নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
মাননীয় ব্লগ কর্তৃপক্ষ,
আমি আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই ঠিক কতটুকু অশ্লীল ভাষা ব্যবহার করে পোষ্ট দিলে বা কোন সাবেক প্রধান মন্ত্রীকে গালা-গালি করলে কোন ব্লগার কে শাস্তি পেতে হয়???
একজন ব্লগার তার ব্লগীং জীবনে একটাও পোষ্টও করেন নি যেখানে সামুর নীতিমালা বিরুদ্ধ ভাষা ব্যবহার করেন নি। আমি এখানে শুধু তার ৩ টি পোষ্টের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করলাম।
আমার বিনীত জিজ্ঞাসা???? এই পোষ্ট গুলো কি মডারেশনের দায়িত্বে থাকা কোন ব্যক্তির চোখে পড়ে নি?
কারো কাজের সমালোচনা কি ভদ্র ভাষায় করা যায় না???
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাক স্বাধীনতার মানে কি অশ্লীল ভাষায় গালা-গালি করা???
তাহলে তো ব্যাক্তি স্বাধীনতার কারণে নীজের শত্রুকে মেরে ফেলা টাও আইন সিদ্ধ করা উচিত কি বলেন???
২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩
কাজী মামুনহোসেন বলেছেন: Click This Link
উনার লিখা এবং মন্তব্যের জবাব দেখার পর উনার গালাগালীর স্ক্রীনশট গুলাও পোস্টে যোগ করেন....
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার জানা মতে আপনিও সেই পোষ্টে তার সাথে সহমত প্রকাশ করেছিলেন তাই নয় কি ???
৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
শিপন মোল্লা বলেছেন: মাননীয় ব্লগ কর্তৃপক্ষ,
আমি আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই ঠিক কতটুকু অশ্লীল ভাষা ব্যবহার করে পোষ্ট দিলে বা কোন সাবেক প্রধান মন্ত্রীকে গালা-গালি করলে কোন ব্লগার কে শাস্তি পেতে হয়???
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আশাঁকরছি ব্লগ কতৃপক্ষের কাছ থেকে আমি আমার প্রশ্নটির উত্তর জানতে পারব।
৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
কাজী মামুনহোসেন বলেছেন: আমার সর্বশেষ মন্তব্য কি আপনি কেয়াল করেছিলেন ?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি যে তার সাথে সহমত প্রকাশ করে মন্তব্য করেছিলেন আমি কি তার স্ক্রিনশট এখানে যুক্ত করব???
৫| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
নিরব বাংলাদেশী বলেছেন: দিশার তাই বলে চোরকে চুরি করতে দেব? খুনিকে খুন? সবাই যার যার মত স্বাধীনতা উপভোগ করুক নাকি বলেন?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি উনাকে একটা প্রশ্ন করেছি আশাঁকরি উনি উত্তর দেবেন।
৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিঙ্ক দেন।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: উনি পোষ্ট সরিয়ে ফেলেছেন।
আমি উপরে যে স্ক্রিনশট যুক্ত করেছি সেগুলো কি আপনার সত্য বলে মনে হচ্ছে না???
৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
শিপন মোল্লা বলেছেন: পারছিনা মিলেমিশে ব্লগিং করতে।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শরীরের কোন অঙ্গে ক্যান্সার হলে কি সেই অঙ্গটি কেটে ফেলবেন নাকি পুরো শরীরটি???
৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন: আমার দেয়া লিংকের ভদ্রলোকের
লিখা এবং মন্তব্যের জবাব দেখার পর উনার গালাগালীর স্ক্রীনশট গুলাও পোস্টে যোগ করার অনোরোধ জানচ্ছি।
আপনার দেয়া স্ক্রীনশটের চাইতেও উনার গালাগলীর ভাষা আরও বেশী অশ্লিল...
নিরপেক্ষতা আশা করছি....
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি যে পোষ্ট টি দিয়েছি সেটা নিয়ে এখানে মন্তব্য করবেন আশাঁকরি।
আমি অনেক ভেবে চিন্তে তার সকল পোষ্টে ঘুরে দেখে এই পোষ্ট টি দিতে বাধ্য হয়েছি। এই ব্লগারটি তার ব্লগিং জীবনে প্রথম ২/১ টা পোষ্ট ছাড়ে ১ টাও পোষ্ট করেনি যে পোষ্টে সামুর নীতিমালা বিরুদ্ধ ভাষা ব্যবহার করেন নি।
৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০১
দিশার বলেছেন: "বাক" স্বাধীনতা আর চুরি খুন কি এক হলো?
ভাই কোন দুনিয়া তে বাস করেন? মিডেল ইস্ট?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি বাক স্বাধীনতার প্রতি সম্মান জানানো দেশের তালিকায় যে দেশটি ১ নম্বরে সেই দেশ কানাডায় বসবাস করি।
১০| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০২
একজন নিশাচর বলেছেন: পলাশ ভাই,
আপনার আচার ব্যবহার কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে আপনার পরিবার থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তার উপর।
ওনাদের জন্মে সমস্যা আছে ধরে নিতে পারেন।
ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আপনার আচার ব্যবহার কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে আপনার পরিবার থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তার উপর। "
আপনার উপরোক্ত মন্তব্যের সাথে পুরোপুরি একমত।
১১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০২
সবুজ মেঘ বলেছেন: মাননীয় ব্লগ কর্তৃপক্ষ,
আমি আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই ঠিক কতটুকু অশ্লীল ভাষা ব্যবহার করে পোষ্ট দিলে বা কোন সাবেক প্রধান মন্ত্রীকে গালা-গালি করলে কোন ব্লগার কে শাস্তি পেতে হয়???
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আশাঁকরছি ব্লগ কতৃপক্ষের কাছ থেকে আমি আমার প্রশ্নটির উত্তর জানতে পারব।
১২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৩
কাজী মামুনহোসেন বলেছেন: আমি যদি গালি দিয়ে থাকি তা অবশ্যই যোগ করবেন এবং
আমি যে ওই লেখককে গালী তুলে নেয়ার অনোরোধ করেছিলাম সেটাও যোগ করবেন
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি ঐ পোষ্টের প্রথম মন্তব্যটা করেছিলেন। আমি বাধ্য হলাম আপনার স্ক্রিনশট এখানে যুক্ত করতে
১৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি মডুদের ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করতাম, লিঙ্ক দিয়ে।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: উপরোক্ত স্ক্রিনশট গুলোতে যা লিখা আছে তা দেখে কি মডুদের ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করা যায় না ???
১৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
কাজী মামুনহোসেন বলেছেন: @স্বর্ণাপা Click This Link
উনার লিখা এবং মন্তব্যের জবাব গুলা পড়লে অসংখ্য গালী খুঁজে পাবেন
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আনি এই পোষ্ট থেকে অন্য পোষ্টে বার বার যেতে চাচ্ছেন কেন
@কাজী মামুনহোসেন।
১৫| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই নিন্দনীয় কাজ। যারা এই ধরনের কাজ করে তারা নিঃসন্দেহে ঘৃনা পাত্র ও অবিবেচক। যতদূর জানি এই পোষ্ট গুলো সব মডারেটরা সরিয়ে ফেলেছেন। আমার বিনীত অনুরোধ রইল, মাননীয় বিরোধী দলীয় নেত্রী সম্মানের কথা বিবেচনা করে, এই পোষ্টের ছবি গুলো যদি শুধু সরিয়ে নেন তাহলে ব্যাপারটির নোংরা রুপ যারা ইতিমধ্যে দেখেননি, তাদের দেখতে হবে না। আমরা সবাই লজ্জা থেকে বাঁচতাম।
আমরা সাধারন ব্লগার এই সব দেখতে চাই না। ঘৃনায় গা রি রি করে উঠে। যার এই ধরনের কাজ করেছেন, আশা করি তাদের ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "যতদূর জানি এই পোষ্ট গুলো সব মডারেটরা সরিয়ে ফেলেছেন"
আমি উপরোক্ত স্ক্রিনশট গুলো নিয়েছি মাত্র ১ ঘন্টা পূর্বে।
১৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
শিপন মোল্লা বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু বললাম না। কি বলতে চায়ছিলাম আপনি বুঝেছেন হা হা ।
১৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১০
বাংলার হাসান বলেছেন: কিছু কিছু ব্লগারের অশ্লীল ভাষা ব্যবহার কারনে মানবতা বিরোধীদের জন্য আর্শীবাদ হয়ে উঠে। মাঝে মাঝে সন্দেহ হয় এরা কি রাজাকারের সুবিধা করে দিবার জন্যই এমনটি করে?
