নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
সিটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের ধবল ধোলাই ও ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক প্রথম আলো নামক পত্রিকাটি ডিগবাজী দিল।
জনপ্রিয় লেখক আনিসুল হক , যিনি কি না একই সাথে দৈনিক প্রথম আলোর উপসম্পাদক আজকে লিখেছেন
"শনিবার সকালে আমার বন্ধুরা, সহকর্মীরা আমাকে জিগ্যেস করছিলেন, চার সিটি কর্পোরেশনের ভোটের ফল কি হবে বলে আমি মনে করি। আমি বলেছিলাম, যদি ভোট হয়, আর ভোট গোনা হয়, ফল হবে ০-৪, চারটাতেই আওয়ামী লীগ হারবে।..........................আমি বলেছিলাম, ‘আমি এই ভবিষ্যদ্বাণী করতে পারছি, কারণ আমি পত্রিকায় সিটি নির্বাচনের ফলের পূর্বাভাসগুলো পড়িনি। আমি পড়ার চেষ্টা করছি বাংলাদেশের ভোটারদের মন।"
তার কথা যদি সত্য বলে ধরে নেই, তবে curious minds want to know তার পত্রিকা অফিসে কি কিছু গাঁজাখোর, মাতালও চাকুরী করে কি না?
কারণ ভোটের দিন সকালে যে পত্রিকা প্রকাশ হয়েছিল সেখানে প্রথম আলোরই অন্য-একজন উপসম্পাদক, সোহরাব হোসেন লিখেছিলেন:
"প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতায় চার সিটিতেই আওয়ামী লীগের সমর্থক প্রার্থীরা ভালো অবস্থানে।................................। ব্যক্তি ইমেজে চারটি সিটি কর্পোরেশনেই সদ্য বিদায়ী মেয়ররা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন। গত পাঁচ বছরে তাঁরা ব্যাপক উন্নয়ন করেছেন। "
আজকে প্রথম আলো অন্য একটি রিপোর্টে সরকার দলীয় প্রার্থীদের হারার ময়না তদন্ত করে উল্লেখ করেছেন:
"মেয়র হিসেবে নির্বাচন করার জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন আরিফুল হক। মন্দির, শ্মশানঘাট উন্নয়নে অনেক টাকা ব্যয় করেছেন। বদর-উদ্দিন আহমদ কামরানকে প্রায়ই বলতে শোনা গেছে, সুশীল সমাজের ভোট তাঁর না হলেও চলবে, তিনি ‘মেহনতি’ মানুষের ভোটেই জিতে আসবেন। এসব নিয়ে সুশীল সমাজের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছিল। ভোট নষ্ট হবে বলে তিনি ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেননি। এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করতে তেমন কিছু করেননি। অন্যদিকে আরিফুল হক চৌধুরী প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন বলে কাউন্সিলর হয়েও সিলেটের উন্নয়নে কাজ করেছেন। নগর উন্নয়ন কমিটির সভাপতি হিসেবে তিনি প্রচুর কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে টাকাপয়সা আত্মসাতের বিস্তর অভিযোগ থাকলেও সিলেটের উন্নয়ন হবে ভেবে মানুষ আরিফুল হক চৌধুরীকে ভোট দিয়েছেন।"
curious minds again want to know
আরিফুল হক ধর্ম-বর্ণ নির্বিষেশে সিলেটের মানুষদের জনকল্যাণে অনেক কাজ করেছিল সেটা কি দৈনিক হলুদ আলোর চোখে পড়েনি নির্বাচনের পূর্বে?
১৮ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও সিলেট নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা সমস্যা নিরসন করতে পারেনি কামরান সেই তথ্যটি কি হলুদ আলোর সাংবাদিকরা জানত না ভোটের পূর্বে???
২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০০
িলপু_িসলেট বলেছেন: বালের পত্রিকা আওয়ামীলীগ যে জাতীকে একটি সুষ্টু নির্বাচন উপহার দিল সেটা চোখে পড়লনা ???
৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫
ইকবাল পারভেজ বলেছেন: চেতনার ব্যাবসা খুবই মন্দা, সব সম্পাদকরাই এখন পাল্টি দিব, সামনে ঘোর অন্ধকার দেখতাছি
৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭
মোমেরমানুষ৭১ বলেছেন: সুচিল আর সম্পাদক শ্রেনী তারা সবই একই পানির মাছ। এরা সুবিধাভোগী
৫| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
নেয়ামুল ইসলাম এর কথা শুনলাম -- পুরাই পালটাইয়া গেছে -- পুরাই তাজ্জব
৬| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
নিষ্কর্মা বলেছেন: পরত্থম আলু কি আমার দ্বেষের মত হৈয়া যাইবো তাইলে?
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৬
আমি ভূমিপুত্র বলেছেন: ফেসবুকে পড়ছি