নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

দরকার হইলে পোলিও টিকা খাওয়ানোর মত ঘরে ঘরে গিয়ে খোজ করা হউক তাও ২ টা ফাষ্ট বলার চাই।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২



১৬ কোটি বাংলাদেশিদের মধ্যে কি ২ টা মানুষ পাওয়া যায় না যে ১৪০-১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে?



দরকার হইলে পোলিও টিকা খাওয়ানোর মত ঘরে ঘরে গিয়ে খোজ করা হউক তাও ২ টা ফাষ্ট বলার চাই। আর কত দিন মাইর খামুX((X((X(( ঐ দিলসান-সাঙ্গাকারা দের দ্বারা??? ইজ্জত তো আমরা কাঠের তক্তা হইয়া গেল :((:((:((



মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তাসকিন আহমেদ কে নেয়া উচিত রুবেল এর বদলে

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তাসকিন এর গতি কেমন??

২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

আবিরে রাঙ্গানো বলেছেন: ওয়াশিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা কি ১৪০ কিমি বেগে বল করতে পারতো? পারতো না। বলে লাইন নেন্থ আর সুইং থাকলে আর কিছু লাগে না। বাংলাদেশের বোলাররা অভারে কমপক্ষে ২/৩ টি বলের লাইন নেন্থ খুবই ফালতু করে। জিয়াউর আর রুবেলের মাঝে জিয়াউরের গতি অনেক কম হলেও ব্যাটসম্যানরা কিন্তু রান নিতে পারছে না। সুতরাং গতি না খুজে লাইন নেন্থ খুজুন, রান আটকে গেলে এমনিতেই উইকেট পাবেন। Click This Link

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শুনেন, ওয়াশিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা প্রতি দশকে ১/২ জনই আসে।

গতি কি করতে পরে সেটা ব্রেট লি ও সোয়েব আখতারই দেখিয়েছে।

আপনি জানেন কি তেন্ডুলকার জীবনে প্রথম বারের মত কার বলে গোল্ডেন ডাক মারছিল ???

৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

আবিরে রাঙ্গানো বলেছেন: তাসকিনকে তো দলে রাখতে চেয়েছিলো নির্বাচকরা, কিন্তু তিনিও ইনজুরড। দেশের সেরা ৪ টি প্লেয়ারের ৩ টি ইনজুরড। মাশরাফি, সাকিব আর তামিম। কিভাবে জিতব আমরা?

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইরে বর্তমানে বাংলাদেশ টিমে ব্যাটিং এর কোন সমস্যা নাই। সাকিব, তামিম ছাড়াই বাংলাদেশ দল চলতে পারবে। সমস্যা হলো বলিং। ওপেনিং বলাররা প্রায় কিছুই করতে পারতেছে না কোন দিন।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

নীলপথিক বলেছেন: কিন্তু পলাশ ভাই, আপনার উচ্চ শিক্ষার্থে কানাডার চতুর্থ পর্বের দ্বিতীয় অংশ তো আজও পেলাম না।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি দুই কারনে এখনও লিখি নাই:

প্রমথমত, সামুর পক্ষপাতিত্ব মূলক মডারেশন: আমার এই সিরিজের ৪ টা পর্বের একটাও নির্বাচিত পাতায় যায় নি।

দ্বিতীয়ত: মানুষের স্বার্থপরতা। পোষ্ট ২০০ জনের উপরে প্রিয় পোষ্টের তালিকায় থাকলেও মন্তব্য ১০০ টাও পড়ে না। এত কষ্ট করে লিখি একটা ধন্যবাদ ও দেয় না বাংলাদেশের মানুষরা এতই অকৃতজ্ঞ।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

আবিরে রাঙ্গানো বলেছেন: দুনিয়ার সেরা ফাস্টেস বোলার:
1. Shoaib Akhtar
2. Bret Lee
3. Shaun Tait
4. Shane Bond
5.Dale Steyn
6.Mohammed Sami
7.Lasith Malinga
8.Andrew Flintoff
9.Mitchell Johnson
10.Kemar Roach

এখানে মালিংগা আর স্টেইন ছাড়া ফেমাস হতে পারেনি কেউ। নিচে কিছু ফেমাস বোলারের নাম দিলাম যারা এদের চেয়েও ফেমাস।

ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াকার ইউনুস, চামিন্দা ভাস, শন পোলক, ডোনাল্ড, কোর্টনি ওয়ালস, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, আরো অনেকেই আছে যারা খুবই ফেমাস। সুতরাং আমি যেটি বলেছি সেটি ভুল কিছু নয়। শচীন শোয়েব আখতারের প্রথম বলেই বোল্ড হয়েছিলো ঠিকই, কিন্তু পরবর্তীতে শোয়েবের বলে সবচেয়ে বেশি চার-ছয়ও পিটিয়েছে শচীন। সুতরাং এটা কোন ভাল উদাহরণ হলো না।

