নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
অনকে চড়াই-উতরাই পেড়িয়ে প্রথমবারের মতো ফিরিঙ্গিদের দেশ আমেরিকায় উপস্থিত হলাম একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগদানের জন্য। সম্মেলনটি হবে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত বৈজ্ঞানিকদের শহর বোল্ডার, কলোরেডোতে। বোল্ডার শহরটি ডেনভার বিমান বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্হিত। ডেনভার হলো কলোরেডোর প্রধান শহর। এখানে বলে রাখি যে কলোরেডো শহরটি সমুদ্র সমতল থেকে গড়ে ২ কিলোমিটার উচুতে অবস্হিত যা বাংলাদেশের কেওকোরাডাং পর্বতের চেয়ে দ্বিগুন উচু।
ছবি ১: ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দর, কলোরেডো, যুক্তরাষ্ট্র। কলোরেডোর রকি পর্বতের সাথে মিল রেখে বিমান বন্দরটির ডিজাইন করা হয়েছে পর্বতাকৃতির।
এই শহরটি আবহাওয়া ও জলবায়ু নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে তীর্থস্থানের মত। আমেরিকায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা যে প্রতিষ্ঠানটির নেতৃত্বে হয় তার নাম হলো National Center for Atmospheric Research সংক্ষেপে যাকে বলে NCAR তারাই Weather Research and Forecasting Modeling (WRF) System ব্যবহার কারীদের জন্য আয়োজন করেছে একটি বার্ষিক সম্মেলন। এই মডেলটি ব্যবহার করে আমেরিকা দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাষ করে । আমি আমার Ph.D. গবেষণার কাজে এই মডেলটি ব্যবহার করি। আমি এই সম্মেলনে আমার গবেষণার কিছু অংশ বৈজ্ঞানিক পোষ্টার হিসাবে উপস্থাপন করব।
ছবি ২: ডেনভার বিমান বন্দর এর ভেতরের ছবি
ছবি ৩: বিমান বন্দর এর ৩ টি টার্মিনাল। একটি থেকে অন্যটি এত দূরে যে মেট্রো ট্রেন ব্যবহার করে একটি থেকে অন্যটি যেতে হয়। আমি যেখানে নেমেছিলাম সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ব্যাগ সংগ্রহ করতে হয়েছিল। যে কারণে যুক্তরাষ্ট্রে আসা, সেই জিনিসটিই ফেলে এসেছিলাম টার্মিনাল এ তে। বিমান বন্দর থেকে বের হয়ে যখন বোল্ডারগামী বাসে চড়ব তখন দেখি আমি বৈজ্ঞানিক কনফারেন্সে যে পোষ্টার প্রেজেন্ট করতে এসেছি সেটাই ফেলে এসেছি। বিমান বন্দর এর নিয়ম অনুযায়ী আমি নতুন করে টার্মিনাল এ-তে ঢুকতে পারব না সাধারণত। এর পরে অনেক কাঠ-খড় পুড়িয়ে সেটি হাতে পাই। পরবর্তীতে বিস্তারিত লিখব।
ছবি ৪: বিমান বন্দরে আমি
ছবি ৫: কলোরেডোর নীল আকাশ; সেই সাথে ধু-ধু প্রান্তর। নীল আকাশে সাদা মেঘের ভেলা। আকাশ যে কতটা নীল হতে পারে সেটা না দেখলে বোঝা কষ্টকর।
ছবি ৬: বাস হতে দেখা রকি পর্বতমালা। এর পাদদেশেই অবস্থিত আমার কনফারেন্সের শহর বোল্ডার।
ছবি ৭: আমি দূর হতে তোমাকেই দেখেছি আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি
ছবি ৮: রকি পর্বতমালা
ছবি ৯:
ছবি ১০:
ছবি ১১: অতঃপর আমি পাইলাম তাহাকে পাইলাম। আমার হোটেলের জানালা থেকে দেখা রকি পর্বত।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ শুভ কামনার জন্য।
২| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৬
বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাল লাগাটি জানানোর জন্য ধন্যবাদ।
৩| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৫০
খেয়া ঘাট বলেছেন: পাথুরে পাহাড়ের শহরে নিমন্ত্রণ। পুরোটাই পাথরের পাহাড় ছবি দিলাম-
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বোল্ডার শহরটি গড়ে উঠেছে পাহাড়ের পাদেশে। সেই সাথে শহরের বাড়িগুলো বানানো হয়েছে পাহাড়ের রং এর সাথে মিল রেখে।
আপনি কি ছবির ঐ শহরে থাকে নাকি?
৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৫
ম্যাংগো পিপল বলেছেন: ++++++++
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:১৬
কালবৈশাখীর ঝড় বলেছেন: সুন্দর!
পাহাড়ী ডেনভারের রাস্তা মোটামুটি সমতলই দেখা যাচ্ছে ..
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শহরটি গড়ে উঠেছে পাহাড়ের পাদেশে। পাহাড়গুলো ঢালু না। বরং হঠাৎ করেই উপরে উঠে গিয়েছে। শহরটি মুটামুটি সমতল ও খুবই গুছালো।
৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়দিন চলবে আপনার সম্মেলন?
নিউইয়র্ক বা ডিসিতে আসবেন? আসলে নক করবেন প্লিজ!
ইউকেন্ডে নিউইয়র্কে থাকবো !
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার সম্মেলন সোম থেকে শুক্রবার পর্যন্ত। এর পর প্রফেসরের টাকায় ২ দিন টান্কিবাজি করুম বাড়ি ফিরুম আগামী রোবিবার রাইতে।
না, এই যাত্রায় আর নিউইয়র্কে যাওয়া হলো না। পরের বার আমেরিকায় কোন সম্মেলনে আসলে নিউইয়র্কে যামু কতা দিলাম।
আপনাকে ধন্যবাদ নেমন্তন্য দেওয়ার জন্য।
৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৩২
তোমোদাচি বলেছেন: কনফারেন্সে শুভ কামনা!
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ তোমাদাচি ভাই।
৮| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০১
অপি আক্তার বলেছেন: শুভকামনা ।
৯| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২ নং ++
চমৎকার ছবি ব্লগ।
শুভকামনা রইল।
১০| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৫১
খেয়া ঘাট বলেছেন: আটলান্টা। সময় বের করতে পারলে আসবেন।
১১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬
নিমচাঁদ বলেছেন: অসাধারণ বোল্ডারময় অভিজ্ঞতা
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সম্মেলনের জন্য শুভকামনা রইলো।