নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়ারইন ব্লগের মডুদের পোষ্ট বাছাইয়ের যোগ্যতা আবারও প্রশ্নবিদ্ধ???

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

একটা স্যাটায়ার পোষ্টের (পোষ্টের ট্যাগ।কি-ওয়ার্ডসে স্পষ্ট করে লিখা ছিল যে এটি একটি স্যটায়ার পোষ্ট) জন্য আমার ব্লগ স্ট্যাটাস জেনারেল ও মন্তব্য করার সুযোগ কেড়ে নেওয়াতে ফিউশন ফাইভ এর একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে... পোষ্টের কথা মনে পড়ে গেল যেখানে মডুদের পোষ্ট নির্বাচনের যোগ্যতা নিয়ে কথা তুলেছিলেন অর্থাৎ মডুদের যোগ্যতা।



যে পোষ্টটির কারণে "অধ্যাপক আনু মোহাম্মদ স্যার কি জামাত-শিবির বা আই এস আই এর টাকা খাইলো নাকি??? " আমাকে জেনারেল করা হলো সেই একই মন্তব্য আমি আনু মোহাম্মদ স্যারের ফেসবুক ওয়ালেও করেছি কিন্তু সেখানে সবাই বুঝতে পেরেছে যে আমি যত্র-তত্র ট্যাগিং এর অপব্যবহারের প্রতিবাদ করেছি মাত্র তার মত মানুষকে হেও করার জন্য না।



কিন্তু আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে হয় ব্লগ কর্তৃপক্ষের পোষ্ট বোঝার যোগ্যতা নাই না হয় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে আওয়ামী পন্থি মডুর আক্রোশের শিকার হলাম।



আমাকে অত্যন্ত দুঃখের সাথে মোতাহের হোসেন চো: এর সেই বিখ্যাত উক্তিটি আর একবার মনে করিয়ে দিতে হচ্ছে সবাইকে



"বৈশ্য লেখকের পক্ষেই সম্ভব শূদ্র পাঠকের মনোরঞ্জন করা।"



আমি দুঃখিত সামহোয়ারইন ব্লগের মডুদের তেল মেরে ব্লগিং করা আমার পক্ষে সম্ভব না।



বিদায় সামহোয়ারইন ব্লগ

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

সবুজ মহান বলেছেন: যদিও আপনার ওই পোস্টটি পড়ি নি ।
পলাশ ভাই আপনার লেখা পড়ে বা আপনার সম্পর্কে যতটুকু জানি , অন্তত এটা ধরে নিতে পারি , আপনি এমন কোন পোস্ট দিবেন না যার জন্য আপনাকে জেনারেল করা হবে !

আপনার এই পোস্টটি মনে হয় প্রথম পাতায়ও যায় নি । :(

ভাই, মাথা মোটা মডুদের আচরণে কষ্ট পেয়ে প্লিজ যাবেন না । আমার মত আপনার ব্লগের অসংখ্য পাঠক আছেন । পাঠকদের জন্য অন্তত থেকে যান ।

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার ঐ পোস্টটা ঐদিন সকালেই পড়েছিলাম। খুব চমৎকার স্যাটায়ার ছিল। কিন্তু সামুতে এখন ২০১৩ সালে ব্লগিং করতে হলে আমার এই পোস্টটি অবশ্যপাঠ্য সেটা আপনাকে বিনয়ের সাথে জানাতে চাই। যতসব আবর্জনা-কীট সামুতে কিলবিল করছে। এদের কাছ থেকে ন্যুনতম হিউমার বা কমনসেন্স আশা করা ভুল।
সামু ছেড়ে যাবেনা। ওদের কাছে হেরে যাওয়ার প্রশ্নই আসে না।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

৪| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

প্রকৌশলী আতিক বলেছেন: X(( X(( X(( X((

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দুঃখজনক!

৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

সত্যযুগের মানুষ বলেছেন: আপনার আনু মোহাম্মদের পোষ্টটা সরায়ে ফেলছে?

৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

গ্রীনলাভার বলেছেন: :| :|

৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: :|| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.