নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

শাবিপ্রবিতে সচল হলো দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক ই-পেমেন্ট সার্ভিস:

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫১



শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে গর্ববোধ করছি।



"এখন থেকে ভিসা কার্ড,মাস্টার কার্ড অথবা ডাচ্‌ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড দিয়ে ঘরে বসেই জমা দেয়া যাবে ক্রেডিট ফি, সেমিস্টার ফি ইত্যাদি। এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজের ঘরে পৌছে যাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট।"



গত কিছুদিন হতে ভাবিতেছিলাম জাফর স্যার কে ফোন দিয়ে করজোড়ে অনুরোধ করব স্যার তথ্য-প্রযুক্তির প্রয়োগে শাবিপ্রবি সবসময়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে পথ দেখিয়েছে। এবার দয়াকরে অনলাইনে ট্রান্সক্রিপট তোলার ফি জমা দিয়ে সেটা কুরিয়ারে ডেলিভারির ব্যবস্হা করে আমার মত প্রবাসী ছাত্র-ছাত্রী দের রক্ষা করুন।



আল্লাহ মনে হয় আমার মনের কথা শুনেছে। রমজান মাসের প্রথম দিনে ইফতার করে এসে সু-সংবাদটি শুনলাম।



সুত্র: SUST24.COM





এই মহৎ কর্মে নিযুক্ত শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জানায় অন্তরের অন্তস্হল থেকে অভিন্দন।



তথ্য-প্রযুক্তিতে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বের অর্জন যা বাংলাদেশের প্রথম:



১) প্রথম বিশ্ববিদ্যালয় যার প্রতিটি ভবন ফাইবার অপটিক কেবল দ্বার যুক্ত



২) প্রথম বিশ্ববিদ্যালয় যা মোবাইলে ভর্তি পরীক্ষার ফরম পূরণ চালু করে



৩) প্রথম ক্লাউড কম্পিউটার চালু করে



৪)

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

নিঃশব্দ শিশির! বলেছেন: শাবি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় যেভানে লেন চালু হয়েছে। বাংলাদেশের প্রথম ওয়াইফাই চালু করছি আমরা। (শুধু বিশ্ববিদ্যালয় নয়, সব মিলিয়ে), পএখন পর্যন্ত সব চেয়ে আধুনিক গ্রেডিং পদ্ধতি আমরাই অনুসরন করছি।
েশের প্রথম ই পেমেন্ট সার্ভিস চালু করলাম আমরাই....!! একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য গর্বের!!!!
যদিও বেশ কিছু সমস্যার কারণে আমরা মাঝে মাঝে বিব্রত হই, তারপরও বলবো আমরা এগিয়ে যাবো।
এই প্রকল্পর সঙ্গে জড়িত সকলকে আমরা অভিনন্দন...!!
আর জাফর স্যারকে অভিনন্দন দিয়ে শেষ করা যাবে না। স্যার আসলেই একজন মহান শিক্ষক, বড় মাপের মানুষ...!!!!
আপনাকেও ধন্যবাদ, কোন ব্যাচের ছিলেন জানি না..!! ভালো থাকবেন,

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি ১০ তম ব্যাচ। আপনি কোন ব্যাচ?

২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

সোহেল সি এস ই বলেছেন: একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমার জন্য গর্বের!!!!

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

ভণ্ড বাবা বলেছেন: B-) B-) আমি বর্তমান ছাত্র।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তামাদের ভাগ্য দেইখা হিংসায় হিংসিত B-)) :#> X((

৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

নীলতিমি বলেছেন: অসাধারন! জাফর ইকবাল স্যারের মতো মানুষ অন্যান্য জায়গায় থাকলে দেশ এগিয়ে কুল কিনারা পেত না ! :)

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: গ্রেট একটা খবর - শুনে ভালা লাগের

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

নিঃশব্দ শিশির! বলেছেন: ১০ ম বব্যাচ...ভার্সিটির ১০ম ব্যাচ??? তার মানে সিএসসি 'র তাজিন আপুদের ব্যাচ??? না আরো পরের, ঠিক মনে করতে পারছিনা...!! আমি ১২ তম....!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা আমি পদার্থ বিজ্ঞান বিভাগের সেই সাথে বিশ্ববিদ্যালয়েরও ১০ম ব্যাচ।

তাজিন আপু আমার ২ ব্যাচ সিনিয়র।

৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

৪ নং প্লাস রইল ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.