আমাদের মাশরাফির বলও কিন্তু রুবেলের চেয়ে কমগতির, কিন্তু গতি দিয়ে লাভ কি? আশাকরি আমার কমেন্টের ম্যাসেজ ধরতে পেরেছেন।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই আপনার বয়স কত আমি জানিনা।

আপনি সোয়েব আখতার এর প্রথম ৫ বছর খেলা দেখেছেন কি না জানিনা;

আর ব্রেট লি অস্ট্রেলিয়া কে কত গুলো ম্যাচ প্রায় একাই জিতিয়েছে সেটা জানেন কি না সেটাও আমার জানতে ইচ্ছে করে???


৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

মুহাম্মদ ফয়সল বলেছেন: ভাই আপনার রাগ দেখে বৃষ্টি নেমে গেল যে!

৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

আবিরে রাঙ্গানো বলেছেন: এখানে যাদের নাম দিয়েছি তাদের মাঝে কপিল দেব, রিচার্ড হ্যাডলি ছাড়া বাকী সবার খেলা নিয়মিত দেখেছি। ওয়াসিম, ম্যাকগ্রা বাদ দিলাম, একটি প্রশ্ন করি উত্তর শুনলে বোঝা যাবে আপনি কতটা ক্রিকেট জ্ঞান রাখেন: শোয়েব, ব্রেটলী আর স্টেইন এই ৩ জনের মাঝে কাকে বেশি ভাল বোলার বলে মনে হয় আপনার?

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পড়া-লেখার ব্যস্ততার জন্য এখন বাংলাদেশ ব্যতিত অন্য কোনো দেশের খেলা দেখা সম্ভব হয় না। তাই স্টেইন নিয়ে মণ্তব্য করব না। তবে শোয়েব ও ব্রেটলীর মধ্যে ব্রেটলী কে পছন্দ করি।


১৯৯৮ সালে পাকিস্তান যখন ভারত সফর করেছিল সেই খেলা গুলো কি দেখেছিলেন আপনি????

৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

মরু প্রান্তর বলেছেন: @আবিরে রাঙ্গানোঃ এখানে মালিংগা আর স্টেইন ছাড়া ফেমাস হতে পারেনি কেউ।

শোয়েব আকতারের খেলা আপনি দেখেন নাই।
নয়তো ওই সময় পত্রিকা পড়ার বয়স আপনার হয় নাই।

৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

মরু প্রান্তর বলেছেন: কোথায় মালিংগা আর কোথায় শোয়েব আখতার!!!! বাচ্চু।।

১০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রাসেল ভাই বলেছেন: দুইটা স্পিড বোলার খুবই দরকার । তবে আমার পছন্দ ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রাথ, চামিন্দা ভাস ।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

শব্দহীন জোছনা বলেছেন:

ভাই আবিরে রাঙ্গানো আপনার কেন মনে হল

শেন বন্ড

ফ্লিনটফ


এরা, মালিঙ্গা বা স্টেইন এর চেয়ে কম ফেমাস ছিল...



:-* :-*

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

নীলপথিক বলেছেন: আমার মনে হয় ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক। কারো দরকার পড়লে পোস্ট প্রিয়তে নেয়। এদের অধিকাংশই বিদেশে ভবিষ্যতে পড়াশোনার স্বপ্ন লালন করে কিন্তু পরবর্তিতে আর কোন রকম প্রচেষ্টা বা উদ্যোগ গ্রহণ করে না। খারাপ লাগলো ব্যাপারটা। আমি আমেরিকায় পি.এইচ.ডি করবার চেষ্টায় আছি। কোনরকম সাহায্য আশা করতে পারি কি?

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮

এসকে বলেছেন:
আমি মনে করি কমপক্ষে ৪ জন পেস বলার থাকা দরকার যাদের গতি কমপক্ষে ১৩৫ কিলোমিটার এর ওপর। এদের মধ্যে ২ জনকে হতে হবে ১৪৫ কিলো এর কাছাকাছি। আগে পেসার হান্ট নামে একটা ইভেন্ট ছিল।এখন হয় কিনা জানিনা।ওরকম ইভেন্ট থেকেই মাশরাফি কে পাওয়া গেছে।
আরেকজন সম্ভবনাময় তাসকিন আহমেদ এর বোলিং এর কিছু ভিডিও দেখতে পারেন এখানে।

http://www.youtube.com/watch?v=lBxqEu6hcJ0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.