নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

অধ্যাপক আনু মোহাম্মদ স্যার কি জামাত-শিবির বা আই এস আই এর টাকা খাইলো নাকি???

০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৮





বাংলাদেশের মাটিতে নতুন একজন পাকিস্তানের দালালের সন্ধান পাওয়া গেছে, ব্লগীয় ভাষায় যাকে বলে ছাগু যার নাম অধ্যাপক আনু মোহাম্মদ; জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।

***************************************************

উনি আজ তার ফেবুক ওয়ালে লিখেছে:



"ভারত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের রেকর্ড খুব খারাপ।



ঘাটতির সময়ে ভারত থেকে ৫ লাখ টন চাল কেনার চুক্তি হয়েছিলো, ৩ বছর আগে মন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জিও এসে তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও তা আসেনি। কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী এসে সিডর এলাকায় ঘর বানিয়ে দেবার কথা বললেন, এ নিয়ে তখন অনেক প্রশস্তি হল, সেই ঘর এখনও ওঠেনি। কোনো দরকার ছিলো না, বাংলাদেশ ভারত থেকে ঋণ নেবার চুক্তি করেছে ১ বিলিয়ন ডলার। প্রশস্তির জোয়ারে ঢাকা পড়েছে তার হাজারো শর্ত। সেই ঋণের টাকা ছাড়ে দেরি হয়েছে, বোঝা বেড়েছে। বিভিন্ন খাত এখন ঐ ঋণের শৃঙ্খলে ‍আটক। কদিন আগে ঐ টাকায় ট্রেনের বগি কেনার চুক্তি হল ৯০০ কোটি টাকায়, যার দাম আন্তর্জাতিক বাজারে ৬০০ কোটি টাকা। অভিন্ন নদী নিয়ে সর্বনাশা আয়োজন চলছে, পাশাপাশি ‘বাংলাদেশের কোনো ক্ষতি হবে না’ এই কথামালাও। বাংলাদেশের সীমান্তের তিনদিক ঘিরে ভারত ৫ বিলিয়ন ডলার খরচ করে কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের সীমান্তে মানুষ হত্যাও অব্যাহত আছে। রামপালে সুন্দরবন ধ্বংস করে যে বিদ্যুৎ প্লান্ট নির্মাণের আয়োজন চলছে তাতে ভারতীয় কোম্পানি খরচ বহন করবে শতকরা ১৫ ভাগ, কিন্তু তার মালিকানা শতকরা ৫০ ভাগ, কর্তৃত্ব আরও বেশি (দেখুন: http://www.ncbd.org)। ঐ কোম্পানির মুনাফা হবে, আমাদের একমাত্র সুন্দরবন ধ্বংস হবে। বাংলাদেশের প্রাণপ্রকৃতি ধ্বংস করে টিপাইমুখ বাঁধের নির্মাণ প্রস্তুতি চলছে। একদিকে সীমান্ত ঘেরাও অন্যদিকে বাংলাদেশের বুক চিরে ট্রানজিট নেবার আয়োজন। ভারত থেকে নেয়া ঋণের টাকাতেই বাংলাদেশ তার ব্যবস্থা করছে। অথচ নেপাল যেতে ভারতের কয়েক কিলোমিটার পথ বাংলাদেশের ব্যবহার করবার ব্যবস্থা এখনও হয় নাই। ভারত থেকে পণ্য আসছে, ভারতে বাংলাদেশের পণ্য যাবার পথে হাজারো বাধা। বাংলাদেশে ভারতের সব চ্যানেল আমরা দেখি। ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো দেখানোতে টেকনিক্যাল সমস্যা!



ভারত সরকারের প্রতিশ্রুতি আর আশ্বাসের ওপর ভর করা যে কতো আত্মঘাতী ও সর্বনাশা তার প্রমাণ আর কতো দরকার?"



অধ্যাপক আনু মোহাম্মদ স্যারকে এত দিন ভাল মানুষ হিসাবেও জানতাম তবে আজকাল তার আচরণ তো সন্দেহ জনক???



