নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আপনার এত বড় সাহস যে ওমি রহমান পিয়ালের অনুমতি না নিয়ে শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন কর্মসূচিতে এসে সংহতি জানান
দৈনিক সমকাল: রুমী স্কোয়াডের অনশনে জাফর ইকবালের সংহতি
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই বিতর্ক তো সবাই সৃষ্টি করতেছে না??? করতেছে গুটি কয়েক ইতর।
গোখরো সাপ কখন ফানা তুলে জানেন ??? যখন সে নিজের জীবন বিপন্ন মনে করে। ঠিক একই ভাবে ওমি শিয়াল গং নিজেদের জন্য হুমকি মনে করতেছিল শহীদ রুমি স্কোয়াডকে। তাই তো গোখরো সাপের মতই ফানা তুলে ছোবল মারতে চেষ্টা করেছে।
২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
একমত না বলেছেন: জাফর ইকবাল নিশ্চিত ভাবে রাজাকার। যুদ্ধের সময় যাদের যুদ্ধ করার সামর্থ্য ছিল কিন্তু করে নাই তারাও একপ্রকার রাজাকার।
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সেই সময় দেশের জনসংখ্যা ছিল সড়ে সাত কোটি। ১ কোটি লোক দেশ ছেড়ে ভারতে অশ্রয় নিয়েছিল। বাকি সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে প্রতক্ষ ভাবে যুদ্ধে অংশ গ্রহন করেছিল ১০~১৫ লাখ।
আপনার কথা ধরে নিলে বলতে হয় যে ৫ কোটি মানুষই রাজাকার ????
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: তবে হ্যা, আপনার সাথে একমত যে স্যারের ঐ সময়কার বয়স ছিল যুদ্ধে জাবার মত। কেন যান নি তার উত্তর তিনিই ভাল দিতে পারবেন।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
শিপু ভাই বলেছেন:
গতকাল আমরা কয়েকজন ব্লগার গ্রুপ করে ওখানে সংহতি জানিয়েছি। ২ ঘন্টা প্রতিকি অনশন করেছি। আমাদের চারজন ব্লগার বন্ধু রুমী স্কোয়াডের অনশনে যোগ দিয়েছে। আমি গতকাল ১২ বোতল ১.৫ লিটার পানি আর এক বক্স স্যালাইন দিয়ে আসছি!!!
আমিও কি তাইলে রাজাকার হইয়া গেলাম!!!???!!! চিন্তায় আছি!!!
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পিরে কেবলা চটি শিয়ালরে জিগাইতে হপে আপনি রাজাকারের দোসর কি না
৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
মুশাসি বলেছেন: পিয়াল মামা আমতা আমতা করে স্যরি বলছে
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
নষ্ট শয়তান বলেছেন: একমত না@ এই দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন গুটিকয়েক হাজার রাজাকার হারামজাদা ছিল বাকী সব মুক্তিযোদ্ধা কেউ রাইফেল হাতে যুদ্ধ করছে, কেউ দেশে থেকে সাপোর্ট দিছে। কেউ মানসিক সাপোর্ট দিছে। রাইফেল হাতে যোদ্ধার সংখ্য এক থেকে দেড় লাখ।
এভাবে ঢালাও রাজাকার সীল দেবেন না।
আর মনে রাখবেন জাফর স্যার একজন মুক্তিযোদ্ধার সন্তান। উনাকে দয়া করে বিতর্কিত না করি।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
উদাসী স্বপ্ন বলেছেন: পর্নস্টার দালালটার কথায় কান দেয়ার কি মানে আছে?
৭| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: নষ্ট শয়তান বলেছেন:
আর মনে রাখবেন জাফর স্যার একজন মুক্তিযোদ্ধার সন্তান। উনাকে দয়া করে বিতর্কিত না করি।
ভাই অনার বাবাকে হত্যা করেছিল পাকিস্তানিরা, কিন্তু তিনি যুদ্ধ করেন নাই।
ঢালাওভাবে কাঊকে রাজাকার আবার আন্দাজে কাউরে মুক্তিযোদ্ধা বানায়েন না
৮| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নষ্ট শয়তান বলেছেন: বজ্জাদ সাজ্জাদ@ এই পোষত আমার খুব প্রিয় একজন ভাই র সো আমি এখানে আর পোষ্ট বহিভূত মন্তব্য করব না। পাকিস্তানীরা নিশ্চয় রাজাকার মারে নাই। এনিয়ে আর কথা না। ধন্যবাদ
৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শিপু ভাই বলেছেন:
গতকাল আমরা কয়েকজন ব্লগার গ্রুপ করে ওখানে সংহতি জানিয়েছি। ২ ঘন্টা প্রতিকি অনশন করেছি। আমাদের চারজন ব্লগার বন্ধু রুমী স্কোয়াডের অনশনে যোগ দিয়েছে। আমি গতকাল ১২ বোতল ১.৫ লিটার পানি আর এক বক্স স্যালাইন দিয়ে আসছি!!!
আমিও কি তাইলে রাজাকার হইয়া গেলাম!!!???!!! চিন্তায় আছি!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
বাঙ্গাল৭১ বলেছেন: বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
আমরা এখন সবাই একই যুদ্ধের যোদ্ধা একেক জনের অস্ত্রে একেক জনের একক অস্ত্র ।
রাজাকারের ফাঁসি চাই ।
জয় বাংলা