অশ্লীল ভাষা ব্যবহার না করেও তো সমালোচনার তীরে বিদ্ধ করা যায়, নাকি এরা ব্লগে হিট হবার জন্যই এমনটি করে?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, আমিও সেটাই জানতে চেয়ছি যে
কারো কাজের সমালোচনা কি ভদ্র ভাষায় করা যায় না???
১৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১১
দিশার বলেছেন: @লেখক , তাহলে বলেন কি করে খুন এর কথা? দুইটা কি এক জিনিস? কানাডা তে গালি দিলে জেল জরিমানা হয় জানতাম না !
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কোন দেশে থাকেন জানিনা তবে আপনাকে আমার নিজের অবিজ্ঞতা বলি:
আমি এখানে একটি বিশ্বিদ্যালয়ে গবেষনা করতেছি। আমার অধ্যাপকের সাথে আরও কয়েক জন্য কাজ করে। একদিন গ্রপ মিটিং শেষে একটা জার্মান ছেলে গ্রুপের একটি মেয়ে জিজ্ঞেস করেছিল যে তার গালে কি হয়েছে এত লাল কেন??
মায়েটি উত্তর দিয়েছিল যে কিছু না।
এর পরে সেই ছেলেটি আবার জিজ্ঞেস করেছিল না কিছুতো নিশ্চয় হয়েছে না হলে এত লাল হবে কেন???
এর পরে সেই মে তখন আর কিছু না বলে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেছিল।
এর অভিযোগের কারণের সেই ছেলেটিকে ২ বছর পড়ার পড়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।
শুধু বহিষ্কারই নয় সেই সাথে তাকে বলা হয়েছে যে তাকে যদি আমাদের বিশ্ববিদ্যায়ের ভিতরে আর দেখা যায় তবে পুলিকে গ্রেফতার করতে বলা হয়েছে।
এবার বুঝতে পেরেছেন বাক স্বাধীনতা কাকে বলে???
আশাঁকরি নে জেনে এর পর থেকে কোথাও মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
১৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১২
সবুজ মেঘ বলেছেন: যে ব্লগারের কথা বলা হচ্ছে তার লিংক
http://www.somewhereinblog.net/blog/shaheed007
২০| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
তোমোদাচি বলেছেন: গালিবাজ এসব কুলাঙ্গারকে ব্যান করা হোক!!
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেখি ব্লগ কতৃপক্ষ কি ব্য বস্হা নেয় এই ব্লগারের বিরুদ্ধে।
আপনাকে ধন্যবাদ।
২১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯
আগনত্তুক বলেছেন: ব্লগ কতৃপক্ষ বিষয়টি গুরুত্তের সাথে বিবেচনা করে এই সব আশ্লিল পোস্ট দানকারী ব্লগারদের নিক ব্যান্ করার দাবি জানাচ্ছি।
লেখকের সাথে সহমত।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আশাঁকরছি ব্লগ কতৃপক্ষের কাছ থেকে আমি আমার প্রশ্নটির উত্তর জানতে পারব।
২২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯
আমি মোঃ চয়ন বলেছেন: যাদের স্ক্রিনশট লাগবে নেন। পুরা পোস্টই আছে।
@ কাজী মামুনহোসেন ঐপোস্টে সবাই যেখানে তার ভাষার সমালোচনা করেছিল। সেখানে একমাত্র আপনিই ঐ গালিটার সাথে smiley দিয়ে কমেন্ট করেছিলেন।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। সেই পোষ্টের একটা প্রমান যুক্ত করবার জন্য।
২৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২০
কাজী মামুনহোসেন বলেছেন: ওই লেখকের স্ক্রীনশট কেন যোগ করবেন না ?
উনি বিএনপি নেত্রীকে গালি দেন না বলে ?
নাকী আওয়ামি সমর্থকদের গালী দেন বলে ?
আবেগ দিয়ে নয় বিবেক দিযে বিবেচনা করুন,
আপনি কি জানেন ওই লোক গালি দেযা বন্ধ করলে সামু থেকে ৫০% গালী কমে যাবে ?
একজনকে দেখে আরেকজন খারাপ হয়
প্রতিটি গালী দেয়াই একটার সথে আরেকটা সম্পৃক্ত।
ধন্যবাদ
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি জানেন ওই লোক গালি দেযা বন্ধ করলে সামু থেকে ৫০% গালী কমে যাবে ?
আপনি তো দেখি ১ মাস ৩ সপ্তাহ ব্লগিং করে অনেক কিছু জেনেছেন।
একজনকে দেখে আরেকজন খারাপ হয়
আমার ব্লগটি একটি ঘুরে দেখুনতো কাউকে গালা-গালি করেছি কি না???
২৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২১
সবুজ মেঘ বলেছেন: শহীদ উল্লাহ (কিরণ) নামক ঐ ব্লগারের একাধিক নোংরা ও ভিত্তিহীন ব্যাক্তি আক্রমনাত্ত্বক পোস্ট এখনো বহাল অবস্থায় আছে। অথচ এর থেকে সামান্য কারনেও অনেক ব্লগারকে ব্যান করা হয়েছে। আশা করি জানা ও অন্যান্য মডুরা তাদের ডুয়াল স্ট্যান্ডার্ড ত্যাগ করে ঐ ব্লগারকে স্থায়ী ব্যান করে সুবুদ্ধির পরিচয় দিবে।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি অপেক্ষা করতেছি সামু কতৃপক্ষ কি ব্যবস্হা নেয় ঐ ব্লগারের বিরুদ্ধে।
২৫| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২২
কাজী মামুনহোসেন বলেছেন: আমি গালিটা দেখে হেসেছি সেটা আমিও মানি তবে
আমি ওই লোককে গালি উঠিয়ে নেয়ার জন্য অনোরোধ করেছিলাম সেটা দেখেন নাই ?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: যখন দেখলেন সবাই আপনার সমালোচনা করতেছে সেই পোষ্টে সহমত জানানোর জন্য তখন আপনিও সেই পথে হাটা শুরু করেছিলেন নিজের মনের বিরুদ্ধে।
আপনি সেই পোষ্ট সম্বন্ধে কি ধারনা পোষন করেন সেটাতো প্রথম মন্তব্য করেই জানিয়েছেন তাই নয় কি ???
২৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৪
নিরব বাংলাদেশী বলেছেন: দিশার বলেছেন: সবার বাক সাধীনতা থাকা উচিত। একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন? তর্কের খাতিরে আমি যদি আপনাকে বাপ মা তুলে গালি দেই আপনি কি করবেন?
১. বাকস্বাধীনতা বলবেন?
২. আমাকেও তেমন গালী দিবেন?
৩. আমাকে গালাগালী করতে মানা করবেন?
৪. নাকি আমার নাক ফাটিয়ে দিতে চাইবেন?
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাক স্বাধীনতা কাকে বলে সেটার উদাহারন আমি তাকে দিয়েছি। আশাঁকরি এর পরে এই বিষয় নিয়ে আর কোন উলটা-পাল্টা কথা বলবেন না।
২৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: @আমি মোঃ চয়ন মন্তব্য সহ পরা লিখার স্ক্রিনশট যুক্ত করেন, তাহলেই পুরা বিষয়টা পরিস্কার হয়ে যাবে ............
আমি হাসছি এতটুকুই দেখন, বকিটুকু চোখে পড়ে না ?
২৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
কাজী মামুনহোসেন বলেছেন: //আপনি তো দেখি ১ মাস ৩ সপ্তাহ ব্লগিং করে অনেক কিছু জেনেছেন।//
বেয়াদব, ইতর চিনতে ১ মাস ৩ সপ্তাহ লাগে না, ১ দিনেই বেয়াদব চেনা যায়
একজনকে দেখে আরেকজন খারাপ হয়
আমার এ কথার সাথে কি দ্বিমত পোষন করছেন ?
//আমার ব্লগটি একটি ঘুরে দেখুনতো কাউকে গালা-গালি করেছি কি না???//
আফনের কি মনে হয় আমি গালা-গালি করি ?
নিজেরে জাহির করার জন্য ধন্যবাদ, এর পর থেকে আফনেই আমার আইডেল....
২৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন: //লেখক বলেছেন: যখন দেখলেন সবাই আপনার সমালোচনা করতেছে সেই পোষ্টে সহমত জানানোর জন্য তখন আপনিও সেই পথে হাটা শুরু করেছিলেন নিজের মনের বিরুদ্ধে। //
আফনেত দেখী ব্রাফুক জ্ঞানী, মাইনেসর মনের খবরও কইতে পারেন.......
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে আমার পোষ্টে ব্লক করতে বাধ্য হলাম। আপনার উদ্যেশ্য ভাল বলে মনে হচ্ছে না।
যখন দেখব ব্লগিং কি ভাবে করতে হয় তা শিখেছেন তখন আপনাকে আমার ব্লগে মন্তব্য করার সুযোগ দেব। শুভ ব্লগিং।
৩০| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫০
দিশার বলেছেন: @লেখক , আপনে যেটার উদাহরণ দিলেন ঐটা মেয়েটার যৌন হয়রানি, বা প্রিভেসি আইন য়ে হইসে . বাক সাধীনতার সাথে চুরি খুন এর কি সম্পর্ক এখনো বললেন না ? কানাডায় থাকেন ইটা খুব "পার্ট" নিয়ে বললেন? পার্ট এর কিসু নাই ভাই , আমিও উত্তর আমেরিকা থেকে মাস্টার্স করা , নাথিং টু ব্রাগ এবাউট .
কানাডা থেকেব বাক সাধীনতা কি জিনিস বুজলেন না . জনগণ এর অধিকার আসে রাজনীতিক দের তুলো ধুন করার, গায়ে হাত না দিলেই হিল, পারলে ইউ টিউব দেখে নিয়েন। এখানে প্রেসিডেন্ট, জেসুস , গড কাও রে ছেড়ে কথা বলে না . আপনাদের তো কার্টুন একা দেখলে জিহাদী জোস বেড়ে যায়।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আপনাকে স্পস্ট ভাবে বলে দিতে চাই। আমি পোষ্টের সাথে সম্পর্কযুক্ত নয় এমন বিষয়ে আলোচনা করি না পরাত পক্ষে আমার নিজের ব্লগে বা অন্যের ব্লগে।
আমি নিজে যেটা করি না সেটা অন্যকেও করতে দেই না আমার ব্লগে।
আপনি তাচ্ছিলের সাথে আমাকে জিজ্ঞেস করেছে
ভাই কোন দুনিয়া তে বাস করেন? মিডেল ইস্ট?
কেন মিডেল ইস্টের মানুষদের আপনার মানুষ বলে মনে হয় না নাকি???
আগে নিজে অন্যকে সম্মান দিতে শিখুন তার পরে অন্যের বিষয়ে আঙ্গুল উচু করুন।
আপনাদের তো কার্টুন একা দেখলে জিহাদী জোস বেড়ে যায়।
এই কথা দ্বারা কি বুঝাতে চাইলেন???
৩১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮
যোগী বলেছেন: আপনি যদি সত্যই গালীবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকেন তাহলে সকল গালীবাজদের ইনফরমেশন এক করেন। তাহলেই বোঝা যাবে গালীবাজদের ঘৃনা করার ব্যাপারে আপনার নিরোপেক্ষতা।
কারন এই রকম এক এক সময় এক এক পোষ্ট আসে ভিন্ন ভিন্ন নেত্রীদের নিয়ে।
এই কমেন্ট দেখে আমাকে আবার ব্যক্তিগত ভাবে আক্রমন করার জন্য উদ্ভুদ্ধ হবেন না। কারন আমি জানি আমি কোন ধোয়া তুলসি পাতা না।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আপনি যদি সত্যই গালীবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকেন তাহলে সকল গালীবাজদের ইনফরমেশন এক করেন।"
তার মানে আমি ব্লগ খুলে দেখলাম একজন চরম অশ্লীল ভাবে গালা-গালি করে পোষ্ট দিয়েছে সেটা নিয়ে অভিযোগ করার পূর্বে সাময় ব্লগে আজ পর্যন্ত কে কে গালি দিয়েছে প্রথমে তা খুজে বের করতে হবে তার পূর্বে কোন অভিযোগ করতে পারব না???
কারন এই রকম এক এক সময় এক এক পোষ্ট আসে ভিন্ন ভিন্ন নেত্রীদের নিয়ে।
আজেকে ও একটা পোষ্ট এসেছিল বঙ্গবন্ধুকে গালি দিয়ে সাথে সাথে আমি সেটির প্রতিবাদ সহ ব্লগ কতৃপক্ষকে সেই ব্লগার এর বিরুদ্ধে ব্যবস্হা নিতে।
এই কমেন্ট দেখে আমাকে আবার ব্যক্তিগত ভাবে আক্রমন করার জন্য উদ্ভুদ্ধ হবেন না।
আপনি খুব ভাল করেই যানেন যে আমি আমার ব্লগে কাউকে গালা-গালি করি না। একান্ত বাধ্য হলে ব্লক করি। এবং গত ৩ বছরের ব্লগিং জীবনে মাত্র ৫ জন ব্লগারকে ব্লক করেছি আমার ব্লগ থকে।
৩২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: শোনেন ভাই, আপনি নিজেও স্বাধীনতার স্বপক্ষের ব্লগারদের গালাগালি করেন।
Click This Link
আগে আসুন আমরা নিজেরা বদলাই। ব্লগিং এর শুরুতে ছাগুদের গালি দিলেও এখন গালি না দেয়ার চেষ্টা করি।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আপনি নিজেও স্বাধীনতার স্বপক্ষের ব্লগারদের গালাগালি করেন"
আপনার মন্তব্য পড়ে আমার হাসতে ইচ্ছে করল। আপনি যে পোষ্ট থেকে স্ক্রিনশট দিলেন সেটা স্বধীনতার পক্ষের বা বিপক্ষের কোন পোষ্ট ছিল না। পোষ্ট টি ছিল পরীক্ষা দিতে আসুন , মাল্টিপল চয়েস কোশ্চেন : প্রশ্ন - ভারত জুজু এবং পাকিস্তান জুজু - কোনটি আসলে বাস্তবে আছে ?
আপনাকে আমি চ্যালেন্জ দিলাম কবে কোন পোষ্টে স্বাধীনতার পক্ষের কথা বলার জন্য কাউকে গালি দিয়েছি তার স্ক্রিনশট দেবার জন্য।
আর হ্যা, মুজিব কোর্ট গায়ে দিয়ে ধর্ষন করতে গিয়ে যদি ধরা পরেন আর পরিচয় দেন যে আমি স্বাধীনতার স্বপক্ষের মানুষ তবে আমি দুঃখিত সেই সকল স্বাধীনতার স্বপক্ষের মানুষদের পাশে থাকা আমার পক্ষে সম্ভব না।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি ঐ পোষ্টে সেই সকল মানুষকে গালি দিয়েছি যারা স্বীকার করতে চায় না যা ভারত আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে আমাদেকে অর্থনৈতিক ভাবে শাষণ করে না।
৭১ এর পূর্বে পাকিস্তান যা করত ঠিক একই ভাবে ভারত আমাদেরকে তাই করতেছে।
তারা গরু আনতে যাওয়া মানুষকে গুলো করে মারে কিন্তু কোনদিন কি পেপারে পরেছেন যে ফেনসিডিল আনতে গিয়ে কেউ গুলি খয়েছে???