জামাত শিবিরে যোগ দিল নাকি? না হলে তার ফেসবুকে এগুলো কি লিখল ???X((X((X((



অধ্যাপক আনু মোহাম্মদ

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৯

তুহিন সরকার বলেছেন: এনাদের মত শিক্ষকরেরা জাতির কলংক।
স্বাধীনতার মাস, উত্তাল মার্চ, অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
একাত্তেরর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি চাই,ফাঁসি।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "tuhin_sarker বলেছেন: এনাদের মত শিক্ষকরেরা জাতির কলংক।"


একদম সত্য কথা বলেছেন আপনি। আসুন ধরে ধরে এদের ফাকিস্তানের পাঠিয়ে দেই।

২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯

অলিভার বলেছেন: আপনাদের এসব পোস্টগুলোতো বিভক্তিই বাড়াবে। দেখুনতো তাঁর এই বক্তব্যে বাংলাদেশ বিরোধী কিছু আছে কিনা? ভারতের কোন খারাপ কাজের বিরোধিতা করলেই ছাগু হয়ে যাবে এটা তো অসুস্থ মানসিকতা !

ছাগু রা তো তাঁদের পাকি-বাপের জন্য কাজ করে কিন্তু ভারত এর জন্য কাজ করে এমন লোক ও তো কম নাই বাংলাদেশে। আসুন কোন দলের অন্ধ অনুকরন বন্ধ করি। নতুন প্রজন্ম রাজনীতি সচেতন কিন্তু তারা অন্ধ অনুকরনে বিশ্বাসী নয়।

ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "দেখুনতো তাঁর এই বক্তব্যে বাংলাদেশ বিরোধী কিছু আছে কিনা?"

দাদা বাবুদের সাথে সম্পর্ক নষ্ট হয় এই রকম কোন কথা বলা যাবে না বলে সরকার তথ্য আইন করেছেন আপনি কি সেটি পড়েন নি?

৩| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯

অলিভার বলেছেন: আপনাদের এসব পোস্টগুলোতো বিভক্তিই বাড়াবে। দেখুনতো তাঁর এই বক্তব্যে বাংলাদেশ বিরোধী কিছু আছে কিনা? ভারতের কোন খারাপ কাজের বিরোধিতা করলেই ছাগু হয়ে যাবে এটা তো অসুস্থ মানসিকতা !

ছাগু রা তো তাঁদের পাকি-বাপের জন্য কাজ করে কিন্তু ভারত এর জন্য কাজ করে এমন লোক ও তো কম নাই বাংলাদেশে। আসুন কোন দলের অন্ধ অনুকরন বন্ধ করি। নতুন প্রজন্ম রাজনীতি সচেতন কিন্তু তারা অন্ধ অনুকরনে বিশ্বাসী নয়।

ধন্যবাদ

৪| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮

যোগী বলেছেন: এই লোকটা কোন কামের বলেতো মনে হয় না। খালি মাঝে মাঝে গোঁয়ারতুমি করতে শুনি

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: যাক এত খনে একটা মানুষ পাইলাম যে কি না আমার লগে আছে =p~ =p~ =p~

৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৪

স্টেনটোরিয়ান বলেছেন: একটা ফালতু পোষ্ট। আ.লীগ আর ভারতের পাছা না চাটলেই ছাগু? রাজাকার আর ছাগুর সংগা শিখে এসে তারপর লিখতে বসেন। পাকিস্তানের দালাল রা রাজাকার, ভারতের দালাল রা কি? দুই জাতই তো বাংলা মায়ের কুলাংগার। জন্ম-খাওয়া বাংলাদেশে, দালালী করে ভারত/পাকিস্তানের।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দাদা বাবুদের নিয়ে কটু কথা বললে খপর আছে কিন্তু X(( X(( X((

৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: অলিভার বলেছেন: আপনাদের এসব পোস্টগুলোতো বিভক্তিই বাড়াবে। দেখুনতো তাঁর এই বক্তব্যে বাংলাদেশ বিরোধী কিছু আছে কিনা? ভারতের কোন খারাপ কাজের বিরোধিতা করলেই ছাগু হয়ে যাবে এটা তো অসুস্থ মানসিকতা !

ছাগু রা তো তাঁদের পাকি-বাপের জন্য কাজ করে কিন্তু ভারত এর জন্য কাজ করে এমন লোক ও তো কম নাই বাংলাদেশে। আসুন কোন দলের অন্ধ অনুকরন বন্ধ করি। নতুন প্রজন্ম রাজনীতি সচেতন কিন্তু তারা অন্ধ অনুকরনে বিশ্বাসী নয়।

সহমত

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভারতের সাথে আমাদের অনৈতিক সম্পর্ক নিয়ে কথা তুলতে পারে একমাত্র পাকি দালালরাই X(( X(( X((

৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৩

তোমোদাচি বলেছেন: রিভার্স !!!!

