্রামের মানুষদের রক্তের গ্রুপ নির্ধারণ করে নিজেদের কাছে (হালিমা-ফারুক ফাউন্ডেশন) রাখব যাতে করে নিজেদের প্রয়োজনে নিজেরাই রক্ত সংগ্রহ করতে পারে।
আমরা ওষুধ কোম্পানির লোকাল রিপ্রেজেনটেটিভদের সাথে যোগাযোগ করেছি; তাদের মধ্যে ২/৩টি কোম্পানি সীমিত আকারে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু আমরা ৫০০ এর অধিক মানুষকে সেবা দেবার উদ্যোগ নিয়েছি তাই বেশি পরিমাণে ঔষধের প্রয়োজন।
ব্লগে যারা আছেন তাদের কেউ ঔষধ কোম্পানি কর্মরত থাকলে বা সেখানে আপনাদের পরিচিত কেউ থাকলে অনুগ্রহ পূর্বক একটু খোজ নিয়ে জানাবেন কি কোন কোম্পানি সেই মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় ঔষধ স্পন্সর করতে আগ্রহী কি না?
**************************************************
৩ টা সু-সংবাদ দেই,
**************************************************
১) আমার হাই স্কুল বন্ধু যার রোল ছিল আমার পূর্বেরটি ; সে বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিকাল কোম্পানিতে কর্মরত। সে নিশ্চিত করেছে তার পক্ষে যতটুকু সম্ভব ঔষধ সরবরাহ করতে।
২) নিলফামারী সদর হসপিটালের পরচালক কথা দিয়েছে সে ব্লাড গ্রুপিং করার জন্য একজন মানুষ সরবরাহ করবে।
৩) নিলফামারী সদর হসপিটালের পরচালক নিজে উপস্হিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করবেন বলে নিশ্চিত করেছেন।
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
সেই সাথে আপনার ও ভাবির ঈদের দাওয়াত থাকল আমাদের বাসায় একই দিন।
২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
আমিনুর রহমান বলেছেন:
আমি ঢাকায় ঈদ করছি ... ঈদের পরে অবশ্যই যাবো পল্লবের সাথে কথা বলে আর তুমি দেশে আসলে তো যাবোই ...
তোমরা যদি সময় পাও তাহলে একবার আমার বাবা-মা'র সাথে দেখা কর। তারা খুব খুশি হবে ...
ভালো থেকো নিরন্তর।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিনুর ভাই,
পরের বার নিলফামারি গেলে অবশ্যই আমাদের বাসায় দাওয়াত থাকল।
আপনি কি আপনার শশুর ও শাশুরির সাথে দেখা করবার কথা বলতেছেন?
৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার উদ্যোগ
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে।
দোয়া করিয়েন যেন সফল ভাবে শেষ করতে পারি এই কাজটি। পূর্বের কাজটি তি ঝুলে আছে। মনে এই জন্য শান্তি নেই।
তবে একাটা সুসংবাদ দেই আমরা ভেলরি টেইলরকে আমন্ত্রন জানিয়েছি আমাদের বিশ্ববিদয়ালয়ে। উনি আমাদের আমন্ত্রন গ্রহন করেছেন। সেপ্টেমবারের ১৬ তারিখে আমাদের এখানে আসবেন বলে কথা দিয়েছন। দোয়া করিয়েন যেন সকল সমস্যা এর পূর্বেই সমাধান হয়। আমি চেষ্টা করতছি সকল টাকা সরাসরি তার হাতে দেবার জন্য।
ভাল থাকবেন।
৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২
আমিনুর রহমান বলেছেন:
Tumi ki vule gecho amr baba ma torento te je thake
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি সত্যই ভুলে গেছি আমিনুর ভাই। আমাকে ক্ষামা করবেন এবারকার মত
ধইরা নেন আগামী ৩০ দিনের মধ্যে আন্টির হাতের রান্না খাচ্ছি
৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের জন্য শুভকামনা থাকলো! দেখি যদি কোন ভাবে সাহায্য করতে পারি এই পোষ্টে জানাবো!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯
খাটাস বলেছেন: অনেক ভাল উদ্যোগ ভাই। অন্য কোন ভাবে যদি সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই বলবেন এবং অবশ্যই চেষ্টা করব।
শুভ কামনা। ভাল থাকবেন।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ । দরকার হলে অবশ্যই জানাব।
৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সঞ্জয় নিপু বলেছেন: চেস্টা করছি সাহায্য করার জন্য ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা কিছু দুস্হ মানুষের মুখে এনে দিতে পারে নির্ভরতার হাঁসি।
আপনাকে ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার উদ্যোগ।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দোয়া করবেন যেন সফল ভাবে শেষ করতে পারি কাজটা।
৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৪
দি সুফি বলেছেন: শুভকামনা রইল।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ শুভ কামনার জন্য।
১০| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
এরিস বলেছেন: সবার সব সৎ উদ্যোগ সফল হোক।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ শুভ কামনার জন্য।
১১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ সফল হোক।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সেলিম ভাই।
১২| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাহ !! কি চমৎকার উদ্যোগ । +++
আমি জানি আমার সাথে কোন রাগ করছেন। আমার কোন দোষ নায় । আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঐ খারাপ লোকটার দোষ সব । তখন আমি কাকে কি বলছি আমি নিজেই জানিনা। আই এম নট ইউজ টু অফ দ্যাট কাইন্ডা নোংরামী ।
আই এম সরি । আমি চাইনা আমার প্রিয় কেউ আমাকে ভুল বুঝুক
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ বিথি। আমি দুঃখিত অনেক দেরি করে আপনার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
আসলে পরিচিত কোন মানুষের জন্য যদি অন্যের কাছ থেকে কটু কথা শুনতে হয় তখন একটু খারাপ লাগাই স্বাভাবিক। আমি আশাকরি দেরিতে হলেও আপনি নিজের ভুল বুঝতে পারেছেন। সেই সাথে আপনার প্রতি আমার সহানুভূতি থাকল। আমি কখনও সমর্থন করব না কোন ব্লগার অন্য কোন ব্লগার কে ব্যাক্তিগত ভাবে হয়রানি বা ক্ষতিগ্রস্ত করুক।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার উদ্যোগ। আমি আজকে কথা বলব আমার পরিচিত আছে আর তোমার ভাবীকে ও বলেছি কেউ পরিচিত থাকলে যেন তাদের জানায় ...