৩৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩
বুনো বলেছেন: ভাই, আপনি যাই বলেন, রাজনীতি করতে হবে রাজনীতির মত। কিন্তু আওয়ামী লীগের মতো করে না।
ব্লগে বিএনপি সমর্থকরা শেখ হাসিনাকে কটাক্ষ করে সর্বোচ্চ বুবুজান বলে, কিন্তু লীগগুলাকে দেখবেন একজন নারীর নামে যতোটা বাজে বলা সম্ভব হয়, সেভাবেই বলে। একটা জিনিস এরা খুব ভালো পারে, ট্যাগ দিতে। তবে, আশার কথা ব্লগে এর অবসান হচ্ছে।
লীগগুলোকে এখন জাস্ট ইগ্নোর করেন। এরা সেধে এসে পায়ে পাড়া দিতে চাচ্ছে, ফালতু কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে পোষ্টের মোটিভ ঘুরিয়ে ফেলে; এদের ব্লক করাই উত্তম।
মনে রাখবেন, আমাদের এখন বিএনপিকে গড়ে তুলতে হবে ব্লগে, ভালো ভালো দিক নির্দেশনামূলক পোস্ট দিয়ে প্রচার করতে হবে। এইসব দুই দিনের নিক পাত্তা দেওয়ার কোন দরকার নাই।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "মনে রাখবেন, আমাদের এখন বিএনপিকে গড়ে তুলতে হবে ব্লগে, ভালো ভালো দিক নির্দেশনামূলক পোস্ট দিয়ে প্রচার করতে হবে "
আপনি আমার ব্লগ ঘুরে হয়ত দেখে থাকবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শাহবাগ আন্দোলনের সাথে শহমত জনিয়ে আন্দোলন হয়েছে আমি ছিলাম তার প্রথম- উদ্যোক্তা।
জাতীয়তাবাদী রাজনোতীর সমর্থক হবার পরেও আমি কিন্তু দলের সাথে তাল মিলাই নাই কখনও।
এর পরে একই পরম্পারায় ২১শে ফেব্রুয়ারী পালন করলাম যার ট্রেজারার ছিলাম আমি।
আগামী ২৭শে এপ্রিল ১লা বৈশলা উৎযাপন করতে যাচ্ছি সেটারও অন্যতম উদ্যোক্তা আমি।
৩৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৪
কামের কথা কন!! বলেছেন: অনেক দিন পর কমেন্ট করতে আসলাম আমি ব্লগে গালাগালি পছন্দ করি না । আপনি থাকেন কানাডায় আমিও থাকি বাহিরে। আর একটু বাহিরে এসে দেখেন এশিয়ার দেশ গুলতে আমাদের লোক জন কত কষ্ট করে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু তাদের কে যে কি পরিমাণ হেনস্তা হতে হয় ইমিগ্রেস্ন এবং এম্বাসিতে না দেখলে বুঝবেন না। আর এই দুই ধারী বুড়ি সাধারন মানুষ এবং দেশকে নিয়ে পিং পং খেলছে। আমি সব সময় মনে মনে এদের কে গালি দেই কারন সব কিছুর একটা সিমা আছে। আমি জানি না সে কি প ন্তি হাম্বালিগ না বিএনপি সে যদি সাধারন মানুষের মত কেউ হয় তা হলে বলতে পারেন দেশের সব লোক জন একবার হলে ও এদের গালি দেয় মনে মনে। এই দুই দলের সব লিডার গুলরে তো মাইরা দেশ থেকে বাহির করে দেয়া উচিৎ। চুলা চুলি করবি তো ইস্টিডিয়ামে গিয়ে কর দেশ কে নিয়ে চুলা চুলি করার দরকার কি সাধারন লোক জনের জীবন নিয়ে লীলা খেলা করার কোন অধিকার কে দিয়েছে ওদের। এই দুইটারে দেশ থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া উচিৎ যাদের দেশের মাঠি, দেশের লোকজন দের নিয়ে কোন ভাল চিন্তা ভাবনা নাই তাদের সেই দেশে থাকার কোন অধিকার নাই।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ একটা ভাল মন্তব্য করবার জন্য।
আমি নিজেই এই ইমিগ্রেশন নির্যাতনের ভুক্তভূগি। প্রথম বার যখন দেশের বাহিরে আসি ২০০৮ সালে (ঢাকা থেকে ইতালী) দুবাইতে আমার ১২ ঘন্টার ট্রানজিট ছিল। যেহেতু ইমিরেটস এর বিমানে ভ্রমন করতেছিলাম আর ৮ ঘন্টার বেশি ট্রানজিট তাই ঢকা থেকেই ১ টা ৪ স্টার হোটেলে থাকার টিকেট দিয়েছিল। মনে মনে খুব খুশি ছিলাম যে ঐ ১২ ঘন্টা দুবাইতে ঘুরব।
কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সেখানকার ইমিগ্রেশন অফিসারদেরকে বুঝাতে পারি নি যে; যে মানুষের পার্সপোর্টে ইতালী ভিসা আছে সে তোমার দুবাইতে থাকতে আসে নাই।
অনেক জড়া-জড়ি করার পরে বলে যে আমাদের কে অলিখিত ভাবে বলা আছে যে বাংলাদেশী পার্সপোর্ট ধারী কোন ব্যাক্তিকে দুবাইয়ের ট্রানজিট ভিসা না দেবার।
পরে ১২ ঘন্টা দুবাই বিমান বন্দরের মেঝেতে শুয়ে ঘুমালাম যেখানে ঘুমানোর কথা ছিল ৪ স্টার হোটেলে
৩৫| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৫
যোগী বলেছেন: ৩২, ৩৩ নাম্বার কমেন্টে ওয়াচ ডগ লাগাইলাম কি রিপ্লায় আসে দেখি।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দেওয়া হয়েছে দেখেন।
৩৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২১
কামের কথা কন!! বলেছেন: আরে এই টা নাকি শহিদুল্লাহ কিরন ও তো জাতে ভাদা!! ওরে তো অনেক আগেই ব্লগে টাংগান দরকার ছিল। সে থাকে বাংলাদেশে কিন্তু গুন গায় ভারতের। ওরে নিমক হারাম বলতে পারেন এর নব্য মীরজাফর।
৩৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৩
নিরব বাংলাদেশী বলেছেন: তার মানে দাড়াইলো এই যে আগে যেহেতু গালাগালি ছিল এখনো সেটা থাকতেই হবে, বন্ধ করা যাবে না... তুই আমারে চিমটি দিসস তাই আমি ও পেন্সিলের খোচা দিমু। একই জিনিস দুই নেত্রী করে, সরকারি- বিরোধী নেতারা করে, আর আমরা আম জনতা চা স্টলে, বাসে, খাল পাড়ে অথবা ব্লগে গুতাগুতি করি। আসেন সবাই মিলে দোয়া করি আমাদের নেক্সট জেনারেশন ও যেন এই শিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠে
৩৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: @সাজাপ্রাপ্ত পলাতক আসামি,
আমি যে গালা-গালির বিরুদ্ধে পোষ্ট দিলাম আপনি সেই একই ভাষায় মন্তব্য করলেন। তাই আপনার মন্তব্যটি মুছে দিতে হল। আমাকে।
৩৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০
দমকল৮৬ বলেছেন: পলাশ ভাই । কাজী মামুন হোসেন নামের নতুন কচি হাম্বা যারে বার বার গালিবাজ প্রমানের চেষ্টা করতেছে এইটা মশিউর মামার নিক ।
মশিউর মামা গালি দেয় এইটা পুরান কথা । তবে সে তারেই গালি দেয় যে তারে আগে গালি দেয় । কেউ আপনেরে অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধী বলবে , সকল বিএনপি সমর্থককে শেষ করে দিতে হবে, মা-বোন নিয়ে কুৎসিত কথা বলবে আর আপনে তারে কোলের উপরে বসাইয়া দুই গালে চুমু খাবেন এতোটা যিশুখ্রিস্ট মশিউর মামা না ।
মশিউর মামারে চুলকাবা আর বিনিময়ে মশিউর মামার লাত্থি খাইলে কান্নাকাটি করবা, তাইলে তারে চুলকাইতে যাও কেন ?
