নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পরিচয় জেনে মাননীয় স্পিকার আমিতো (***) হয়ে গেলাম ।
প্রত্যেক সদস্যই আওয়ামীলীগের মন্ত্রী/এমপি/উপদেষ্টাদের ভাই, বোন ও ভাগ্নে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এটিএম অহমেদুল হক চৌধুরী পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পূর্বে ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (চাকুরী থেকে অবসর নিয়ে। পেশায় উনি ছিলেন পুলিশের এ আই জি।
১) চেয়ারম্যান এটিএম অহমেদুল হক চৌধুরী,
শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা
২) মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত
সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ভাই আবুল হাসানাত আবদুল্লাহর চাচাতো ভাই।
৩) রশিদা বেগম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বড় বোন
৪) সৈয়দ হাসিনুর রহমান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের আপন ভাগ্নে
৫) ইকরাম আহমেদ
সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ এমপি ও অভিনেত্রী তারানা হালিমের দুলাভাই (বোন জামাই)
৬) ডাঃ ফরিদা আদিব খানম
(স্বরাষ্ট্র মন্ত্রী ম খা আলমগিরের আপন ভাগ্নি: সম্পর্ক প্রশ্নবিদ্ধ)
৭) ইমরান কবীর চৌধুরী
যুবলীগের বিগত কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
পূর্বে বিসিএসে ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় দলীয়করণ ও দুর্নীতির জন্য ব্যপক সমালোচনা থাকায় ২০০১-২০০৬ সালে বিএনপি সরকার আইন করে বিসিএস মৌখিক পরীক্ষায় ২০০-এর পরিবর্তে আবার ১০০ নম্বর চালু করেছিল।
কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামীলীগ স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির কোনো ধরনের সুপারিশ কিংবা চাহিদা ছাড়াই গত ৩০তম বিসিএস থেকে বিসিএস মৌখিক পরীক্ষায় ১০০-এর পরিবর্তে আবার ২০০ নম্বর কার্যকর করতে বাধ্য করে ????
অতীতে সব সরকারের আমলেই পিএসসিতে দলীয়করণ করা হয়েছে। তবে আওয়ামীলীগের এই রেকর্ড কি কেউ ভবিষ্যতে ভাঙ্গতে পারবে বলে মনে করেন??
বিদ্রঃ: ডাঃ ফরিদা আদিব খনম এর মেয়ে দাবি করেছেন যে তার মা ম খা এর ভাগ্নী না। ধরে নিলাম সে যা বলেছে তা পুরোপুরি সত্য। তবে তার প্রতিবাদ লিপিতে তার নিম্নিক্ত বাক্য খানা সন্দেহের উদ্রেক করে বৈকি????
"আমি জানি না মহিউদ্দিন খান আলমগীর কোন এলাকার বা কি তার পারিবারিক পরিচয়।"
তাই ডাঃ ফরিদা আদিব খনম এর পরিচয় টা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখা হলো।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: স্বজন পৃতী পৃথিবীর সব দেশেই হয় তাই বলে কি পুকুর চুরি ???
২| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৪
সাইফ সানি বলেছেন: ২ নম্বরি করার যত ক্ষেত্র আছে, কোন টাতেই আম্বালীগ কে হারাইতে পারবেনা কেউ।
জয় বাংলা
ঠেলা সামলা।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, হাম্বালীগের দ্বার সব সময়ই দেশের সকল রেকর্ড ভাঙ্গে।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একটি রাষ্ট্রে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় গুলো সবার সমান মৌলিক অধিকার। উমুক এ উমুক ঐ এই ভাবে বৈষম্য করা যাবে না।
মুক্তিযোদ্ধার হৌক আর হাসিনারই সন্তানই হৌক মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বিসিএস ক্যাডার হতে হবে।
একটা কথা মনে রাখতে হবে মুক্তিযোদ্ধারা যদি কোন গাছের ফল হয় তবে জনগণ তার মূল। সবাই সমান ভাবে মৌলিক অধিকার পেলে কোন মুক্তিযোদ্ধারও অসুবিধা হওয়ার কথা না।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি গতকাল মুক্তিযোদ্ধাদের পূর্নবাসনে কিছু প্রস্তাব দিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম সময় পেলে পড়ে দেখবেন।
চাকুরীতে কোটা প্রথা ও কিছু প্রস্তাবনা: সাপ ও মরবে লাঠিও ভাঙ্গবে না।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৬
ভিটামিন সি বলেছেন: সাইফ সানি বলেছেন: ২ নম্বরি করার যত ক্ষেত্র আছে, কোন টাতেই আম্বালীগ কে হারাইতে পারবেনা কেউ।
জয় বাংলা
এবার ঠেলা সামলা;
আম পাবলিক দিব কামলা,
সরকারের আত্মীয়-স্বজন আমলা।
কিছু কইলেই করে সপরিবারে হামলা,
পুলিশ দিয়া অযথাই করে হয়রানির মামলা।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আওয়ামীলীগের মন্ত্রী/এমপি/উপদেষ্টাদের আত্নীয় পূর্নবাসন কমিশন
৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৭
ভিটামিন সি বলেছেন: ভাই লাইক না দিয়া থাকতে পারলাম না।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৬| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৪
কান্টি টুটুল বলেছেন:
উপরের লোকগুলারে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত থাকলে কিছু বলার থাকত না। একটা দেশের বারোটা যতভাবে বাজানো যায় তার সব চেষ্টাই করা হইতেছে আর এইটাই হইল মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সরকারের আসল রুপ!
ছিঃ
নিঝুম মজুমদারের সাম্প্রতিক ষ্টাটাস শেয়ার কারীদের মন্তব্য জানতে ইচ্ছা হয়।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই অমানুষগুলোকে আগামী ৩০/৪০ বছর ধরে রাষ্ট্র ও তার নাগরিকদের উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত করার সকল ব্যবস্হা করেছে।
৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
চোরাবালি- বলেছেন: দারুন তো। জয় বাংলা থুক্তু জয়ের বাংলা
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাঙতে পারবে না। ভাঙার চেষ্টা করবে না। এত নেকেড অন্য কোন দল হতে পারে না। তারা চাইলে অনির্বাচিত এমপি কে স্পীকার বানায়। বিচিত্র এ ই দল।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: একই অঙ্গে যে আর কত রুপ দেখুম
৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৬
আমিনুর রহমান বলেছেন:
এই দুক্ষু কোথায় রাখি ভাই-ব্রাদার, আত্মীয়-স্বজন একখানাও মন্ত্রী-মিনিস্টার/ রাজনীতিবিদ নাই
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই আহেন এই আনন্দে কোলাকুলি করি
১০| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
হুলামামা২৭৫ বলেছেন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পরিচয় জেনে মাননীয় স্পিকার আমিতো (***) মানে ...
১. স্পিকার
২. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ
৩. বোগাস, রাবিশ, ভকেট ......
৪. আবুল হোসেনের মত দেশপ্রেমিক
৫. ..... মত কালো বেড়াল
হয়ে গেলাম :
১১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭
হাবিব০৪২০০২ বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ভাঙতে পারবে না। ভাঙার চেষ্টা করবে না। এত নেকেড অন্য কোন দল হতে পারে না। তারা চাইলে অনির্বাচিত এমপি কে স্পীকার বানায়। বিচিত্র এ ই দল।
১২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
গৃহ বন্দিনী বলেছেন: পোস্ট পইড়া তো আমিও মাননীয় স্পিকার হইয়া গেলুম
১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সবসময় সব দৌড়বীদের রেকর্ড ভাঙ্গা যায়না। কেউ কেউ এমন এগিয়ে থাকে যে অনেকেই পেছনে পরে থাকতে বাধ্য হয়। তবে কিছু কিছু রেকর্ড সবার ভাঙ্গা উচিত বলেও আমি মনে করিনা।
১৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩
শেরশাহ০০৭ বলেছেন: চো*না হইয়া গেলাম
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৮
মেহেদী_বিএনসিসি বলেছেন: কুন চিন্তা নাই.......সামনে নিশ্চয়ই তারেক-কোক ভাইয়াদের শশুরবাড়ির লোকজন বর্তমান দালালগো জায়গা পুরন করবে.......