নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
সরকার চাইলে কি করতে পারে সেটা তো থাবা বাবা ওরফে রাজীবের হত্যাকারীদের ১ মাসের মধ্যে ধরেই প্রমাণ করেছে।
যে প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কোটি কোটি মানুষের মধ্য থেকে রাজীবের খুনি দের বের করল সেই একই প্রযুক্তি ব্যবহার করে গ্রামের কয়েকশ মানুষদের মাঝ থেকে কয়েক জন মন্দির ভাঙ্গচুরকারীদের সনাক্ত করা সম্ভব নয় কি?
আপনারা কি মনে করেন যে অপরাধীরা যে সকল জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সেগুলো সংঘটিত করবার পূর্বে নিজেদের মধ্যে কোন মোবাইল যোগা-যোগ করেনি নি??
আপনারা কি বিশ্বাস করেন যে কোন গ্রামে অগ্নি-সংযোগ করবার পূর্বে তারা সেই গ্রামে গিয়েছে নিজেদের মধ্যে কোন যোগাযোগ করেই???
আচ্ছা একটা গ্রামে কতজন মোবাইল ব্যবহার করে???
রাতে যে সময়ে এই অগ্নি সংযোগ গুলো ঘটেছে প্রায় মধ্যরাত্রিতে সেই সময় গ্রামে কতজন মানুষ মোবাইলে কথা বলে???
মোবাইল কোম্পানি গুলো থেকে সেই সময়কার ভয়েস রেকর্ড সংগ্রহ করা কি অসম্ভব???
ঢাকা শহরে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩০-৪০ হাজার মানুষ বসবাস করে ও মবাইল ব্যাবহারকারীদের সংখ্যা ৫-১০ হাজারের ও বেশি হবার কথা সেই জায়গায় সংঘটিত থাবা বাবা ওরফে রাজীবের হত্যাকারীদের যদি ৫-১০ হাজার মোবাইল ব্যবহারকারী ভয়েস রেকর্ড যাচাই করে তাদের মধ্যে থেকে ৫ জনকে খুনিকে সনাক্ত করা সম্ভব হয় তবে সারা দেশে গত ২৪ দিনে সংঘটিত ৩১৯টি মন্দির, বাড়ি-দোকানে হামলাকারীদের একই প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত করা সম্ভব হচ্ছে না কেন কেউ আমাকে দয়াকরে জানাবেন কি???
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রমুর ভাঙ্গচুর নিয়ে শুশীল নামক কোন হাম্বাই আর কোন কথা বলে না????
২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২২
মাসরুর প্রধান বলেছেন: না।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এটাই হল হাম্বাদের ইদুর-বিড়াল খেলা! আরো দেখেন তাকীর খুনের জন্য শামীম ওসমানকে দায়ী করা হলেও তার ধারে কাছে পুলিশ ভিড়তে পারে না
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ব্লগ বা মিডিয়ার কিছু চিহ্নিত হাম্বা যেই না শুনল তাদের বাবার বাবা শামীম ওসমান জড়িত ঐ খুনে ওমনি চুপ হয়ে গেল। এগুলোর দুই গালে লাগে ছেড়া সেন্ডেলের বাড়ি।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
প্রকৌশলী আতিক বলেছেন: মুখস্ত বললেই যেখানে পার পাওয়া যায়, সেখানে এত কষ্ট কইরা প্রমান করার কি দরকার?
যেমন, বিশ্বজিৎ মরল, সবাই ভিডিও দেখলাম। মুখস্ত বলা হল, জাশি খুন করছে। একটা হিন্দুকে - জাশি মারছে - নো এভিডেন্স নিডেড।
তেমনি, "হিন্দুদের বাড়িঘর - ইসলামি মৌলবাদিরা পোড়াবে"
থাবা বাবা হিন্দু হইলে, কোনো ব্যাপার ছিলনা। যত আকাম কুকাম হইছে, উনি নাস্তিক হইয়া, রেখে গেছে অনেক প্রমান - ওনার ব্লগ/ফেবু। মুখস্ত বিদ্যায় কাম না হওয়াতে প্রমানের দরকার পড়ছে।
চমৎকার পোষ্ট। চতুর্থ ভাললাগা।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: নাস্তিক/আস্তিক কিছু বুঝিনা অপরাধ করেছে অপরাধীকে খুজে বের করে শস্তি দিত হবে। কিন্তু দিনের পর দিন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিন্তু ১ টাও অপরাধী ধরা পড়তেছে না সেটা কোন শুয়োর শুশীল সরকারকে জিজ্ঞেস করে না।
সব শালা বুদ্ধিজিবী নামক মাথা ব্যবসায়ি।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
আমি কবি নই বলেছেন: ভাল লাগলো। সমস্ত অপকর্মের বিচার চাই, তা যেই করুক, বিএনপি/ আওয়ামী/জামাত। যারা এই কাজ করে তারা শুধু দেশের নয়, ইসলামেরও শত্রু। এদের মত কুলাঙ্গারদের জন্য অনেক ভালো মুসলমান বিপদে পড়ছে।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেশের আনাচে-কানাচে জামাত-শীবিরের দুইটা কর্মী এক সাথে হলেই পুলিশ তাদের গ্রাফতার করতেছে যে তারা নাষকটা করার জন্য মিটিং করতেছিল।
কিন্তু সেই একই জামাত-শিবীরের কর্মীরা দিনের পর দিন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিন্তু একজনও ধরা পরতেছে না সেটা কি বিশ্বাস যোগ্য???
৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০
সাদা রং- বলেছেন: সব সময় এই হিন্দুদের উপর কেন অত্যাচার করা হয় আমি বুঝি না।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সবার উপর ক্ষমতা সত্য তাহার উপর নাই।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
আলাউদ্দীন বলেছেন: @প্রকৌশলী আতিক বলেছেন: মুখস্ত বললেই যেখানে পার পাওয়া যায়, সেখানে এত কষ্ট কইরা প্রমান করার কি দরকার?
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সেটাই হলো কথা।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
চলতি নিয়ম বলেছেন: ভালো পয়েন্ট। পোস্টে +
আসুন এখন থেকে এসব ভাঙ্গা ভাঙ্গি বন্ধ করি। ভেঙ্গে ফেলার পরে আর ধরে লাভ কি?
ভাঙ্গার আগেও ভোটের হিসাব, ধরার পরেও ভোটের হিসাব। মাঝখান থেকে ৩২ জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা: ২৪ দিনে ৩১৯টি মন্দির, বাড়ি-দোকানে হামলা
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: যে প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কোটি কোটি মানুষের মধ্য থেকে রাজীবের খুনি দের বের করল সেই একই প্রযুক্তি ব্যবহার করে গ্রামের কয়েকশ মানুষদের মাঝ থেকে কয়েক জন মন্দির ভাঙ্গচুরকারীদের সনাক্ত করা সম্ভব নয় কি?
আপনাকে ধন্যবাদ সহমতের জন্য
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: কার কাছে উত্তর চাইছেন পলাশ ভাই? দলীয় লেজুড়বৃত্তিজনিত অন্ধত্বের কারণে যারা মুক বধির হয়ে গেছে, তাদের কাছ?
পোস্টে ++++
১০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ধরা পড়লে হয়তো পাগল ও হতে পারে।
+++
১১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
আল ইফরান বলেছেন: ভালো লিখেছেন।
হিন্দু কমিউনিটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির হাতে গোনা কয়েকটা কার্ডের মধ্যে একটা।
এই জিনিসের বিচার করে ফেললে নেক্সট ইলেকশানে কোন ইস্যুতে ভোট চাইবে তাদের কাছে।
ঠিক যেমনিভাবে গত ৪২ বছর ধরে এই দলটি স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করে আসছে, তেমনিভাবে মাইনরিটিদের নিয়েও নোংরা রাজনীতির খেলায় মেতেছে।
সমস্যা হচ্ছে হিন্দু কমিউনিটির লিডিং অর্গানাইজেসন এর অধিকাংশ নেতারাই তাদের বিবেক-বুদ্ধি আর সম্প্রদায়ের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের কাছে বলী দিয়েছেন।
১২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
তৃষ্নার্থ বলেছেন: যেসব এলাকায় অপরাধ হয়, তারা কিন্তু ঠিকি জানে কারা জড়িত।
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: সরকার চাইলে কি করতে পারে সেটা তো থাবা বাবা ওরফে রাজীবের হত্যাকারীদের ১ মাসের মধ্যে ধরেই প্রমাণ করেছে।
হিন্দুদের কাছে ভারত মাতার পর বড় মাতা হচ্ছে হাসিনা, তাই তার সোনার ছেলেরা একটু আধটু মন্দিরে হাত দিলে কস্ট পাবার কিছু নাই।
বরং কোনোমতে বিএনপি/জামাত কইয়া চালায় দিতে পারলে ই ওওওমমম
শান্তি
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
গুডনাইট বলেছেন: @আমরা তোমাদের ভুলব না,
আপনার কথা শুনেতো মনে হচ্ছে আপনি নিজেই কয়েকটা মন্দির ভেঙ্গে এসেছেন । আপনার কথায় একটা পুরা সম্প্রদায়কে জেনারালাইজড করে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন।
আজকের মিশনে কোথায় যাবেন...???
১৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
ধ্রুব মহাকাল বলেছেন: সংখ্যালঘু নির্যাতন জুজুইতো আম্বাদের শেষ ভরসা ।কেন শুধু শুধু তারা ট্রাম্পকার্ডটা হারাতে চাবে বলুন ?
পোস্টে +++
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০
বুনো বলেছেন: দারুণ একটি পয়েন্ট আউট করেছেন ভাই। হিন্দুদের নিয়ে সরকার এবং আওয়ামী লীগের বক্তব্য যে লোক দেখানো রাজনীতি তা একদম পরিষ্কার।
জামাত হোক কিংবা নিজ দলীয় হোক, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘৃণ্য কাজের সাথে জড়িতদের খুঁজে বের করার কোন স্বদিচ্ছাই সরকারের নেই। বরং তারা কক্সবাজারে এমন একজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে; যার ব্যাপারে হিন্দুরাই বলেছে, উনি না থাকলে সেদিনের দাঙ্গা আরও ভয়াবহ ধারণ করত।