সারা জীবন গালাগালি করল , আজকে উল্টা খাইয়া যখন দেখল যে গালি খাইলে খারাপ লাগে তখন গালাগালির বিরুদ্ধে সোচ্চার অবস্থান - হাম্বা সমর্থকদের এই দুর্দিনও আমাদের দেখতে হবে ।
৪০| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩১
যোগী বলেছেন: লেখক দায়িত্ববান একটা স্ক্রিনশট দিছে সেখানে কি ধরনের ভাষা ব্যাবহার হয়েছে সেটা বলু?
আপনি যে কারো পক্ষে অবস্থান নিতে পারে, সেটা কোন সমস্যা না। আর কারো পাশে না থাকলে ঐ ধরনের ভাষা ব্যাবহার করা যায় কি না, সেটা আপনার কাছ থেকে শিখতে চাই।
৪১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬
সবুজ-ভাই বলেছেন: ৩২ নং কমেন্টি পড়ুন। ভূতে মুখে রাম রাম মানায় না।
আর খালেদা জিয়া এক্স প্রধানমন্ত্রী এটা কোন অহংকারের ব্যপার না যে বলে বেড়াতে হবে বরং দু্ঃখিত হোন ও লজ্জিত থাকুন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
ব্লগের ভাষা মার্জিত হলে অবশ্যই ভাল হয় কিন্তু সেটা আসলে পরিবেশ থেকে আসে। তবে অমার্জিত ভাষার জন্যে মূলভাব পরিবর্তন হয় না। যেমন অনেকে বলে ''কুত্তালীগ'' আবার অনেকে বলে তই মানুষ না আওয়ামিলীগ। ব্যাপারটা একই।
যাইহোক আপনার ভাষা চর্চাতো ৩২ নং কমেন্টেই দেখলাম ।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: গত ৩ বছরের ব্লগিং জীবনে প্রথম বারের মত আপনাকে আমার ব্লগে দেখে খুশি হলাম। সেই সাথে আমার ভাষা চর্চা আপনাকে দেখাতে পেরে কৃতার্থ হলাম।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি একজনকে পছন্দ নাই করতে পারেন। আপনি তার সমালোচনা করতেই পারেন তাই বলে কি তাকে অশ্লীল ভাষায় গালা-গালি করতে হবে???
আপনার শিক্ষক যদি আপনাকে কোন কিছু না পারার কারনে গাধা বলার পরিবর্তে গাধার বাচ্চা বলে গালি দেই তবে আপনি কি একই ভাবে নেবেন ????
আপনার কাছে গাধা ও গাধার বাচ্চা গালি দুটু একই শোনালে আমাকাছে তা ভিন্ন অর্থ বহন করে।
৪২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪১
আমি মোঃ চয়ন বলেছেন: আমি বুঝিনা সবাই কেন ত্যানা প্যাচাচ্ছে ???
ব্লগাররা একজন আরেকজনকে গালিদেয়, এটাতো পুরান কথা। আজপর্যন্ত কতজন গালির জন্য ব্যান খেয়েছে শুনি??
একজন বিএনপি সমর্থককে গালি দেওয়া , আওয়ামীলীগ সমর্থককে গালি দেওয়া, আর বর্তমান প্রধানমন্ত্রীকে গালি দেওয়া বা প্রক্তন প্রধানমন্ত্রীকে গালি দেওয়া কি এক জিনিষ ???
এর আগেও বেগম খালেদা জিয়াকে নিয়ে জঘন্য পোস্ট এসেছিল। ঐ ব্লগারকে ব্যান করা হয়েছিল।
এছাড়া সামু কোন নারীকে নিয়ে কুৎসা ছড়ানো বা গালাগালি টলারেট করে না।
ইতিপূর্বে রেজয়ানা আপাকে গালি দিয়ে 'আমি দর্পন' ব্যান খেয়েছিল। শায়মাকে নিয়ে কুৎসা ছড়ানোয় 'মশামামা' ব্যান খেল। .........।। এগুলোতো সবাই জানেন। তবে শুধু শুধু কেন ত্যানা প্যাচাচ্ছেন ??
কিরন ব্যান খাবে । এটাইতো স্বাভাবিক। মডুকে ঘুমথেকে উঠতে দেন।
৪৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫০
যোগী বলেছেন: হা হা হা ৩২ নাম্বার কমেন্টের সেকেন্ড উত্তরে লেখক স্বীকার করেছেন তিনি নিজেও একজন গালীবাজ ব্লগার।
আমার মনে হয় এই পোষ্টের একটা কনক্লুশানে আসা গেছে।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি এই পোষ্ট টিতে ফ্লাডিং বন্ধ করুন।
৪৪| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫১
নিরব বাংলাদেশী বলেছেন: সবুজ-ভাই বলেছেন: ৩২ নং কমেন্টি পড়ুন। ভূতে মুখে রাম রাম মানায় না।
আর খালেদা জিয়া এক্স প্রধানমন্ত্রী এটা কোন অহংকারের ব্যপার না যে বলে বেড়াতে হবে বরং দু্ঃখিত হোন ও লজ্জিত থাকুন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
আজ পর্যন্ত কোন প্রধান মন্ত্রীকে না সম্মান দিসি না দিবো। আমরা যেমন আমাদের রাজা ও তো তেমন ই হবে
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আজ পর্যন্ত কোন প্রধান মন্ত্রীকে না সম্মান দিসি না দিবো।
না আপনাকে তো কেউ জড়া-জড়ি করেনি তাদেরকে সম্মান দিতে।
আপনি একজনকে পছন্দ নাই করতে পারেন। আপনি তার সমালোচনা করতেই পারেন তাই বলে কি তাকে অশ্লীল ভাষায় গালা-গালি করতে হবে???
৪৫| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
নিরব বাংলাদেশী বলেছেন: যোগী বলেছেন: হা হা হা ৩২ নাম্বার কমেন্টের সেকেন্ড উত্তরে লেখক স্বীকার করেছেন তিনি নিজেও একজন গালীবাজ ব্লগার।
আমার মনে হয় এই পোষ্টের একটা কনক্লুশানে আসা গেছে
উনি গালি দিসিলেন তাই আমি ও দিয়ে যাবো আজীবন??
৪৬| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
যোগী বলেছেন: @নিরব বাংলাদেশী বেটার আপনি ৩৯ নাম্বার কমেন্ট দাতা দমকল৮৬ সাথে কথা বলেন।
আমি কি তা আমি খুব ভালো ভাবেই জানি।
৪৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৫
নিরব বাংলাদেশী বলেছেন: @যোগী জিগাইলাম আপনারে... কি কনক্লুশান এ আসলেন? আমার সাথে কি সহমত?
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার ব্লগিং ইতিহাস বলতেছে যে আপনার নিকটা খোলা হয়েছে অসৎ উদ্যেশ্য নিয়ে।
৪৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৯
ঘুমকাতুর বলেছেন: যারা পোষ্টের লিংক খোঁজতাছে তাদের দিতে পারেন।
স্কিনশর্ট গুলা জানা আপারে মেইল করেন। শহীদ উল্লাহ (কিরণ) এর আগে আরেকটা নিক ছিলো। সেটাও এই অশ্লীল ভাষার জন্য ব্যান খাইছে।
নিকটার ব্যান দাবী করি।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, আমি ব্লগ কতৃপক্ষকে জানিয়েছি।
৪৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
তানজিদ_রূপক বলেছেন: ব্যাপারটা এমন আসেন গালাগালি করি এইটা আমাদের বাক!! স্বাধীনতা।এখন সবাইকে নতুন নতুন গালি আবিস্কার করতে হবে।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: তানজিদ_রূপক বলেছেন: ব্যাপারটা এমন আসেন গালাগালি করি এইটা আমাদের বাক!!