কিন্তু আমি ভাবছি কেও বুঝতে পারল না কেন?
রিভার্সের ডোজ কি একটু বেশি হয়ে গেছে??
নাকি আমি ই ভুল বুঝলাম????? B:-) B:-) B:-)

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি একটু বেশি বুঝেছেন। কম বুঝা ব্লগীয় স্বাহ্যের জন্য উপকারী। =p~ =p~ ;) ;)

৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৪

ফরহাদুল হাসান অভি বলেছেন: অনেকেই বুঝেনি ।খুব খিয়াল কইরা
;) ;) ;) ;) ;) ;)

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি এত বেশি বুঝেন কেন X( :(( :((

৯| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

মুফতি বাবা বলেছেন:
-



-

@ অলিভার ও স্টেনটোরিয়ান:

এইটা একটা রিভার্স শিরো:নামের পোস্ট বুজতে চেস্টা করুন লেখক কি বুজাতে চেয়েছেন, আপনারা নতুন ব্লগার, পোস্টের লেখককে একটু বুজার চেস্টা করেন, তার পর কমেন্ট করেন :);)


@tuhin_sarker:

বলদ কোথাকার, নতুন এক বুলি শিখছস " জবাই কর জবাই কর, ফাঁসি চাই ফাঁসি চাই"| তোদের মত আবালরা দেশের চাল দাম বাড়ানো ছাড়া আর কোন কামে আসলি না|


@যোগী:

ইন্ডিয়ার পা চাটা বন্ধ কর তুই, ভাদাকারের বাচ্চা কোথাকার| আনু মোহাম্মদ একটা কথা মিথ্যা বলছে? তোর ইন্ডিয়ান বাপদের জন্য কান্দন থামা নয়তো লাথি মাইরা বাংলাদেশ থাইকা বাইর কইরা দিমু, রাজাকারের বাচ্চা রাজাকার|

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: =p~ ;) :P

১০| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২০

ShusthoChinta বলেছেন: ছাগীর বাচ্চা 'যোগী'রে দেখেন,হালায় কতবড় ভারতীয় দালাল! ভারত নিয়া কিছু কৈলেই তেনার কাছে সন্দেহজনক!

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: উনি তো ঠিকই বলেছেন। শুধু শুধু উনাকে ছাগু বলে বিতর্ক ছড়ানো রিভার্স ছাগুগীরির লক্ষণ।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দাদা বাবুদের সাথে সম্পর্ক নষ্ট হয় এই রকম কোন কথা বলা যাবে না বলে সরকার তথ্য আইন করেছেন আপনি কি সেটি পড়েন নি?

১২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৭

স্বপ্নক বলেছেন: তোমোদাচি বলেছেন: রিভার্স !!!!

কিন্তু আমি ভাবছি কেও বুঝতে পারল না কেন?
রিভার্সের ডোজ কি একটু বেশি হয়ে গেছে??
নাকি আমি ই ভুল বুঝলাম????? B:-) B:-) B:-)

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

কাঙাল বলেছেন: সব ব্যাপারে খ্যাচর খ্যাচর করা আনু মোহাম্মদের অভ্যাস, এজন্য উনাকে খুব পছন্দ না, তবে এক্ষেত্রে তিনি তো ঠিকই বলেছেন রে ভাই।

৫ লাখ টন চাল দেবার কথা বইলা দেয় নাই, একথা আওযামী লীগের এক শা'রও উত্থাপনের সাহস নাই, এইটা জানি

কিছু নব্য রাজাকারের অতি ভারত প্রীতি একটু বেশী ঠেকছে রে ভাই, একটু বেশী। কমালে ভাল লাগবে।

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: লেখক বলেছেন: দাদা বাবুদের সাথে সম্পর্ক নষ্ট হয় এই রকম কোন কথা বলা যাবে না বলে সরকার তথ্য আইন করেছেন আপনি কি সেটি পড়েন নি?

না পড়ি নাই। কোথায়? লিংক দিন।

১৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০

স্বপ্নক বলেছেন: tuhin_sarkar আর যোগীর কচু টেষ্ট পজিটিভ।
এদেরকে শুকু বলে ডাকা হোক। শুকু = শুকরের সংক্ষিপ্ত নাম।

১৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

রাখালিয়া বলেছেন: যোগীর পোদে একটা গদাম দিয়া ইন্ডিয়া পাঠাইয়া দেওন দরকার।

১৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

প্রকৌশলী আতিক বলেছেন: পলাশ ভাই, কমেন্ট পইরা, হাসতেই আছি।


যোগী বলেছেন:
এই লোকটা কোন কামের বলেতো মনে হয় না। খালি মাঝে মাঝে গোঁয়ারতুমি করতে শুনি

লেখক বলেছেন: যাক এত খনে একটা মানুষ পাইলাম যে কি না আমার লগে আছে =p~ =p~ =p~

হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল।

@@ tuhin_sarker

তোমার কোনো শাহবাগী আব্বার কাছে গিয়া এই কথা কইয়ো না। সোজা তোমারেই ফাসিতে ঝুলাই দিব।

১৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

নাজমুল1 বলেছেন: tui ekta varoter ghew pa chata....

