নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
অতঃপর ৫,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হইলাম।
কাকে দিলাম অনুমান করুন তো একটু ????
উপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত বাংলাদেশের ঘুষের মার্কেট রেটের তালিকা দেওয়া হলো:
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই তো মিস্টি খাওয়ার জন্য ৫০০০ দিতে হইল
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭
ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে তবে ছবিটা এদেশী ঘুষখোরদের আর ঘুষদাতাদের হলে ভাল হত। থাকলে আমিই দিয়ে দিতুম। আর ৫০০০ টাকার কোন কারবারই লিষ্টে নেই! ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই লিস্ট টা ২ বছরের পুরানো। মুদ্রাস্ফিতির জন্য বর্তমান রেট একটু বেশি
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২
ক্লোরোফিল বলেছেন: কষ্টের /পাশবিকতার কথা অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - http://www.youtube.com/watch?v=q8X7nEi_a8o
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪
ক্লোরোফিল বলেছেন: কষ্টের /পাশবিকতার কথা দুঃখিত। ভূল করে ওপরের লিঙ্কটি দিয়েছি । অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
ভিটামিন সি বলেছেন: আপনি মনে হয় পাসপোর্টের জন্য দিছেন। কারণ ৫০০০ এর কাছাকাছি এই একটাই আছে।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: না হয় নাই। তয় কাছা-কাছি
৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বলছিত আপনার কাজ হয়ে যাবে। তাই বলে ব্লগে এসে এভাবে পোস্ট দিতে হবে। নেন ভাই মাথা ঠাণ্ডা করেন
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইজান, আপনারে ধইন্যা বাদ। আপাতত শুটকি ভর্তা দিয়া গরম ভাত খাইলাম আ্যাপল জুস খাইয়া ঐ টেষ্ট টা নষ্ট করতে চাই না।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
ফজলে রাব্বি জেমস বলেছেন: আমি বুঝে ফেলেছি। আপনার উত্তরটা আপনার লেখার শিরোনামেই আছে। হেহেহে.........।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
তোমোদাচি বলেছেন: আপনার কাজটাতো হয়ে গেছে এবার ঐ বেটার নাম পরিচয় প্রকাশ করুন!
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: না, কাজটা এখনও হয় নাই। টাকা না পাইলে শুরুই করব না মামারা। অগত্য প্রিপেইড সিম ব্যবহার করতে হইল।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
ফেনম বলেছেন: ড্রাইভিং লাইসেন্স মনে হয়
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: না, এই কাজটাও এখন আর ৫০০০ হাজারে হয় না মনে হয়
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই চেতেন ক্যা নাইলে ৫০০০ টেকা ঘুষ খাইছি আপনার কাছ থেকে
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
প্রকৌশলী আতিক বলেছেন: কি খাবেন বা খাওয়াবেন এটা আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার।
চুপচাপ খেয়ে যান, আর খাওয়াইয়া যান। টি আই কিছু বললে, আমরাও বলব,
ট তে টিআইবি - তুই রাজাকার তুই রাজাকার
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
ভবঘুরে তানিম বলেছেন: আমি পারছি, সরকারি হাসপাতালে ভর্তি .।।।
১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
কালোপরী বলেছেন: পুলিশ ভেরিফিকেশন
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
একজন নিশাচর বলেছেন: মনে হয় পাসপোর্ট করাতে ৩০০০ টাকা দিছিলেন। কিন্তু আর ২০০০ কাকে কিভাবে দিলেন সেইটাই বুঝতেছিনা।
নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পলাশ ভাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২
ব্লগার রানা বলেছেন: কাহিনী কি ভাই খুইল্লা বলেন