কেউ কেউ তো সেটাই বলতে চাচ্ছে।
৫০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৮
নিরব বাংলাদেশী বলেছেন: লেখক ভাই তাহলে আমাকে ও ট্যাগ করা হোক। হয় ভাদা না হ্য় ছাগু। অন্য কোন মতামত তো থাকতে পারে না। আর দয়া করে অসৎ উদ্দেশ্য গুলো স্ক্রিনশট নিয়ে সবার সামনে তুলে ধরেন।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি অপ্রাসংগিক মন্তব্য করা থেকে বিরত থাকুন।
৫১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৮
বাঘা তেঁতুল বলেছেন: লেখক যদি এই পোষ্ট না দিতেন তবে আমি পোষ্টদিতাম এবং আমি নিজেও কিরণ সাহেব কে ভদ্র ভাষায় সমালচনা করতে বলেছি ,
রাজনীতি করা ভাল কিন্ত অন্ধরাজনীতি করা ভাল না । মুল আলোচনা থেকে সরানোর জন্য এই ধরনের কথা কি বলা হচ্ছে না । কিরন নামের নিকটা বাচানোর জন্য কি এই মায়া কান্না ।
ইদানিং দেখি ব্লগে কিছু মেকি ভান ধরা সাধারন ব্লগার পরিচয় দিচ্ছে কিন্ত তাদের কমেন্ট পর্যালোচনা করলে আলীগার তা স্পষ্ট বুঝা যায় । একটিভ রাজনীতি করুক আর না করুক কমেন্টে বুঝা যায়।
ভারত প্রেম বা পাকি প্রেম কোনটাই যেমন ঠিক নয় তেমনী কোন প্রধানমন্ত্রী বা এক্স প্রধানমন্তীকে সর্বপরি নারীদের কে ও সকলের ক্ষেত্রে গালি বা কটু ভাষা প্রয়োগ করে কথা না বলাই উত্তম ।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
ভদ্রভাষার কারো সমালোচনা করলে কি সেটা তার কাছে পৌছে না???
এই সে আনিসুল হক গদ্য কার্টুনের মাধ্যমে রাজনৈতিকদের ত্রুটি-বিচ্যুত্যি গুলো তুলে ধরেন তা তে কি কাজ হয় না ???
৫২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩১
নিরব বাংলাদেশী বলেছেন: লেখক ভাই আমার অসৎ উদ্দেশ্য গুলো স্ক্রিনশট নিয়ে সবার সামনে তুলে ধরে আমাকেও ব্যান করার জন্য বলেন??
৫৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: দিশার বলেছেন: সবার বাক সাধীনতা থাকা উচিত।
মগা -থাবা এদের গন্ধ আসছে!
৫৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
নিরব বাংলাদেশী বলেছেন: সবুজ ভাই এর ৩২ নং কমেন্টের জন্য আমি ঐ লেখাটা ছিল আর তাতেই লেখক ভাই কনফিউস্ড হয়ে মনে করলেন আমি ও গালাগালি করতেসি??
৫৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯
নিরব বাংলাদেশী বলেছেন: লেখক ভাই লেখার প্রসংগ বাদ দিয়ে আমার নিকের অসত উদ্দেশ্য খোজা কেন? এটা কি অপ্রাসংগিক নয়?
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি কি অনুগ্রহ পূ্র্বক ফ্লাডিং করা বন্ধ করবেন???
৫৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২
ঘুমকাতুর বলেছেন: পলাস ভাই আপ্নে সম্ভবত ভুল বুঝছেন। এই তর্ক বাদ দিয়া পোষ্টের বিষ্যে থাকেন
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা, আমি উনার সাথে তর্ক করা বাদ দিয়েছি।
৫৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৩
ঘুমকাতুর বলেছেন: পলাস ভাই আপ্নে সম্ভবত নিরব বাংলাদেশীরে ভুল বুঝছেন। এই তর্ক বাদ দিয়া পোষ্টের বিষয়ে থাকেন
৫৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১
চলতি নিয়ম বলেছেন: একজনকে দেখে আরেকজন খারাপ হয়
এইটা একটা বড় কারন। আগে নিজেকে শুধরাতে হবে তার পরে অন্যকে শুধরাতে বলাযাবে।
ব্লগে পুরনোদের দেখেদেখে নতুনেরা শিখবে, এটাই নিয়ম। কোনটা কম গালি আর কোনটা বেশী গালি সেটা বড় কথা নয়, গালি গালিই।
এভাবে স্ক্রিনশর্ট দিয়ে গালি বন্ধ করা যাবে না যদি না আমরা নিজেরা না শুধরাই। বড়জোর ব্যান করা যাবে।
আর ব্যান করে লাভ কি? একটা লাভ আছে, যে যত বার ব্যান খাইছে আর ফিরে আসছে, সে তত বড় সেলিব্রেটি ব্লগার।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: একজন খারাপ কে দেখে খারাপ না হয়ে ভালকে দেখে ভাল হয় না কেন???
সানি লিওন ও সেলিব্রেটি আবার ঐশ্বারিয়া রায় ও সেলিব্রেটি। কোন ধরনের মানুষের কাছে কে সেলিব্রেটি সেটাই দেখবার বিষয়।
৫৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
আকাশ চুরি বলেছেন: এই ব্লগে বাংলাদেশের সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনেকবার অত্যন্ত্য ন্যাক্কারজনকভাবে আক্রমন করা হয়েছে। এসব ব্লগার এই ব্লগের মডারেটরদের কাছ থেকে আস্কারা পেয়েই এসব করে।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যা এটা ঠিক যে বেগম খালেদা জিয়াকে অনেকবার অত্যন্ত্য ন্যাক্কারজনকভাবে আক্রমন করা হয়েছে আবার এটাও সত্য যে ব্লগ কতৃপক্ষ কে জানানোর ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্হাও নেওয়া হয়েছে।
আশাঁকরি এবারও তারা ব্যবস্হা নেবেন।
৬০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
ঘুমকাতুর বলেছেন: @চলতি নিয়ম ৩২ নং কমেন্ট দেখে একটু কও তো পলাশ ভাই কারে গালি দিছে? বুইড়া হইতাছ, হুদাই ফাল না দিয়া কও তুমি কি বুঝছো? পালশ ভাই কারো নাম নিছে? আমি যদি কই "গরু ঘাস খায়"। এইটা কি গালি হয়ে যায়? তুমি কি মানুষের কাছে গিয়া কইবা আমি তোমারে ঘাস খাইতে কইছি? বুইড়া হইছো, পোলাপানের লগে ফাল দিও না।
৬১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭
কান্টি টুটুল বলেছেন:
স্ক্রীন শটে সাবেক প্রধান মন্ত্রীকে নিয়া কোন কথা দেখলাম না,হুদাই চিল্লাইতেছেন।
বিডিনিউজ২৪ এর মতামত বিশ্লেষণ উপসম্পাদকীয়তে বিরোধী দলীয় নেত্রীকে নিয়া আপত্তিকর বক্তব্য ছিল যেটা আমি রিপোর্ট করে সরিয়ে দিয়েছি ,যদি কিছু করতে চান ঐ আপত্তিকর লেখা,আমার রিপোর্ট খেয়াল করে বোঝার চেষ্টা করেন
লেখার আপত্তিকর অংশ যা সরিয়ে দেয়া হয়েছে
আমার প্রতিবাদ
আপত্তিকর অংশ সরিয়ে দেয়ার পর
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি এটা কি দেখালেন??? উপসম্পাদকীয়তেও অশ্লীলতা???
৬২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মানুষকে অশ্লীল কথা বলার কি আকুতি?
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কার ??? ঠিক বুঝতে পারলাম না আপনার মন্তব্যটা??
৬৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
লোকমান বিন আলী বলেছেন: খুবই দুঃখজনক! ব্লগ কতৃপক্ষ বাধ্য হয়ে অথবা ভুল করে অবিবেচক বা একচোখা মডারেটর বসিয়েছেন।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আশাঁকরি ব্লগ কতৃপক্ষ উনার বিরুদ্ধে ব্যবস্হা নেবেন।
৬৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২
কান্টি টুটুল বলেছেন:
জি ভাইজান উপসম্পাদকীয়তেও আপত্তিকর লেখা ছিল আর অন লাইন সংবাদ মাধ্যম বলতে প্রথমেই বিডি নিউজ ২৪ এর নাম আসে।
আপনি যেটা চাইতেছেন সেটা হল এই দেশে খালেদা/হাসিনা নামের কেউ আপত্তিকর কিছু করলেও ব্লগে তাদের নাম নেয়া যাবে না।
আর অন লাইন সংবাদ মাধ্যমের উপসম্পাদকীয় সেনসেটিভ এলাকা আর এটা ব্লগ,এখানে ঐরকম নজরদারি সম্ভব না।তবে সঠিক রিপোর্ট পেলে কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নিবে যেমন আগেও নিয়েছে
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার প্রশ্ন হলো একজন ব্লগার তার ব্লগীং জীবনে প্রায় একটাও পোষ্টও করেন নি যেখানে সামুর নীতিমালা বিরুদ্ধ ভাষা ব্যবহার করেন নি।
তাহলে সেই ব্লগার ব্লগিং করে কিভাবে???