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

নাজমুল1 বলেছেন: রাখালিয়া বলেছেন: যোগীর পোদে একটা গদাম দিয়া ইন্ডিয়া পাঠাইয়া দেওন দরকার।

২০| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

মেহেদী_বিএনসিসি বলেছেন: রিভার্স পুষ্ট.......কিন্তু কয়েকটা ভাদা ধরা খাইলে দেইখা মনে কষ্ট পাইলাম =p~ =p~ =p~ =p~

ভারত আর পাকি...........একই মুদ্রার এপিঠ ওপিঠ...........। একটারও মা-বাপের জন্ম পরিচয় নাই.....।

আমি কর্মক্ষেত্রে বেশ কিছু পাকি আর ইন্ডিয়ানগো লগে কাম করছি.........চান্স পাইলে অগো পাছায় ২০ফুটি বাঁশ হান্দাইয়া দিতে কিন্তু একবিন্দুও ভুল করিনাই.........(অখোনো এক ইন্ডিয়ান ম্যানেজারে প্রতিনিয়ত বাশের উপ্রে রাখছি........ =p~ =p~ =p~ =p~ )

২১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

মোঃ উরমান বলেছেন: একটা ফালতু পোষ্ট। আ.লীগ আর ভারতের পাছা না চাটলেই ছাগু? রাজাকার আর ছাগুর সংগা শিখে এসে তারপর লিখতে বসেন। পাকিস্তানের দালাল রা রাজাকার, ভারতের দালাল রা কি? দুই জাতই তো বাংলা মায়ের কুলাংগার। জন্ম-খাওয়া বাংলাদেশে, দালালী করে ভারত/পাকিস্তানের।

সহমত

২২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

ভ্রমন কারী বলেছেন: আনু মো: +++++++++++
লেখক ++++++++++++

২৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ;)

২৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি কথা বললেই পাকিস্তানের দালাল।

ভারত আর ইরান প্রতিবেশি রাষ্ট্র হিসেবে সবচেয়ে খারাপ।তারা প্রতিবেশি রাষ্ট্রে আভ্যন্তরিণ ব্যাপারে নগ্গ হস্তক্ষেপ করে।

২৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

ব্লগার রানা বলেছেন: মোস্তফা কামাল পলাশ ,,,, আপনার পোস্ট এর উদ্দেশ্য সফল,,,,,, :-0 :-0 :-0 :-0 :-0 =p~

২৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

সত্যযুগের মানুষ বলেছেন: জটিল পুষ্ত :) B-))

২৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

শিরিষ গাছ বলেছেন: ব্রো টেস্ট সফল। অনেকে জালে আটকা পরেছে। বাংলাদেশে আনু ভাইয়ের মত আরো ছাগু চাই।

২৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

ভিটামিন সি বলেছেন: পোষ্টের শিরোনাম পইড়া ই বুঝতে পারছিলাম একটা কিছু ঘাপলা আছে। আর এই লেখক ভাইজান তো এমন পোষ্ট দিতে পারেন না। পরে ভিতরে দেখি জালে যেমন কইমাছ আটকা পড়ে এমন ভাদা, ভাকু আটকা পড়তাছে। আমি নিন্মের সকলের সাথেই সহমত। অলিভার, মোঃ মাহমুদুর রহমান, তোমোদাচি, মুফতি বাবা, ফরহাদুল হাসান অভি, সুস্থ্য চিন্তা, স্বপ্নক, রাখালিয়া, প্রকৌশলী আতিক, নাজমুল১, মেহেদি বিএনসিসি, ভ্রমণকারী, সেলিম আনোয়ার, ব্লগার রানা, শিরিষ গাছ, সত্যযুগের মানুষ।
ভাদা দেখলেই গদাম।

২৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫

প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: ব্লগে যে আজকাল কত আবুল আইসা উঠে আফসোস হ্য় আনু মোহাম্মদ কোন কালেই লীগের দালালী করে নাই বাংলাদেশের তেল গ্যাসের জন্য বাল র বিনপি এর চেয়ে উনার অবদান বেশী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.