নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

যারা নিজেদের ক্যারিয়ার গড়তে শাহবাগ আন্দোলনকে নিজেদের মন মত ব্যবহার করতেছে তাদেরকে কি বলে গালি দিতে চান ???

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০





৭১ কে আমরা বলতেছি প্রথম মুক্তিযুদ্ধ আর ২০১৩ কে দ্বিতীয়; প্রথম মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের সাথে বেঈমানি করবার জন্য আমরা যদি গালি দিতে পারি "ক" তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার তাহলে দ্বিতীয় মুক্তিযুদ্ধে বেঈমান দেরকে কেন গালি দিতে পারব না যারা নিজেদের ক্যারিয়ার গড়তে শাহবাগ আন্দোলনকে নিজেদের মন মত ব্যবহার করতেছে ???







তারা নিজেদের মত করে একেক সময় একেক ফতোয়া দিচ্ছে???



সব শালারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মত একেক টা খা*পো। তাদের কথা মত উঠলে-বসলে তুমি তাদের বন্ধু আর তাদের অনুসরন না করলেই শত্রু।





কয়েক দিন পূর্বে যখন এক রাজাকারের মাইয়া শাহবাগে এসে বলে যে সে এখানে এসেছে তার বাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে তখন সেই খা*পোরা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্যালুট দেয় রাজাকারের সেই মাইয়া কে।



আর আজ সেই একই খা*পো রা ফতোয়া দেয় শহীদ রুমি স্কোয়াডের কে নাকি বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পরিবারের সাথে আত্মীয়তা আছে তাই তাদের অন্দোলনে যুক্ত হওয়া যাবে না।



মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

ঘুমকাতুর বলেছেন: বঙ্গবন্ধুর সাথে তো রাজাকারের আত্মীয়তা আছে। এই বিষয়ে শিয়ালের বক্তব্য কি

২| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

আমি মেহমান বলেছেন: আমার গিটার আছে কিন্ত শাহবাগে উড়ে যাওয়ার হিম্মত নাই!
আমি ডাক্তার তাই রাস্তাঘাটে রাত যাপন না করে হোটেলেই পরীদের সাথে রাত কাটাই!
একজন প্রেমিক খুজছি - কন্ঠস্বর জোয়ান বাগিনীর মতই!
চাকরীর ভুবনে ঘোড়ার ডিম - নেতাজীর মন্ছে কি আছে দেখা যাক!
?
?
আরো কত কি ...

৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

তানজিদ_রূপক বলেছেন: সবচাইতে অবাক লাগে এই সমস্ত চটি লেখক, কপি পেস্ট কিং, মিথ্যাকে আবেগ মেশানো কাতর কণ্ঠে পরিবেশন করা গুটিকয়েক লোক কে অসংখ্য লোক কীভাবে মাথায় তুলে নাচে!! বাংলাদেশে কয়েক বছর ধরে নতুন ধারা চালু হইছে আবেগ দিয়ে কুকুর মুত্রও শরবত বলে গেলানো যায়।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: আর আজ সেই একই খা*পো রা ফতোয়া দেয় শহীদ রুমি স্কোয়াডের কে নাকি বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পরিবারের সাথে আত্মীয়তা আছে তাই তাদের অন্দোলনে যুক্ত হওয়া যাবে না।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি গালি দিয়ে আমার গালির অপব্যবহার করতে চাইনা, গালির একটা মান সন্মান আছেনা :P

৬| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

আমি ভূমিপুত্র বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
ভাই আমি গালি দিয়ে আমার গালির অপব্যবহার করতে চাইনা, গালির একটা মান সন্মান আছেনা

=p~ =p~

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

জাতির নানা বলেছেন:
চটি লেখে ডেস ফ্রেম শিক্ষা দেওয়ার মত দ্বিতীয় ব্যাক্তি এই দেশে আর নাই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.