৬৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
চলতি নিয়ম বলেছেন: @ ঘুমকাতুর, আমি আপনার দুলাভাই লাগি না, পরেরবার থেকেই ভাষার প্রতি যত্নবান হবেন। আর আমি পলাশ সাহেবের ৩২ নং নিয়ে কোনো কথা বলি নাই।
লেখক বলেছেন: একজন খারাপ কে দেখে খারাপ না হয়ে ভালকে দেখে ভাল হয় না কেন??? সানি লিওন ও সেলিব্রেটি আবার ঐশ্বারিয়া রায় ও সেলিব্রেটি। কোন ধরনের মানুষের কাছে কে সেলিব্রেটি সেটাই দেখবার বিষয়। সুন্দর কথা বলেছেন। সহমত জানাইলাম।
৬৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
কান্টি টুটুল বলেছেন:
লেখক বলেছেন: আমার প্রশ্ন হলো একজন ব্লগার তার ব্লগীং জীবনে প্রায় একটাও পোষ্টও করেন নি যেখানে সামুর নীতিমালা বিরুদ্ধ ভাষা ব্যবহার করেন নি।
তাহলে সেই ব্লগার ব্লগিং করে কিভাবে???
=================
এ প্রসঙ্গে আমার উত্তর আপনার মাথায় রাখতে কষ্ট হতে পারে।
ধরে নেন ব্লগের স্বার্থেই এধরনের লেখার প্রয়োজন আছে, যুক্তি হিসেবে মাথায় রাখতে পারেন স্রষ্টা কেবল ভাল জিনিস দিয়েই এই বিশ্ব সৃষ্টি করতে পারেন নাই...খারাপও রেখেছেন,খাঁটি স্বর্ণ কিংবা শুধু সিমেন্ট দিয়াও বিল্ডিং হয় না,শুধু দিন হয় না,এরকম আরও কত কি। প্রতিদিন পোলাও-কোরমা কি আপনার ভাল লাগবে?
৬৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মানুষকে সম্মান করতে যারা জানেনা তাদের ব্লগিং করার সুযোগ না দেয়াই শ্রেয়। সেটা যে দলেরই হোক না কেন।
৬৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: it's okay bro , I don't mind ,
৬৯| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
নেয়ামূল হক বলেছেন: এখনও জিন্দা আছে কিন্তু শহিদ উল্লাহ (কিরন) নামে ব্লগে সার্চ দিলে নাই বলে। এখানে
৭০| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
জানা বলেছেন:
কুৎসিত!!!
আমরা এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি অনেক আগেই। এখানে কথা বলার জন্য বেশ কিছুটা সময় নিয়ে নেয়ায় দুঃখিত।
এসব দেখে কিছু বলার রুচী হারিয়ে যায়! এই নোংরা চর্চা গত সাত বছর ধরেই বিভিন্ন সময়ে কিছু অসুস্থ, বিকৃত ও উগ্র মানষিকতার কান্ডজ্ঞনহীন অন্ধ দলীয় বা মতাদর্শ সমর্থক যে যার মত করে একে অন্যের বিপক্ষে নোংরা প্রচরণা চালাবার চেষ্টা করেছে। এরা (যেকোন মতাদর্শিই হোক না কেন) ব্লগ সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো সদ্ব্যবহারের নামে এর সীমাবদ্ধতার সুযোগই নিয়ে আসছে।
এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া যেমন আমাদের দায়িত্বে পড়ে তেমনি এদের (দল মত নির্বিশেষে) রুখে দিতে ব্লগার এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কঠোর আচরণ, প্রয়োজনে বর্জন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করাও দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা আসলে একটি চলমান প্রক্রিয়া। একটি একাউন্ট বন্ধ করলে আরেকটি রেজিঃ করা হয়। আইপি বন্ধ করে দিয়েও কখনও কখনও অন্য আইপি ব্যবহার করা হয়। উদ্দেশ্য মন্দ হলে যেভাবেই হোক, এরা চেষ্টা চালায়। এভাবেই এখানে বন্ধ হয়ে যাওয়া নাম/নিকের সংখ্যা কিন্তু কম নয়। 'বিকৃত'দের পরিচয় কেবল মাত্র তার কর্মকান্ডেই, কোনভাবেই দল/মত দিয়ে বিবেচ্য নয় এখানে।
আমরা সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারি ততই সবার জন্য মঙ্গল এবং তার জন্য একইভাবে সম্যেমিলিত সচেতনতাও দরকার। 'কর্তৃপক্ষ কী করে দেখা যাক' ভেবে দিনের পর দিন অপেক্ষা করে কতৃপক্ষের অবস্থান, রাজনৈতিক/সামাজিক মতাদর্শ, যোগ্যতা, দক্ষতা ইত্যাদি বিষয়ে 'আন্দাজ' করে নিয়ে ব্লগে অস্থিরতা (ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত) সৃষ্টি কোনভাবেই উপকারী কোন সমাধান নয়। এটা আমার সাড়ে সাত বছরের লক্ষবারের মর্মান্তিক অভিজ্ঞতা থেকে বলছি। অন্যআর সেই সুযোগে আমার/আমাদের জন্য হাজারো মনগড়া 'উপাধি'ও জুটে আসছে। এটা হলো নিরপেক্ষতার বিড়ম্বনা! সুস্থচিন্তার বা সাধারণ পর্যবেক্ষক যে কেউই এই কথাটি অস্বীকার করার কথা নয়।
অন্যদিকে আমরা ব্লগটিমও আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি সবকিছুর পাশাপাশি এই ব্লগ সন্ত্রাস রুখতে। পাশাপাশি সময় মত রিপোর্ট করেও আমাদের সহযোগিতা করুন। এইরকম নোংরা পোস্ট এবং কমেন্ট নতুন করে কমিউনিটিতে অস্থিরতা তৈরী করে বৈকি।
গতকাল সন্ধ্যায় এইরকম আরেকটি পোস্টে আমি আলোচনা করছিলাম। অনেক দরকারী কথাও ওখানে বলার চেষ্টা করেছি, তথ্য দিয়েছি, আপনার একটি মন্তব্যেরও উত্তর ছিল ওখানে যা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেক ব্লগারের অভিযোগ, অনুযোগ হিসেবে এসেছে। কিছুক্ষণ পরে দেখে সেই পোস্ট ব্লগার নিজেই সরিয়ে দিয়েছেন অথচ সেই পোস্ট গত দু'তিন ধরে অনায়াসেই বেঁচে ছিল। আলোচনাটি সবার নজরে রাখার জন্যেই আরও কিছু সময় তা থাকা যেমন দরকার ছিল, তেমনি কিছু ব্লগারের ব্লগীয় আচরণও সবার জন্য লক্ষনীয় ছিল।
যাহোক, সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে, আমাদের মডারেশন এবং অন্যান্য যেকোন বিষয় নিয়ে ফিডব্যাক অথবা আমার ইমেইলেই সরাসরি জানিয়ে দিন/ অভিযোগ করুন। আমরাও কোনরকম সীমাবদ্ধতার উর্দ্ধে নই। @মোস্তফা কামাল পলাশ।
ভাল থাকুন।
২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: @জানা আপা,
প্রথমেই আমি ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে তারা যথা শীঘ্রই ব্যবস্থা নিয়েছে উক্ত ব্লগার এর বিরুদ্ধে। সেই সাথে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি নিজেই সেটা ব্যাখ্যা করেছেন এখানে।
আমি স্পষ্টত বশ্বাস করি যে সামু ব্লগ আপনার দ্বিতীয় সন্তান। যার পিছনে রয়েছে আপনার অক্লান্ত পরিশ্রম, আবেগ, ভালবাসা, ত্যাগ সেই সাথে আপনার ও অরিল দুলাভাইয়ের কষ্টার্জিত অর্থের বিনিয়োগ।
সেই সাথে এটাই সত্য যে পুঁজিবাদের এই যুগে সামু ব্লগের প্রতিন্দী অবশ্যই চাইবে যে কোন ভাবেই হউক এই ব্লগকে দামিয়ে রেখে নিজের ব্লগকে উপরে ওঠাতে। কর্পোরেট স্বার্থে কেউ কেউ অসৎ উপায়ও বেছে নেবে সামু ব্লগ কে দমিয়ে রাখতে।
গত ৭ বছরে এ সকলে কিছুকে অতিক্রম করেই সামু ব্লগ এগিয়ে যাচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ হিসাবে। ব্লগিং ও যে একটা বড় গণমাধ্যম হতে পারে সেটা সামুই প্রথম প্রমাণ করেছে বাংলাদেশে।
তাই তো গত ৩ বছর ধরে ব্লগিং জীবনে মাঝে মাঝে সামু ব্লগ কর্তৃপক্ষের উপর অভিমান করলেও কখনো একে ছেড়ে অন্য ব্লগে যাই নি। সামুর অন্যান্য ব্লগারদের মত একাধিক ব্লগে ব্লগিং করি না। আমার পরিচিত অনেক বন্ধু আমাকে সচলায়তনে লিখবার জন্য অনেক জড়া-জড়ি করে কিন্তু আমি আজ পর্যন্ত রাজি হইনি।
আমি আপনাকে জানাতে চাই যে সামু হয়ে আমি নিয়মিত সেই সকল ব্লগারদের সাথে লড়াই করি যে আজকের ওমি পিয়াল, আরিফ জেবতিক, হিমু, আইজুদ্দিন দের কে যে মানুষ চিনে সেটা এই সামু ব্লগের জন্যই।
তাদেরকে স্পষ্ট ভাবে বলি যে তোমরা সামু ব্লগ কে যতই ছাগু ব্লগ ট্যাগ দেও না কেন আজকের এই শাহবাগ আন্দোলন হলো সামু ব্লগে অবদান।
সচলায়তনে যতই মেধাবী ব্লগার ব্লগিং করুক না কেন তারা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌছাতে পারে না। সামু হলো গন-মানুষের প্লাটফরম। তাই সাময়িক ভাবে অভিমান করলেও সামু ছেড়ে আমি অন্য কোথাও যাব না।
আপনাকে অনেক ধন্যবাদ আমার বিষটি আপনি নিজে দায়িত্ব নিয়ে সমাধান করার জন্য। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি জেনেছি যে আপনি অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন। আশাকরি আপনি এখন সুস্থ আছেন।
৭১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
জানা বলেছেন:
@নেয়ামুল হক,
আপনার ব্রাউজার রিফ্রেশ করে নিন এবং আমার মন্তব্যটিতে নজর দিন।
৭২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
জানা বলেছেন:
লিঙ্কটা কিসের? কাজ করছে না। লিংকটা ঠিক করে দিন।
আপনার মন্তব্যও অস্পষ্ট @নেয়ামুল হক।
৭৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বুরি বলেছেন: জানা আপা আপনি বলেছিলেন পুস্টের প্রয়োজনিয়তা ফুরিয়েছে তাই ড্রাফটে নিয়ে ছিলাম। এখন আবার ফিরত আনলাম।
৭৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কান্টি টুটুল বলেছেন:
অবগত হইলাম।
৭৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
জানা বলেছেন:
ধন্যবাদ @ বুরি।
৭৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭
ফাহিম আহমদ বলেছেন: একজন নিশাচর বলেছেন: পলাশ ভাই,
আপনার আচার ব্যবহার কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে আপনার পরিবার থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তার উপর।
ধন্যবাদ।
৭৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
সবুজ-ভাই বলেছেন: লেখক বলেছেন: আপনি একজনকে পছন্দ নাই করতে পারেন। আপনি তার সমালোচনা করতেই পারেন তাই বলে কি তাকে অশ্লীল ভাষায় গালা-গালি করতে হবে???
পছন্দ অপছন্দের ব্যাপার নয়, যে কোন অবস্হাতেই খারাপ ভাষা বা খারাপ যে কোন কিছুই চর্চা করা ঠিক না, তা অনলাইনে হোক বা অফলাইনে। তবে ভিন্নমতের বা ভিন্ন ভাবনার মানুষ থাকবেই। বিচলিত হয়ে বা আইন করে অপরাধিকে সনাক্ত করা যায় বা শাস্তি বা প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া যায় কিন্তু তাতে অপরাধ বন্ধ হয় না এবং অপরাধীর সংখ্যাও কম হয় না।
@নিরব বাংলাদেশী বলেছেন: সবুজ-ভাই বলেছেন: ৩২ নং কমেন্টি পড়ুন। ভূতে মুখে রাম রাম মানায় না।
আর খালেদা জিয়া এক্স প্রধানমন্ত্রী এটা কোন অহংকারের ব্যপার না যে বলে বেড়াতে হবে বরং দু্ঃখিত হোন ও লজ্জিত থাকুন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
আজ পর্যন্ত কোন প্রধান মন্ত্রীকে না সম্মান দিসি না দিবো। আমরা যেমন আমাদের রাজা ও তো তেমন ই হবে
আপনার বক্তব্যে সাথে আংশিক সহমত, অবশ্যই প্রতিটি জনপ্রতিনিধি জনগনের আয়না স্বরুপ বা তাদেরই প্রতিচ্ছবি। একটি হাদিসও আছে যে জাতি ওজনে কম দেবে আমি তাকে অত্যাচারী শাসক দেব।
গনপ্রজাতন্ত্ব্রীর দেশে জনপ্রতিনিধি যদি রাজায় পরিনত হয়েযায় তাহলে তাকে যথেষ্ঠ সন্মান প্রদর্শন করা কঠিন হয়ে যায়। প্রতিনিধিকে বেতন দেওয়া হয় যেন সে দেশ ও জনস্বার্থে জনগনের পক্ষে কাজ করেন, নিজের শপথ ভুলে যদি কেও নিজস্ব মতবাদে নির্দিষ্ট কোন দল বা দলীয় মতবাদের পক্ষে কাজ করেন তাহলে তাকে সন্মান দেয়া জাতির জন্যে অসন্মান জনক।
বাংলাদেশের জংন অশিক্ষ্যিত, অভাগা, ক্ষুধার্ত এবং সহজসরল হতে পারে কিন্তু মানুষের পর্যায়েই পড়ে এখনও সবাই পুরোপুরি অমানুষ হয়ে যায় নি তাই সরলমনে যদি সন্মান দেবারমত কোন নেটা বা রাজা নয় যদি জনপ্রতিনিধি পেত যে তাদের বা দেশের পক্ষে কাজ করবে নিজ দল, পরিবার বা ব্যাক্তি স্বার্থে নয় তাহলে ঠিকই প্রাপ্য সন্মানটুকু দিত।
বরং বাংলাদেশের মানুষ এতটাই সরল ও উদার যে কিছু না পেয়েও জনপ্রতিনিধিকে নেতা বানিয়ে সন্মান দেয় এমনকি রাজনৈতিক কারনে দেশ ও জাতির ক্ষতি করলেও জনগন কোন প্রধানমন্ত্রী বা সাংসদ কে প্রশ্ন করে না যে ''বেতনতো ঠিকই পাচ্ছ কাজ কি ঠিক মত করছো ?'' এর থেকে বেশী সন্মান আবদার করাটাও তো ঠিক নয়।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
দিশার বলেছেন: সবার বাক সাধীনতা থাকা উচিত। আপনে তার ব্লগ বন্ধ করতে পারবেন হয়ত, তাকে বদলাতে পারবেন ব্লগ বন্ধ করে?